Audio Test-27
প্রশ্ন: ১। কোন জমির স্বত্ব ঘোষণার মামলা করিতে হইলে বাদীর নিম্ন বর্ণিত কোন শর্তটি উপস্থিত অপরিহার্য?
ক) জমির উপর বাস্তব দখল থাকতে হবে
খ) স্বত্ব সংক্রান্ত দলিল পত্র থাকতে হবে
গ) সবগুলো
ঘ) জমির খতিয়ানে নামজারী
উত্তর: জমির উপর বাস্তব দখল থাকতে হবে
প্রশ্ন: ২। নিরোধক প্রতিকার কয়ভাবে দেয়া যায়?
ক) ১ ভাবে
খ) ৪ ভাবে
গ) ৫ ভাবে
ঘ) ২ ভাবে
উত্তর: ১ ভাবে
প্রশ্ন: ৩। সাক্ষ্য আইনের কোন কোন ধারায় Burden of proof নিয়ে আলোচনা করা হয়েছে?
ক) ১০২-১১৫ ধারায়
খ) ১০১-১২৫ ধারায়
গ) ১০১-১১২ ধারায়
ঘ) ১০০-১১৪ ধারায়
উত্তর: ১০১-১১২ ধারায়
প্রশ্ন: ৪। নিচের কোনটি পদ্ধতিগত আইন?
ক) সুনির্দিষ্ট প্রতিকার আইন
খ) দন্ড বিধি
গ) চুক্তি আইন
ঘ) ফৌজদারী কার্যবিধি
উত্তর: ফৌজদারী কার্যবিধি
প্রশ্ন: ৫। শান্তি রক্ষার মুচলেকার মামলা কোন ধারায়?
ক) ১০৭ ধারায়
খ) ১০৯ ধারায়
গ) ১০৮ ধারায়
ঘ) ১০৪ ধারায়
উত্তর: ১০৭ ধারায়
প্রশ্ন: ৬। দন্ডবিধির কোন ধারায় অভিন্ন ইচ্ছা ( Common Intention) জনিত দায় সম্পর্কে বিধান আছে?
ক) ৩৪ ধারায়
খ) ১০৯ ধারায়
গ) ১৪১ ধারায়
ঘ) ৩৭ ধারায়
উত্তর: ৩৪ ধারায়
প্রশ্ন: ৭। অপরাধমূলক ভীতি প্রদর্শন দন্ডবিধির কত ধারায়?
ক) ৫০৪ ধারায়
খ) ৫০০ ধারায়
গ) ৫০৩ ধারায়
ঘ) ৫০৬ ধারায়
উত্তর: ৫০৩ ধারায়
প্রশ্ন: ৮। ফরিয়াদী সরকারী কর্মচারী হইলে এবং তাহার ব্যক্তিগত হাজিরা প্রয়োজন না হইলে ম্যাজিস্ট্রেট তাহাকে হাজিরা হইতে অব্যহতি দিকে পারেন কোন ধারা মতে?
ক) ২৪৭ ধারা
খ) ২৪৪ ধারা
গ) ২৪৬ ধারা
ঘ) ২৪৫ ধারা
উত্তর: ২৪৭ ধারা
প্রশ্ন: ৯। X’ একটি জাহাজের মালিক, জাহাজটি সমুদ্র যাত্রার উপযুক্ত বলিয়া বর্ণনা করিয়া ‘Y’ কে উক্ত জাহাজের বীমা করিতে প্রবৃত্ত করে ‘Y’ এই বীমা পলিসি বিলুপ্তির জন্য সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারায় মামলা করিবে?
ক) ৩৯ ধারা
খ) ৪০ ধারা
গ) ৩৮ ধারা
ঘ) ৪১ ধারা
উত্তর: ৩৯ ধারা
প্রশ্ন: ১০। আগাম জামিনের আবেদন কোন ধারা মতে দায়ের করা যায়?
ক) ৪৯৬ ধারা
খ) ৪৯৮ ধারা
গ) ৪৯৭ ধারা
ঘ) ৪৯৯ ধারা
উত্তর: ৪৯৮ ধারা
প্রশ্ন: ১১। X, Y কে একটি দেওয়ানী মোকদ্দমা পরিচালনা হইতে বিরত রাখার উদ্দেশ্যে ঘরপোড়াইয়া দেওয়ার ভয় দেখায় X এর অপরাধ কি হইবে-
ক) বল প্রয়োগ গ্রহণ
খ) দস্যুতা
গ) অপরাধমূলক ভীতি প্রদর্শন
ঘ) সবগুলো
উত্তর: অপরাধমূলক ভীতি প্রদর্শন
প্রশ্ন: ১২। কতিপয় বাদী বা বিবাদীর মধ্যে একজন সকলের পক্ষে আপিল করিয়া সমগ্র ডিক্রি পাল্টাইতে পারে বিধানটি কোন আইনে বর্ণিত আছে?
ক) অর্ডার ৪১ রুল ১
খ) অর্ডার ৪১ রুল ৪
গ) অর্ডার ৪১ রুল ৫
ঘ) অর্ডার ৪১ রুল ৩
উত্তর: অর্ডার ৪১ রুল ৪
প্রশ্ন: ১৩। জামিনের অযোগ্য অপরাধের তদন্ত বা বিচারকালে আদালতের নিকট প্রতিয়মান হয় যে, আসামী জামিনের অযোগ্য অপরাধ করিয়াছে বলিয়া বিশ্বাস করার কারন নাই তবে আদালতে আসামীকে জামিন দিতে পারেন ইহা কোন ধারার বিধান?
