Audio Test-30

প্রশ্ন: ১। নিরোধক প্রতিকার কিভাবে মঞ্জুর করা হয়?
ক) ঘোষণামূলক ডিক্রির মাধ্যমে
খ) সবগুলো
গ) অস্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারীর মাধ্যমে
ঘ) অর্থদন্ডের মাধ্যমে

উত্তর: অস্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারীর মাধ্যমে

প্রশ্ন: ২। ১৭৬ ধারায় কে সুরতহাল রিপোর্ট তৈরী করবে?
ক) রাষ্ট্র
খ) যে কোন ব্যক্তি
গ) নির্বাহী ম্যাজিস্ট্রেট
ঘ) পুলিশ

উত্তর: নির্বাহী ম্যাজিস্ট্রেট

প্রশ্ন: ৩। জমি পানি বা উহার সীমানা সম্পর্কে বিরোধের ফলে শান্তি ভঙ্গের আশঙ্কা থাকিলে ফৌজদারী কার্যবিধির কোন ধারা মোতাবেক মামলা দায়ের করা যায়?
ক) ১৪৫ ধারা
খ) ১৯০ ধারা
গ) ২৪৫ ধারা
ঘ) ১৪৬ ধারা

উত্তর: ১৪৫ ধারা

প্রশ্ন: ৪। পুলিশ রিপোর্ট কত প্রকার হতে পারে?
ক) ৫ প্রকার
খ) ৬ প্রকার
গ) ২ প্রকার
ঘ) ৪ প্রকার

উত্তর: ২ প্রকার

প্রশ্ন: ৫। রফিক’ ঘুষি মেরে ‘আব্দুর রহিম’ এর ১টি দাঁত ভাঙ্গিয়া ফেলিল ‘রফিক’ দন্ডববিধির কোন ধারায় শাস্তি যোগ্য অপরাধ করিল?
ক) ৩২৫ ধারায়
খ) ৩২৬ ধারায়
গ) ৩২৪ ধারায়
ঘ) ৩২২ ধারায়

উত্তর: ৩২৫ ধারায়

প্রশ্ন: ৬। জেলা জজের নিকট দায়েরকৃত রিভিশনের আদেশ পুনঃবিবেচনার উদ্দেশ্য হাইকোর্ট বিভাগে কোন ধারা মতে আবেদন করা যায়?
ক) ১১৫(৪) ধারা
খ) ১১৫(৬) ধারা
গ) ১১৫(৫) ধারা
ঘ) ১১৫(২) ধারা

উত্তর: ১১৫(৪) ধারা

প্রশ্ন: ৭। দেওয়ানী কার্যবিধির ১১৫ ধারার উপধারার সংক্ষ্যা কয়টি?
ক) ২টি
খ) ৬টি
গ) ৫টি
ঘ) ৩টি

উত্তর: ৫টি

প্রশ্ন: ৮। হাইকোর্ট বিভাগে রিভিশন দায়েরের ধারাটি হইল-
ক) ১১৫(১) ধারা
খ) ১১৫(৫) ধারা
গ) ১১৫(২) ধারা
ঘ) ১১৫(৩) ধারা

উত্তর: ১১৫(১) ধারা

প্রশ্ন: ৯। যে ব্যক্তি মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ডে দন্ডনীয় অপরাধ অনুষ্ঠানে কাউকে সাহায্য করে কিন্তু সে অপরাধ সংঘটিত হয় না এবং এরুপ সহায়তার শাস্তি সুস্পষ্টভাবে বর্ণনা না করা থাকলে, সহায়তাকারী ব্যক্তিকে কত বছর কারাদন্ডে দন্ডিত করা যায়?
ক) ১০ বছর কারাদন্ড
খ) ৭ বছর কারাদন্ড
গ) ১৪ বছর কারাদন্ড
ঘ) ৫ বছর কারাদন্ড

উত্তর: ৭ বছর কারাদন্ড

প্রশ্ন: ১০। সাধারণত একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ধরণ হয়-
ক) প্রশ্ন ও উত্তর
খ) হ্যাঁ বোধক
গ) বর্ণনামূলক
ঘ) প্রশ্নবোধক

উত্তর: বর্ণনামূলক

প্রশ্ন: ১১। বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির সদস্য সংখ্যা কত?
ক) ৯ জন
খ) ৭ জন
গ) ৩ জন
ঘ) ২ জন

উত্তর: ৯ জন

প্রশ্ন: ১২। অবৈধ অবরোধের শাস্তি কোন ধারায়?
ক) ৩৩৯ ধারায়
খ) ৩৪৩ ধারায়
গ) ৩৪২ ধারায়
ঘ) ৩৪১ ধারায়

