Audio Test-67
প্রশ্ন: ১। বিভিন্ন আদাতের এখতিয়ারে অবস্থিত স্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা কোন আদালতে করতে হবে?
ক) যে কোন একটি আদালতে
খ) সম্পত্তির পরিমান যেখানে বেশি
গ) সবকটিতে
ঘ) সম্পত্তির পরিমান যেখানে কম
উত্তর: যে কোন একটি আদালতে
প্রশ্ন: ২। Judicial Confession হলো-
ক) কোনটিই নয়
খ) পুলিশের নিকট দোষ স্বীকার
গ) ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ আসামীর দোষ স্বীকার
ঘ) আদালতের চার্জ সময় দোষ স্বীকার
উত্তর: ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ আসামীর দোষ স্বীকার
প্রশ্ন: ৩। বিষয় বা ঘটনার অন্তর্ভূক্ত হবে-
ক) কোন ব্যক্তির মানসিক অবস্থা
খ) যে কোন বস্তুর অবস্থা
গ) সবকয়টি
ঘ) কোন ব্যক্তির খ্যাতি
উত্তর: সবকয়টি
প্রশ্ন: ৪। অন্তবর্তীকালীন মুনাফার দাবী বাদী করতে পারবে যখন বিবাদী –
ক) আইনানুগভাবে দখলে থেকে স্বাভাবিক ভাবে লাভ করবে
খ) স্বাভাবিকভাবে লাভ করবে
গ) অন্যায়ভাবে দখলে থাকবে
ঘ) অন্যায়ভাবে দখলে থাকবে এবং স্বাভাবিকভাবে লাভ করবে
উত্তর: অন্যায়ভাবে দখলে থাকবে এবং স্বাভাবিকভাবে লাভ করবে
প্রশ্ন: ৫। মামলার চুড়ান্ত শুনানীর পর আদালত প্রথমেই যে সিদ্ধান্ত গ্রহন করে-
ক) রায় ঘোষনার
খ) আদেশ প্রদান
গ) ডিক্রি ঘোষণা
ঘ) কোনটিই নয়
উত্তর: রায় ঘোষনার
প্রশ্ন: ৬। দায়রা জজ, যুগ্ন দায়রা জজের নিকট হইতে কোন ধারা অনুযায়ী মোকদ্দমা প্রত্যহার করতে পারে?
ক) ৫২৬ এ
খ) ৫২৮
গ) ৫২৯
ঘ) ৫২৭
উত্তর: ৫২৮
প্রশ্ন: ৭। ‘ X’ রাজশাহীতে বসবাস করে এবং ‘Y’ কে ঢাকায় মারধর করে। এর জন্য ‘Y’ কোথায় মামলা করবে?
ক) ঢাকায়
খ) রাজশাহীতে
গ) ঢাকা বা রাজশাহীতে
ঘ) মামলা করা যাবে না
উত্তর: ঢাকা বা রাজশাহীতে
প্রশ্ন: ৮। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ১২ ধারার মোকদ্দমা হচ্ছে –
ক) ঘোষনা মূলক মোকদ্দমা
খ) চুক্তি প্রবলের মোকদ্দমা
গ) দলিল বাতিলের মোকদ্দমা
ঘ) রেকর্ড সংশোধনের মোকদ্দমা
উত্তর: চুক্তি প্রবলের মোকদ্দমা
প্রশ্ন: ৯। ফৌজদারী মামলার আত্মরক্ষামূলক পরিস্থিতির দাবি উঠলে তাহা প্রমাণের দায়িত্ব কার?
ক) ক্ষতিগ্রস্থ ব্যক্তির
খ) উক্ত দাবি উপস্থাপনকারীর
গ) রাষ্ট্রের
ঘ) অভিযোগকারীর
উত্তর: উক্ত দাবি উপস্থাপনকারীর
প্রশ্ন: ১০। ভুল করে অন্য ব্যক্তির মৃত্যু ঘটানোর শাস্তির বিধান কত ধারায়?
ক) ৩০৭ ধারায়
খ) ৩০২ ধারায়
গ) ৩০৪ ধারায়
ঘ) ৩০১ ধারায়
উত্তর: ৩০১ ধারায়
প্রশ্ন: ১১। নিম্নোক্ত কোন ব্যক্তি স্বীকারোক্তি দিতে পারে না?
ক) কোনটিই নয়
খ) মামলার যে কোন পক্ষ্যের প্রতিনিধি
গ) মামলার যে কোন পক্ষের উত্তরাধিকারী
ঘ) মামলার পক্ষ বা তাদের প্রতিনিধির স্বীকৃতি
উত্তর: মামলার যে কোন পক্ষের উত্তরাধিকারী
প্রশ্ন: ১২। Mesne Profit এর সংজ্ঞা দেওয়ানী কাযর্বিধির কোন ধারায়?
ক) ২(১০) ধারায়
খ) ২(৫) ধারায়
গ) ২(১১) ধারায়
ঘ) ২(১২) ধারায়
উত্তর: ২(১২) ধারায়
প্রশ্ন: ১৩। রফিক’ এর প্ররোচনায় ‘শফিক’ খুন করার উদ্দেশ্যে ‘শাহিন’ কে ছুরিঘাত করে ‘শাহিন’ চিকিৎসান্তে সুস্থ হয়ে উঠে ‘রফিক’ নিম্নের কোন অপরাধ করেছে?
ক) কোন অপরাধ হয়নি
খ) খুন করার প্ররোচনা
গ) গুরুতর আঘাতের প্ররোচনা
ঘ) নরহত্যার প্ররোচনা
উত্তর: খুন করার প্ররোচনা
প্রশ্ন: ১৪। তামাদি আইনের কোন ধারায় তঞ্চকতা বা প্রতারণার কথা বলা আছে?
