Audio Test-69

প্রশ্ন: ১। তামাদি আইন, ১৯০৮ এর ধারা ১৪ প্রযোজ্য হয়-
ক) রেফারেন্সের ক্ষেত্রে
খ) স্যুটের ক্ষেত্রে
গ) রিভিউ এর ক্ষেত্রে
ঘ) রিভিশনের ক্ষেত্রে

উত্তর: স্যুটের ক্ষেত্রে

প্রশ্ন: ২। স্বীকৃতি সম্পর্কে সাক্ষ্য আইনের কোথায় বলা হয়েছে?
ক) ধারা ৩২ ও ৩৪
খ) ধারা ১৭ হতে ২৩ ও ৩১
গ) ধারা ৩৪ হতে ৩৮)
ঘ) ধারা ২৪ হতে ৩০

উত্তর: ধারা ১৭ হতে ২৩ ও ৩১

প্রশ্ন: ৩। দেওয়ানী আদালত প্রতিষ্ঠিত হয়-
ক) নির্বাহী আদেশ অনুযায়ী
খ) কোনটিই নয়
গ) Civil Courts Act অনুযায়ী
ঘ) Code of Civil Procedure অনুুযায়ী

উত্তর: Civil Courts Act অনুযায়ী

প্রশ্ন: ৪। অপরাধের সহযোগীকে ক্ষমা প্রদর্শন করা যায় কত ধারায়?
ক) ৩৪১ ধারায়
খ) ৩৩৮ ধারায়
গ) ৩৪২ ধারায়
ঘ) ৩৩৭ ধারায়

উত্তর: ৩৩৭ ধারায়

প্রশ্ন: ৫। রফিক, শফিক কে মিথ্যা সাক্ষ্য দানের উদ্দেশ্য প্ররোচিত করে শফিক উক্ত প্ররোচনার ফলে মিথ্যা সাক্ষ্য দেয়, রফিক এর শাস্তি হতে পারে-
ক) শফিক এর সমান শাস্তি
খ) শফিক এর চেয়ে অধিক শাস্তি
গ) শফিক এর শাস্তির অর্ধেক
ঘ) কোন শাস্তি পাবে না

উত্তর: শফিক এর সমান শাস্তি

প্রশ্ন: ৬। একজন এডভোকেটকে আইন পেশা হইতে বহিস্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় কার নিকট?
ক) এ্যাটর্নী জেনারেল
খ) আপিল বিভাগ
গ) আইনমন্ত্রী
ঘ) হাইকোর্ট বিভাগ

উত্তর: হাইকোর্ট বিভাগ

প্রশ্ন: ৭। দেওয়ানী মামলা স্থানান্তরের দরখাস্ত কত ধারায় করতে হয়?
ক) ২৪ ধারায়
খ) ২২ ধারায়
গ) ১৯ ধারায়
ঘ) ২০ ধারায়

উত্তর: ২৪ ধারায়

প্রশ্ন: ৮। সরকার কত ধারানুসারে শাস্তি মওকুফ করতে পারে?
ক) ৪০১ ধারা
খ) ৪০৩ ধারা
গ) ৪০৪ ধারা
ঘ) ৪০৬ ধারা

উত্তর: ৪০১ ধারা

প্রশ্ন: ৯। সৈনিক, নাবিক বা বৈমানিক দ্বারা ব্যবহৃত হয় এমন পোষাক বা প্রতিক অনুরুপ ব্যক্তি না হয়ে ব্যবহার করলে শাস্তি কি?
ক) ৩ মাস কারাদন্ড অথবা অর্থদন্ড
খ) ১ বছর কারাদন্ড অথবা অর্থদন্ড
গ) ৬ মাস কারাদন্ড অথবা অর্থদন্ড
ঘ) ২ মাস কারাদন্ড অথবা অর্থদন্ড

উত্তর: ৩ মাস কারাদন্ড অথবা অর্থদন্ড

প্রশ্ন: ১০। যে ব্যক্তি অন্য কোন লোকের স্ত্রীর সাথে অবৈধভাবে যৌন সঙ্গম করে যা নারী ধর্ষণের শামিল নয়, তাকে কি বলে?
ক) ব্যভিচার
খ) কোনটিই নয়
গ) ধর্ষণ
ঘ) অস্বাভাবিক অপরাধ

উত্তর: ব্যভিচার

প্রশ্ন: ১১। নিষেধাজ্ঞা অমান্যকারী ব্যক্তিকে কত দিন দেওয়ানী কয়েদে আটক রাখা যায়?
ক) ৩ মাস
খ) ২ মাস
গ) ৪ মাস
ঘ) ৬ মাস

উত্তর: ৬ মাস

প্রশ্ন: ১২। যেই সকল ক্ষেত্রে চুক্তি সুনিদির্ষ্টভাবে সম্পাদনের আদেশ দেওয়া যায় সেই ক্ষেত্রগুলোর মধ্যে একটি হইল-
ক) যখন পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না এবং যখন আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা থাকে না
খ) যখন আর্থিক ক্ষতিপূরনের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না
গ) যখন আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা থাকে না
ঘ) যখন সম্মতিভুক্ত কাজটি ব্যক্তির যোগ্যতা ও সংকল্পের উপর নির্ভরশীল

উত্তর: যখন পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না এবং যখন আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা থাকে না

