Audio Test-63
প্রশ্ন: ১। যাবজ্জীবন কারা দন্ডের ক্ষেত্রে সাজার ধরণ হতে পারে-
ক) সশ্রম এবং বিনাশ্রম উভয়ই
খ) বিনাশ্রম কারাদন্ড
গ) কোনটিই না
ঘ) সশ্রম কারাদন্ড
উত্তর: সশ্রম কারাদন্ড
প্রশ্ন: ২। পেনাল কোড অনুসারে যে ক্ষেত্রে অর্থদন্ডের বিধান থাকে কিন্তু কত টাকা অর্থদন্ড দেওয়া যাবে সে বিষয়ে কোন উল্লেখ থাকে না সেক্ষেত্রে সর্বোচ্চ অর্থদন্ডের পরিমান কত?
ক) নিদির্ষ্ট সীমা নেই তবে অত্যাধিক হবে না
খ) ৫ হাজার টাকা
গ) হাজার টাকা
ঘ) ৭ হাজার টাকা
উত্তর: নিদির্ষ্ট সীমা নেই তবে অত্যাধিক হবে না
প্রশ্ন: ৩। যুগ্ন দায়রা জজ বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দন্ডাদেশের বিরুদ্ধে কোথায় আপীল হইবে?
ক) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
খ) সবগুলো
গ) দায়রা জজ
ঘ) হাইকোর্ট
উত্তর: দায়রা জজ
প্রশ্ন: ৪। দেওয়ানী কার্যবিধির কোন ধারায় রেস -সাবজুডিস এর নীতি বর্ণিত আছে?
ক) ১২ ধারায়
খ) ১১ ধারায়
গ) ৮ ধারায়
ঘ) ১০ ধারায়
উত্তর: ১০ ধারায়
প্রশ্ন: ৫। দন্ডবিধির কত ধারায় সর্বনিম্ন শাস্তির বিধান আছে?
ক) ৫০৯ ধারায়
খ) ৫১১ ধারায়
গ) ৫১০ ধারায়
ঘ) ৫১৫ ধারায়
উত্তর: ৫১০ ধারায়
প্রশ্ন: ৬। জমি হস্তান্তরের চুক্তি ভঙ্গের প্রতিকার প্রদান করা যেতে পারে-
ক) সবগুলো
খ) জমির মূল্য প্রদানের মাধ্যমে
গ) আর্থিক ক্ষতিপুরণের মাধ্যমে
ঘ) চুক্তির সুনিদির্ষ্ট বাস্তবায়নের মাধ্যমে
উত্তর: চুক্তির সুনিদির্ষ্ট বাস্তবায়নের মাধ্যমে
প্রশ্ন: ৭। দায়রা আদালতে বিচার প্রক্রিয়ার কোন স্তরে আসামী পক্ষের স্বাক্ষ্য গ্রহন আরম্ভ হয়?
ক) অভিযোগ গঠনের পরে
খ) অভিযোগ গঠনের পূর্বে
গ) স্বীকারোক্তিমমূলক জবানবন্দী প্রদানের সময়
ঘ) কোনটিই নয়
উত্তর: অভিযোগ গঠনের পরে
প্রশ্ন: ৮। আইনে যদি কোন দলিল সত্যায়িত (Attested) করার বিধান থাকে, তবে উহা প্রমানের সাক্ষ্য আইনের কোন ধারা অনুসরণ করতে হবে?
ক) ৬৯
খ) ৭১
গ) ৬৮
ঘ) ৭০
উত্তর: ৬৮
প্রশ্ন: ৯। শান্তি রক্ষা বা সদাচরণের মুচলিকার আদেশের বিরুদ্ধে আপিল করা যায় কোন ধারায়?
ক) ৪০৫
খ) ৪০৭
গ) ৪০৬
ঘ) ৪০৯
উত্তর: ৪০৬
প্রশ্ন: ১০। কোন ধারার বিধান মোতাবেক ম্যাজিস্ট্রেট কোন মামলায় সাক্ষ্য প্রমানাদী গ্রহন করেন?
ক) ২৪২ ধারা
খ) ২৪৪ ধারা
গ) ২৪৫ ধারা
ঘ) ২৪১(খ) ধারা
উত্তর: ২৪৪ ধারা
প্রশ্ন: ১১। তামাদি আইনের কোন ধারায় আদালত বিলম্ব মওকুফ করতে পারে।
ক) ৫ ধারা
খ) ১০ ধারা
গ) ২৯ ধারা
ঘ) ২০ ধারা
উত্তর: ৫ ধারা
প্রশ্ন: ১২। দন্ডবিধির কত ধারায় বল প্রয়োগের সংজ্ঞা দেওয়া হয়েছে?
ক) ৩৫০ ধারায়
খ) ৩৪৯ ধারায়
গ) ৩৫৭ ধারায়
ঘ) ৩৫১ ধারায়
উত্তর: ৩৪৯ ধারায়
প্রশ্ন: ১৩। সুনিদির্ষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে ডিক্রি প্রদানের ক্ষমতা আদালতের –
ক) ইচ্ছাধীন ক্ষমতা
খ) আইনগত ক্ষমতা
গ) ইচ্ছাধীন ক্ষমতা ও বাধ্যকর ক্ষমতা
ঘ) বাধ্যকর ক্ষমতা
উত্তর: ইচ্ছাধীন ক্ষমতা
প্রশ্ন: ১৪। দন্ডাদেশ বলবৎ করার জন্য ওয়ারেন্ট কে জারি করতে পারে?
