Audio Test-65

প্রশ্ন: ১। দায়রা জজের রিভিশনের ক্ষমতা কোন ধারায় বর্নিত আছে?
ক) ৪৩৮
খ) ৪৩৯
গ) ৪৩৫
ঘ) ৪৩৯ এ

উত্তর: ৪৩৯ এ

প্রশ্ন: ২। যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে, সেই চুক্তিটি সুনিদির্ষ্ট প্রতিকার আইন অনুযায়ী –
ক) বাস্তবায়ন অযোগ্য
খ) চুক্তি অনুসারে কার্য সম্পাদন পুরোপরি অসম্ভব হবে না
গ) চুক্তি অনুসারে কার্য সম্পাদন পুরোপরি অসম্ভব হবে
ঘ) আর্থিক ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে

উত্তর: চুক্তি অনুসারে কার্য সম্পাদন পুরোপরি অসম্ভব হবে না

প্রশ্ন: ৩। অবৈধ বাধা প্রদানের সর্বোচ্চ কারাদন্ডের মেয়াদ কত?
ক) ১ মাসের কারাদন্ড
খ) ৫ মাসের কারাদন্ড
গ) ২ মাসের কারাদন্ড
ঘ) ৩ মাসের কারাদন্ড

উত্তর: ১ মাসের কারাদন্ড

প্রশ্ন: ৪। নিম্নের কোনটি অন্তবর্তীকালীন মুনাফা হিসাবে গন্য?
ক) বেআইনীভাবে দখলকৃত সম্পত্তি থেকে কোন লাভ
খ) কোনটিই নয়
গ) আইনগতভাবে দখলকৃত সম্পত্তি হইবে
ঘ) বেআইনীভাবে দখলকৃত সম্পত্তিতে দখলদার কর্তৃক কোন উন্নয়ন এবং মুনাফা

উত্তর: বেআইনীভাবে দখলকৃত সম্পত্তি থেকে কোন লাভ

প্রশ্ন: ৫। Canons of professional conduct and Etiquette এ মোট কতটি বিধি আছে?
ক) ৪৩টি
খ) ৩৯টি
গ) ৪২টি
ঘ) ৪৫টি

উত্তর: ৪২টি

প্রশ্ন: ৬। জামিন যোগ্য অপরাধের কথা বর্ণিত আছে-
ক) তফসিল ২
খ) তফসিল ৫
গ) তফসিল ৪
ঘ) তফসিল ৬

উত্তর: তফসিল ২

প্রশ্ন: ৭। ক্রিমিনাল প্রসিডিউর কোডের কোন ধারা কতিপয় বিষয় বিবেচনা সাপেক্ষে হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালতকে জামিন মুঞ্জুুরের ব্যাপক ক্ষমতা দিয়েছে?
ক) ৪৯৬
খ) ৪৯৮
গ) ৪৯৭
ঘ) ৪৯৮এ

উত্তর: ৪৯৮

প্রশ্ন: ৮। দায়রা জজ কোন ধারার বিধান অনুযায়ী তার অধিনস্থ এক আদালত হতে অন্য আদালতে ফৌজদারী মামলা স্থানান্তর করিতে পারিবে?
ক) ৫২৬
খ) ৫২৫ এ
গ) ৫২৬ বি
ঘ) ৫২৭

উত্তর: ৫২৬ বি

প্রশ্ন: ৯। যে সকল ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ বা পরিণাম, সেগুলো প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে?
ক) ৯ ধারা
খ) ১২ ধারা
গ) ৬ ধারা
ঘ) ৭ ধারা

উত্তর: ৭ ধারা

প্রশ্ন: ১০। দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ন দায়রা জজ নিয়োগ দেওয়া হয়?
ক) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন এর সদস্যদের মধ্য হতে
খ) বাংলাদেশের সরকারী কর্ম কমিশন হতে
গ) সবগুলো হতে
ঘ) নির্বাহী বিভাগ হতে

উত্তর: বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন এর সদস্যদের মধ্য হতে

প্রশ্ন: ১১। ঠগ এর সর্বোচ্চ শাস্তি কি?
ক) মৃত্যুদন্ড
খ) ৭ বছরের কারাদন্ড
গ) ১০ বছরের কারাদন্ড
ঘ) যাবজ্জীবন কারাদন্ড

উত্তর: যাবজ্জীবন কারাদন্ড

প্রশ্ন: ১২। দেওয়ানী কার্বিধি অনুযায়ী বৈধ প্রতিনিধি গণ্য হবেন সেই ব্যক্তি যিনি-
ক) মৃত ব্যক্তির সম্পত্তির প্রতিনিধিত্বকারী
খ) আইন দ্বারা সৃষ্ট বৈধ ব্যক্তি
গ) মৃত ব্যক্তির অতি পরিচিত ব্যক্তি
ঘ) সবকয়টি

উত্তর: মৃত ব্যক্তির সম্পত্তির প্রতিনিধিত্বকারী

প্রশ্ন: ১৩। সুনিদির্ষ্ট প্রতিকার কত উপায়ে দেওয়া যায়?
ক) ৫
খ) ৪
গ) ২
ঘ) ৩

উত্তর: ৫

প্রশ্ন: ১৪। কোন ক্ষেত্রে সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রে প্রযোজ্য?
ক) দস্যুতা
খ) রাত্রি বেলায় ঘর ভেঙ্গে ঘরে প্রবেশ
গ) সবকটি
ঘ) বাসগৃহে অগ্নি সংযোগ

