Audio Test-71
প্রশ্ন: ১। চুক্তি রদের মামলা করা যায় SR Act এর কোন ধারা অনুযায়ী?
ক) ২১ ধারা
খ) ৩৩ ধারা
গ) ৩৫ ধারা
ঘ) ৩৯ ধারা
উত্তর: ৩৫ ধারা
প্রশ্ন: ২। সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট কার অধিনস্থ-
ক) হাইকোর্ট বিভাগের
খ) ফৌজদারী আদালতের
গ) আপিল বিভাগের
ঘ) জেলা ম্যাজিস্ট্রেটের
উত্তর: জেলা ম্যাজিস্ট্রেটের
প্রশ্ন: ৩। আদালত কিসের জন্য কমিশন প্রদান করতে পারে?
ক) স্থানীয় তদন্ত অনুষ্ঠানের জন্য
খ) বাটোয়ারা করার জন্য
গ) সবগুলি
ঘ) হিসাব পরীক্ষা বা সমন্বয় করতে
উত্তর: সবগুলি
প্রশ্ন: ৪। একটি বিক্রয় চুক্তি সম্পাদনের কত দিনের মধ্যে রেজিষ্ট্রেশনের জন্য উপস্থাপন করতে হয়?
ক) ১২০
খ) ৩০
গ) ৬০
ঘ) ৯০
উত্তর: ৩০
প্রশ্ন: ৫। ‘চ’ দলিলটি ‘ছ’ দলিলের পূর্বে সম্পাদিত হয় কিন্তু ‘ছ’ দলিলের পরে রেজিষ্ট্রী হয়। এক্ষেত্রে সঠিক আইনগত ফলাফল কি হবে?
ক) ‘চ’ দলিলটি ‘ছ’ দলিলের উপর প্রাধাণ্য লাভ করবে
খ) দুইটি দলিলই সমানভাবে প্রাধান্য পাবে
গ) ‘ছ’ দলিলটি ‘চ’ দলিলের উপর প্রাধান্য লাভ করবে
ঘ) উপরের কোনটিই নয়
উত্তর: ছ’ দলিলটি ‘চ’ দলিলের উপর প্রাধান্য লাভ করবে
প্রশ্ন: ৬। বেআইনী সমাবেশের সদস্যদের কি থাকতে হবে?
ক) অভিপ্রায় ও উদ্দেশ্য
খ) সাধারণ উদ্দেশ্য
গ) ষড়যন্ত্র
ঘ) সাধারণ অভিপ্রায়
উত্তর: সাধারণ উদ্দেশ্য
প্রশ্ন: ৭। কোন ধরনের চুক্তির সুনিদির্ষ্ট প্রতিপালন করা যাবে না?
ক) জমি বিক্রয়ের চুক্তি
খ) যে চুক্তিতে আরবিট্রশন ক্লজ থাকে
গ) সবগুলো
ঘ) বাড়ি বিক্রয়ের চুক্তি
উত্তর: যে চুক্তিতে আরবিট্রশন ক্লজ থাকে
প্রশ্ন: ৮। দন্ডাদেশ বলবৎ করার জন্য ওয়ারেন্ট কে জারি করতে পারে?
ক) যে আদালত দন্ড দিবে
খ) পুলিশ
গ) হাইকোর্ট বিভাগ
ঘ) দায়রা জজ
উত্তর: যে আদালত দন্ড দিবে
প্রশ্ন: ৯। ম্যাজিস্ট্রেট আসামীকে খালাস দিলে কি করবেন?
ক) আপীল
খ) রিভিশন
গ) রেফারেন্স
ঘ) রিভিও
উত্তর: আপীল
প্রশ্ন: ১০। কোন পক্ষ নিজ সাক্ষীকে একবার পরীক্ষার পর কোন কারণে পুন:পরীক্ষা (Reexamination) করিতে পারে?
ক) পূর্বের বক্তব্যে ভুল শোধরানো
খ) সাক্ষ্যদ্বারা প্রমানিত
গ) পূর্বের বক্তব্য স্পষ্টীকরণ
ঘ) প্রাকৃতিক নিয়মসিদ্ধ
উত্তর: পূর্বের বক্তব্য স্পষ্টীকরণ
প্রশ্ন: ১১। ক’ একটি দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করেছে। মামলা দায়েরের সময় ছিল ৬ মাস। কিন্তু ‘ক’ ১২ মাস পর মামলা দায়ের করেছে। বিবাদী পক্ষ তামাদির মেয়াদ নিয়ে কোন প্রশ্ন উত্থাপান করেনি। এক্ষেত্রে আদালত নিম্নলিখিত কোন ধরনের সিদ্ধান্ত নিতে পারেন?
ক) বিবাদী আপত্তি না করায় মামলা গ্রহণ করে বিচার শুরু করবেন
খ) শর্ত সাপেক্ষে মামলা গ্রহণ করবেন
গ) বিবাদী আপত্তি না করায় তামাদি মওকুফ করে মামলা আমলে নিবেন
ঘ) মামলা খারিজ করবেন
উত্তর: মামলা খারিজ করবেন
প্রশ্ন: ১২। স্থাবর সম্পত্তি হস্তান্তের চুক্তি ভঙ্গ করা হইলে টাকার দ্বারা উহার ক্ষতিপূরন সম্ভব নহে ইহা সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারার বিধান-
ক) ১৪ ধারার
খ) ১২ ধারার
গ) ১৫ ধারার
ঘ) ৪২ ধারার
উত্তর: ১২ ধারার
প্রশ্ন: ১৩। দন্ডবিধির কত ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা দেওয়া হয়েছে?
