Audio Test-70
প্রশ্ন: ১। পুলিশ আসামিকে জামিন দিতে পারে কত ধারায়?
ক) ১৬৯ ধারায়
খ) ১৬৮ ধারায়
গ) ১৭৩ ধারায়
ঘ) ১৭১ ধারায়
উত্তর: ১৬৯ ধারায়
প্রশ্ন: ২। যেসকল ঘটনা সাধারন বা অন্য কোন ভাবে প্রাসঙ্গিক নয় সেগুলি প্রাসঙ্গিক হবে –
ক) যখন তা ন্যায় বিচারের সহায়ক হয়
খ) যখন তা বিচার্য বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয়
গ) সবগুলো
ঘ) যখন তা খুবই প্রয়োজন হয়
উত্তর: যখন তা বিচার্য বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয়
প্রশ্ন: ৩। সাক্ষ্য আইনের কোন ধারা অনুসারে Motive প্রাসঙ্গিক বিষয়?
ক) ৯ ধারা
খ) ৮ ধারা
গ) ৭ ধারা
ঘ) ১০ ধারা
উত্তর: ৮ ধারা
প্রশ্ন: ৪। Confession হলো-
ক) স্বীকারোক্তি
খ) কোনটিই নয়
গ) নিজের দোষ স্বীকার
ঘ) অন্যের দোষ স্বীকার
উত্তর: নিজের দোষ স্বীকার
প্রশ্ন: ৫। মিথ্যা সাক্ষ্য প্রদানের শাস্তির বিধান উল্লেখ দন্ডবিধির কত ধারায়?
ক) ১৯৮ ধারায়
খ) ১৯৩ ধারায়
গ) ১৯২ ধারায়
ঘ) ১৯৬ ধারায়
উত্তর: ১৯৩ ধারায়
প্রশ্ন: ৬। মালিকের অনুমতি নিয়ে ‘ক’ একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে। এই ক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে?
ক) স্ব-কার্যজনিত বাধা (Estoppel)
খ) স্বীকৃতি ( Admission)
গ) মৌণসম্মতি (Acquiescence)
ঘ) দাবি ত্যাগ (Waiver)
উত্তর: স্ব-কার্যজনিত বাধা (Estoppel)
প্রশ্ন: ৭। Code বা বিধি দেওয়ানী কার্যবিধির কত ধারায়?
ক) ২(১০) ধারায়
খ) ২(৩) ধারায়
গ) ২(৫) ধারায়
ঘ) ২(১) ধারায়
উত্তর: ২(১) ধারায়
প্রশ্ন: ৮। মিথ্যা ওজন পরিমাপের যন্ত্র দখলে রাখার শাস্তি কি?
ক) ১ বছর কারাদন্ড ও অর্থদন্ড
খ) ৩ বছর কারাদন্ড ও অর্থদন্ড
গ) ২ বছর কারাদন্ড ও অর্থদন্ড
ঘ) ৫ বছর কারাদন্ড ও অর্থদন্ড
উত্তর: ১ বছর কারাদন্ড ও অর্থদন্ড
প্রশ্ন: ৯। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার এন্ড বার কাউন্সিল অর্ডার এর কোন অনুচ্ছেদে বার কাউন্সিলের নাম ‘বাংলাদেশ বার কাউন্সিল’ হিসাবে অভিহিত করা হইয়াছে?
ক) ৫ অনুচ্ছেদ
খ) ২ অনুচ্ছেদ
গ) ৩ অনুচ্ছেদ
ঘ) ৭ অনুচ্ছেদ
উত্তর: ৩ অনুচ্ছেদ
প্রশ্ন: ১০। একই বিষয় বস্তু নিয়ে একই পক্ষদ্বয়ের মধ্যে একই এখতিয়ার সম্পন্ন আদালতে নিষ্পত্তি হয়ে যাওয়া মোকদ্দমা পুনরায় দায়ের করা যাবে না, কোন ধারার বিধান?
ক) ১১ ধারায়
খ) ১০ ধারায়
গ) ১২ ধারায়
ঘ) ৮ ধারায়
উত্তর: ১১ ধারায়
প্রশ্ন: ১১। স্বীকৃতিকে কি হিসাবে ব্যবহার করা যায়-
ক) কোনটিই নয়
খ) চুড়ান্ত প্রমান ( Conclusive Proof)
গ) বাধা (estoppel)
ঘ) সাক্ষ্য ( Evidenc)
উত্তর: বাধা (estoppel)
প্রশ্ন: ১২। রফিক সাহেব’ একটি জনসভায় সরকারের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য রাখে, ‘রফিক সাহেব’ এর বিরুদ্ধে কোন ধরণের অভিযোগ আনা যায়?
ক) কোনটিই না
খ) রাষ্ট্রদ্রোহিতা
গ) মানহানির
ঘ) যুদ্ধ ঘোষণার
উত্তর: রাষ্ট্রদ্রোহিতা
প্রশ্ন: ১৩। নির্বাচিত বৎসরে বার কাউন্সিলের নির্বাচন নিম্নের কোন মাসের মধ্যে অনুষ্ঠিত হইতে হইবে?
