Audio Test-61

প্রশ্ন: ১। আইনগত অপারগতা শেষ হওয়ার তিন বছর পর, মামলা দায়ের করলে উক্ত মামলার ফলাফল কি হইবে?
ক) বিচারার্থে মামলা গ্রহণ করবে
খ) মামলা খারিজ
গ) আরজি খারিজ
ঘ) সবগুলো

উত্তর: মামলা খারিজ

প্রশ্ন: ২। ফৌজদারী মামলা শুরুর ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয় – এই বক্তব্যের ব্যতিক্রম কোনটি?
ক) চার্জশীট দাখিল
খ) চার্জ গঠন
গ) দন্ডাদেশের বিরুদ্ধে আপীল
ঘ) এজহার দায়ের

উত্তর: দন্ডাদেশের বিরুদ্ধে আপীল

প্রশ্ন: ৩। পুলিশের নিকট আসামীর স্বীকারোক্তি কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হইবে?
ক) স্বীকারোক্তি স্বেচ্ছামূলক হলে
খ) ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে
গ) নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে
ঘ) স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার

উত্তর: স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার

প্রশ্ন: ৪। দেওয়ানী কার্যবিধির অর্ডার ৭ রুল ১১ এর বিধান মতে আরজি নাকচের সিদ্ধান্ত মূলত একটি-
ক) চুড়ান্ত রায়
খ) আদেশ
গ) প্রাথমিক সিদ্ধান্ত
ঘ) ডিক্রি

উত্তর: ডিক্রি

প্রশ্ন: ৫। কোন এডভোকেট প্রবেট, বন্ধকী সম্পত্তি উদ্ধার কিংবা আদালতের মাধ্যমে নিলামে বিক্রয়ের মামলায় জড়িত থাকিলে তিনি ঐ সম্পত্তি নিজে বা বেনামে খরিদ করিতে পারিবেন না এই বিধান অধ্যায়-২ এর এর কোন বিধিতে বলা আছে?
ক) ২ বিধি
খ) ৫ বিধি
গ) ৩ বিধি
ঘ) ৪ বিধি

উত্তর: ৫ বিধি

প্রশ্ন: ৬। একটি রেজিস্ট্রিকৃত দলিল বাতিল হইতে পারে শুধুমাত্র-
ক) সম্পাদনকারীগণ দ্বারা
খ) পক্ষগণ দ্বারা
গ) আদালত দ্বারা
ঘ) সত্যায়নকারী সাক্ষী দ্বারা

উত্তর: আদালত দ্বারা

প্রশ্ন: ৭। দলিল সংশোধনের জন্য কে মোকদ্দমা দায়ের করিতে পারে?
ক) তৃতীয় কোন ব্যক্তি
খ) যে কোন পক্ষ
গ) যে কোন পক্ষ বা পক্ষগণের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি
ঘ) পক্ষগণের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি

উত্তর: যে কোন পক্ষ বা পক্ষগণের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি

প্রশ্ন: ৮। কোনটি ডিক্রি বলে গণ্য-
ক) আপীলযোগ্য আদেশ
খ) আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত যা পক্ষসূমহের অধিকার চুড়ান্তভাবে নির্ধারণ করে
গ) শুনানী শেষে মোকদ্দমা খারিজ
ঘ) আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত যা পক্ষসূমহের অধিকার চুড়ান্তভাবে নির্ধারণ করে ও শুনানী শেষে মোকদ্দমা খারিজ

উত্তর: আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত যা পক্ষসূমহের অধিকার চুড়ান্তভাবে নির্ধারণ করে

প্রশ্ন: ৯। যে মোকদ্দমায় সম্পত্তি বা পদের অধিকার সম্পর্কে প্রতিদ্বন্দ্বিতা হয়। তাকে কি মোকদ্দমা বলা হয়?
ক) ফৌজদারী মোকদ্দমা
খ) দেওয়ানী মোকদ্দমা
গ) ট্রাইবুনালের মোকদ্দমা
ঘ) কোনটিই না

উত্তর: দেওয়ানী মোকদ্দমা

প্রশ্ন: ১০। বিক্রয় চুক্তি করিবার পর যদি দলিল রেজিষ্ট্রি করিয়া না দেয়, তবে আপনার প্রতিকার কি?
ক) কোনটিই নয়
খ) চুক্তি বাতিলের মোকদ্দমা
গ) চুক্তি সম্পাদনের মোকদ্দমা
ঘ) ঘোষণামূলক মোকদ্দমা

উত্তর: চুক্তি সম্পাদনের মোকদ্দমা

প্রশ্ন: ১১। দায়রা জজ মৃত্যুদন্ডে দন্ডিত ব্যক্তিকে কি জানাবেন?
ক) কতদিনের মধ্যে রিভিশন করবে
খ) কত দিনের মধ্যে আপিল করবে
গ) সবকয়টি
ঘ) কত দিনের মধ্যে রিভিউ করবে

উত্তর: কত দিনের মধ্যে আপিল করবে

প্রশ্ন: ১২। মামলায় নতুন বাদী বা বিবাদী পক্ষভুক্ত করার ফলাফল, তামাদি আইনের কোন কত ধারায়?
ক) ২২ ধারায়
খ) ২৩ ধারায়
গ) ২৪ ধারায়
ঘ) ২১ ধারায়