ক) ১২০ক ধারায়
খ) ১২১ ধারায়
গ) ১২০খ ধারায়
ঘ) ১২১ক ধারায়
উত্তর: ১২০ক ধারায়
প্রশ্ন: ১৪। কোন স্বাক্ষীকে জেরা করার উদ্দেশ্য হচ্ছে-
ক) ভিন্ন দাবি প্রতিষ্ঠা করা
খ) তাহার ব্যক্তিত্বের ধরণ পরীক্ষা
গ) তার মর্যদা পরীক্ষা
ঘ) তর্কিত বিষয়ে সত্য উদঘাটন
উত্তর: তর্কিত বিষয়ে সত্য উদঘাটন
প্রশ্ন: ১৫। মোকদ্দমা দায়েরের পর আরজি ফেরত দেওয়া হয়েছে। ইতোমধ্যে মোকদ্দমার তামাদি মেয়াদ শেষ হয়ে গেলে কী করবেন?
ক) আরজির সাথে ৯ ধারায় বিলম্ব মওকুফের আবেদন
খ) সব কয়টি
গ) আরজির সাথে ৫ ধারায় বিলম্ব মওকুফের আবেদন
ঘ) আরজির সাথে ১৪ ধারায় বিলম্ব মওকুফের আবেদন
উত্তর: আরজির সাথে ১৪ ধারায় বিলম্ব মওকুফের আবেদন
প্রশ্ন: ১৬। বার কাউন্সিলের নির্বাচিত সদস্যগণের কার্যকাল সমাপ্ত হয়-
ক) ২ বৎসরে
খ) ৫ বৎসরে
গ) ১ বৎসরে
ঘ) ৩ বৎসরে
উত্তর: ৩ বৎসরে
প্রশ্ন: ১৭। এক পক্ষের দাবিকৃত ঘটনা প্রমাণের দরকার হইবে না, যদি তা হয়-
ক) ঐতিহাসিক সত্য
খ) অপর পক্ষ্য কর্তৃক স্বীকৃত
গ) কোন কিছুর মিথ্যা প্রমাণ
ঘ) বিশেষজ্ঞ মতামত বিষয়ে
উত্তর: অপর পক্ষ্য কর্তৃক স্বীকৃত
প্রশ্ন: ১৮। কয়টি কারণে আদালত অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারেন?
ক) ৩টি কারণে
খ) ৪টি কারণে
গ) ১টি কারণে
ঘ) ২টি কারণে
উত্তর: ৩টি কারণে
প্রশ্ন: ১৯। অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে সর্বনিম্ন কত জন সদস্য থাকতে হবে?
ক) ২ জন
খ) ৪ জন
গ) ৩ জন
ঘ) ৫ জন
উত্তর: ২ জন
প্রশ্ন: ২০। সুনিদির্ষ্ট প্রতিকার আইনে চুক্তি রদের মামলা করতে হবে কত সময়ের মধ্যে?
ক) ২ বছরের মধ্যে
খ) ৩ বছরের মধ্যে
গ) ৪ বছরের মধ্যে
ঘ) ১ বছরের মধ্যে
উত্তর: ১ বছরের মধ্যে
প্রশ্ন: ২১। সমন সম্পর্কে কোথায় বর্ণিত আছে?
ক) ৫ আদেশ
খ) ৪ আদেশ
গ) ৮ আদেশে
ঘ) ৭ আদেশে
উত্তর: ৫ আদেশ
প্রশ্ন: ২২। ফৌজদারী কার্যবিধির কোন ধারায় চার্জে সময়, স্থান ও ব্যক্তি সম্পর্কে বর্ণনা থাকবে বিধানটি উল্লেখ করা হয়েছে?
ক) ২২২ ধারায়
খ) ২২০ ধারায়
গ) ২২৪ ধারায়
ঘ) ২৪১ ধারায়
উত্তর: ২২২ ধারায়
প্রশ্ন: ২৩। দায়রা আদালতে কয় স্তরের বিচারক থাকে-
ক) ৪ স্তরের
খ) ২ স্তরের
গ) ৫ স্তরের
ঘ) ৩ স্তরের
উত্তর: ৩ স্তরের
প্রশ্ন: ২৪। সৈন্য বা নাবিক বা বৈমানিককে প্রোরোচনা দিয়ে বিদ্রোহ সংঘটিত করলে সর্বোচ্চ শাস্তি কি?
ক) যাবজ্জীবন কারাদন্ড
খ) ১০ বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড
গ) মৃত্যুদন্ড
ঘ) ৭ বছর কারাদন্ড
উত্তর: মৃত্যুদন্ড
প্রশ্ন: ২৫। কখন Confession প্রাসঙ্গিক হবে না?
ক) দোষ স্বীকার স্বেচ্ছামূলক হলে
খ) ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকার করলে
গ) ভয়ভীতি দেখিয়ে দোষ স্বীকার নিলে
ঘ) ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশের নিকট দোষ স্বীকার করলে
উত্তর: ভয়ভীতি দেখিয়ে দোষ স্বীকার নিলে