Audio Test-33
প্রশ্ন: ১। বাংলাদেশ হইতে মনুষ্য হরণের সংজ্ঞা কোন ধারায়?
ক) ৩৬৩ ধারা
খ) ৩৫৯ ধারা
গ) ৩৬০ ধারা
ঘ) ৩৬১ ধারা
উত্তর: ৩৬০ ধারা
প্রশ্ন: ২। মনুষ্য হরণের শাস্তি কোন ধারায়?
ক) ৩৬০ ধারা
খ) ৩৬৩ ধারায়
গ) ৩৬১ ধারা
ঘ) ৩৬২ ধারা
উত্তর: ৩৬৩ ধারায়
প্রশ্ন: ৩। স্বাক্ষ্য প্রমাণাদি গ্রহন করিয়া যদি ম্যাজিস্ট্রেট আসামীকে নির্দোষ সাবাস্ত করেন তবে তাকে খালাস দিবেন এটা কোন ধারার বিধান?
ক) ২৪৭(১) ধারা
খ) ২৪৪ ধারা ধারার
গ) ২৪৫(২) ধারার
ঘ) ২৪৫(১) ধারার
উত্তর: ২৪৫(১) ধারার
প্রশ্ন: ৪। কোন ব্যক্তি যদি বিদ্রোহে সহায়তাকরন বা কোন সৈন্য, নাবিক বা বৈমানিককে নিজের কর্তব্য থেকে বিচ্যুত করার চেষ্টা করে, তার শাস্তি কি?
ক) সবগুলো
খ) যাবজ্জীবন
গ) অর্থ দন্ড
ঘ) ১০ বছরের কারাদন্ড
উত্তর: সবগুলো
প্রশ্ন: ৫। জেরা করার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে ইহা সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে?
ক) ১৪১ ধারায়
খ) ১৪৫ ধারায়
গ) ১৪০ ধারায়
ঘ) ১৪৩ ধারায়
উত্তর: ১৪৩ ধারায়
প্রশ্ন: ৬। মামলার যে কোন পর্যায়ে আদালত কোন পক্ষকে আরজীতে জবাবের ন্যায় সংগত সংশোধন করিবার অনুমতি দিতে পারেন ইহা কোন আইনের বিধান?
ক) অর্ডার ৭ রুল ১৪
খ) অর্ডার-৭ রুল ৮
গ) অর্ডার-৬ রুল ১৭
ঘ) অর্ডার ৭ রুল ১৭
উত্তর: অর্ডার-৬ রুল ১৭
প্রশ্ন: ৭। আইনসম্মত অভিভাবক হইতে মনুষ্য হরণের সংজ্ঞা কোন ধারায়?
ক) ৩৬২ ধারা
খ) ৩৬১ ধারা
গ) ৩৫৯ ধারা
ঘ) ৩৬৩ ধারা
উত্তর: ৩৬১ ধারা
প্রশ্ন: ৮। কোন ধারার বিধান বলে ফরিয়াদী বা আসামীর আবেদন ক্রমে ম্যাজিস্ট্রেট স্বাক্ষীকে হাজির হইবার সমন ইস্যু করিতে পারে?
ক) ২৪৩ ধারা
খ) ২৪২ ধারা
গ) ২৪৪ ধারা
ঘ) ২০০ ধারা
উত্তর: ২৪৪ ধারা
প্রশ্ন: ৯। কয়টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না।
ক) ৬টি
খ) ৮টি
গ) ৭টি
ঘ) ১১টি
উত্তর: ১১টি
প্রশ্ন: ১০। অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন কখন করা যায়?
ক) কোনটিই নয়
খ) মামলার জবান বন্দির গ্রহনের পর
গ) রায় প্রদানের পূর্বে মামলার যেকোন অবস্থায়
ঘ) মামলার শুরুতে
উত্তর: রায় প্রদানের পূর্বে মামলার যেকোন অবস্থায়
প্রশ্ন: ১১। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন চার্জ ভিক্তিহীন তবে তিনি আসামীকে অব্যহতি দিবেন ইহা কোন ধারার বিধান?
ক) ২০৩ ধারা
খ) ২৪৩ ধারা
গ) ২৪১ক ধারা
ঘ) ২৬৫ ধারা
উত্তর: ২৪১ক ধারা
প্রশ্ন: ১২। অপরাধ মূলক ষড়যন্ত্রের (Criminal Conspiracy) জন্য ন্যূনতম কতজন লোকের প্রয়োজন?
ক) ২ জন
খ) ৫ জন
গ) ৩ জন
ঘ) ৪ জন
উত্তর: ২ জন
প্রশ্ন: ১৩। ১২০ অনুচ্ছেদ মোতাবেক ঘোষণামূলক মোকদ্দমার তামাদিকাল কত?
ক) ১২ বছর
খ) ৬ বছর
গ) ৩ বছর
ঘ) ২ বছর
উত্তর: ৬ বছর
প্রশ্ন: ১৪। সুনিদির্ষ্ট প্রতিকার আইনে কত প্রকার নিষেধাজ্ঞার বিধান আছে?
