Audio Test-59
প্রশ্ন: ১। একজন অতিরিক্ত জেলা জজ কর্তৃক প্রচারিত আপীলঅযোগ্য আদেশের বিরুদ্ধে সাধারণত রিভিশন দায়ের করা যায়-
ক) হাইকোর্ট বিভাগে
খ) আপীল বিভাগে
গ) জেলা জজ আদালত
ঘ) কোনটই নয়
উত্তর: হাইকোর্ট বিভাগে
প্রশ্ন: ২। সাক্ষ্য আইন অনুুযায়ী নিম্নের কোন ব্যক্তি আদালত বলে গণ্য হবে না?
ক) সবগুলো
খ) বিচারক
গ) স্বেচ্ছায় মিমাংসাকারী বা Arbitrator
ঘ) ম্যাজিস্ট্রেট
উত্তর: স্বেচ্ছায় মিমাংসাকারী বা Arbitrator
প্রশ্ন: ৩। Cancellation of instrument বলিতে বুঝায়-
ক) দলিল রদ
খ) কোনটিই নয়
গ) দলিল বাতিল
ঘ) দলিল সংশোধন
উত্তর: দলিল বাতিল
প্রশ্ন: ৪। Stay Order কোনটি?
ক) স্থগিতাদেশ
খ) নিরোধক
গ) নিষেধাজ্ঞা
ঘ) স্থিতিবস্থা
উত্তর: স্থগিতাদেশ
প্রশ্ন: ৫। বিবাদী জেলে থাকলে সমন দিতে হবে-
ক) জেলের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে
খ) সবকয়টি
গ) বিবাদীর প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে
ঘ) বিবাদী প্রতিনিধিকে
উত্তর: জেলের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে
প্রশ্ন: ৬। দোষ স্বীকারোক্তি আদালত কর্তৃক গ্রহণযোগ্য হবে না-
ক) সবকয়টি
খ) পুলিশ এর কাছে করা স্বীকারোক্তি
গ) ভয়, ভীতি বা প্রালভনের মাধ্যমে নেওয়া স্বীকারোক্তি
ঘ) পুলিশ হেফাজতে দেওয়া স্বীকারোক্তি
উত্তর: সবকয়টি
প্রশ্ন: ৭। ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা কোথায় জারী করা যায় না?
ক) গ্রাম ও শহর এলাকায়
খ) গ্রাম এলাকায়
গ) মহানগর এলাকায়
ঘ) শহর এলাকায়
উত্তর: মহানগর এলাকায়
প্রশ্ন: ৮। চুক্তির সুনিদির্ষ্ট কার্যসম্পাদনে ডিক্রি প্রদানের ক্ষমতা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা তাহা সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কত ধারায় বলা হয়েছে?
ক) ২৩ ধারা
খ) ২১ ধারা
গ) ৫৭ ধারা
ঘ) ২২ ধারায়
উত্তর: ২২ ধারায়
প্রশ্ন: ৯। নিম্নের কোনটি পাবলিক দলিল (Public Document)? [B.J.S Exam-2012]
ক) কবলা
খ) চিঠি
গ) রায়
ঘ) উইল
উত্তর: রায়
প্রশ্ন: ১০। সমনজারী সংক্রান্ত সংশোধনী দেওয়ানী কার্যবিধিতে সর্বশেষ কত সালে আনা হয়েছে?
ক) ২০১১ সালে
খ) ২০০৯ সালে
গ) ২০১২ সালে
ঘ) ২০০৭ সালে
উত্তর: ২০১২ সালে
প্রশ্ন: ১১। কখন ডিক্রি বা অর্ডারের বিরুদ্ধে রিভিশন করা যাবে?
ক) যে সব ডিক্রি বা অর্ডারের বিরুদ্ধে আপীল চলে না
খ) সবক্ষেত্রে
গ) সকল ডিক্রি বা অর্ডারের বিরুদ্ধে
ঘ) যে কোন অর্ডারে বিরুদ্ধে
উত্তর: যে সব ডিক্রি বা অর্ডারের বিরুদ্ধে আপীল চলে না
প্রশ্ন: ১২। অভিযোগকারি না থাকায় অন্য কোনভাবে রুজুকৃত মামলার কার্যক্রম বন্ধ করার ফলাফল কি-
ক) আসামি দন্ড পেতে পারে
খ) আসামি জামিন পেতে পারে
গ) আসামি মুক্তি পেতে পারে
ঘ) আসামি খালাস পেতে পারে
উত্তর: আসামি মুক্তি পেতে পারে
প্রশ্ন: ১৩। সাক্ষ্য আইনের ৩ ধারায় উল্লেখ্য আছে-
ক) ৩ ধরণের সাক্ষ্যের
খ) ৫ ধরনের সাক্ষ্যের
গ) ৬ ধরণের সাক্ষ্যের
ঘ) ২ ধরণের সাক্ষ্যের
উত্তর: ২ ধরণের সাক্ষ্যের
প্রশ্ন: ১৪। বিচারাধীন মামলায় কোন পক্ষ স্থলাভিষিক্ত হলে তার ক্ষেত্রে ঐ মামলাটি তখন দাখিল হয়েছে মর্মে ধরে নেয়া হবে যখন-
ক) মামলাটি দাখিল হয়
খ) আরজি পেশ হয়
গ) স্থলাভিষিক্ত হয়
ঘ) মামলার কারণ উদ্ভব হয়
উত্তর: স্থলাভিষিক্ত হয়
প্রশ্ন: ১৫। ২০১২ সালের সংশাোধনীতে অর্ডার ৫ রুল ৯ সংশোধন করে রুল ৯ ক ধারায় যুক্ত করা হয়েছে-
ক) ফেক্স অথবা ই-মেইল দ্বারা সমনজারী
খ) কুরিয়ার সার্ভিস সমন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে বিবাদী বরাবর সমন প্রেরণ করবে
গ) সবগুলো
ঘ) কুরিয়ার সার্ভিস দ্বারা সমনজারী
উত্তর: সবগুলো
প্রশ্ন: ১৬। পেনাল কোডের অধীনে অনুমোদিত সাজা নয়-
ক) বেত্রাঘাত
খ) সম্পতি বাজেয়াপ্ত করণ
গ) জরিমানা
ঘ) যাবজ্জীবন কারাদন্ড
উত্তর: বেত্রাঘাত
প্রশ্ন: ১৭। দন্ডবিধির কোন কোন ধারায় যৌথ নীতি আলোচনা করা হয়েছে?
