Audio Test-37
প্রশ্ন: ১। ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারায় বিরোধীয় জমিতে কে দখলদারে আছে ম্যাজিস্ট্রেট তাহা স্থির করিতে না পারিলে তিনি কি ব্যবস্থা গ্রহন করিবেন?
ক) উভয় পক্ষকে সমান অংশে ভাগ করে দিবেন
খ) বিরোধীয় বিষয়বস্তু ক্রোকের আদেশ দিবেন
গ) মামলা খারিজ করার আদেশ দিবেন
ঘ) কোনটিই নয়
উত্তর: বিরোধীয় বিষয়বস্তু ক্রোকের আদেশ দিবেন
প্রশ্ন: ২। চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রদানের বিধান SR Act এর কোন ধারায় বর্ণনা করা হইয়াছে?
ক) ৫৫ ধারা
খ) ৪২ ধারা
গ) ৫৪ ধারা
ঘ) ৫৩ ধারা
উত্তর: ৫৪ ধারা
প্রশ্ন: ৩। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমল অযোগ্য অপরাধের খবর পাইলে কোন ধারার বিধান মোতাবেক তাহা লিপিবদ্ধ করিবেন?
ক) ১৫৭ ধারার
খ) ১৫৮ ধারার
গ) ১৫৬ ধারার
ঘ) ১৫৫ ধারার
উত্তর: ১৫৫ ধারার
প্রশ্ন: ৪। সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী দুষ্কর্মের সহযোগীর সাক্ষ্য সমর্থিত হওয়া প্রয়োজন?
ক) ১১২ ধারা
খ) ১৩৩ ধারা
গ) ১১৪ ধারা
ঘ) ১৩২ ধারা
উত্তর: ১৩৩ ধারা
প্রশ্ন: ৫। বার কাউন্সিল কতটি ট্রাইব্যুনাল গঠন করিতে পারেন?
ক) এক বা একাধিক
খ) ৫টি
গ) ২টি
ঘ) ৩টি
উত্তর: এক বা একাধিক
প্রশ্ন: ৬। দেওয়ানী কার্যবিধির কোন ধারায় মধ্যস্থার বিধান বলা হয়েছে?
ক) ৮৯ক ধারা
খ) ৯০ ধারা
গ) ৮৯খ ধারা
ঘ) ৮৮ ধারা
উত্তর: ৮৯ক ধারা
প্রশ্ন: ৭। আরজী ফেরত কোন আইনের বিধান বলে দেওয়া হয়?
ক) অর্ডার ৭ রুল ১০
খ) অর্ডার ৭ রুল ৯
গ) অর্ডার ৭ রুল ১২
ঘ) অর্ডার ৬ রুল ১০
উত্তর: অর্ডার ৭ রুল ১০
প্রশ্ন: ৮। ১৪৫ ধারার কার্যক্রম সূচনা করার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হইবেন-
ক) জেলা ম্যাজিস্ট্রেট
খ) দায়রা জজ
গ) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
ঘ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
উত্তর: জেলা ম্যাজিস্ট্রেট
প্রশ্ন: ৯। খাস দখল পুনরুদ্ধারের মোকদ্দমার তামাদি মেয়াদ কত?
ক) ৬ বছর
খ) ৬ মাস
গ) ১ বছর
ঘ) ৩ বছর
উত্তর: ৬ মাস
প্রশ্ন: ১০। দায়রা জজের মামলা স্থানান্তর ক্ষমতা কোন ধারায়?
ক) ৫২৮ ধারায়
খ) ৫২৬(ক) ধারায়
গ) ৫২৪ ধারায়
ঘ) ৫২৬(খ) ধারায়
উত্তর: ৫২৬(খ) ধারায়
প্রশ্ন: ১১। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারায় চুক্তির আংশিক কার্য সম্পাদনের প্রতিকার পাওয়া যায়?
ক) ৯ ও ১০ ধারায়
খ) ১৫, ১৬ ও ১৭ ধারায়
গ) ১২ ও ১৩ ধারায়
ঘ) ১৪, ১৫ ও ১৬ ধারায়
উত্তর: ১৪, ১৫ ও ১৬ ধারায়
প্রশ্ন: ১২। চোরাইমালের উপর দাবি কতদিনের মধ্যে উত্থাপন করতে হয়?
ক) ২ মাসের মধ্যে
খ) ৬ মাসের মধ্যে
গ) ৪ মাসের মধ্যে
ঘ) ৩ মাসের মধ্যে
উত্তর: ৬ মাসের মধ্যে
প্রশ্ন: ১৩। সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী সাক্ষীর পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করা যায়?
ক) ১৪৭ ধারা
খ) ১৪৪ ধারা
গ) ১৪৫ ধারা
ঘ) ১৪৩ ধারা
উত্তর: ১৪৫ ধারা
প্রশ্ন: ১৪। ১৪৫ ধারার বিষয়বস্তু দ্রুত ও স্বাভাবিকভাবে পচনশীল হইলে ম্যাজিস্ট্রেট নিম্নের কোন আদেশ দিবেন-
ক) বিক্রয়ের /হেফাজতের আদেশ দিবেন
খ) বিষয়বস্তুটি দরখাস্তকারীর হেফাজতে দিয়ে দিবেন
গ) রাষ্টীয় কোষাগারে জমা করবেন
ঘ) উভয় পক্ষকে বিষয়বস্তু ভাগ করিয়া দিবেন
উত্তর: বিক্রয়ের /হেফাজতের আদেশ দিবেন
প্রশ্ন: ১৫। আসামি মানসিকভাবে অসুস্থ ও আত্মপক্ষ সমর্থনে অপরাগ হলে মামলার কার্যক্রম কি হবে?