ক) ৩ প্রকার
খ) ৫ প্রকার
গ) ২ প্রকার
ঘ) ৬ প্রকার
উত্তর: ৩ প্রকার
প্রশ্ন: ১৫। একজন এডভোকেটের মামলা পরিচালনার দায়িত্ব অন্য কোন এডভোকেটকে অর্পন করবে, যদি তাঁকে মক্কেলের পক্ষে সাক্ষ্য প্রদান করতে হয়-
ক) কোন দলিল সত্যয়ন বিষয়ে
খ) কোন দলিল হেফাজত বিষয়ে
গ) অভিযুক্ত প্রকারে কোন প্রতারণামূলক দলিল সৃজন বিষয়ে
ঘ) মামলায় উক্ত এডভোকেটের নিযুক্তীয় বিষয়ে
উত্তর: মামলায় উক্ত এডভোকেটের নিযুক্তীয় বিষয়ে
প্রশ্ন: ১৬। বিদেশে অবস্থানকারী সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালত-
ক) ব্যক্তিগত পত্র প্রেরণ করতে পারে
খ) অনুরোধ পত্র প্রদান করবে
গ) সবগুলো
ঘ) সমন প্রেরণ করতে পারে
উত্তর: অনুরোধ পত্র প্রদান করবে
প্রশ্ন: ১৭। ফৌজদারী মামলা দায়ের করা যায় কয় ভাবে?
ক) ২ ভাবে
খ) ৩ ভাবে
গ) ৬ ভাবে
ঘ) ৪ ভাবে
উত্তর: ২ ভাবে
প্রশ্ন: ১৮। ২০২ ধারা মোতাবেক তদন্ত অনুষ্ঠানের পর ম্যাজিস্ট্রেট কোন ধারার বিধান মোতাবেক নালিশ খারিজ করতে পারেন?
ক) ২০৫ক ধারা
খ) ২০৩ ধারা
গ) ২০৬ ধারা
ঘ) ২০৫ ধারা
উত্তর: ২০৩ ধারা
প্রশ্ন: ১৯। সরকার অথবা পদাধিকার বলে সরকারী কর্মকর্তাগন কর্তৃক মামলা অথবা তাহাদের বিরুদ্ধে মামলা দেওয়ানী কার্যবিধির কোন অর্ডারে আলোচনা করা হয়েছে?
ক) অর্ডার ২৫
খ) অর্ডার ২৯
গ) অর্ডার ২৬
ঘ) অর্ডার ২৭
উত্তর: অর্ডার ২৭
প্রশ্ন: ২০। দন্ডবিধির ১২৪(ক) ধারা অনুসারে বিদ্বেষ বলতে কি বুঝায়?
ক) ঘৃণা
খ) অনানুগত্য এবং সর্বপ্রকার শত্রুতার ভাব
গ) সর্বপ্রকার শত্রুতার ভাব
ঘ) অনানুগত্য
উত্তর: অনানুগত্য এবং সর্বপ্রকার শত্রুতার ভাব
প্রশ্ন: ২১। অস্থায়ী নিষেধাজ্ঞা কত দিন বহাল থাকে?
ক) ১ বছর
খ) আদালত কর্তৃক নির্ধারিত সময় পর্যন্ত
গ) কোনটিই নয়
ঘ) মামলা শেষ না হওয়া পর্যন্ত
উত্তর: আদালত কর্তৃক নির্ধারিত সময় পর্যন্ত
প্রশ্ন: ২২। নিঃস্ব ব্যক্তি কর্তৃক মামলা সম্পর্কে দেওয়ানী কার্যবিধি কত নম্বর অর্ডারে বর্ণনা করা হইয়াছে?
ক) অর্ডার ৩৩
খ) অর্ডার ৩০
গ) অর্ডার ৩৪
ঘ) অর্ডার ৩১
উত্তর: অর্ডার ৩৩
প্রশ্ন: ২৩। সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী আদালত সইমোহর নকলের বিশুদ্ধতা সম্পর্কে অনুমান করবে?
ক) ৮০ ধারা
খ) ৭৯ ধারা
গ) ৮১ ধারা
৮৩ ধারা
উত্তর: ৭৯ ধারা
প্রশ্ন: ২৪। রাষ্ট্রদ্রোহ (Sedition) করার জন্য কতভাবে বিদ্বেষ বা অবজ্ঞার সৃষ্টি করা যায়?
ক) ৪ ভাবে
খ) ৫ ভাবে
গ) ৩ ভাবে
ঘ) ২ ভাবে
উত্তর: ৩ ভাবে
প্রশ্ন: ২৫। সাক্ষ্য আইনে স্বকার্যজনিত নীতির উল্লেখ কত ধারায়-
ক) ১১৮ ধারায়
খ) ১১৫ ধারায়
গ) ১১৪ ধারায়
ঘ) ১১২ ধারায়
উত্তর: ১১৫ ধারায়