Audio Test-49
প্রশ্ন: ১। নিমোক্ত কোন রায়ের বিরুদ্ধে আপীল চলবে না?
ক) পক্ষগণের সম্পতি ভিক্তিক ডিক্রি
খ) সবগুলো ক্ষেত্রে
গ) একতরফা ডিক্রি
ঘ) দােতরফা ডিক্রি
উত্তর: পক্ষগণের সম্পতি ভিক্তিক ডিক্রি
প্রশ্ন: ২। সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার ক্ষেত্রে কার পূর্ব অনুমতি নিতে হবে?
ক) আইন মন্ত্রণালয়ের
খ) প্রধানমন্ত্রীর
গ) সরকারের
ঘ) প্রেসিডেন্টের
উত্তর: সরকারের
প্রশ্ন: ৩। সহকারী জজ আদালত প্রচারিত ডিক্রির বিরুদ্ধে জেলা জজ আদালত কত দিনের মধ্যে আপীল দায়ের করতে হবে?
ক) ৬০ দিনের
খ) ১৮০ দিনের
গ) ৩০ দিনের
ঘ) ১৬০ দিনের
উত্তর: ৩০ দিনের
প্রশ্ন: ৪। ফৌজদারী কার্যবিধির কত ধারায় ম্যাজিস্ট্রেট অভিযোগ গঠন করেন?
ক) ২৪৫ ধারা
খ) ২৪২ ধারা
গ) ২৪১ ধারা
ঘ) ২৪৩ ধারা
উত্তর: ২৪২ ধারা
প্রশ্ন: ৫। এস আর এ্যাক্ট এর ৯ ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ দায়ের করতে পারে-
ক) রিভিউ
খ) রেফারেন্স
গ) রিভিশন
ঘ) আপীল
উত্তর: রিভিশন
প্রশ্ন: ৬। বার কাউন্সিলে কোন এডভোকেটের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্রের সাথে প্রদত্ত ফি এর পরিমান হবে?
ক) ১০০০ টাকা
খ) ৫০০ টাকা
গ) ১০০ টাকা
ঘ) ৩০০ টাকা
উত্তর: ১০০০ টাকা
প্রশ্ন: ৭। অপরাধমূলক অনধিকার প্রবেশের অনুর্ধ সর্বোচ্চ কারাদন্ড কত?
ক) ৩ মাস কারাদন্ড
খ) ৬ মাস কারাদন্ড
গ) ১ বছর কারাদন্ড
ঘ) ১ মাস কারাদন্ড
উত্তর: ৩ মাস কারাদন্ড
প্রশ্ন: ৮। অপরাধ মূলক অনধিকার প্রবেশের শাস্তি কোন ধারায়?
ক) ৪৪৭ ধারায়
খ) ৪৪৮ ধারায়
গ) ৪৪৫ ধারায়
ঘ) ৪৪৬ ধারায়
উত্তর: ৪৪৭ ধারায়
প্রশ্ন: ৯। সাক্ষ্য আইনে যে সকল ঘটনা প্রাসঙ্গিক নয় কিন্তু প্রাসঙ্গিক হতে পারে কয়টি ক্ষেত্রে?
ক) ৫টি ক্ষেত্রে
খ) ৩টি ক্ষেত্রে
গ) ২টি ক্ষেত্রে
ঘ) ১টি ক্ষেত্রে
উত্তর: ২টি ক্ষেত্রে
প্রশ্ন: ১০। ৩য় শ্রেণির ম্যাজিস্ট্রেট কত টাকার বেশি জরিমানা করতে পারবে না?
ক) ৩০০০ টাকার বেশি
খ) ৫০০০ টাকার বেশি
গ) ৪০০০ টাকার বেশি
ঘ) ২০০০ টাকার বেশি
উত্তর: ২০০০ টাকার বেশি
প্রশ্ন: ১১। মামলা খারিজ করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নিম্নের কোন বিষয়গুলো বিবেচনায় নিবেন?
ক) ২০২ ধারায় অধীন তদন্ত রিপোর্ট
খ) ২০২ ধারায় অধীন অনুসন্ধান
গ) সবগুলি
ঘ) ফরিয়াদী কর্তৃক শপথপূর্বক প্রদত্ত বিবৃতি থাকে
উত্তর: সবগুলি
প্রশ্ন: ১২। সুনিদির্ষ্ট স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী কোন ব্যক্তি তার দখল উদ্ধার করতে পারে কোন আইনের পন্থা অনুযায়ী?
ক) চুক্তি আইন
খ) সুনিদির্ষ্ট প্রতিকার আইন২
গ) ফৌজদারী কার্যবিধির
ঘ) দেওয়ানী কার্যবিধি
উত্তর: দেওয়ানী কার্যবিধি
প্রশ্ন: ১৩। কোন মামলার ক্ষেত্রে তামাদি মওকুফ হবে না?
