Audio Test-64
প্রশ্ন: ১। অপরাধী যে ক্ষেত্রে কারাদন্ড এবং অর্থদন্ডে দন্ডিত হয়, কিন্তু অর্থদন্ড পরিশোধে ব্যর্থ হয় সেক্ষেত্রে আদালত অপরাধীকে উক্ত অপরাধের সর্বোচ্চ শাস্তির মেয়াদে কত অংশ কারাদন্ডে দন্ডিত করতে পারে?
ক) ১/৪ অংশ
খ) ২/৩ অংশ
গ) ১/২ অংশ
ঘ) ৩/৪ অংশ
উত্তর: ১/৪ অংশ
প্রশ্ন: ২। দলিল প্রণয়নে পারস্পরিক ভুল সংঘটিত হইলে ক্ষুব্ধ বা ক্ষতিগ্রস্ত পক্ষের প্রতিকার কি?
ক) ঘোষণামূলক মোকদ্দমা
খ) দলিল রদের মোকদ্দমা
গ) দলিল বাতিলের মোকদ্দমা
ঘ) দলিল সংশোধনের মোকদ্দমা
উত্তর: দলিল সংশোধনের মোকদ্দমা
প্রশ্ন: ৩। আদালত কোন ক্ষেত্রে মিথ্যা প্রমাণিত করিবার জন্য সাক্ষ্যদানের অনুমতি দিবেন না?
ক) Shall presum
খ) May presume
গ) Conclusive proof
ঘ) Extoppel
উত্তর: Conclusive proof
প্রশ্ন: ৪। অপহরণের সংজ্ঞা দন্ডবিধির কত ধারায়?
ক) ৩৬০ ধার
খ) ৩৫৯ ধারা
গ) ৩৬২ ধারা
ঘ) ৩৭১ ধারা
উত্তর: ৩৬২ ধারা
প্রশ্ন: ৫। সরকার মৃত্যুদন্ড হ্রাস করে যেকোন দন্ডে রুপান্তর করতে পারে দন্ডবিধির কত ধারা অনুুযায়ী?
ক) ৫৪ ধারা
খ) ৫৬ ধারা
গ) ৫৫ ধারা
ঘ) ৫৩ ধারা
উত্তর: ৫৪ ধারা
প্রশ্ন: ৬। আসামী যদি অভিযোগের সত্যতা স্বীকার করেন, সেক্ষেত্রে কেন সে দন্ডিত হইবে না তাহার কারন না দর্শাইলে ম্যাজিস্ট্রেট তাহাকে দন্ডিত করতে পারেন এটা কোন ধারার বিধান?
ক) ২৪২ ধারা
খ) ২৪৩ ধারা
গ) ২৪১ ধারা
ঘ) ২৪২(ক) ধারা
উত্তর: ২৪৩ ধারা
প্রশ্ন: ৭। ধর্মীয় আচার বা অনুষ্ঠানাদী সম্পর্কিত মোকদ্দমা কোন ধরনের মোকদ্দমা?
ক) দেওয়ানী মোকদ্দমা
খ) সবগুলো
গ) ফৌজদারী মামলা
ঘ) স্বত্বের মোকদ্দমা
উত্তর: দেওয়ানী মোকদ্দমা
প্রশ্ন: ৮। দন্ডবিধিতে দশ বা ততোধিক দিনের জন্য অবৈধ আটকের শাস্তি কি?
ক) অন্যূন ২ বছর কারাদন্ড এবং অর্থদন্ড
খ) অনধিক ৩ বছর কারাদন্ড
গ) অনধিক ৩ বছর কারাদন্ড এবং অর্থদন্ড
ঘ) অনধিক ২ বছর কারাদন্ড এবং অর্থদন্ড
উত্তর: অনধিক ৩ বছর কারাদন্ড এবং অর্থদন্ড
প্রশ্ন: ৯। যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদন্ড, সেক্ষেত্রে ১০০ টাকার অধিক অর্থদন্ড প্রদান করতে ব্যর্থ হলে সর্বোচ্চ কত মেয়াদের জন্য বিনাশ্রম কারাদন্ড দেয়া যাবে?
ক) ৫ মাস
খ) ২ মাস
গ) ৪ মাস
ঘ) ৬ মাস
উত্তর: ৬ মাস
প্রশ্ন: ১০। Specific Relief Act এর ৯ ধারায় তামাদির মেয়াদ কত?
ক) ৬ মাস
খ) ৩ মাস
গ) ৩ বছর
ঘ) ১ বছর
উত্তর: ৬ মাস
প্রশ্ন: ১১। স্বীকৃত ঘটনা প্রমানের দরকার নাই বিধানটি বর্ণিত আছে সাক্ষ্য আইনের কত ধারায়?
ক) ৫৯ ধারায়
খ) ৫৮ ধারায়
গ) ৫৭ ধারায়
ঘ) ৫৬ ধারায়
উত্তর: ৫৮ ধারায়
প্রশ্ন: ১২। পূর্ববর্তী মোকদ্দমা যদি বিদেশি আদালতে দায়ের করা হয়ে থাকে, তখন একই Cause of Action এর উপর ভিক্তি করে পরবর্তী মামলা কি বাংলাদেশে করা যাবে?
