Audio Test-50

প্রশ্ন: ১। ৩০৪ ধারার অপরাধ কোন ধরনের?
ক) জামিন অযোগ্য
খ) কোনটিই নয়
গ) উভয়
ঘ) জামিনযোগ্য

উত্তর: জামিন অযোগ্য

প্রশ্ন: ২। ম্যাজিস্ট্রেট কয়টি উৎসের উপর ভিক্তি করে অপরাধ আমলে নিতে পারে-
ক) ৩টি
খ) ২টি
গ) ৫টি
ঘ) ৬টি

উত্তর: ৩টি

প্রশ্ন: ৩। রাত্রিকালে অপথে গৃহে প্রবেশের সংজ্ঞা কোন ধারায়?
ক) ৪৪৬ ধারায়
খ) ৪৪২ ধারায়
গ) ৪৪৫ ধারায়
ঘ) ৪৪৩ ধারায়

উত্তর: ৪৪৬ ধারায়

প্রশ্ন: ৪। সহকারী জজের রায় ও ডিক্রির বিরুদ্ধে কত দিনের মধ্যে জেলা জজের নিকট আপীল করা যায়?
ক) ৯০ দিন
খ) ৬০ দিন
গ) ৩০ দিন
ঘ) ১৮০ দিন

উত্তর: ৩০ দিন

প্রশ্ন: ৫। নিষেধাজ্ঞা মন্জুর পূর্বে বিপরীত পক্ষকে নোটিশ দিতে হইবে ইহা কোন আইনের বিধান?
ক) অর্ডার ৩৯ রুল ২
খ) অর্ডার ৩৯ রুল ৩
গ) অর্ডার ৩৯ রুল ৫
ঘ) অর্ডার ৩৯ রুল ৭

উত্তর: অর্ডার ৩৯ রুল ৩

প্রশ্ন: ৬। নিষেধাজ্ঞা আদেশ পরিবর্তন বা রদ করার ক্ষমতা আদালতকে কোন বিধান দ্বারা ক্ষমতা অর্পণ হইয়াছে?
ক) অর্ডার ৩৯ রুল ৫
খ) অর্ডার ৩৯ রুল ৪
গ) অর্ডার ৩৯ রুল ২
ঘ) অর্ডার ৩৮ রুল ৪

উত্তর: অর্ডার ৩৯ রুল ৪

প্রশ্ন: ৭। সাক্ষীকে ঘুষ দেওয়া হইয়াছে কিংবা সাক্ষী বিশ্বাসের অযোগ্য তদবিষয়ে সাক্ষ্য প্রমাণ দেওয়া যায় ইহা সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?
ক) ১৫১ ধারা
খ) ১৫৭ ধারা
গ) ১৪৬ ধারা
ঘ) ১৫৫ ধারা

উত্তর: ১৫৫ ধারা

প্রশ্ন: ৮। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কত ধারার মোকদ্দমায় আদালত গৃহাদি ভাংগিয়া দখল প্রদানের আদেশ দিতে পারেন?
ক) ১০ ধারার
খ) ৮ ধারার
গ) ১১ ধারার
ঘ) ৯ ধারার

উত্তর: ৮ ধারার

প্রশ্ন: ৯। এস আর এ্যাক্ট এর ৫ ধারা অনুযায়ী আদালত কত প্রকার সুনিদির্ষ্ট প্রতিকার প্রদান করতে পারে?
ক) ৩
খ) ৬
গ) ৪
ঘ) ৫

উত্তর: ৫

প্রশ্ন: ১০। ২০৩ ধারানুসারে নালিশ খারিজের ক্ষেত্রে আদালত নিম্নোক্ত কোন কাজটি করবে?
ক) ফরিয়াদির জবানবন্দী
খ) অভিযোগকারী শপথের বিবৃতি বিবেচনা করবে
গ) সবকয়টি
ঘ) পুলিশের তদন্ত রিপোর্ট

উত্তর: সবকয়টি

প্রশ্ন: ১১। চার্জ পরিবর্তন হলে আদালত আসামীকে এরুপ পরিবর্তন পড়ে শুনাইবে এবং বুঝিয়ে দিবে ইহা কত ধারার বিধান?
ক) ২২৯ ধারা
খ) ২২৮ ধারা
গ) ২৩১ ধারা
ঘ) ২২৭ ধারা

উত্তর: ২২৭ ধারা

প্রশ্ন: ১২। নাবালক থাকা অবস্থায় ‘ক’ এর মামলা করার অধিকার জন্মে, তামাদির সময় গণনা শুরু হবে যখন –
ক) নাবালক থাকলে
খ) কোনটিই নয়
গ) সাবালকত্বের অবসান হবে
ঘ) নাবালকত্বের অবসান হবে

উত্তর: নাবালকত্বের অবসান হবে

প্রশ্ন: ১৩। একজন পুলিশ অফিসারেরর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হলে কে ওয়ারেন্ট কার্যকর করবে কে?
ক) পুলিশ
খ) সবাই
গ) Rab
ঘ) বিচারক

উত্তর: পুলিশ

প্রশ্ন: ১৪। দন্ডবিধির ৩০৪-খ ধারায় অপরাধ কোন ধরণের?
ক) জামিন যোগ্য
খ) জামিন অযোগ্য
গ) কোনটিই নয়
ঘ) উভয়

