Audio Test-78

প্রশ্ন: ১। তামাদি আইনের ১৮ ধারা অনুুযায়ী মামলা করায় প্রতারিত ব্যক্তির মামলায় তামাদির মেয়াদ গননা কখন থেকে শুরু হবে?
ক) প্রতারণা সম্পর্কে জ্ঞাত হওয়ার দিন হতে
খ) সবগুলো
গ) দলিল সম্পর্কে জ্ঞাত হওয়ার দিন হতে
ঘ) মামলা সম্পর্কে জ্ঞাত হওয়ার পর হতে

উত্তর: প্রতারণা সম্পর্কে জ্ঞাত হওয়ার দিন হতে

প্রশ্ন: ২। সরকারী কর্মচারী না হয়েও সরকারী কর্মচারীর পোশাক পরিধান করে প্রতারণা করিলে সাজা কত?
ক) ৩ মাস কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়দন্ড
খ) ৩ মাসের কারাদন্ড ও অর্থদন্ড
গ) ৬ মাস কারাদন্ড বা অর্থদন্য বা উভয়বিধ দন্ড
ঘ) ১ বছরের কারাদন্ড

উত্তর: ৩ মাস কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়দন্ড

প্রশ্ন: ৩। এডভোকেট তালিকাভুক্তির জন্য শিক্ষানবিশকাল হইতে হইবে?
ক) ১ বছর
খ) ৬ মাস
গ) ৫ বছর
ঘ) ৩ মাস

উত্তর: ৬ মাস

প্রশ্ন: ৪। Counter Claim এর দাবি কিভাবে উপস্থাপন করতে হয়?
ক) আরজির মাধ্যমে
খ) সরাসরি
গ) কোনটিই নয়
ঘ) দরখাস্তের মাধ্যমে

উত্তর: আরজির মাধ্যমে

প্রশ্ন: ৫। বার কাউন্সিল অর্ডার এর মোট কতটি অনুচ্ছেদ আছে?
ক) ৪৫ অনুচ্ছেদ
খ) ৪৮ অনুচ্ছেদ
গ) ৪০ অনুচ্ছেদ
ঘ) ৪৬ অনুচ্ছেদ

উত্তর: ৪৬ অনুচ্ছেদ

প্রশ্ন: ৬। কোন ব্যক্তি সরকারী কর্মকর্তার নিকট মিথ্যা তথ্য প্রদান করলে তার জন্য শাস্তি হবে তাহা দন্ডবিধির কত ধারায়?
ক) ১৭৭ ধারায়
খ) ১৭৪ ধারায়
গ) ১৭৬ ধারায়
ঘ) ১৭৮ ধারায়

উত্তর: ১৭৭ ধারায়

প্রশ্ন: ৭। একতরফা ডিক্রি বাতিলের আদেশের অর্জনের জন্য বিবাদী দরখাস্ত পেশ করবে কত দিনের মধ্যে?
ক) ১৫ দিন
খ) ৩০ দিন
গ) ৬০ দিন
ঘ) ৪৫ দিন

উত্তর: ৩০ দিন

প্রশ্ন: ৮। কত দিনের মধ্যে খালাসের বিরুদ্ধে আপিল দায়ের করতে হয়?
ক) ৩০ দিনের মধ্যে
খ) ১৬০ দিনের মধ্যে
গ) ৬০ দিনের মধ্যে
ঘ) ৯০ দিনের মধ্যে

উত্তর: ৬০ দিনের মধ্যে

প্রশ্ন: ৯। একটি দলিলের বিষয় বস্তু প্রমাণ করা যেতে পারে-
ক) স্বয়ং দলিলটি দ্বারা
খ) প্রাথমিক সাক্ষ্য দ্বারা
গ) সবগুলি
ঘ) গৌণ সাক্ষ্য দ্বারা

উত্তর: সবগুলি

প্রশ্ন: ১০। কোন প্রতিকারটি সুনিদির্ষ্ট প্রতিকার আইনের আওতায় পড়ে না?
ক) চুক্তি বাস্তবায়ন
খ) স্বত্ব ঘোষণা
গ) আর্থিক ক্ষতিপূরণ
ঘ) নিষেধাজ্ঞা

উত্তর: স্বত্ব ঘোষণা

প্রশ্ন: ১১। আদালত কর্তৃক ডিক্রি পরিবর্তনের কারণে প্রাপ্য সুবিধাকে কী বলে?
ক) রিভিশন
খ) আপীল
গ) রিভিউ
ঘ) প্রত্যর্পণ

উত্তর: প্রত্যর্পণ

প্রশ্ন: ১২। দলিল বাতিলের মামলায় বাদীকে উক্ত দলিলের –
ক) অবশ্যই পক্ষ থাকতে হবে
খ) পক্ষ থাকার প্রয়োজন নেই
গ) একজন স্বাক্ষী হতে হবে
ঘ) কোনটিই নয়

উত্তর: পক্ষ থাকার প্রয়োজন নেই

প্রশ্ন: ১৩। আইনজীবীর বিরুদ্ধে পেশাগত অসাদাচরণের অভিযোগ দায়ের হইবে-
ক) জর্জ কোর্টে
খ) বার কাউন্সিল ট্রাইব্যুনালে বা জর্জ কোর্টে
গ) হাইকোর্টে
ঘ) বার কাউন্সিলে

