Audio Test-84

প্রশ্ন: ১। সকল দেওয়ানি কার্যক্রমে কোন পক্ষের স্বামী বা স্ত্রী গণ্য হবে-
ক) নিশ্চিত সাক্ষী
খ) যোগ্য সাক্ষী
গ) সংশ্লিষ্ট সাক্ষী
ঘ) অযোগ্য সাক্ষী

উত্তর: যোগ্য সাক্ষী

প্রশ্ন: ২। শিক্ষানবিশকালে ব্যবহৃত কেস ডাইরিতে কমপক্ষে কতটি ফৌজদারী মামলার মোট থাকিতে হইবে-
ক) ৪টি
খ) ৫টি
গ) ১৫টি
ঘ) ১০টি

উত্তর: ৫টি

প্রশ্ন: ৩। যে সকল বিষয়ে তৃতীয় ব্যক্তির বা বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক তা হল-
ক) আঙ্গুলের ছাপের বিষয়ে
খ) হাতের লেখা বিষয়ে
গ) সবগুলো বিষয়ে
ঘ) বিজ্ঞান বা চারুকলা বিষয়ে

উত্তর: সবগুলো বিষয়ে

প্রশ্ন: ৪। সাক্ষ্য পরবর্তী মামলা বাতিলের জন্য আদালত নিচের কোনটি প্রাসঙ্গিক হিসাবে আমলে নিতে পারেন-
ক) সাক্ষীর জবানবন্দী
খ) বিশেষজ্ঞদের মতামত
গ) পূর্ববর্তী মামলার রায়
ঘ) কোনটিই নয়

উত্তর: পূর্ববর্তী মামলার রায়

প্রশ্ন: ৫। জামিনযোগ্য অপরাধে জামিন দেওয়া আদালতের কোন ধরনের দায়িত্ব?
ক) আদেশসূচক
খ) বিবেচনামূলক
গ) বাধ্যতামূলক
ঘ) নির্দশনামূলক

উত্তর: আদেশসূচক

প্রশ্ন: ৬। বিচার বিভাগীয় মামলায় বিচার কার্যেরত সরকারী কর্মচারীকে ইচ্ছাকৃতভাবে অপমান করা বা বাধা প্রদানের শাস্তি কি?
ক) ২ বছর কারাদন্ড বা অর্থদন্ড
খ) ৫ বছর কারাদন্ড এবং অর্থদন্ড
গ) ৩ বছর কারাদন্ড
ঘ) ৬ মাস বিনা শ্রম কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় বিধ দন্ড

উত্তর: ৬ মাস বিনা শ্রম কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় বিধ দন্ড

প্রশ্ন: ৭। কলেজের অধ্যক্ষ হিসাবে কোন ব্যক্তির অবস্থান অস্বীকৃত হইলে সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারায় প্রতিকার পাওয়া সম্ভব?
ক) ৯ ধারা
খ) ৫৪ ধারা
গ) ৪২ ধারা
ঘ) ৩২ ধারা

উত্তর: ৪২ ধারা

প্রশ্ন: ৮। দেওয়ানী কার্যবিধির ১৯ ধারা প্রযোজ্য হবে-
ক) ক্ষতিপূরণের মোকদ্দমার ক্ষেত্রে
খ) স্বত্ব সংক্রান্ত মোকদ্দমার ক্ষেত্রে
গ) ঘোষণামূলক ডিক্রির ক্ষেত্রে
ঘ) সবকটি ক্ষেত্রে

উত্তর: ক্ষতিপূরণের মোকদ্দমার ক্ষেত্রে

প্রশ্ন: ৯। যাবজ্জীবন কারাদন্ডের ক্ষেত্রে দন্ডিত ব্যক্তির সম্মতি ব্যতিরেকেই উক্ত দন্ডকে সরকার অনধিক কত বছর হ্রাস করতে পারে?
ক) ৩৫ বছর
খ) ৩০ বছর
গ) ২০ বছর
ঘ) ১৫ বছর

উত্তর: ২০ বছর

প্রশ্ন: ১০। নিম্নের কোন কার্যটি চুরি হিসাবে গন্য হবে না?
ক) অপরের জমিতে দন্ডায়মান গাছ কেটে নিয়ে যাওয়া
খ) চলাচলের রাস্তায় পড়ে থাকা মূলবান আংটি কুড়িয়ে নেয়
গ) টোপ দিয়ে অন্যের পোষা প্রাণী নিয়ে যাওয়া
ঘ) অপরের জমিতে দন্ডায়মান গাছ কেটে ফেলা

উত্তর: চলাচলের রাস্তায় পড়ে থাকা মূলবান আংটি কুড়িয়ে নেয়

প্রশ্ন: ১১। কোন ব্যক্তি সরকারী স্ট্যাম্প জাল বলিয়া জানিয়া বা জ্ঞাত হইয়া উহা বিক্রয় করিলে তাহার ৭ বছর কারাদন্ড ও অর্থদন্ড দন্ডিত হইবে ইহা দন্ডবিধির কত ধারায় বলা হইয়াছে?
ক) ২৫৬ ধারায়
খ) ২৫৮ ধারায়
গ) ২৫৭ ধারায়
ঘ) ২৫৫ ধারায়