উত্তর: ৩৪২ ধারায়

প্রশ্ন: ১৩। সাক্ষ্য আইনের কত ধারায় ফৌজদারী কার্যবিধির রেসজুটিকাটা নীতির প্রতিফলন ঘটেছে?
ক) ৪০ ধারা
খ) ৪৩ ধারা
গ) ৩৯ ধারা
ঘ) ৪২ ধারা

উত্তর: ৪০ ধারা

প্রশ্ন: ১৪। একজন সাক্ষীকে আইনগতভাবে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যেতে পারে-
ক) জবানবন্দীর সময়
খ) প্রাথমিক সাক্ষ্য দানের সময়
গ) জেরার সময়
ঘ) পুনঃজবানবন্দীর সময়

উত্তর: জেরার সময়

প্রশ্ন: ১৫। নির্জন কারাবাসের আদেশ দিতে পারেন না-
ক) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
খ) সবগুলো
গ) ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট
ঘ) ৩য় শ্রেণির ম্যাজিস্ট্রে

উত্তর: ৩য় শ্রেণির ম্যাজিস্ট্রে

প্রশ্ন: ১৬। সাক্ষ্য আইনে একজন সাক্ষীকে পুনঃজেরা করা যায়-
ক) ১৩৫ ধারায়
খ) ১৩৭ ধারায়
গ) ১৩৮ ধারায়
ঘ) ১৩৬ ধারায়

উত্তর: ১৩৮ ধারায়

প্রশ্ন: ১৭। দেওয়ানী কার্যবিধির কোন অর্ডার ও রুলে আরজি প্রত্যাহারের বিধান আছে?
ক) অর্ডার ৯ রুল ৭
খ) অর্ডার ৭ রুল ৭
গ) অর্ডার ৭ রুল ৯
ঘ) অর্ডার ২৩ রুল ১

উত্তর: অর্ডার ২৩ রুল ১

প্রশ্ন: ১৮। বিক্রয় বাতিলের মোকদ্দমা রুজুর তামাদির মেয়াদ কত?
ক) ৩ বছর
খ) ৬ বছর
গ) ২ বছর
ঘ) ১ বছর

উত্তর: ১ বছর

প্রশ্ন: ১৯। স্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি?
ক) রেফারেন্স
খ) আপিল
গ) রিভিশন
ঘ) রিভিউ

উত্তর: আপিল

প্রশ্ন: ২০। X এর পারিবারিক উপাধি চৌধুরী কিন্তু তাহার প্রতিবেশী Y তাহা অস্বীকার করে। X তার পারিবারিক উপাধি প্রতিষ্ঠার জন্য সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারায় মামলা করবে?
ক) ৮ ধারায়
খ) ৪০ ধারায়
গ) ৯ ধারায়
ঘ) ৪২ ধারায়

উত্তর: ৪২ ধারায়

প্রশ্ন: ২১। তামাদি আইন সর্বশেষ কোন সালে সংশোধন হয়?
ক) ২০০৭ সালে
খ) ২০০৪ সালে
গ) ২০০২ সালে
ঘ) ২০০৩ সালে

উত্তর: ২০০৪ সালে

প্রশ্ন: ২২। দেওয়ানী কার্যবিধি অনুযায়ী রিভিও কোন আদালতে করিতে হয়?
ক) যুগ্ন জেলা জজ আদালতে
খ) হাইকোর্ট বিভাগে
গ) জেলা জজ আদালতে
ঘ) ডিক্রি বা আদেশদানকারী আদালতে

উত্তর: ডিক্রি বা আদেশদানকারী আদালতে

প্রশ্ন: ২৩। আদেশ দানকারী আদালতের নিকটই উহার রায় রিভিউ এর জন্য আবেদন করিতে হইবে ইহা কোন ধারার বিধান?
ক) ১১৪ ধারা
খ) ১১৭ ধারা
গ) ১১৫ ধারা
ঘ) ১১২ ধারা

উত্তর: ১১৪ ধারা

প্রশ্ন: ২৪। দায় স্বীকার কখন করতে হবে?
ক) তামাদি মেয়াদ গণনা শুরু হলে
খ) কোনটিই নয়
গ) তামাদি মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বে
ঘ) তামাদি মেয়াদ উত্তীর্ণ হবার পরে

উত্তর: তামাদি মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বে

প্রশ্ন: ২৫। স্থানীয় তদন্তের জন্য কমিশন ইস্যু করা হয় অর্ডার ২৬ এর কোন রুল মোতাবেক?
ক) অর্ডার ২৬ রুল ৯
খ) অর্ডার ২৬ রুল ২
গ) অর্ডার ২৬ রুল ৫
ঘ) অর্ডার ২৬ রুল ১০

উত্তর: অর্ডার ২৬ রুল ৯

নিউজঃ