প্রশ্ন: ১৩। কোন মামলায় আদালত ডিক্রির কপি রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে আইনগত বাধ্য?
ক) রেজিষ্ট্রার্ড দলিল সংশোধনের মোকদ্দমায়
খ) রেজিষ্ট্রার্ড দলিল বেআইনীমর্মে ঘোষণামূলক মোকদ্দমায়
গ) রেজিষ্ট্রার্ড দলিল বাতিলের মোকদ্দমা
ঘ) রেজিষ্ট্রার্ড দলিল রদ রহিতের মোকদ্দমায়

উত্তর: রেজিষ্ট্রার্ড দলিল বাতিলের মোকদ্দমা

প্রশ্ন: ১৪। রেস সাব জুডিস বা মামলা বিচারে বাধা সম্পর্কে দেওয়ানী কার্যবিধির কোন ধারায় বর্ণনা করা হয়েছে?
ক) ১৫১ ধারায়
খ) ৮ ধারায়
গ) ১১ ধারায়
ঘ) ১০ ধারায়

উত্তর: ১০ ধারায়

প্রশ্ন: ১৫। দন্ডবিধি অনুুযায়ী বেআইনী সমাবেশ গঠনের জন্য কমপক্ষে কতজন ব্যক্তির উপস্থিতি প্রয়োজন?
ক) ৪ জন
খ) ৩ জন
গ) ৭ জন
ঘ) ৫ জন

উত্তর: ৫ জন

প্রশ্ন: ১৬। দন্ডবিধির কোন ধারায় রাষ্ট্রদ্রোহিতাকে অপরাধ বলা হয়?
ক) ১২৪ ধারায়
খ) ১২৪ক ধারায়
গ) ১২৫ ধারায়
ঘ) ১২১ক ধারায়

উত্তর: ১২৪ক ধারায়

প্রশ্ন: ১৭। পুলিশি হেফাজতে মৃত্যু হলে সুরতহাল প্রতিবেদন কে তৈরী করবে?
ক) কারা পরিদর্শক
খ) নির্বাহী ম্যাজিস্ট্রেট
গ) পুলিশ অফিসার ও ম্যাজিস্ট্রেট
ঘ) কোনটিই নয়

উত্তর: নির্বাহী ম্যাজিস্ট্রেট

প্রশ্ন: ১৮। কোন সন হতে স্থাবর সম্পত্তি বিক্রির অরেজিস্ট্রিকৃত চুক্তিনামা বলবৎ যোগ্য নহে?
ক) 2004
খ) 2003
গ) 2006
ঘ) 2005

উত্তর: 2005

প্রশ্ন: ১৯। দোবারা দোষ বিষয়ে দেওয়ানী কার্যবিধির কত ধারায় বিধান আছে?
ক) ১৪ ধারা
খ) ১১ ধারা
গ) ৮ ধারা
ঘ) ১০ ধারা

উত্তর: ১১ ধারা

প্রশ্ন: ২০। দেওয়ানী মামলা কোথায় দায়ের করতে হবে এমন বিধান দেওয়ানী কার্যবিধির কত ধারায় উল্লেখ রয়েছে?
ক) ২২-২৫ ধারায়
খ) ২৭-৩৫ ধারায়
গ) *১৫-২০ ধারায়
ঘ) ৯-১৪ ধারায়

উত্তর: ১৫-২০ ধারায়

প্রশ্ন: ২১। একটি সাহিত্য কর্ম সম্পাদন ও প্রকাশের জন্য লেখক ‘ক’ গ্রন্থ প্রকাশক ‘খ’ এর সাথে চুক্তি ভঙ্গ করলে সুনিদির্ষ্ট প্রতিকার আইনের অধীন ‘খ’ এর কি প্রতিকার আছে?
ক) চুক্তিবলবতের মামলা
খ) চুক্তিপত্র বাতিলের মামলা
গ) চুক্তি বলবতের কোন সুযোগ নাই
ঘ) চুক্তি বলবতের জন্য ঘোষণামূলক মামলা করা

উত্তর: চুক্তি বলবতের কোন সুযোগ নাই

প্রশ্ন: ২২। সুরতহাল রিপোর্ট কি বিষয়ে গ্রহণ হয়?
ক) মৃত্যুর বিষয়ে
খ) কোনটিই নয়
গ) মামলার বিষয়ে
ঘ) প্রতারনার বিষয়ে

উত্তর: মৃত্যুর বিষয়ে

প্রশ্ন: ২৩। কোন ক্ষেত্রে তামাদির বিধান প্রযোজ্য নয়?
ক) সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ক্ষেত্রে
খ) যে কোনো ফৌজদারী মামলায়
গ) মূল ফৌজদারী মামলায়
ঘ) দেওয়ানি মামলায়

উত্তর: মূল ফৌজদারী মামলায়

প্রশ্ন: ২৪। চার্জ সংশোধিত করার পর আদালত নিম্নের কোন কাজটি করতে পারেন?
ক) মামলা বাতিলের
খ) কোনটিই নয়
গ) বিচারকার্য স্থগিত করা ও সাক্ষীকে পুনরায় ডাকা
ঘ) বিচারকার্য স্থগিত

উত্তর: বিচারকার্য স্থগিত করা ও সাক্ষীকে পুনরায় ডাকা

প্রশ্ন: ২৫। ক্রিমিনাল প্রসিডিউর কোডের কত ধারায় ম্যাজিস্ট্রেটর শাস্তি প্রদানের ক্ষমতা প্রদান করা হয়েছে?
ক) ৩২ ধারায়
খ) ৩৫ ধারায়
গ) ২৯ ধারায়
ঘ) ৩৩ ধারায়

উত্তর: ৩২ ধারায়

নিউজঃ