Audio Test-47
প্রশ্ন: ১। আমলযোগ্য অপরাধের তদন্তের বিধান উল্লেখ আছে কত ধারায়?
ক) ১৫৭ ধারায়
খ) ১৫৬ ধারায়
গ) ১৫৪ ধারায়
ঘ) ১৫১ ধারায়
উত্তর: ১৫৬ ধারায়
প্রশ্ন: ২। অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের শাস্তি কোন ধারায়?
ক) ৪০৩ ধারা
খ) ৪০২ ধারা
গ) ৪০৪ ধারা
ঘ) ৪০৫ ধারা
উত্তর: ৪০৩ ধারা
প্রশ্ন: ৩। বর্তমান সাক্ষ্য আইনের খসড়া কে প্রস্তুত করেন?
ক) স্যার ম্যাকলে
খ) স্যার হেনরি সামার মেইন
গ) স্যার রমেলি
ঘ) স্যার জেমস স্টিফেন
উত্তর: স্যার জেমস স্টিফেন
প্রশ্ন: ৪। Receiver নিয়োগের মাধ্যমে কি ধরনের প্রতিকার প্রদান করা হয়?
ক) প্রতিরোধমূলক প্রতিকার
খ) বিকল্প প্রতিকার
গ) দখল পুনরুদ্ধার
ঘ) সুনিদির্ষ্ট প্রতিকার
উত্তর: সুনিদির্ষ্ট প্রতিকার
প্রশ্ন: ৫। Limitation Act এর ৩ ধারা অনুুযায়ী তামাদীর বিষয়বস্তু হচ্ছে-
ক) আবেদনপত্র
খ) মামলা
গ) সবকটি
ঘ) আপীল
উত্তর: সবকটি
প্রশ্ন: ৬। সেট অফ এর দাবী নিম্নলিখিত বিষয়ের ক্ষেত্রে করা যায়?
ক) মানহানি মামলায়
খ) সম্পত্তি পুন উদ্ধারের মামলায়
গ) টাকা আদায়ের মামলায়
ঘ) স্বত্ত্ব ঘোষনার মামলায়
উত্তর: টাকা আদায়ের মামলায়
প্রশ্ন: ৭। বার কাউন্সিল ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে কতদিনের মধ্যে হাইকোর্টে আপিল দায়ের করতে পারে?
ক) ৪৫ দিন
খ) ৯০দিন
গ) ৩০ দিন
ঘ) ৬০ দিন
উত্তর: ৯০দিন
প্রশ্ন: ৮। প্রতারণা ও সম্পতি অর্পণ করিবার জন্য অসাধুভাবে প্রবৃত্ত করার শাস্তি কোন ধারায়?
ক) ৪২১ ধারায়
খ) ৪১৮ ধারায়
গ) ৪২০ ধারায়
ঘ) ৪১৯ ধারায়
উত্তর: ৪২০ ধারায়
প্রশ্ন: ৯। সাক্ষ্য আইন অনুসারে আদালত বলতে বুঝাবে-
ক) ম্যাজিস্ট্রেট
খ) সাক্ষ্য গ্রহণকারী ব্যক্তি
গ) সবকটি
ঘ) জজ
উত্তর: সবকটি
প্রশ্ন: ১০। দখল পুণরুদ্ধার বলতে বুঝায় –
ক) চুক্তি সম্পাদনের মাধ্যমে দখল গ্রহণ
খ) বেদখলকৃত সম্পত্তির দখলগ্রহণ
গ) সবগুলো
ঘ) তর্কিত সম্পত্তি উদ্ধার করা
উত্তর: বেদখলকৃত সম্পত্তির দখলগ্রহণ
প্রশ্ন: ১১ Naraji Petition কি?
ক) আমি মেনে নিলাম
খ) আমি মানি না
গ) পুনরায় পিটিশন দেওয়া
ঘ) প্রত্যাখান করা
উত্তর: আমি মানি না
প্রশ্ন: ১২। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গের ফল কি হতে পারে?
ক) ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড
খ) কোনটিই নয়
গ) দেওয়ানী কারাগারে ৬ মাসের আটক আদেশ
ঘ) জরিমানা ও আটক
উত্তর: দেওয়ানী কারাগারে ৬ মাসের আটক আদেশ
প্রশ্ন: ১৩। মৌখিক সাক্ষ্য সরাসরি হবে এ বিধান সাক্ষ্য আইনের কোথায় উল্লিখিত আছে?
