Audio Test-73

প্রশ্ন: ১। অপরাধ স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে-
ক) ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তি করা না হলে
খ) নিজেকে জড়িত করে অপরাধ স্বীকারোক্তি প্রদান না হলে
গ) অপরাধ স্বীকার নিজের ইচ্ছায় হলে
ঘ) আসামীর উপর প্রতারনা করে স্বীকারোক্তি আদায় করা হলে

উত্তর: অপরাধ স্বীকার নিজের ইচ্ছায় হলে

প্রশ্ন: ২। আরজি সংশোধনের আবেদন করার দায়িত্ব কার?
ক) আদালতের
খ) সবগুলোর
গ) বিবাদীর
ঘ) বাদীর

উত্তর: বাদীর

প্রশ্ন: ৩। সরকারী কর্মচারী বেআইনীভাবে ব্যবসায় নিয়োজিত হইলে তাহার শাস্তি?
ক) ১ বৎসর বিনাশ্রম কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় বিধ দন্ড
খ) ৩ বৎসর সশ্রম কারাদন্ড
গ) ২বৎসর বিনাশ্রম কারাদন্ড
ঘ) ১ বৎসর বিনাশ্রম কারাদন্ড

উত্তর: ১ বৎসর বিনাশ্রম কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় বিধ দন্ড

প্রশ্ন: ৪। অপরাধমূলক ষড়যন্ত্র হতে সর্বনিম্ন কতজন সদস্য থাকবে?
ক) ৩ জন
খ) ২ জন
গ) ৫ জন
ঘ) ১ জন

উত্তর: ২ জন

প্রশ্ন: ৫। বার কাউন্সিলের কোন সদস্য পদ শুন্য হইলে তাহা পূরণ হইবে-
ক) ঐ আসনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে
খ) বার কাউন্সিল কর্তৃক মনোনীত যে কোন এডভোকেট দ্বারা
গ) কোনটই নয়
ঘ) ঐ আসনের নির্বাচন প্রতিদন্দী পরবর্তী সর্বাধিক ভোট প্রাপ্ত প্রার্থী দ্বারা

উত্তর: ঐ আসনের নির্বাচন প্রতিদন্দী পরবর্তী সর্বাধিক ভোট প্রাপ্ত প্রার্থী দ্বারা

প্রশ্ন: ৬। দলিল সংশোধনের বিষয়ে SR Act এর কোন ধারায় উল্লেখ আছে-
ক) ৪০ ধারায়
খ) ৩১ ধারায়
গ) ৪২ ধারায়
ঘ) ৩২ ধারায়

উত্তর: ৩১ ধারায়

প্রশ্ন: ৭। জামানত গ্রহন করিতে অস্বীকার করা বা জামানত নাকচ করিবার আদেশের বিরুদ্ধে আপীল কত ধারায়?
ক) ৪০৯ ধারা
খ) ৪০৮ ধারা
গ) ৪০৬(ক) ধারায়
ঘ) ৪০৬(খ) ধারা

উত্তর: ৪০৬(ক) ধারায়

প্রশ্ন: ৮। কখন একটি দলিল সংশোধন করা যাবে?
ক) সবগুলো
খ) দলিল যদি বে-আইনীভাবে প্রনীত হয়
গ) যে কোন সময়
ঘ) প্রতারণা মাধ্যমে পক্ষ সমহের পারস্পরিক ভুলের জন্য কোন চুক্তি বা লিখিত দলিল সত্যিকার উদ্দেশ্য ব্যক্ত না করলে

উত্তর: প্রতারণা মাধ্যমে পক্ষ সমহের পারস্পরিক ভুলের জন্য কোন চুক্তি বা লিখিত দলিল সত্যিকার উদ্দেশ্য ব্যক্ত না করলে

প্রশ্ন: ৯। দন্ডবিধি অনুসারে বাংলাদেশী মৃদ্রা জাল কারির সর্বোচ্চ শাস্তি কি?
ক) ১০ বছর কারাদন্ড
খ) ৫ বছর কারাদন্ড
গ) যাবজ্জীবন কারাদন্ড
ঘ) মৃত্যুদন্ড

উত্তর: যাবজ্জীবন কারাদন্ড

প্রশ্ন: ১০। দলিল সংশোধন(Rectification) বিষয়ে সুনিদির্ষ্ট প্রতিকার আইনে কোন ধারায় উল্লেখ আছে?
ক) ৪০ ধারা
খ) ৩১ ধারা
গ) ৪২ ধারা
ঘ) ৩৩ ধারা

উত্তর: ৩১ ধারা

প্রশ্ন: ১১। কোন আদালতে মূল মামলা দায়ের করা যায় না?
ক) জেলা জজ আদালতে
খ) সিনিয়র সহকারী জজ আদালতে
গ) অতিরিক্ত জেলা জজ আদালতে
ঘ) সবকয়টি

উত্তর: অতিরিক্ত জেলা জজ আদালতে

প্রশ্ন: ১২। আপীল নিষ্পত্তির ক্ষেত্রে আপীল আদালতের ক্ষমতা ফৌজদারী কার্যবিধির কত ধারায়?
ক) ৪২৪ ধারায়
খ) ৪২৩ ধারায়
গ) ৪২০ ধারায়
ঘ) ৪১৭ ধারায়

উত্তর: ৪২৩ ধারায়

প্রশ্ন: ১৩। যে কোন দায়রা আদালতের খালাস আদেশের বিরুদ্ধে আপীল হবে-
ক) হাইকোর্ট বিভাগ
খ) আপীল বিভাগ
গ) যে কোন একটিতে
ঘ) দায়রা জজ কোর্টে

