Audio Test-11
প্রশ্ন ১। যেই সকল ক্ষেত্রে চুক্তি সুনিদির্ষ্টভাবে সম্পাদনের আদেশ দেওয়া যায় সেই ক্ষেত্রগুলির মধ্যে একটি হইল?
ক) সম্মতিভুক্ত কাজটি এমন কারুকাজের যাহা অন্য কোন ব্যক্তি দ্বারা সম্পাদন করা যায় না
খ) সম্মতিভুক্ত কাজটি করা না হইলে আর্থিকভাবে প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকিবে
গ) সবগুলো
ঘ) যখন কোন কাজ যাহা করার জন্য সম্মত হইয়াছে তাহা পুরাপুরি বা অংশগত একটি জিম্মায় অন্তর্গত
উত্তর: যখন কোন কাজ যাহা করার জন্য সম্মত হইয়াছে তাহা পুরাপুরি বা অংশগত একটি জিম্মায় অন্তর্গত
প্রশ্ন ২। চোরাইমালের সংজ্ঞা কত ধারায়?
ক) ৪১৫ ধারায়
খ) ৪০৯ ধারায়
গ) ৪১০ ধারায়
ঘ) ৪১৩ ধারায়
উত্তর: ৪১০ ধারায়
প্রশ্ন ৩। দেনা বা দায় পরিশোধে দায়ী ব্যক্তি তামাদী মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই কিছু অর্থ প্রদান করিলে সেইক্ষেত্রে উক্ত অর্থ প্রদানের তারিখ হইতে নতুন করিয়া তামাদি মেয়াদ গণনা শুরু হইবে ইহা তামাদি আইনের কোন ধারার ভাষ্য?
ক) ১৫ ধারা
খ) ২০ ধারা
গ) ১৯ ধারা
ঘ) ১৮ ধারা
উত্তর: ২০ ধারা
প্রশ্ন ৪। ফৌজদারী কার্যবিধির কোন ধারায় জামিনযোগ্য ও জামিন অযোগ্য অপরাধের সংজ্ঞা দেওয়া আছে?
ক) ৪(১)(কক)
খ) ৪(১)(চ)
গ) ৪(১)(খ)
ঘ) ৪(১)(ঙ)
উত্তর: ৪(১)(খ)
প্রশ্ন ৫। অভ্যাসগত ভাবে চোরাইমাল বেচাকেনা করার সর্বোচ্চ শাস্তি কি?
ক) ৫ বছর কারাদন্ড এবং অর্থদন্ড
খ) যাবজ্জীবন কারাদন্ড এবং অর্থ দন্ড
গ) ৭ বছর কারাদন্ড এবং অর্থদন্ড
ঘ) ১০ বছর কারা দন্ড এবং অর্থদন্ড
উত্তর: যাবজ্জীবন কারাদন্ড এবং অর্থ দন্ড
প্রশ্ন ৬। কোন কারণে আদালত মামলার কার্যক্রম বন্ধ রাখতে পারে?
ক) সাক্ষী অনুপস্থিত থাকলে এবং অন্য যে কোন কারনে
খ) অন্য যে কোন কারনে
গ) সাক্ষী অনুপস্থিত থাকলে
ঘ) বাদী অসুস্থ হলে
উত্তর: সাক্ষী অনুপস্থিত থাকলে এবং অন্য যে কোন কারনে
প্রশ্ন ৭। বিচার্য বিষয় নির্ধারণের কত দিনের মধ্যে লিখিত বা প্রশ্নমালা প্রদান করা যাবে?
ক) ৭ দিন
খ) ১০ দিন
গ) ১৫ দিন
ঘ) ৩০ দিন
উত্তর: ১০ দিন
প্রশ্ন ৮। স্থাবর সম্পত্তি হইতে সরকার কর্তৃক বেদখল হইলে দখলচ্যুত ব্যক্তি S.R.Act এর কোন ধারা মোতাবেক মামলা দায়ের করিতে হয়?