ক) মোটেও করা যাবে না
খ) মাঝে মধ্যে করা যাবে
গ) কোনটিই নয়
ঘ) হাঁ বাংলাদেশে মামলা করা যাবে
উত্তর: হাঁ বাংলাদেশে মামলা করা যাবে
প্রশ্ন: ১৩। দেওয়ানী কার্যবিধি কার্যকর হয়?
ক) ১৮৯৮ সালের ৭ মার্চ হতে
খ) ১৯০৯ সালের ১ জানুয়ারী হতে
গ) ১৯০৯ সালের ১ ফেব্রুয়ারি হতে
ঘ) ১৮৫৯ সালের ২১ জানুয়ারী হতে
উত্তর: ১৯০৯ সালের ১ জানুয়ারী হতে
প্রশ্ন: ১৪। কোন ব্যক্তিকে বিষাক্ত বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে এই সম্পর্কে কার মতামত প্রাসঙ্গিক হবে?
ক) বিশারদের
খ) যে তাকে হত্যা করেছে
গ) যে কোন ব্যক্তির
ঘ) মৃত ব্যক্তির পিতার
উত্তর: বিশারদের
প্রশ্ন: ১৫। কারাবাসকালে অপরাধী মারা গেলে তার উপর আরোপিত অর্থদন্ডের সিদ্ধান্ত হবে-
ক) অর্থদন্ড সরকার মাফ করে দিবে
খ) অর্থদন্ড পরিশোধ করা যাবে না
গ) অর্থদন্ড মৃত ব্যক্তির সম্পত্তি থেকে আদায় করা যাবে
ঘ) অর্থদন্ড মাফ হয়ে যাবে
উত্তর: অর্থদন্ড মৃত ব্যক্তির সম্পত্তি থেকে আদায় করা যাবে
প্রশ্ন: ১৬। Evidence Act এর কোন ধারায় একজন সাক্ষীকে Re-examine করা যায়?
ক) ১৩৭
খ) ১৩৫
গ) ১৩৬
ঘ) ১৩৮
উত্তর: ১৩৮
প্রশ্ন: ১৭। নিম্নের কোন আদেশটি ডিক্রি হিসেবে গন্য হবে?
ক) সবকয়টি
খ) আরজি সংশোধন আদেশ
গ) আরজি ফেরত আদেশ
ঘ) আরজি প্রত্যাখান আদেশ
উত্তর: আরজি প্রত্যাখান আদেশ
প্রশ্ন: ১৮। দ্বিতীয় -তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দন্ডাদেশের বিরুদ্ধে কোথায় আপিল করিতে হইবে?
ক) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
খ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
গ) দায়রা আদালত
ঘ) জেলা ম্যাজিস্ট্রেট
উত্তর: চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
প্রশ্ন: ১৯। বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সংখ্যা কত?
ক) ১৫ জন
খ) ১৩ জন
গ) ১৪ জন
ঘ) ১৬ জন
উত্তর: ১৫ জন
প্রশ্ন: ২০। দন্ডবিধিতে উল্লেখিত সর্বনিম্ন কারাদন্ড কত দিনের?
ক) ২৪ ঘন্টা/১ দিন
খ) ৪৮ ঘন্ট/২দিন
গ) কোনটিই নয়
ঘ) ৭২ ঘন্টা/৩ দিন
উত্তর: ২৪ ঘন্টা/১ দিন
প্রশ্ন: ২১। দেওয়ানী কার্যবিধির ১৪৪ ধারার অধীন প্রত্যর্পণ বিষয়ে কোন সিদ্ধান্ত হলে সেটি হবে একটি –
ক) আদেশ
খ) রিভিউ
গ) ডিক্রি
ঘ) রায়
উত্তর: ডিক্রি
প্রশ্ন: ২২। কোন ব্যক্তি তার ভাবভঙ্গি দিয়ে অপর কোন ব্যক্তির মনে ভীতির সঞ্চার করলে তিনি কি করেছেন বলে বিবেচিত হবেন-
ক) বল প্রয়োগ
খ) অপরাধজনক বল প্রয়োগ
গ) সবগুলো
ঘ) আক্রমণ
উত্তর: আক্রমণ
প্রশ্ন: ২৩। সাক্ষ্য আইনের কোন ধারায় অনুমান ভিক্তিক সিদ্ধান্তের ঘোষণা প্রদান করা হইয়াছে?
ক) ৫ ধারায়
খ) ৭ ধারায়
গ) ৩ ধারায়
ঘ) ৪ ধারায়
উত্তর: ৪ ধারায়
প্রশ্ন: ২৪। ডিক্রি বলে গন্য হবে না –
ক) আপীলযোগ্য আদেশ
খ) আদেশ
গ) সবকয়টি
ঘ) আনুষ্ঠানিক সিদ্ধান্ত যার বিরুদ্ধে আদেশ হিসেবে আপীল চলে
উত্তর: সবকয়টি
প্রশ্ন: ২৫। দন্ডবিধির কত ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শনের বিশেষাধিকার সংরক্ষণ করা হয়েছে?
ক) ৫৪ ধারা
খ) ৫৩ ধারা
গ) ৫৫ক ধারা
ঘ) ৫৫ ধারা
উত্তর: ৫৫ক ধারা