ক) ২০ ধারায়
খ) ১৮ ধারায়
গ) ২৩ ধারায়
ঘ) ১৬ ধারায়
উত্তর: ১৮ ধারায়
প্রশ্ন: ১৫। নিম্নের কোন ক্ষেত্রে শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য হয়?
ক) ধর্ষণের ক্ষেত্রে
খ) সবগুলি
গ) এমন আক্রমন যা মৃত্যু ঘটাবে
ঘ) অপ্রকৃত কাম লালসা
উত্তর: সবগুলি
প্রশ্ন: ১৬। রফিক’ এর প্ররোচনায় সরকারী কর্মচারী ‘শফিক’ তার জিম্মায় থাকা সরকারী টাকা আত্মসাৎ করেছে ‘রফিক’ এর শাস্তি হতে পারে-
ক) শফিক এর দ্বিগুন শাস্তি
খ) শফিক এর অর্ধেক শাস্তি
গ) কোন শাস্তি হবে না
ঘ) শফিক এর সমান শাস্তি
উত্তর: শফিক এর সমান শাস্তি
প্রশ্ন: ১৭। SR Act এর কোন কোন ধারার বিধান ব্যতিরেকে আদালত অন্য কোন ক্ষেত্রে চুক্তির অংশবিশেষ সুনিদির্ষ্টভাবে সম্পাদন করার জন্য নির্দেশ প্রদান করবে না?
ক) ১৪ এবং ১৫ ধারা
খ) ১৪, ১৫ এবং ১৭ ধারা
গ) ১৪ এবং ১৬ ধারা
ঘ) ১৪, ১৫ এবং ১৬ ধারা
উত্তর: ১৪, ১৫ এবং ১৬ ধারা
প্রশ্ন: ১৮। এডভোকেট হিসাবে তালিকা ভুক্তির জন্য একজন প্রার্থী ন্যূনতম বয়স কত হইবে?
ক) ২৫ বছর
খ) ১৮ বছর
গ) ৩০ বছর
ঘ) ২১ বছর
উত্তর: ২১ বছর
প্রশ্ন: ১৯। ক একটি বাড়ী ১ লক্ষ টাকায় ‘খ’ এর নিকট বিক্রয় করতে চুক্তি করে। পরদিন ঘূর্ণিঝড়ে বাড়ীটি ধ্বংস হয়ে যায়। এক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক হবে?
ক) ক, খ এর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবী করতে পারবে
খ) খ- কে চুক্তির ক্রয়মূল্য পরিশোধের বাধ্য করা যাবে না
গ) খ- কে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে
ঘ) খ, ক এর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবী করতে পারবে
উত্তর: খ- কে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে
প্রশ্ন: ২০। আত্মরক্ষার জন্য আক্রমনকারীকে হত্যা বা গুরুতর জখম করার জন্য নিম্নের কোন কারণটি গ্রহনযোগ্য হবে না?
ক) আক্রমনকারীকে গুরুতর জখম করা না হলে নিজেই জখম হতো
খ) আক্রমনকারীকে গুরুতর জখম করা না হলে তাকে অপহরণ করা হতো
গ) আক্রমনকারীকে হত্যা করা নানা হলে নিজেই নিহত হত
ঘ) আক্রমনকারীকে হত্যা করা না হলে তার মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যেত
উত্তর: আক্রমনকারীকে হত্যা করা না হলে তার মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যেত
প্রশ্ন: ২১। কখন Res – Judicata প্রযোজ্য নহে?
ক) সবগুলি
খ) পূর্ববর্তী আদেশটি পরবর্তী মোকদ্দমার সময় বলবৎ না থাকলে
গ) যে ক্ষেত্রে যোগসাজোসে ও প্রতারণামূলকভাবে ডিক্রিপ্রাপ্ত হয়
ঘ) দোবারা দোষনীতির শর্তাবলী পূরণ না করলে
উত্তর: দোবারা দোষনীতির শর্তাবলী পূরণ না করলে
প্রশ্ন: ২২। হাইকোর্ট বিভাগের রিভিশনের ক্ষমতা কোন ধারায় বর্নিত আছে?
ক) ৪৩৮
খ) ৪৩৯
গ) ৪৩৫
ঘ) ৪৪০
উত্তর: ৪৩৯
প্রশ্ন: ২৩। ঔষধে ভেজাল মিশালে সর্বোচ্চ কত দিনের কারাদন্ড হতে পারে?
ক) ৩ মাস কারাদন্ড
খ) ৬ মাস কারাদন্ড
গ) ১ বছর কারাদন্ড
ঘ) ২ বছর কারাদন্ড
উত্তর: ৬ মাস কারাদন্ড
প্রশ্ন: ২৪। নিম্নের কোনটি ডিক্রি হিসাবে গণ্য হবে-
ক) চুড়ান্ত শুনানীর দিনে বাদীর অনুপস্থিতি
খ) সবকয়টি
গ) সোলে ডিক্রি
ঘ) আপীলযোগ্য আদেশ
উত্তর: সোলে ডিক্রি
প্রশ্ন: ২৫। খুন নয় এরুপ শাস্তিযোগ্য নরহত্যার শাস্তির বর্ণনা কত ধারায়?
ক) ৩০৪ক ধারায়
খ) ৩০৪ ধারায়
গ) ৩০২ ধারায়
ঘ) ৩০৪খ ধারায়
উত্তর: ৩০৪ ধারায়