উত্তর: বার কাউন্সিলে

প্রশ্ন: ১৪। বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনাল হয়-
ক) ব্যক্তির সমন্বয়ে
খ) ১ ব্যক্তির সমন্বয়ে
গ) ৩ ব্যক্তির সমন্বয়ে
ঘ) ৫ ব্যক্তির সমন্বয়ে

উত্তর: ৩ ব্যক্তির সমন্বয়ে

প্রশ্ন: ১৫। পাঁচ লক্ষ টাকা মূল্যেমানের একটি মামলা বাদী ডিক্রি পায় বিবাদী কোথায় আপীল দায়ের করিবে?
ক) হাইকোর্ট বিভাগে
খ) সিনিয়র সহকারী জজ আদালতে
গ) অতিরিক্ত জেলা জজ আদালতে
ঘ) জেলা জজ আদালতে

উত্তর: জেলা জজ আদালতে

প্রশ্ন: ১৬। সরকারী কর্মচারীকে ক্ষতি সাধন করার হুমকি প্রদানের জন্য শাস্তি হবে তাহা দন্ডবিধি কোন ধারায়?
ক) ১৮৫ ধারায়
খ) ১৯০ ধারায়
গ) ১৮৬ ধারায়
ঘ) ১৮৯ ধারায়

উত্তর: ১৮৯ ধারায়

প্রশ্ন: ১৭। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে কোন ধারায় আপীল করতে হবে?
ক) ১১০ ধারায়
খ) ১২০ ধারায়
গ) ৯৬ ধারায়
ঘ) ১০৪ ধারায়

উত্তর: ১০৪ ধারায়

প্রশ্ন: ১৮। নিম্ন বর্ণিত কোন মামলায় Ad Volarem কোর্ট ফি দিতে হবে না?
ক) বন্টন মামলা
খ) দলিল বাতিল
গ) চুক্তি বলবৎ করণ
ঘ) দখল পুণরুদ্ধার

উত্তর: বন্টন মামলা

প্রশ্ন: ১৯। কোন সাক্ষী কোন মামলার বিচারিক কার্যক্রমে বা আইনতঃ সাক্ষ্য গ্রহণের ক্ষমতা সম্পন্ন কোন ব্যক্তির নিকট যে সাক্ষ্য দেয় তা পরবর্তী মামলায় কখন প্রাসঙ্গিক হতে পারে?
ক) সাক্ষী সাক্ষ্য দিতে অক্ষম হয়ে পড়লে
খ) সাক্ষী মারা গেলে
গ) সবগুলো
ঘ) পূর্বের সাক্ষ্যাতে উল্লেখিত ঘটনার সত্যতা প্রমাণের জন্য

উত্তর: সবগুলো

প্রশ্ন: ২০। বিকল্প সমন জারী কত ধারায়?
ক) ৫ আদেশের ২০ বিধি
খ) ৪ আদেশের ২০ বিধি
গ) ৮ আদেশের ২০ বিধি
ঘ) ৩ আদেশের ২০ বিধি

উত্তর: ৫ আদেশের ২০ বিধি

প্রশ্ন: ২১। Partition suit কি?
ক) দখল উদ্ধারের মোকদ্দমা
খ) স্বত্ব ঘোষণার মোকদ্দমা
গ) অর্থের মোকদ্দমা
ঘ) বাটোয়ারা বা বন্টনের মোকদ্দমা

উত্তর: বাটোয়ারা বা বন্টনের মোকদ্দমা

প্রশ্ন: ২২। B একটি হাসপতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরন করে। A, B এর মৃত্যু ককালীন ঘোষনা প্রমাণ করতে চায়। এখানে A কে অবশ্যই প্রমাণ করতে হবে-
ক) B এর হাসপাতাল ত্যাগ
খ) B এর জীবনকাল
গ) B এর অসুস্থতা
ঘ) B এর মৃত্যু

উত্তর: B এর মৃত্যু

প্রশ্ন: ২৩। মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রতক্ষ্য হবে-এ নীতির ব্যতিক্রম উল্লেখ আছে সাক্ষ্য আইনের কত ধারায়?
ক) ৩২ ও ৩৩ ধারায়
খ) ১৭ ও২৫ ধারায়
গ) ৫৯ ও ৬২ ধারায়
ঘ) ৭৫ ও ৭৬ ধারায়

উত্তর: ৩২ ও ৩৩ ধারায়

প্রশ্ন: ২৪। কি কি বিষয়ে উপর ভিক্তি করে আপীল গ্রহনযোগ্য হয়?
ক) আইনের প্রশ্নে
খ) যে কোন বিষয়ে
গ) ঘটনার প্রশ্নে ও আইনের প্রশ্নে
ঘ) ঘটনার প্রশ্নে

উত্তর: ঘটনার প্রশ্নে ও আইনের প্রশ্নে

প্রশ্ন: ২৫। দায়রা জজের রিভিশন ক্ষমতা কোন ধারায়?
ক) ৪৩৮ ধারায়
খ) ৪৩৫ ধারায়
গ) ৪৩৬ ধারায়
ঘ) ৪৩৯(ক) ধারায়

উত্তর: ৪৩৯(ক) ধারায়

নিউজঃ