Audio Test-52
প্রশ্ন: ১। দন্ডবিধি অনুসারে কোনটি গুরতর আঘাত?
ক) সবগুলো
খ) দাঁত ভেঙ্গে ফেলা
গ) পায়ে রক্তাক্ত জখম করা
ঘ) পিঠে স্থায়ী ক্ষত করা
উত্তর: দাঁত ভেঙ্গে ফেলা
প্রশ্ন: ২। ২য় শ্রেণির ম্যাজিস্ট্রেট কত বছরের বেশি কারাদন্ড দিতে পারে না
ক) ৭ বছরের বেশি
খ) ৩ বছরের বেশি
গ) ৫ বছরের বেশি
ঘ) ৪ বছরের বেশি
উত্তর: ৩ বছরের বেশি
প্রশ্ন: ৩। দেওয়ানী আদালত কর্তৃক প্রদত্ত নিম্নের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করা যাবে না?
ক) কোনটিই নয়
খ) পক্ষদের সম্মতিমূলক ডিক্রি
গ) একতরফা ডিক্রি
দো-তরফা ডিক্রি
উত্তর: পক্ষদের সম্মতিমূলক ডিক্রি
প্রশ্ন: ৪। পুনরায় মামলা দায়েরের জন্য আদালত মামলা প্রত্যাহারের অনুমতি দিতে পারে ইহা দেওয়ানী কার্যবিধির কোন আইনের বিধান?
ক) অর্ডার ২৩ রুল ৩
খ) অর্ডার ২২ রুল ২
গ) অর্ডার ২১ রুল ১
ঘ) অর্ডার ২৩ রুল ১
উত্তর: অর্ডার ২৩ রুল ১
প্রশ্ন: ৫। আসামী একটি অপরাধে অভিযুক্ত হয়ে ভিন্ন অপরাধে দন্ডিত হতে পারে কত ধারায়?
ক) ২৩৭ ধারায়
খ) ২৪২ ধারায়
গ) ২৪০ ধারায়
ঘ) ২৩৯ ধারায়
উত্তর: ২৩৭ ধারায়
প্রশ্ন: ৬। অস্থায়ী নিষেধাজ্ঞা কত দিনের জন্য মন্জুর করা যায়?
ক) ১ মাসের জন্য
খ) ৬ মাসের জন্য
গ) নিদির্ষ্ট সময় বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত
ঘ) ২ মাসের জন্য
উত্তর: নিদির্ষ্ট সময় বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত
প্রশ্ন: ৭। সরকারের বিপক্ষে বিরুদ্ধ দখলজনিত স্বত্বের দাবি প্রতিষ্ঠায় বাদীকে প্রমাণ করতে হবে তার নিরবচ্ছিন্ন দখল- [B.C.Exam-2015]
ক) ৬০ বছরের
খ) ১২ বছরের
গ) ৩০ বছরের
ঘ) ২০ বছরের
উত্তর: ৬০ বছরের
প্রশ্ন: ৮। ওয়ারেন্ট যদি আদালতের এখতিয়ারের বাহিরে গিয়ে কার্যকর করতে হয়, তখন ওয়ারেন্ট কার্যকর করতে ঐ এলাকার কাকে নির্দেশ দেওয়া হয়?
ক) Rab
খ) পুলিশ
গ) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
ঘ) নির্বাহী ম্যাজিস্ট্রেট
উত্তর: নির্বাহী ম্যাজিস্ট্রেট
প্রশ্ন: ৯। আদি এখতিয়ার সম্পন্ন আদালতের একতরফা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হতে পারে-
ক) আপীল
খ) রিভিও
গ) রিভিশন
ঘ) রেফারেন্স
উত্তর: আপীল
প্রশ্ন: ১০। বিবাহ বিচ্ছেদের পর বিলম্বিত দেনমোহরের জন্য একজন মুসলিম স্ত্রী কর্তৃক মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি সময়কাল হলো –
ক) ৬ বছর
খ) ৬ মাস
গ) ১ বছর
ঘ) ৩ বছর
উত্তর: ৩ বছর
প্রশ্ন: ১১। একজন বিচারকের জুডিশিয়াল কর্মকান্ড অপরাধ নয় এই বিধান দন্ডবিধির কোন ধারায়?
ক) ৭৭ ধারায়
খ) ৭৮ ধারায়
গ) ৭৫ ধারায়
ঘ) ৭৬ ধারায়
উত্তর: ৭৭ ধারায়
প্রশ্ন: ১২। মামলা দায়েরের জন্য একজন নাবালক নির্ধারিত তামাদির অতিরিক্ত সময় পায় কত?
ক) ২৩ বছর
খ) ১২ বছর
গ) ৬ বছর
ঘ) ৩ বছর
উত্তর: ৩ বছর
প্রশ্ন: ১৩। এডভোকেট নন এমন কোন ব্যক্তি কোন আদালতে কিংবা হাইকোর্টে প্র্যাকটিস করিলে কারাদন্ডে দন্ডিত হবেন এই বিধান কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
ক) ৪৩ অনুচ্ছেদ
খ) ৪১ অনুচ্ছেদ
গ) ৪২ অনুচ্ছেদ
ঘ) ৩১ অনুচ্ছেদ
উত্তর: ৪১ অনুচ্ছেদ
প্রশ্ন: ১৪। দন্ডবিধির ৩০৪-ক ধারায় অপরাধ কি ধরণের?
