Audio Test-35
প্রশ্ন: ১। একজন ব্যক্তি জীবিত মর্মে যে দাবি করে তা তাকেই প্রমাণ করতে হবে, যদি ঐ ব্যক্তির কোন সংবাদ পাওয়া না যায়-
ক) ১০ বছর যাবৎ
খ) ১৫ বছর যাবৎ
গ) ৩০ বছর যাবৎ
ঘ) ৭ বছর যাবৎ
উত্তর: ৭ বছর যাবৎ
প্রশ্ন: ২। বেসরকারী লোক কোন আসামীকে গ্রেফতার করতে পারে কত ধারার অধীন?
ক) ৬০ ধারা
খ) ৫৪ ধারা
গ) ৫৮ ধারা
ঘ) ৫৯ ধারা
উত্তর: ৫৯ ধারা
প্রশ্ন: ৩। সাক্ষ্য আইনের কোন ধারা দুটিতে চুড়ান্ত প্রমাণ এর উদাহরণ দেওয়া আছে?
ক) ৪১ ও ৯০
খ) ৪১ ও ৮৫
গ) ৪১ ও ৮০
ঘ) ৪১ ও ১১২
উত্তর: ৪১ ও ১১২
প্রশ্ন: ৪। বেআইনী সমাবেশ হওয়ার জন্য ন্যূনতম কতজন ব্যক্তির প্রয়োজন হয়?
ক) ৩ জন
খ) ২ জন
গ) ৫ জন
ঘ) ৭ জন
উত্তর: ৫ জন
প্রশ্ন: ৫। সমন জারি করা হয় কার মাধ্যমে-
ক) সবকটি
খ) আদালতের মাধ্যমে
গ) ম্যাজিস্ট্রেটেরর মাধ্যমে
ঘ) পুলিশের মাধ্যমে
উত্তর: পুলিশের মাধ্যমে
প্রশ্ন: ৬। অস্থায়ী নিষেধাজ্ঞার কার্যকারিতা সম্পর্কে সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারায় বর্ণনা করা হইয়াছে?
ক) ৫৩ ধারায়
খ) ৫৪ ধারায়
গ) ৪২ ধারায়
ঘ) ৫৭ ধারায়
উত্তর: ৫৩ ধারায়
প্রশ্ন: ৭। সরকার কর্তৃক কোন ব্যক্তি তার জমি হতে বেদখল হলে সে মামলা করতে পারে-
ক) কোনটিই নয়
খ) দখল উদ্ধারের
গ) স্বত্ব ঘোষণা ও দখল উদ্ধারের
ঘ) কেবল স্বত্ব ঘোষণার
উত্তর: স্বত্ব ঘোষণা ও দখল উদ্ধারের
প্রশ্ন: ৮। ৩০ বছর পুরাতন দলিলের সম্পাদন সঠিক ধরে নেয়া যেতে পারে যদি তা উপস্থাপিত হয় –
ক) একজন বিচারকের নিকট হতে
খ) যে কোন হেফাজত হতে
গ) একজন আইনজীবীর নিকট হতে
ঘ) উপযুক্ত হেফাজত হতে
উত্তর: উপযুক্ত হেফাজত হতে
প্রশ্ন: ৯। Civil procedure code অনুযায়ী আদালত কখন ১৫১ ধারার ক্ষমতা প্রয়োগ করিবে?
ক) ন্যায় বিচারের জন্য যখন কোন সুনিদিষ্ট বিধান নাই
খ) কোন বিধান যথেষ্ট না হইলে
গ) আদালতের নিজ ভুল সংশোধনের জন্য
ঘ) সংক্ষুব্ধ ব্যক্তি আপিল বা রিভিশনের প্রতিকার আদায় ব্যর্থ হইলে
উত্তর: ন্যায় বিচারের জন্য যখন কোন সুনিদিষ্ট বিধান নাই
প্রশ্ন: ১০। কোন অভিযুক্ত ব্যক্তি যদি এরুপ দাবী উত্থাপন করে যে অপরাধ সংঘটনের সময় সে ঘটনাস্থল হতে এত দূরে অবস্থান করছিল যে, তার পক্ষে ঐ অপরাধে অংশগ্রহণ সম্ভব নয় এরূপ আর্জিকে কি বলে?
ক) Plea of credibiliby
খ) কোনটি না
গ) Plea of Emmunity
ঘ) Plea of Alibi
উত্তর: Plea of Alibi
প্রশ্ন: ১১। প্লিডিংস বলতে কি বুঝায়?
ক) বিবাদীর যুক্তিতর্ক
খ) বাদীর আরজী ও বিবাদীর লিখিত জবাব
গ) বাদীর যুক্তিতর্ক
ঘ) বাদীর যুত্তিতর্ক ও বিবাদীর যুক্ততর্ক
উত্তর: বাদীর আরজী ও বিবাদীর লিখিত জবাব
প্রশ্ন: ১২। যে অপরাধের ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ছাড়া এরেস্ট করতে পারে না তাকে-
ক) Non Cognizable (আমল অযোগ্য অপরাধ) বলে
খ) Bailabe offence ( জামিনযোগ্য অপরাধ) বলে
গ) None-Bailable offence (জামিন অযোগ্য অপরাধ) বলে
ঘ) Cognizable offence( আমলযোগ্য অপরাধ) বলে
উত্তর: Non Cognizable (আমল অযোগ্য অপরাধ) বলে
প্রশ্ন: ১৩। অনুসন্ধান (Inquiry) করে?