ক) মে
খ) জুন
গ) মার্চ
ঘ) ডিসেম্বর
উত্তর: মে
প্রশ্ন: ১৪। একটি আপীল দায়েরে তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে কি বাদ যাবে?
ক) রায় এবং ডিক্রির জাবেদা নকল পেতে ব্যয়িত সময়
খ) সবগুলো
গ) আপীলের মেমো প্রস্তুতের জন্য ব্যয়িত সময়
ঘ) আইনজীবী নিয়োগের জন্য ব্যয়িত সময়
উত্তর: রায় এবং ডিক্রির জাবেদা নকল পেতে ব্যয়িত সময়
প্রশ্ন: ১৫। নির্বাচিত বার কাউন্সিলের মেয়াদ হইবে –
ক) ২ বছর
খ) ৪ বছর
গ) ৫ বছর
ঘ) ৩ বছর
উত্তর: ৩ বছর
প্রশ্ন: ১৬। জরিমানা আদায়ের জন্য ৩৮৬ ধারায় কয়টি পদ্ধতির কথা বর্ণিত আছে?
ক) ২টি
খ) ৪টি
গ) ৭টি
ঘ) ৯টি
উত্তর: ২টি
প্রশ্ন: ১৭। ক্রিমিনাল প্রসিডিউর কোডের অধীনে কোন শাস্তিটি দ্বিতীয় শ্রেনীর ম্যাজিস্ট্রেট প্রদান করতে পারে?
ক) নিঃসঙ্গ কারাদন্ড
খ) অনধিক ৩ বছরের কারাদন্ড
গ) সবকয়টি
ঘ) অনধিক ৫০০০ টাকা অর্থদন্ড
উত্তর: সবকয়টি
প্রশ্ন: ১৮। কোন মামলার জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ যাবে-
ক) কোনটিই নয়
খ) নকল সংগ্রহের জন্য ব্যয়িত সময়
গ) আইনজীবী নিয়োগের জন্য ব্যয়িত সময়
ঘ) যেদিন থেকে তামাদির মেয়াদ আরম্ভ হবে, সেদিনটি বাদ দিতে হবে
উত্তর: যেদিন থেকে তামাদির মেয়াদ আরম্ভ হবে, সেদিনটি বাদ দিতে হবে
প্রশ্ন: ১৯। কোন অপরাধীকে আশ্রয়দানকারীর শাস্তির বিধান দন্ডবিধির কত ধারায় আছে?
ক) ২১৬ ধারায়
খ) ২১০ ধারায়
গ) ২১৩ ধারায়
ঘ) ২১২ ধারায়
উত্তর: ২১২ ধারায়
প্রশ্ন: ২০। কোন শাস্তিটি দায়রা জজ প্রদান করতে পারেন?
ক) ১২ বছর পর্যন্ত কারাদন্ড
খ) যাবজ্জীবন কারাদন্ড
গ) মৃত্যুদন্ড
ঘ) আইনে অনুমোদিত যে কোন শাস্তি
উত্তর: আইনে অনুমোদিত যে কোন শাস্তি
প্রশ্ন: ২১। রায় পুনরীক্ষণের দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ যাবে-
ক) আইনজীবী নিয়োগের জন্য ব্যয়িত সময়
খ) কোনটিই নয়
গ) রায়ের মেমো প্রস্তুতের জন্য ব্যয়িত সময়
ঘ) রায়ের জাবেদা নকল পেতে ব্যয়িত সময়
উত্তর: রায়ের জাবেদা নকল পেতে ব্যয়িত সময়
প্রশ্ন: ২২। যেক্ষেত্রে এক জেলা হতে অন্য জেলায় মামলা স্থানান্তরের জন্য আবেদন করতে হয়, সেক্ষেত্রে কোথায় আবেদন করতে হয়?
ক) দায়রা আদালতে
খ) সবকয়টি
গ) হাইকোট বিভাগে
ঘ) জেলা জজ আদালতে
উত্তর: হাইকোট বিভাগে
প্রশ্ন: ২৩। কোন আদালত দেওয়ানী মোকদ্দমা স্থানান্তর করতে পারেন?
ক) দায়রা জজ আদালত
খ) জেলা জজ আদালত এবং হাইকোর্ট বিভাগে
গ) হাইকোর্ট বিভাগে
ঘ) জেলা জজ আদালত
উত্তর: জেলা জজ আদালত এবং হাইকোর্ট বিভাগে
প্রশ্ন: ২৪। কোন আপীল বা দরখাস্তের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ যাবে-
ক) আইনজীবী নিয়োগের জন্য ব্যয়িত সময়
খ) নকল সংগ্রহের জন্য
গ) কোনটিই নয়
ঘ) যেদিন থেকে তামাদির মেয়াদ আরম্ভ হবে, সেদিনটি বাদ দিতে হবে
উত্তর: যেদিন থেকে তামাদির মেয়াদ আরম্ভ হবে, সেদিনটি বাদ দিতে হবে
প্রশ্ন: ২৫। সিভিল প্রসিডিউর কোডের কোন ধারায় রেস সাব-জুডিস এর নীতি বর্ণিত আছে?
ক) ৮ ধারায়
খ) ১৪ ধারায়
গ) ১০ ধারায়
ঘ) ১১ ধারায়
উত্তর: ১০ ধারায়