ক) ৩২,৩৪,৩৭,৪০ ধারায়
খ) ৩৪,৩৫,৩৭,৩৮ ধারায়
গ) ৩৪,৩৬,৩৭,৪০ ধারায়
ঘ) ৩৪,৩৫,৩৭,৪০ ধারায়
উত্তর: ৩৪,৩৫,৩৭,৩৮ ধারায়
প্রশ্ন: ১৮। মারামারির শাস্তির বিধানটি দন্ডবিধির কত ধারায়?
ক) ১৪৭ ধারায়
খ) ১৬০ ধারায়
গ) ১৫৯ ধারায়
ঘ) ১৪৪ ধারায়
উত্তর: ১৬০ ধারায়
প্রশ্ন: ১৯। ফৌজদারি কার্যবিধির ১৫৫ ধারা অনুসারে কার আদেশ ছাড়া অ-আমলযোগ্য অপরাধের তদন্ত করা যায় না?
ক) ৩য় শ্রেনীর ম্যাজিস্ট্রেট
খ) চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
গ) ১ম শ্রেনীর ম্যাজিস্ট্রেট ও ২য় শ্রেনীর ম্যাজিস্ট্রেট
ঘ) ১ম শ্রেনীর ম্যাজিস্ট্রেট
উত্তর: ১ম শ্রেনীর ম্যাজিস্ট্রেট ও ২য় শ্রেনীর ম্যাজিস্ট্রেট
প্রশ্ন: ২০। তায়দাদ মূল্য কম দেখানোর কারণে আরজিতে কম কোর্ট ফি বা স্ট্যাম প্রদান করায় আদালত ২১ দিনের মধ্যে সঠিক কোর্ট ফি প্রদানের আদেশ দেয় কিন্তু বাদী তাহা পালনে ব্যর্থ হয় ফলে আরজি খারিজ হয়। বাদী আপীল না করলে তার জন্য কি প্রতিকার আছে?
ক) রিভিউ করতে পারে
খ) কোনটি নয়
গ) রিভিশন করতে পারে
ঘ) মামলা পুনঃ বহালের আবেদন
উত্তর: রিভিউ করতে পারে
প্রশ্ন: ২১। রফিকসহ ছয় ব্যক্তি ‘আব্দুল করিম’ কে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী তারা সকলে মিলে ‘আব্দুর রহিম’ কে হত্যা করে। ‘রফিক’ সহ উক্ত ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের ৩০২ ধারার সাথে নিম্নের কোন বিষয়টি প্রাসঙ্গিক?
ক) ১৪৩ ধারা
খ) ১২০ ধারা
গ) ১৩৪ ধারা
ঘ) ৩৪ ধারা
উত্তর: ৩৪ ধারা
প্রশ্ন: ২২। দেয়ানী কার্যবিধি অনুসারে প্লিডিংস অর্থ কি?
ক) অভিযোগ
খ) কোনটই নয়
গ) আরজি বা জবাব
ঘ) এফিডেভিট
উত্তর: আরজি বা জবাব
প্রশ্ন: ২৩। ২০১২ সালের সংশোধনী অনুুযায়ী কোন সমনজারী না হলে ফেরত আসলে বাদী কত দিনের মধ্যে তাহা পুনরায় জারীর পদক্ষেপ নিবেন?
ক) ৩ মাসের মধ্যে
খ) ৩০ দিনের মধ্যে
গ) ২ মাসের মধ্যে
ঘ) ১৫ দিনের মধ্যে
উত্তর: ৩০ দিনের মধ্যে
প্রশ্ন: ২৪। আত্মহত্যায় সহায়তা করলে সর্বোচ্চ কারাদন্ড-
ক) যাবজ্জীবন কারাদন্ড
খ) অনধিক ৭ বছর কারাদন্ড
গ) অনধিক ১০ বছর কারাদন্ড
ঘ) অনধিক ৫ বছর কারাদন্ড
উত্তর: অনধিক ১০ বছর কারাদন্ড
প্রশ্ন: ২৫। তামাদি আইনে সুনিদির্ষ্টভাবে তামাদির মেয়াদ সংক্রান্ত বিধান নেই-
ক) রিভিশনের জন্য
খ) আপীলের জন্য
গ) রিভিউ এর জন্য
ঘ) এবেটমেন্ট রদের জন্য
উত্তর: রিভিশনের জন্য