উত্তর: সবকটি

প্রশ্ন: ১৫। ফৌজদারী কার্যবিধির কোন ধারায় অপরাধের আপোষ নিষ্পত্তি-
ক) ৩৫৫ ধারায়
খ) ৩৪৪ ধারায়
গ) ৩৪৬ ধারায়
ঘ) ৩৪৫ ধারায়

উত্তর: ৩৪৫ ধারায়

প্রশ্ন: ১৬। দেওয়ানী মামলা স্থানান্তরের দরখাস্ত কত ধারায় করতে হয়?
ক) ২০ ধারায়
খ) ২৪ ধারায়
গ) ২২ ধারায়
ঘ) ১৯ ধারায়

উত্তর: ২৪ ধারায়

প্রশ্ন: ১৭। ‘রফিক’ উম্মাদ থাকাকালীন অবস্থায় বংশগত একটি পদ লাভের জন্য মামলা করার অধিকার অর্জন করে এবং সুস্থ হওয়ার পর ‘রফিক’ সর্বোচ্চ কত বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবে?
ক) ৬ বছরের মধ্যে
খ) ৫ বছরের মধ্যে
গ) ৩ বছরের মধ্যে
ঘ) ২ বছরের মধ্যে

উত্তর: ৩ বছরের মধ্যে

প্রশ্ন: ১৮। যখন এখতিয়ার সম্পন্ন একাধিক আদালত একই আপীল আদালতের অধীন হয় তখন ২২ ধারা অনুসারে মামলা স্থান্তরের জন্য কোন আদালতে মামলা করতে হবে?
ক) আপীল আদালতে
খ) হাইকোর্ট বিভাগে
গ) সবগুলো
ঘ) সুপ্রীম কোর্টে

উত্তর: আপীল আদালতে

প্রশ্ন: ১৯। কোন চুক্তির অসম্পাদিত অংশ যদি ক্ষুদ্র হয়, তাহলে আদালত সাধারণত নিম্নলিখিত কোন আদেশ দিতে পারবে?
ক) চুক্তির যতটুকু অংশ সম্পাদনযোগ্য ততটুকু অংশ সম্পাদন করার জন্য ও অসম্পাদিত অংশের জন্য আর্থিক ক্ষতিপূরণ দিতে পারে
খ) অসম্পাদিত অংশের জন্য আর্থিক ক্ষতিপূরণ দিতে পারে
গ) সমস্ত অংশের জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রদানে
ঘ) চুক্তির যতটুকু অংশ সম্পাদনযোগ্য ততটুকু অংশ সম্পাদন করার জন্য

উত্তর: চুক্তির যতটুকু অংশ সম্পাদনযোগ্য ততটুকু অংশ সম্পাদন করার জন্য ও অসম্পাদিত অংশের জন্য আর্থিক ক্ষতিপূরণ দিতে পারে

প্রশ্ন: ২০। প্রত্যেক মোকদ্দমায় উহার বিচার করিবার যোগত্যাসম্পন্ন কোন আদালতে করতে হবে?
ক) সর্বনিম্ন আদালতে
খ) উচ্চ আদালতে
গ) মধ্যম আদালতে
ঘ) যে কোন আদালতে

উত্তর: সর্বনিম্ন আদালতে

প্রশ্ন: ২১। তামাদি আইনের কোন ধারায় আইনগত অপারগতার বিধানসমূহ বর্ণনা করা হয়েছে?
ক) ৭,৮,৯ ধারায়
খ) ৬,৭ ধারায়
গ) ৬,৭,৮ ধারায়
ঘ) ৬,৭,৮,৯ ধারায়

উত্তর: ৬,৭,৮,৯ ধারায়

প্রশ্ন: ২২। একাধিক আদালতের এখতিয়ারে অবস্থিত স্থাবর সম্পত্তির জন্য কত ধারা অনুসারে মামলা করতে হবে?
ক) ১৮ ধারা
খ) ২০ ধারা
গ) ১৬ ধারা
ঘ) ২১ ধারা

উত্তর: ১৮ ধারা

প্রশ্ন: ২৩। ডিক্রির মাধ্যমে আদালত-
ক) পক্ষগণের অধিকার নির্ধারণ করে
খ) রায়ের যুক্তি বর্ণনা করে
গ) আদেশের কারণ বর্ণনা করে
ঘ) সবকয়টি

উত্তর: পক্ষগণের অধিকার নির্ধারণ করে

প্রশ্ন: ২৪। অন্তবর্তীকালীন মুনাফা নির্ধারনের জন্য প্রয়োজন হতে পারে-
ক) স্থানীয় তদন্ত
খ) লোকাল ইনকোয়ারী
গ) সবগুলি
ঘ) ইনকোয়ারী

উত্তর: স্থানীয় তদন্ত

প্রশ্ন: ২৫। কয়টি ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার মৃত্যু ঘটানো পর্যন্ত প্রয়োগ করা যায়?
ক) ৫টি
খ) ৩টি
গ) ৭টি
ঘ) ৬টি

উত্তর: ৬টি

নিউজঃ