ক) ৫১ ধারায়
খ) ৪২ ধারায়
গ) ৪৪ ধারায়
ঘ) ৬০ ধারায়
উত্তর: ৬০ ধারায়
প্রশ্ন: ১৪। এডভোকেট হওয়ার সব যোগ্যতা থাকার পরও একজন ব্যক্তি এডভোকেট হতে পারবে না, যদি সে-
ক) সরকারি চাকুরী হতে নৈতিক অবক্ষয়ের কারণে অপসারিত হয়
খ) নৈতিক অবক্ষয়ের কারণে কোন অপরাধে দন্ডিত হয়
গ) ক ও খ
ঘ) বিদেশ থেকে আইনের ডিক্রি লাভ করে
উত্তর: ক ও খ
প্রশ্ন: ১৫। রায়ের পূর্বে সম্পত্তির ক্রোক হইয়া থাকিলে ডিক্রি জারীর জন্য তাহা পুনরায় ক্রোকের প্রয়োজন নাই ইহা কোন আইনের বিধান?
ক) অর্ডার ৩৮ রুল ২
খ) অর্ডার ৩৭ রুল ১১
গ) অর্ডার-৩৮ রুল-১০
ঘ) অর্ডার ৩৮ রুল ১১
উত্তর: অর্ডার ৩৮ রুল ১১
প্রশ্ন: ১৬। শিশু বা ১৮ বছরের কম বয়স্ক ব্যক্তি বা উম্মাদ ব্যক্তির আত্মহ্যার সহায়তার সর্বোচ্চ শাস্তি কত বৎসর?
ক) ১০ বছর কারাদন্ড
খ) ৭ বছর কারাদন্ড
গ) মৃত্যুদন্ড
ঘ) যাবজ্জীবন কারাদন্ড
উত্তর: মৃত্যুদন্ড
প্রশ্ন: ১৭। আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ রদ করিলে প্রতিকার কি হবে?
ক) রিভিউ
খ) রিভিশন
গ) সবগুলো
ঘ) আপীল
উত্তর: আপীল
প্রশ্ন: ১৮। গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদন্ড স্থগিত করার ক্ষমতা আছে-
ক) রাষ্টের
খ) জেলা জজ আদালতের
গ) হাইকোর্ট বিভাগের
ঘ) দায়রা জজ আদালতের
উত্তর: হাইকোর্ট বিভাগের
প্রশ্ন: ১৯। বাংলাদেশ বার কাউন্সিলের আইন শিক্ষা কমিটিতে সদস্য হিসাবে সর্বনিম্ন কত জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবেন?
ক) ২ জন
খ) ৬ জন
গ) ৫ জন
ঘ) ৪ জন
উত্তর: ২ জন
প্রশ্ন: ২০। তামাদি মেয়াদের পরে দেওয়ানী মামলা দায়ের করার ফল হচ্ছে-
ক) আরজি নাকচ
খ) মামলা খারিজ
গ) কোর্ট ফি বাতিল
ঘ) আরজি ফেরত
উত্তর: মামলা খারিজ
প্রশ্ন: ২১। প্রতারণার শাস্তি কোন ধারায়?
ক) ৪১৬ ধারায়
খ) ৪১৭ ধারায়
গ) ৪২০ ধারায়
ঘ) ৪১৮ ধারায়
উত্তর: ৪১৭ ধারায়
প্রশ্ন: ২২। SR Act এর ৮ ধারার অধিনে মামলার রায় ও ডিক্রির বিরুদ্ধে করা যায়-
ক) আপীল, রিভিউ ও রিভিশন
খ) শুধু রিভিশন
গ) শুধু আপীল এবং রিভিউ
ঘ) শুধু রিভিউ এবং রিভিশন
উত্তর: শুধু আপীল এবং রিভিউ
প্রশ্ন: ২৩। এস.আর এ্যাক্টের ৯ ধারা অনুসারে জমির দখল পুনরুদ্ধারের জন্য কোন বিষয়গুলি প্রমাণ করতে হবে?
ক) সীমানা
খ) স্বত্ত্ব ও দখল
গ) দখল ও বেদখল
ঘ) স্বত্ত্ব
উত্তর: দখল ও বেদখল
প্রশ্ন: ২৪। ১৪৫ ধারায় আদেশজারি করতে পারে?
ক) জেলা জজ
খ) ক্ষমতা প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট
গ) জেলা ম্যাজিস্ট্রেট
ঘ) ক্ষমতা প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা ম্যাজিস্ট্রেট
উত্তর: ক্ষমতা প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা ম্যাজিস্ট্রেট
প্রশ্ন: ২৫। আসামির আবেদনক্রমে রায়ের নকল প্রদান করতে হবে?
ক) টাকা নিয়ে
খ) শর্তসাপেক্ষে
গ) বিনামুল্যে
ঘ) সবগুলি
উত্তর: বিনামুল্যে