উত্তর: জামিন যোগ্য

প্রশ্ন: ১৫। স্থায়ী নিষেধাজ্ঞা কোন আইনের বিধান মোতাবেক প্রদান করা হয়?
ক) দেওয়ানী কার্যবিধির ৩৯ আদেশ
খ) ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা
গ) সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারা
ঘ) কোনটিই নয়

উত্তর: সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারা

প্রশ্ন: ১৬। কোন কোন অপরাধের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তির নালিশ ব্যতীত অপরাধ আমলে নেওয়া যাবে না?
ক) মানহানি
খ) সবকয়টি বিষয়
গ) চুক্তিভঙ্গ
ঘ) বিবাহ সম্পর্কিত

উত্তর: সবকয়টি বিষয়

প্রশ্ন: ১৭। ক’ এর বিরুদ্ধে চুরির অভিযোগে চার্জ গঠনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারী আদালত প্রদত্ব নিম্নের কোন রায়টি প্রাসঙ্গিক?
ক) ক’ অন্য একটি যৌতুক মামলায় দন্ডিত হয়েছে
খ) ক’ অন্য একটি যৌতুক মামলায় খালাস পেয়েছে
গ) ক’ অন্য একটি চুরি মামলায় খালাস পেয়েছে
ঘ) ‘ক’ অন্য একটি চুরি মামলায় দন্ডিত হয়েছে

উত্তর: ক’ অন্য একটি চুরি মামলায় দন্ডিত হয়েছে

প্রশ্ন: ১৮। Attempt to Murder এর শাস্তি কত বৎসর?
ক) ৭ বছর কারাদন্ড
খ) মৃত্যুদন্ড
গ) যাবজ্জীবন কারাদন্ড
ঘ) ১০ বছর কারাদন্ড ও অর্থদন্ড

উত্তর: ১০ বছর কারাদন্ড ও অর্থদন্ড

প্রশ্ন: ১৯। স্বেচ্ছাকৃত অবহেলা বা ত্রুটির কারণে রিসিভার সম্পত্তি ক্ষতি সাধান করলে আদালত তাহার বিরুদ্ধে কি আদেশ দিবেন?
ক) দেওয়ানী কয়েদে আটক
খ) তার নিজস্ব সম্পত্তি ক্রোক এবং বিক্রয়ের নির্দেশ দিতে পারবেন
গ) সবগুলো
ফৌজদারী অপরাধ হিসাবে পুলিশে সোপর্দ

উত্তর: তার নিজস্ব সম্পত্তি ক্রোক এবং বিক্রয়ের নির্দেশ দিতে পারবেন

প্রশ্ন: ২০। রিসিভার নিয়োগ করার আদেশ কোন আইনের বিধান বলে প্রদান করা যায়?
ক) অর্ডার ৪০ রুল ৪
খ) অর্ডার ৪০ রুল ৫
গ) অর্ডার ৩৯ রুল ১
ঘ) অর্ডার ৪০ রুল ১

উত্তর: অর্ডার ৪০ রুল ১

প্রশ্ন: ২১। একজন অপরাধীর বিরুদ্ধে ওয়ারেন্ট হওয়ার ৩ বছর পরও যখন তাকে গ্রেফতার করা যায় না, তখন ঐ ওয়ারেন্টটি কি বাতিল হবে?
ক) বাতিল হবে এবং অপরাধী মুক্তি পাবে
খ) নতুন করে ওয়ারেন্ট হবে
গ) ওয়ারেন্ট চলতে থাকবে
ঘ) মামলা খারিজ হবে

উত্তর: ওয়ারেন্ট চলতে থাকবে

প্রশ্ন: ২২। অপরের রুপ ধরিয়া প্রতারণা করার শাস্তি কোন ধারায়?
ক) ৪১৭ ধারায়
খ) ৪১৯ ধারায়
গ) ৪২০ ধারায়
ঘ) ৪১৮ ধারায়

উত্তর: ৪১৯ ধারায়

প্রশ্ন: ২৩। কোন কোন ক্ষেত্রে আদালত কোন বিষয়কে মিথ্যা প্রমানের জন্য সাক্ষ্য দিতে দিবেন না?
ক) Shall presume এবং May Presume উভয়
খ) Conclusive
গ) Shall presume
ঘ) May Presume

উত্তর: Conclusive

প্রশ্ন: ২৪। বিবাদী পক্ষের যুক্তি সঙ্গত কারণে নির্ধারিত সময়ে আপীল আবেদন দাখিল করতে না পারলে, এই ক্ষেত্রে আপীল দায়েরের বিধান কি?
ক) বিলম্ব মওকুফের আবেদনসহ আপীল করবেন
খ) আদালতে অনুমতি নিয়ে আপীল করবেন
গ) সবগুলো
ঘ) সরাসরি আপীল করবেন

উত্তর: বিলম্ব মওকুফের আবেদনসহ আপীল করবেন

প্রশ্ন: ২৫। কোন আরজি বিধি মোতাবেক দাখিল হয়েছে কিনা সেটা দেখার দায়িত্ব কার?
ক) আদালতের
খ) কোনটি নয়
গ) পেশকারের
ঘ) সেরেস্তাদের

উত্তর: সেরেস্তাদের

নিউজঃ