উত্তর: ২২ ধারায়

প্রশ্ন: ১৩। সাক্ষ্য আইনের কোন ধারায় বিশেষজ্ঞদের মতামত সম্পর্কে বলা হয়েছে?
ক) ৪৫ ধারায়
খ) ৩০ ধারায়
গ) ২৫ ধারায়
ঘ) ৬০ ধারায়

উত্তর: ৪৫ ধারায়

প্রশ্ন: ১৪। একজন বিকৃত মস্তিস্ক সম্পন্ন ব্যক্তি যদি প্রশ্নবুঝে যুক্তি যুক্ত উত্তর দিতে পারে তাহলে সে-
ক) নিশ্চিত সাক্ষী
খ) অযোগ্য সাক্ষী
গ) যোগ্য সাক্ষী
ঘ) কোনটিই নয়

উত্তর: যোগ্য সাক্ষী

প্রশ্ন: ১৫। দেওয়ানী কার্যবিধির ১৫১ ধারায় বর্ণিত আদালতের ক্ষমতাকে বলা হয়-
ক) সহজাত ক্ষমতা
খ) কোনটিই নয়
গ) বিশেষ ক্ষমতা
ঘ) সাধারন ক্ষমতা

উত্তর: সহজাত ক্ষমতা

প্রশ্ন: ১৬। সাক্ষ্য আইনের কত ধারায় অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারীর কথা বা কাজ সম্পর্কে বলা হইয়াছে?
ক) ১১ ধারা
খ) ৮ ধারা
গ) ১২ ধারা
ঘ) ১০ ধারা

উত্তর: ১০ ধারা

প্রশ্ন: ১৭। ঘটনার প্রশ্নে এবং আইনের প্রশ্নে আপিল হইতে পারে ইহা কোন ধারার বক্তব্য?
ক) ৪২০
খ) ৪১৭
গ) ৪১৯
ঘ) ৪১৮

উত্তর: ৪১৮

প্রশ্ন: ১৮। অভিযোগ মিথ্যা ও তুচ্ছ বা বিরক্তিকর প্রমানিত হলে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত টাকা ক্ষতিপূরনের আদেশ দিতে পারেন?
ক) ৩০০ টাকা
খ) ১০০০ টাকা
গ) ৫০০ টাকা
ঘ) ২০০ টাকা

উত্তর: ৫০০ টাকা

প্রশ্ন: ১৯। সাধারনত কত দিনের মধ্যে দায়রা আদালতের বিচার কার্য শেষ করবেন?
ক) ১২০ দিন
খ) ২৪০ দিন
গ) ৩৬০ দিন
ঘ) ১৯০ দিন

উত্তর: ৩৬০ দিন

প্রশ্ন: ২০। কত বছর বয়সের শিশু কোন অপরাধ করলে তা অপরাধ বলে গণ্য হয় না?
ক) ১০ বছর
খ) ১২ বছর
গ) ৭ বছর
ঘ) ৯ বছর

উত্তর: ৭ বছর

প্রশ্ন: ২১। অবৈধ আটকের অপরাধের সর্বোচ্চ কারাদন্ডের মেয়াদ কতদিন?
ক) ১ বছর কারাদন্ড
খ) ৫ বছর কারাদন্ড
গ) ৭ বছর কারাদন্ড
ঘ) ২ বছর কারাদন্ড

উত্তর: ১ বছর কারাদন্ড

প্রশ্ন: ২২। বাংলাদেশ বার কাউন্সিল চেয়ারম্যান পদে আসীন ব্যক্তি হইতেছেন-
ক) পদাধিকার বলে এ্যাটর্নি জেনারেল
খ) নির্বাচিত
গ) রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত
ঘ) প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত

উত্তর: পদাধিকার বলে এ্যাটর্নি জেনারেল

প্রশ্ন: ২৩। দেওয়ানী কাযর্বিধি অনুসারে আরজি নাকচের সিদ্ধান্ত হচ্ছে একটি-
ক) কোনটিই নয়
খ) ডিক্রি
গ) প্রাথমিক সিদ্ধান্ত
ঘ) চুড়ান্ত সিদ্ধান্ত

উত্তর: ডিক্রি

প্রশ্ন: ২৪। বাংলাদেশ বার কাউন্সিল কমিটি গঠনের জন্য গ্রুপ ভিক্তিতে নির্বাচনযোগ্য সদস্য সংখ্যা কত?
ক) ৮ জন
খ) ৭ জন
গ) ৯ জন
ঘ) ১৫ জন

উত্তর: ৭ জন

প্রশ্ন: ২৫। নিম্নবর্ণিত কোন ধরণের সম্পত্তি হস্তান্তের চুক্তি ভঙ্গের প্রতিকার পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে দেওয়া যায়না?
ক) জমি
খ) স্বর্ণ বিক্রয়ের চুক্তি
গ) বই বিক্রয়ের চুক্তি
ঘ) অস্থাবর সম্পত্তি

উত্তর: জমি

নিউজঃ