ক) যে আদালত দন্ড দেয়
খ) হাইকোর্ট বিভাগ
গ) অতিরিক্ত দায়রা জজ
ঘ) সবকটি
উত্তর: যে আদালত দন্ড দেয়
প্রশ্ন: ১৫। দায়রা আদালতে প্রত্যেকটি বিচারে সরকার পক্ষে মামলা পরিচালনা করে-
ক) কারা কর্তৃপক্ষ
খ) এর্টনী জেনারেল
গ) পি.পি
ঘ) উকিল
উত্তর: পি.পি
প্রশ্ন: ১৬। সাক্ষ্য আইনের ৫ ধারায় বলা হইয়াছে –
ক) প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য প্রদানকে
খ) সবগুলো
গ) বিচার্য বিষয়ে সাক্ষ্য প্রদান সম্পর্কে
ঘ) বিচার্য ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য প্রদান সম্পর্কে
উত্তর: বিচার্য ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য প্রদান সম্পর্কে
প্রশ্ন: ১৭। সাক্ষ্য প্রমানে আসামীর অপরাধ না পেলে দায়রা জজ আসামীকে?
ক) মুক্তি দিবে
খ) অব্যহতি দিতে
গ) খালাস দিবে
ঘ) দন্ড দিবে
উত্তর: খালাস দিবে
প্রশ্ন: ১৮। সরকারের মামলায় নিযুক্ত এডভোকেটের প্রাথমিক দায়িত্ব দোষী সাব্যস্ত করা নহে বরং দেখা ন্যায় বিচার করা হইয়াছে কি না ইহা অধ্যায়-২ এর কোন বিধির বিধান?
ক) ৩ বিধি
খ) ৫ বিধি
গ) ২ বিধি
ঘ) ৪ বিধি
উত্তর: ৫ বিধি
প্রশ্ন: ১৯। দেওয়ানী কার্যবিধি আইন –
ক) পদ্ধতিগত ও মুল আইন
খ) পদ্ধতিগত ও মূল আইনের সংমিশ্রণ
গ) পদ্ধতিগত আইন
ঘ) কোনটই নয়
উত্তর: পদ্ধতিগত ও মূল আইনের সংমিশ্রণ
প্রশ্ন: ২০। কোন ধারার বিধান অনুুযায়ী ম্যাজিস্ট্রেট নালিশ প্রত্যাহারের অনুমতি দিবেন এবং আসামী খালাস দিবেন?
ক) ২৪৭ ধারা
খ) ২৪৪ ধারা
গ) ২৪৬ ধারা
ঘ) ২৪৮ ধারা
উত্তর: ২৪৮ ধারা
প্রশ্ন: ২১। সাধারনত কত দিনের মধ্যে ম্যাজিস্ট্রেটকে বিচার কার্য শেষ করবেন?
ক) ১৩০ দিন
খ) ১৮০ দিন
গ) ৩৬০ দিন
ঘ) ২৪০ দিন
উত্তর: ১৮০ দিন
প্রশ্ন: ২২। তামাদি আইনে আইনগত অপারগতা শেষ হওয়ার তিন বছর পর সুনিদির্ষ্ট কার্যসম্পাদন মামলা দায়ের করলে উক্ত মামলার ফলাফল কি হইবে?
ক) আরজি খারিজ
খ) বিচারার্থে মামলা গ্রহণ
গ) সবগুলো
ঘ) মামলা খারিজ
উত্তর: মামলা খারিজ
প্রশ্ন: ২৩। জেলা জজের নিকট কোন ডিক্রির বিরুদ্ধে আপীল দায়ের করিলে এবং জেলা জজ সে বিষয়ে যে সিদ্ধান্ত দিবেন তাহা ডিক্রি, এই ডিক্রির বিরুদ্ধে আপীল চলে না রিভিশন চলে উক্ত রিভিশন কোথায় দায়ের হবে-
ক) হাইকোর্ট বিভাগে
খ) বিশেষ জজ আদালতে
গ) জেলা জজ আদালতে
ঘ) সুপ্রীমকোটের আপীল বিভাগে
উত্তর: হাইকোর্ট বিভাগে
প্রশ্ন: ২৪। একজন এডভোকেট কোন সরকারী কর্মকর্তা, বোর্ড কমিটি বা সংস্থার সম্মুখে নিজের পরিচয় না দিয়া পেশাগত বিষয় উপস্থাপন করিবেন না ইহা অধ্যায়-৪ এর কোন বিধিতে বিধান?
ক) ২ বিধি
খ) ৬ বিধি
গ) ৫ বিধি
ঘ) ৪ বিধি
উত্তর: ৬ বিধি
প্রশ্ন: ২৫। ফৌজদারী শব্দটি কোন ভাষা থেকে এসেছে-
ক) সংস্কৃত
খ) আরবী
গ) ফার্সী
ঘ) উর্দু
উত্তর: ফার্সী