উত্তর: হাইকোর্ট বিভাগ

প্রশ্ন: ১৪। অপরাধ স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে না-
ক) আসামীর উপর প্রতারনা করে স্বীকারোক্তি আদায় করা হলে
খ) ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তি করা হলে
গ) নিজেকে জড়িত করে অপরাধ স্বীকারোক্তি প্রদান করলে
ঘ) অপরাধ স্বীকার নিজের ইচ্ছায় হলে

উত্তর: আসামীর উপর প্রতারনা করে স্বীকারোক্তি আদায় করা হলে

প্রশ্ন: ১৫। অভিযোগকারী নিদির্ষ্ট দিনে হাজির হওয়ার জন্য আদালত থেকে সমন পাওয়ার পরও যখন হাজির না হয়, তখন মামলাটি কি হবে?
ক) আসামী খালাস পাবে
খ) আসামী অব্যহতি পাবে
গ) আসামী মুক্তি পাবে
ঘ) মামলাটি চলবে

উত্তর: আসামী খালাস পাবে

প্রশ্ন: ১৬। আপীল প্রত্যাখ্যান হলে প্রতিকার কী?
ক) রিভিউ
খ) সবগুলি
গ) রিভিশন
ঘ) আপীল

উত্তর: রিভিশন

প্রশ্ন: ১৭। মোকদ্দমা দায়েরের পরে আরজি ফেরত দেওয়া হয়েছে, ইতিমধ্যে মোকদ্দমা দায়েরের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন প্রতিকার কি আছে?
ক) আরজির সাথে তামাদির ৯ ধারায় বিলম্ব মওকুফের আবেদন করতে হবে
খ) আরজির সাথে তামাদির ৫ ধারায় বিলম্ব মওকুফের আবেদন করতে হবে
গ) কোনটিই নয়
ঘ) আরজির সাথে তামাদির ১৪ ধারায় বিলম্ব মওকুফের আবেদন করতে হবে

উত্তর: আরজির সাথে তামাদির ১৪ ধারায় বিলম্ব মওকুফের আবেদন করতে হবে

প্রশ্ন: ১৮। কখন মুল মামলা বা আপীল দায়েরের তামাদির মেয়াদ বাদ দেওয়া যাবে?
ক) সবগুলো
খ) এখতিয়ার বিহীন আদালতে মূল মামলা বা আপীলটি চলমান থাকলে
গ) বিবাদী অসুস্থ থাকলে
ঘ) বাদী অসুস্থ থাকলে

উত্তর: এখতিয়ার বিহীন আদালতে মূল মামলা বা আপীলটি চলমান থাকলে

প্রশ্ন: ১৯। সুনিদির্ষ্ট প্রতিকার আইনে চুক্তি বাতিল সংক্রান্ত ধারাগুলো-
ক) ৫২-৫৭ ধারা
খ) ৩১-৩৪ ধারা
গ) ৩৯-৪০ ধারা
ঘ) ৩৫-৩৮ ধারা

উত্তর: ৩৫-৩৮ ধারা

প্রশ্ন: ২০। দেওয়ানী আদালতের আদি এখতিয়ারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক) ৩ ভাগে
খ) ২ ভাগে
গ) ৪ ভাগে
ঘ) ৫ ভাগে

উত্তর: ৩ ভাগে

প্রশ্ন: ২১। ফৌজদারী কার্যবিধির ৪১৯ ধারায় বলা হয়েছে-
ক) অপর্যাপ্ত দন্ডের বিরুদ্ধে আপীল
খ) সবকটি
গ) আপীলের আবেদন কিভাবে করতে হবে
ঘ) কোন বিষয়ে আপীল গ্রহনযোগ্য

উত্তর: আপীলের আবেদন কিভাবে করতে হবে

প্রশ্ন: ২২। সরকারী কর্মচারী বেআইনীভাবে সম্পত্তি ক্রয় করলে বা নিলামে অংশগ্রহন করলে দন্ডিত হবে-
ক) ২ বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড
খ) ১ বছর বিনাশ্রম কারাদন্ড
গ) ৩ বছর সশ্রম কারাদন্ড
ঘ) ২ বছর বিনাশ্রম কারাদন্ড বা অর্থ দন্ড বা উভয় বিধ দন্ড

উত্তর: ২ বছর বিনাশ্রম কারাদন্ড বা অর্থ দন্ড বা উভয় বিধ দন্ড

প্রশ্ন: ২৩। কোন কোন ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা করা হয় না?
ক) রিভিশন দায়ের
খ) রিভিশন দায়ের ও বিবিধ দরখাস্তের ক্ষেত্রে
গ) কোনটিই নয়
ঘ) বিবিধ দরখাস্তের ক্ষেত্রে

উত্তর: রিভিশন দায়ের ও বিবিধ দরখাস্তের ক্ষেত্রে

প্রশ্ন: ২৪। সরকারী কর্মচারী বেআইনীভাবে সম্পত্তি ক্রয় করিলে উক্ত সম্পত্তি?
ক) বাজেয়াপ্ত হবে না
খ) বাজেয়াপ্ত হবে
গ) মুচলেকায় অব্যহতি পাবে
ঘ) বাজেয়াপ্ত হবে ও চাকুরীচ্যুত হবে

উত্তর: বাজেয়াপ্ত হবে

প্রশ্ন: ২৫। নালিশী মামলা ম্যাজিস্ট্রেট কত ধারায় আমলে নিতে পারে?
ক) ১৯৪ ধারা
খ) ১৯৫ ধারা
গ) ১৯০ ধারা
ঘ) ১৯২ ধারা

উত্তর: ১৯০ ধারা

নিউজঃ