ক) আপিল
খ) রিভিউ
গ) স্বত্ব ঘোষণা
ঘ) রিভিশন
উত্তর: স্বত্ব ঘোষণা
প্রশ্ন: ১৪। নিম্ন বর্ণিত কোন ক্ষেত্রে সুনিদির্ষ্ট প্রতিকারের বিধান প্রযোজ্য হবে না?
ক) স্বত্ত্ব ঘোষনার ক্ষেত্রে
খ) কোনটিই নয়
গ) দন্ডমূলক আইন কার্যকরী করার ক্ষেত্রে
ঘ) দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে
উত্তর: দন্ডমূলক আইন কার্যকরী করার ক্ষেত্রে
প্রশ্ন: ১৫। সরকারের বিরুদ্ধে কোন মোকদ্দমাটি করা যায় না?
ক) সুনিদির্ষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার
খ) ঘোষণামূলক মোকদ্দমা
গ) দলিল বাতিলের মোকদ্দমা
ঘ) স্থাবর সম্পত্তির দখলচ্যুত ব্যক্তি কর্তুক মোকদ্দমা
উত্তর: স্থাবর সম্পত্তির দখলচ্যুত ব্যক্তি কর্তুক মোকদ্দমা
প্রশ্ন: ১৬। দেওয়ানী কার্যবিধি অনুসারে Injunction প্রধানত কত প্রকার?
ক) ২ প্রকার
খ) ৪ প্রকার
গ) ৩ প্রকার
ঘ) ৬ প্রকার
উত্তর: ২ প্রকার
প্রশ্ন: ১৭। Canons of professional conduct and Etiquette কয়টি অধ্যায়ে বিভক্ত?
ক) ৬টি
খ) ৩টি
গ) ২টি
ঘ) ৪টি
উত্তর: ৪টি
প্রশ্ন: ১৮। প্রত্যেক সমনে কার স্বাক্ষর এবং সীল থাকে?
ক) পুলিশের
খ) প্রিজাইডিং অফিসারের
গ) পেশকার
ঘ) সেরেস্তাদের
উত্তর: প্রিজাইডিং অফিসারের
প্রশ্ন: ১৯। দন্ডবিধির ৩০২ ধারার অপরাধ কোন ধরনের?
ক) জামিনযোগ্য
খ) উভয়
গ) কোনটিই নয়
ঘ) জামিন অযোগ্য
উত্তর: জামিন অযোগ্য
প্রশ্ন: ২০। তামাদি আইনে যথেষ্ট কারণ বলতে কি বুঝায়?
ক) সবগুলো
খ) অসুস্থতা, সরল, বিশ্বাস, দারিদ্রতা কৌশলীর ভুল এবং আদালতে সংঘাত পূর্ন সিদ্ধান্ত
গ) নাবালক বা জড় বুদ্ধি সম্পন্ন হওয়া
ঘ) বিদেশ থাকা
উত্তর: অসুস্থতা, সরল, বিশ্বাস, দারিদ্রতা কৌশলীর ভুল এবং আদালতে সংঘাত পূর্ন সিদ্ধান্ত
প্রশ্ন: ২১। ঘটনা সম্পর্কে পরবর্তী সমর্থনের জন্য পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করা যাইতে পারে ইহা সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?
ক) ১৫৯ ধারা
খ) ১৫৮ ধারা
গ) ১৫৫ ধারা
ঘ) ১৫৭ ধারা
উত্তর: ১৫৭ ধারা
প্রশ্ন: ২২। অনধিকার গৃহে প্রবেশের শাস্তি কোন ধারায়?
ক) ৪৪৭ ধারায়
খ) ৪৪৮ ধারায়
গ) ৪৫৩ ধারায়
ঘ) ৪৪৬ ধারায়
উত্তর: ৪৪৮ ধারায়
প্রশ্ন: ২৩। দন্ডবিধির ৩০২ ধারার মামলার আসামী দাবী করে যে, আসামির কার্য সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে। উক্ত দাবী প্রমাণের দায়িত্ব আসামির। এটা সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?
ক) ১০৫ ধারার
খ) ১০৩ ধারার
গ) ১০২ ধারার
ঘ) ৯৬ ধারার
উত্তর: ১০৫ ধারার
প্রশ্ন: ২৪। সাক্ষ্য আইনে বিচার্য বিষয় কয় প্রকার?
ক) ৩ প্রকার
খ) ৪ প্রকার
গ) ১ প্রকার
ঘ) ২ প্রকার
উত্তর: ২ প্রকার
প্রশ্ন: ২৫। আরজীর উপাদান সমূহ কি হইবে তাহা কোন আইনে বলা আছে?
ক) অর্ডার ৭ রুল ২
খ) অর্ডার ৫ রুল ২
গ) অর্ডার ৭ রুল ১
ঘ) অর্ডার ৮ রুল ১
উত্তর: অর্ডার ৭ রুল ১