ক) ৪৯৭(২) ধারা
খ) ৪৯৭(১) ধারা
গ) ৪৯৬ ধারা
ঘ) ৪৯৫ ধারা
উত্তর: ৪৯৭(২) ধারা
প্রশ্ন: ১৪। স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতের সর্বোচ্চ শাস্তি কত?
ক) ৩ বছর কারাদন্ড
খ) ২ বছর কারাদন্ড
গ) ৫ বছর কারাদন্ড
ঘ) ৭ বছর কারাদন্ড
উত্তর: ৭ বছর কারাদন্ড
প্রশ্ন: ১৫। ডিক্রি জারীর নিমিত্তে কোন সম্পত্তি ক্রোক এবং বিক্রয় করা যাবে না?
ক) সবগুলি
খ) পেনশন
গ) হিসাবের খাতা
ঘ) চাষীর বাসগৃহে
উত্তর: সবগুলি
প্রশ্ন: ১৬। পেনাল কোডের ৩৪ ধারার অধীন সাধারণ উদ্দেশ্যে অপরাধ সংঘটনের জন্য নূন্যতম আসামী হতে হবে?
ক) ৩ জন
খ) ৫ জন
গ) ২ জন
ঘ) ৪ জন
উত্তর: ২ জন
প্রশ্ন: ১৭। স্বেচ্ছাকৃতভাবে মারত্মক অস্ত্রের দ্বারা গুরুতর আঘাতের সর্বোচ্চ শাস্তি কত?
ক) যাবজ্জীবন কারাদন্ড
খ) ৫ বছর কারাদন্ড
গ) ৭ বছর কারাদন্ড
ঘ) ১০ বছর কারাদন্ড
উত্তর: যাবজ্জীবন কারাদন্ড
প্রশ্ন: ১৮। বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির সদস্য সংখ্যা কত?
ক) ৩ জন
খ) ৫ জন
গ) ৮ জন
ঘ) ১৫ জন
উত্তর: ৫ জন
প্রশ্ন: ১৯। মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রতাক্ষ্য হতে হইবে, এই নিয়মের ব্যতিক্রম আছে সাক্ষ্য আইনের-
ক) ৩৩ ধারায়
খ) ৩২ ধারায়
গ) ৩২ ও ৩৩ ধারায়
ঘ) ৩৫ ধারায়
উত্তর: ৩২ ও ৩৩ ধারায়
প্রশ্ন: ২০। বিধি মোতাবেক আপীলের মেমো প্রণয়ন করা না হইলে আপীল আদালত উহা প্রত্যাখান বা উহা সংশোধনের জন্য আপীলকারীকে ফেরত দিতে পারে ইহা কোন আইনের বিধান?
ক) অর্ডার ৪১ রুল ৫
খ) অর্ডার ৪১ রুল ২
গ) অর্ডার ৪১ রুল ৩(১)
ঘ) অর্ডার ৪১ রুল ৩(২)
উত্তর: অর্ডার ৪১ রুল ৩(১)
প্রশ্ন: ২১। মামলার কার্যক্রমে দুই পক্ষই সাক্ষ্য দিলে যে পক্ষ মামলায় হারবে, বিষয়বস্তু প্রমাণের দায়িত্ব সেই পক্ষের উপর ন্যস্ত’ ইহা সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে?
ক) ১০৩ ধারায়
খ) ১০২ ধারায়
গ) ১০৪ ধারায়
ঘ) ১০৬ ধারায়
উত্তর: ১০২ ধারায়
প্রশ্ন: ২২। ডিক্রি জারীর লক্ষে নিম্নে কোন সম্পত্তি ক্রোক করা যাবে না?
ক) কোম্পানি শেয়ার
খ) সবগুলো
গ) চাষীর বাসগৃহ
ঘ) ব্যাংক নোট
উত্তর: চাষীর বাসগৃহ
প্রশ্ন: ২৩। ডিক্রি জারীর পদ্ধতি সম্পর্কে দেওয়ানী কার্যবিধির কোন ধারায় বলা হইয়াছে?
ক) ৪৬ ধারা
খ) ৫১ ধারা
গ) ৫৫ ধারা
ঘ) ৫৩ ধারা
উত্তর: ৫১ ধারা
প্রশ্ন: ২৪। বার কাউন্সিলে কোন এডভোকেটের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্রের সাথে প্রদত্ত ফি এর পরিমাণ হবে-
ক) ৯০০ টাকা
খ) ১০০০ টাকা
গ) ৫০০ টাকা
ঘ) ২০০০ টাকা
উত্তর: ১০০০ টাকা
প্রশ্ন: ২৫। অভ্যাসগত অপরাধীদের সদাচরণের মুচলেকা কোন ধারায়?
ক) ১০৯ ধারায়
খ) ১০৭ ধারায়
গ) ১১০ ধারায়
ঘ) ১০৮ ধারায়
উত্তর: ১১০ ধারায়