ক) ম্যাজিস্ট্রেট
খ) পুলিশ
গ) নির্বাহী ম্যাজিস্ট্রে
ঘ) সবকটি
উত্তর: ম্যাজিস্ট্রেট
প্রশ্ন: ১৪। আরজী-জবাব দেওয়ানী কার্যবিধির কোন বিধান বলে সংশোধন করা যায়?
ক) অর্ডার ৭ রুল ১৫
খ) ১৫১ ধারা
গ) অর্ডার ৬ রুল ১৭
ঘ) অর্ডার ৬ রুল ১৬
উত্তর: অর্ডার ৬ রুল ১৭
প্রশ্ন: ১৫। সাধারণ কত দিনের মধ্যে স্থানীয় তদন্তের প্রতিবেদন আদালতে জমা দিতে হয়?
ক) ৩ মাসের মধ্যে
খ) ৬০ দিনের মধ্যে
গ) ১ দিনের মধ্যে
ঘ) ৬ মাসের মধ্যে
উত্তর: ৩ মাসের মধ্যে
প্রশ্ন: ১৬। ম্যাজিস্ট্রেট কোন ধারার বিধান মোতাবেক নিজেই মামলা তদন্ত করতে পারেন?
ক) ২০০ ধারা
খ) ২০৫ ধারা
গ) ২০২ ধারা
ঘ) ২০৩ ধারা
উত্তর: ২০২ ধারা
প্রশ্ন: ১৭। সাক্ষ্য আইনের ১১৬ ধারার স্বীকৃতির নীতিটি কোন ধরনের সম্পত্তির জন্য প্রযোজ্য?
ক) স্থাবর সম্পত্তির এবং অস্থাবর সম্পত্তির উভয় ক্ষেত্রে
খ) রেজিস্ট্রীকৃত সম্পত্তির ক্ষেত্রে
গ) অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে
ঘ) স্থাবর সম্পত্তির ক্ষেত্রে
উত্তর: স্থাবর সম্পত্তির ক্ষেত্রে
প্রশ্ন: ১৮। তামাদি আইনে মোট কতটি ধারা?
ক) ৩২টি
খ) ২৮টি
গ) ২৯টি
ঘ) ৩১টি
উত্তর: ৩২টি
প্রশ্ন: ১৯। কয়ভাবে একটি সমাবেশ বেআইনী সমাবেশে পরিনত হতে পারে?
ক) ৪ ভাবে
খ) ৩ ভাবে
গ) ৫ ভাবে
ঘ) ২ ভাবে
উত্তর: ৫ ভাবে
প্রশ্ন: ২০। স্বাক্ষ্য প্রমাণাদি গ্রহন করিয়া যদি ম্যাজিস্ট্রেট আসামীকে দোষী সাবাস্ত করেন তবে তাকে দন্ডাদেশ দিবেন এটা কোন ধারার বিধান?
ক) ২৪২ ধারা
খ) ২৪৩ ধারা
গ) ২৪৭ ধারা
ঘ) ২৪৫(২) ধারা
উত্তর: ২৪৫(২) ধারা
প্রশ্ন: ২১। অছি, নির্বাহক এবং প্রশাসক বৃন্দ কর্তৃক মামলা অথবা তাহাদের বিরুদ্ধে মামলা অত্র আইনের কোন অর্ডারে বর্ণনা করা হইয়াছে?
ক) অর্ডার ৩৩
খ) অর্ডার ২৯
গ) অর্ডার ২৮
ঘ) অর্ডার ৩১
উত্তর: অর্ডার ৩১
প্রশ্ন: ২২। জবানবন্দি ও পুনঃজবানবন্দির সময় আদালতের অনুমতি ছাড়া ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না ইহা সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে?
ক) ১৪০ ধারা
খ) ১৪২ ধারায়
গ) ১৪৫ ধারায়
ঘ) ১৪১ ধারায়
উত্তর: ১৪২ ধারায়
প্রশ্ন: ২৩। হাইকোর্ট বিভাগ বা চূড়ান্ত আপীল এখতিয়ার সম্পন্ন অন্য কোন আদালত কর্তৃক আপীলে প্রদত্ত কোন রায়, ডিক্রি কিংবা চূড়ান্ত আদেশের বিরুদ্ধে কোথায় আপীল করতে হবে?
ক) হাইকোর্ট বিভাগে
খ) আপীল বিভাগে
গ) জেলা জজ আদালতে
ঘ) কোনটিই নয়
উত্তর: আপীল বিভাগে
প্রশ্ন: ২৪। ফৌজদারী কার্যবিধির কোন ধারায় জামিনযোগ্য অপরাধের সংজ্ঞা দেওয়া আছে?
ক) ৪(১)(ঙ)
খ) ৪(১)(খ)
গ) ৪(১)(চ)
ঘ) ৪(১)(ট)
উত্তর: ৪(১)(খ)
প্রশ্ন: ২৫। তদন্ত (Investigation) করে –
ক) ম্যাজিস্ট্রেট
খ) সবকটি
গ) পুলিশ
ঘ) নির্বাহী ম্যাজিস্ট্রেট
উত্তর: পুলিশ