ক) ৮ ও ৪২ ধারা
খ) ৮ ও ৯ ধারা
গ) কোনটিই নায়
ঘ) ৯ ধারা
উত্তর: ৮ ও ৪২ ধারা
প্রশ্ন ৯। ‘করিম’ একটি বিষয়ে আদালতে একটি মামলা দায়ের করিয়াছে ‘রহিম’ একই বিষয়ে একই পক্ষের মধ্যে অপর একটি আদালতে মামলা দায়ের করিল এ অবস্থায় শেষোক্ত মামলাটির বিচার স্থগিত থাকিবে ইহা কোন ধারার বিধান?
ক) ১৩ ধারার
খ) ১১ ধারার
গ) ১০ ধারার
ঘ) ৯ ধারার
উত্তর: ১০ ধারার
প্রশ্ন ১০। দেওয়ানী কার্যবিধির কোন অর্ডারে প্রথম শুনানীতে মামলা নিষ্পত্তি সংক্রান্ত বিষয় আলোচনা করা হইয়াছে?
ক) অর্ডার ১৫
খ) অর্ডার ১২
গ) অর্ডার ১৪
ঘ) অর্ডার- ১৩
উত্তর: অর্ডার ১৫
প্রশ্ন ১১। চোরাইমাল বলে গন্য হবে-
ক) যে সম্পত্তি অপরাধমূলকভাবে আত্মসাৎ করা হইয়াছে
খ) যে সম্পত্তির দখল দস্যুতার কাল হস্তান্তরিত হইয়াছে
গ) যে সম্পত্তি চুরি বা বল পূর্বক আদায় করা হইয়াছে
ঘ) সবগুলো
উত্তর: সবগুলো
প্রশ্ন ১২। প্রতারণা (Cheating) এর সংজ্ঞা দন্ডবিধির কত ধারায় আছে?
ক) ৪১৫ ধারায়
খ) ৪১৭ ধারায়
গ) ৪১৬ ধারায়
ঘ) ৪২০ ধারায়
উত্তর: ৪১৫ ধারায়
প্রশ্ন ১৩। ফৌজদারী কার্যবিধির কত নং ধারায় স্বামী কর্তৃক ধর্ষণের অপরাধ সম্পর্কিত বিশেষ বিধান রাখা হয়েছে?
ক) ৫৬৩ ধারা
খ) ৩৬১ ধারা
গ) ৫৬২ ধারা
ঘ) ৫৬১ ধারা
উত্তর: ৫৬১ ধারা
প্রশ্ন ১৪। কোন প্রতিকারটি সুনিদির্ষ্ট প্রতিকার আইনের মধ্যে পড়ে না?
ক) আর্থিক ক্ষতিপূরণ
খ) সবগুলো
গ) স্বত্ব ঘোষণা
ঘ) চুক্তি বাস্তবায়ন
উত্তর: আর্থিক ক্ষতিপূরণ
প্রশ্ন ১৫। মোকদ্দমায় মিথ্যা বা বিব্রতকর দাবির জন্য আদালত কত টাকা জরিমানা করতে পারে?
ক) ১০,০০০ টাকা
খ) ৮,০০০ টাকা
গ) ২৫,০০০ টাকা
ঘ) ২০,০০০ টাকা
উত্তর: ২০,০০০ টাকা
প্রশ্ন ১৬। Abetment বা দুস্কর্মে সহায়তার সংজ্ঞা দন্ডবিধির কোন ধারায় বর্ণনা করা হইয়াছে?
ক) ১০৫ ধারায়
খ) ১০৯ ধারায়
গ) ১০৭ ধারায়
ঘ) ১০৮ ধারায়
উত্তর: ১০৭ ধারায়
প্রশ্ন ১৭। দেওয়ানী কার্যবিধিতে একই বিষয়ে দুই আদালতে মামলা চলিতে পারেনা ইহা কোন ধারার বিধান?