ক) জামিন অযোগ্য
খ) জামিন যোগ্য
গ) উভয়
ঘ) কোনটিই নয়
উত্তর: জামিন যোগ্য
প্রশ্ন: ১৫। যে সকল ঘটনা অন্য কোনভাবে প্রাসঙ্গিক নয়, সেগুলো প্রাসঙ্গিক হবে যদি-
ক) বিচার্য বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয়
খ) সবকয়টি
গ) বিচার্য বিষয়ের সাথে সংগতিপূর্ন হয়
ঘ) ঘটনা ব্যাখ্যা করার জন্য হয়
উত্তর: বিচার্য বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয়
প্রশ্ন: ১৬। নিম্নে সাক্ষ্য গ্রহণের কোন ক্রমটি সঠিক?
ক) জবানবন্দি, জেরা, পুনঃজবানবন্দি,জেরা
খ) জেরা, জবানবন্দি, পুনঃজনাববন্দি
গ) জবানবন্দি, পুনঃজবানবন্দি, জেরা
ঘ) জেরা,পুনঃজবানবন্দি,জবানবন্দিজবানবন্দি
উত্তর: জবানবন্দি, জেরা, পুনঃজবানবন্দি,জেরা
প্রশ্ন: ১৭। বাংলাদেশ বার কাউন্সিলের কতজন সদস্য নির্বাচিত হয়?
ক) ১৩ জন
খ) ১৪ জন
গ) ১৫ জন
ঘ) ১২ জন
উত্তর: ১৪ জন
প্রশ্ন: ১৮। দন্ডবিধির ৪২০ ধারায় সর্বোচ্চ শাস্তি কত?
ক) ৫ বছর কারাদন্ড
খ) ৭ বছর কারাদন্ড
গ) ২ বছর কারাদন্ড
ঘ) ৩ বছর কারাদন্ড
উত্তর: ৭ বছর কারাদন্ড
প্রশ্ন: ১৯। তামাদীর মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় যদি আদালত বন্ধ থাকে, তখন আপনি কি করবেন?
ক) সবগুলো
খ) যে দিন আদালত পুনরায় খোলবে সেই দিন উক্ত মামলা, আপীল বা দরখাস্ত দায়ের করবেন
গ) পুনরায় খোলার দিন মামলা দায়ের করবেন না
ঘ) বন্ধের দিনই মামলা বা আপিল বা দরখাস্ত করবেন
উত্তর: যে দিন আদালত পুনরায় খোলবে সেই দিন উক্ত মামলা, আপীল বা দরখাস্ত দায়ের করবেন
প্রশ্ন: ২০। ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেয় কত ধারার অধীন?
ক) ২০০ ধারায়
খ) ১৯১ ধারায়
গ) ১৯৩ ধারা
ঘ) ১৯০ ধারায়
উত্তর: ১৯০ ধারায়
প্রশ্ন: ২১। যখন কোন একটি অপরাধ দুই বা ততোধিক আদালতের যেকোন এখতিয়ারাধীন সীমার মধ্যে ঘটে তখন কোন আদালতে মামলাটির বিচারকার্য পরিচালনা করবে?
ক) উভয় আদালতে
খ) যে আদালতের এখতিয়ারে প্রথম ঘটনা ঘটে
গ) যে কোন একটি আদালতে
ঘ) যে আদালতের এখতিয়ারে ঘটনাটি ঘটে
উত্তর: যে কোন একটি আদালতে
প্রশ্ন: ২২। একজন বে-সরকারী ব্যক্তি কর্তৃক বর্তস্বত্ব (Easement) অধিকার অর্জনের ন্যূনতম সময়কাল হলো-
ক) ২০ বছর
খ) ১২ বছর
গ) ৩০ বছর
ঘ) ৬০ বছর
উত্তর: ২০ বছর
প্রশ্ন: ২৩। ফৌজদারি কার্যবিধির অধ্যায়-১০”জনগনের উৎখাত” কোন এলাকার জন্য প্রযোজ্য নয়?
ক) গ্রাম এলাকার
খ) বিভাগীয় এলাকায়
গ) মহানগর এলাকার
ঘ) মফস্বল এলাকার
উত্তর: মহানগর এলাকার
প্রশ্ন: ২৪। যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত ব্যক্তি খুনের উদ্যেগ নিলে শাস্তি কি?
ক) যাবজ্জীবন কারাদন্ড
খ) ১৪ বছর কারাদন্ড
গ) ১০ বছর কারাদন্ড
ঘ) মৃত্যুদন্ড
উত্তর: মৃত্যুদন্ড
প্রশ্ন: ২৫। দেওয়ানী কার্যবিধি অনুযায়ী নিষেধাজ্ঞার শর্ত ভঙ্গ করিলে নিষেধাজ্ঞা দানকারী আদালত কি শাস্তি দিতে পারে?
ক) আদালত অবমাননার কার্যক্রম গ্রহন করতে পারে
খ) কোনটিই না
গ) শর্ত ক্ষেলাপকারী সম্পত্তি ক্রোক ও তাহাকে দেওয়ানী কয়েদে আটক রাখার আদেশ দিতে পারে
ঘ) ক্ষতিপূরণদানের আদেশ দিতে পারে
উত্তর: শর্ত ক্ষেলাপকারী সম্পত্তি ক্রোক ও তাহাকে দেওয়ানী কয়েদে আটক রাখার আদেশ দিতে পারে