ক) মামলা খারিজ হবে
খ) মামলা স্থগিত হবে
গ) মামল বাতিল হবে
ঘ) মামলার রায় হবে
উত্তর: মামলা স্থগিত হবে
প্রশ্ন: ১৬। ইন্টার প্লিডার মামলার শর্ত হইতেছে-
ক) মামলাটির বিষয়বস্তুতে বাদীর দাবির খরচা অজুহাত ব্যতিত অপর কোন স্বার্থই নিহিত নাই
খ) অবশ্যই আরজিতে বাদী বিবাদীর নাম ঠিকানা থাকবে
গ) যে আদালতে মামলা দায়ের হইবে তাহার নাম থাকবে
ঘ) সবগুলো
উত্তর: মামলাটির বিষয়বস্তুতে বাদীর দাবির খরচা অজুহাত ব্যতিত অপর কোন স্বার্থই নিহিত নাই
প্রশ্ন: ১৭। দেওয়ানী কার্যবিধি অনুযায়ী যে কারণে আরজী ফেরত দেওয়া যায় তাহা হইল?
ক) আরজীতে প্রতিকার চাওয়া না হইলে
খ) আরজীতে মামলার কারন না থাকিলে
গ) আরজীতে পর্যাপ্ত কোট ফি না থাকিলে
ঘ) যে আদালতে প্রকৃত পক্ষে মামলা দায়ের করা উচিত সেই আদালতে দায়ের করার জন্য
উত্তর: যে আদালতে প্রকৃত পক্ষে মামলা দায়ের করা উচিত সেই আদালতে দায়ের করার জন্য
প্রশ্ন: ১৮। সরকারি চাকরি হতে নৈতিক স্খলনের দায়ে বরখাস্তকৃত একজন ব্যক্তি আইনজীবী হবার জন্য অযোগ্য হবে, যদি না সে অতিবাহিত করে-
ক) ২ বছর
খ) ১ বছর
গ) ৩ বছর
ঘ) ৪ বছর
উত্তর: ২ বছর
প্রশ্ন: ১৯। মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য ‘মধ্যস্থতা প্যানেল’ কে প্রনয়ণ করিবেন?
ক) জেলা জজ
খ) বিচারিক আদালত
গ) মামলার পক্ষদ্বয়
ঘ) সবগুলো
উত্তর: জেলা জজ
প্রশ্ন: ২০। ‘ক’ কে হত্যা করার দায়ে অভিযুক্ত ‘খ’ দাবী করে যে, আকস্মিক উস্কানির জন্য আত্ম নিয়ন্ত্রণ হারিয়ে সে এ কাজ করেছে, তাহা প্রমানের দায়িত্ব কার ওপর ন্যস্ত?
ক) বাদীর উপর
খ) উভয়ের উপর
গ) খ’ এর উপর
ঘ) স্বাক্ষীর উপর
উত্তর: খ’ এর উপর
প্রশ্ন: ২১। তামাদি আইনে বর্তমানে তফসিল কতটি?
ক) ১টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ২টি
উত্তর: ১টি
প্রশ্ন: ২২। নিন্দানীয় নরহত্যার সংজ্ঞা দন্ডবিধির কত ধারায় দেয়া হয়েছে?
ক) ৩০৩ ধারায়
খ) ২৯৯ ধারায়
গ) ৩০১ ধারায়
৩০০ ধারায়
উত্তর: ২৯৯ ধারায়
প্রশ্ন: ২৩। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারার বিধান অনুযায়ী মঞ্জুর করা যায়?
ক) ৪২ ধারা
খ) ৫৫ ধারা
গ) ৫৪ ধারা
ঘ) ৫৩ ধারা
উত্তর: ৫৫ ধারা
প্রশ্ন: ২৪। সাক্ষ্য আইন অনুুযায়ী নিম্নের কোনটি মৃত্যুকালীন ঘোষনার অত্যাবশকীয় উপাদন?
ক) বিবৃতিদানকারী ব্যক্তিকে মৃত্যুবরণ করিতে হইবে
খ) বিবৃতিতে বিবৃতিদান কারীর স্বাক্ষর থাকিতে হইবে
গ) সবগুলি
ঘ) বিবৃতিদানের সময় মৃতের আশঙ্কা থাকিতে হইবে
উত্তর: বিবৃতিদানকারী ব্যক্তিকে মৃত্যুবরণ করিতে হইবে
প্রশ্ন: ২৫। কর্মচারী বা চাকর কর্তৃক মালিকের সম্পদ চুরি করলে শাস্তি কোন ধারায়?
ক) ৩৮২ ধারায়
খ) ৩৮০ ধারায়
গ) ৩৮১ ধারায়
ঘ) ৩৭৮ ধারায়
উত্তর: ৩৮১ ধারায়