ক) ৯ ধারার
খ) ১৩ ধারার
গ) ১০ ধারার
ঘ) ১১ ধারার
উত্তর: ১০ ধারার
প্রশ্ন ১৮। কোন আপীল দায়েরের জন্য যেই ডিক্রি, দন্ডাদেশ বা আদেশের বিরুদ্ধে আপিল করা হইবে তাহার নকল সংগ্রহের জন্য ব্যয়িত সময় তামাদী মেয়াদ হইতে বাদ যাইবে ইহা তামাদি আইনের কোন ধারার ভাষ্য?
ক) ১৫ ধারা
খ) ১১ ধারা
গ) ১২ ধারা
ঘ) ১০ ধারা
উত্তর: ১২ ধারা
প্রশ্ন ১৯। দুষ্কর্মে সহায়তা কত প্রকার কর্মের দ্বারা করা যায়?
ক) ৪ প্রকার
খ) ২ প্রকার
গ) ৫ প্রকার
ঘ) ৩ প্রকার
উত্তর: ৩ প্রকার
প্রশ্ন ২০। অসাধুভাবে চোরাইমাল গ্রহণের শাস্তি কি?
ক) ৫ বছর পর্যন্ত কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড
খ) ১ বছর পর্যন্ত কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড
গ) ২ বছর পর্যন্ত কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড
ঘ) ৩ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড
উত্তর: ৩ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড
প্রশ্ন ২১। অভিযুক্ত ব্যক্তি খারাপ চরিত্রের অধিকারী এটা ফৌজদারী মামলার প্রাসঙ্গিক হবে যদি –
ক) জরিমানা নির্ণয়ের জন্য তা প্রয়োজন হয়
খ) যদি তার খারাপ চরিত্র নিজেই মূল ঘটনা হয়
গ) যদি তার খারাপ চরিত্র নিজেই মূল ঘটনা হয় ও সে ভাল চরিত্রের অধিকারী এই মর্মে পূর্বেই সাক্ষ্য দেওয়া হয়ে থাকে
ঘ) সে ভাল চরিত্রের অধিকারী এই মর্মে পূর্বেই সাক্ষ্য দেওয়া হয়ে থাকে
উত্তর: যদি তার খারাপ চরিত্র নিজেই মূল ঘটনা হয় ও সে ভাল চরিত্রের অধিকারী এই মর্মে পূর্বেই সাক্ষ্য দেওয়া হয়ে থাকে
প্রশ্ন ২২। আদালতে দলিল দাখিল আদালত কর্তৃক দলিল আটক এবং দলিল ফেরত সংক্রান্ত বিষয়াদি দেওয়ানী কার্যবিধির কোন অর্ডারে?
ক) অর্ডার ১৫
খ) অর্ডার ১৩
গ) অর্ডার ১২
ঘ) অর্ডার ১৪
উত্তর: অর্ডার ১৩
প্রশ্ন ২৩। ২য় ও ৩য় শ্রেণির ম্যাজিস্ট্রেটের দন্ডাদেশের বিরুদ্ধে কোথায় আপীল করতে হবে?
ক) ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট
খ) দায়রা আদালতে
গ) চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটেরর নিকট
ঘ) জেলা জজ ম্যাজিস্ট্রেট
উত্তর: চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটেরর নিকট
প্রশ্ন ২৪। বার কাউন্সিল কার্যাবলী সম্পর্কে বার কাউন্সিল আদেশের কোন অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে?
ক) অনুচ্ছেদ-১২
খ) চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটেরর নিকট
গ) অনুচ্ছেদ-৫
ঘ) অনুচ্ছেদ-১৫
উত্তর: চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটেরর নিকট
প্রশ্ন ২৫। কোন মামলার ক্ষেত্রে আইনগত অপারগতা প্রয়োগ হবে না-
ক) কোনটিই নয়
খ) অগ্রক্রয়ের মামলায়
গ) স্বত্ব ঘোষণার মামলায়
ঘ) অভিভাবকত্বর মামলায়
উত্তর: অগ্রক্রয়ের মামলায়