উত্তর: ২৫৮ ধারায়

প্রশ্ন: ১২। বাংলাদেশে মুদ্রজাল করণ এর সর্বোচ্চ শাস্তি কি?
ক) যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ড হতে পারে
খ) ৩ বছর কারাদন্ড এবং অর্থদন্ড
গ) ৫ বছর কারাদন্ড এবং অর্থদন্ড হতে পারে
ঘ) ১০ বছর কারাদন্ড এবং অর্থদন্ড

উত্তর: যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ড হতে পারে

প্রশ্ন: ১৩। দেওয়ানী আদালত কত প্রকার?
ক) ৬ প্রকার
খ) ৪ প্রকার
গ) ৫ প্রকার
ঘ) ৩ প্রকার

উত্তর: ৫ প্রকার

প্রশ্ন: ১৪। কোন ধরনের জামিন অযোগ্য অপরাধে আদালত জামিন দিবে না?
ক) ১০ বছরের জেল
খ) মৃত্যুদন্ড বা যাবজ্জীবন
গ) ১৪ বছরের জেল
ঘ) ১২ বছরের জেল

উত্তর: মৃত্যুদন্ড বা যাবজ্জীবন

প্রশ্ন: ১৫। মোকদ্দমা স্থানান্তরের সাধারণ ক্ষমতা কোন ধারায় বর্ণনা করা হইয়াছে?
ক) ২২ ধারায়
খ) ১৫১ ধারায়
গ) ২৪ ধারায়
ঘ) ২৫ ধারায়

উত্তর: ২৪ ধারায়

প্রশ্ন: ১৬। তামাদী আইনের ২৫ ধারা অনুসারে দলিলের তামাদীকাল গণনা হইবে-
ক) ল্যাটিন বর্ষপঞ্জী অনুসারে
খ) গ্রেগরীয়ান বর্ষপুঞ্জি অনুসারে
গ) বাংলা বর্ষপুঞ্জি অনুসারে
ঘ) ফার্সী বর্ষপঞ্জী অনুসারে

উত্তর: গ্রেগরীয়ান বর্ষপুঞ্জি অনুসারে

প্রশ্ন: ১৭। এনরোলমেন্ট পরীক্ষার্থী তাহার আবেদনে মিথ্যা তথ্য দাখিল করিলে তিনি কত সময়ের জন্য এডভোকেট হিসাবে তালিকাভুক্তি হওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষিত হইবেন?
ক) ২ বছর
খ) ৫ বছর
গ) ১০ বছর
ঘ) ৩ বছর

উত্তর: বছর

প্রশ্ন: ১৮। একজন সাক্ষীকে আইনগতভাবে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যেতে পারে-
ক) জেরার সময়
খ) জবানবন্দীর সময়
গ) প্রাথমিক সাক্ষ্য দানের সময়
ঘ) পুনঃজবানবন্দীর সময়

উত্তর: জেরার সময়

প্রশ্ন: ১৯। ম্যাজিস্ট্রেট আটককৃত ব্যক্তিকে সর্বোচ্চ কত দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার আদেশ দিতে পারবে?
ক) ১০ দিন
খ) ২০ দিন
গ) ১৫ দিন
ঘ) ৩০ দিন

উত্তর: ১৫ দিন

প্রশ্ন: ২০। মৃত্যুদন্ডে দন্ডিত কোন অপরাধীকে গোপন করার জন্য এবং অপরাধের সাক্ষ্য অদৃশ্য করিয়া দেওয়ার জন্য শাস্তি কত?
ক) ৭ বছর কারাদন্ড এবং অর্থদন্ড
খ) ৩ বছর কারাদন্ড বা অর্থদন্ড
গ) ১০ বছর কারাদন্ড এবং অর্থদন্ড
ঘ) ২ বছর কারাদন্ড এবং অর্থদন্ড

উত্তর: ৭ বছর কারাদন্ড এবং অর্থদন্ড

প্রশ্ন: ২১। পুলিশ গ্রেফতার করা আসামীর দেহ তল্লাশী করতে পারে কত ধারায়?
ক) ৪৫ ধারা
খ) ৫৫ ধারা
গ) ৪৮ ধারা
ঘ) ৫১ ধারা

উত্তর: ৫১ ধারা

প্রশ্ন: ২২। মুদ্রা জালকরণের শাস্তি দন্ডবিধির কোন ধারায়?
ক) ২৩২ ধারায়
খ) ২৩১ ধারায়
গ) ২৩০ ধারায়
ঘ) ২৩৫ ধারায়

উত্তর: ২৩১ ধারায়

প্রশ্ন: ২৩। সুনিদির্ষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ৯ ধারার অধীন দায়ের যোগ্য মামলার তামাদীর মেয়াদ হবে বেদখলের তারিখ হতে-
ক) ৬ দিন
খ) ৬ সপ্তাহ
গ) ৬ মাস
ঘ) ৬ বছর

উত্তর: ৬ মাস

প্রশ্ন: ২৪। গ্রেফতারি পরোয়ানা বলবৎ থাকে কতদিন?
ক) ৩ বছর
খ) ২ বছর
গ) যত দিন পর্যন্ত আসামী গ্রেফতার না হয়
ঘ) ১ মাস

উত্তর: যত দিন পর্যন্ত আসামী গ্রেফতার না হয়

প্রশ্ন: ২৫। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে জমির দখল পুনরুদ্ধারের জন্য কোন বিষয়টি প্রমাণ করিতে হইবে?
ক) সীমানা
খ) স্বত্ব ও দখল
গ) দখল ও বেদখল
ঘ) স্বত্ব

উত্তর: দখল ও বেদখল

নিউজঃ