প্রশ্ন: ১। কোন অপরাধ জামিন যোগ্য না জামিন অযোগ্য তা ফৌজদারী কার্যবিধির কোথায় বলা আছে?
ক) প্রথম সিডিউলে ২ নং কলাম
খ) তৃতীয় সিডিউলে
গ) দ্বিতীয় সিডিউলে ৫ নং কলাম
ঘ) চতুর্থ সিডিউলে
উত্তর: দ্বিতীয় সিডিউলে ৫ নং কলাম
প্রশ্ন: ২। নিম্নের কোনটি Cognizable অপরাধ?
ক) স্বেচ্ছায় আঘাত করা
খ) স্বামী কর্তৃক যৌতুক দাবী
গ) দাঙ্গা হাঙ্গামা
ঘ) ভয় দেখানো
উত্তর: দাঙ্গা হাঙ্গামা
প্রশ্ন: ৩। যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদন্ড, সেক্ষেত্রে ১০০ টাকার অধিক অর্থদন্ড প্রদানের ব্যর্থ হলে সর্বোচ্চ কত মেয়াদের জন্য বিনাশ্রম কারাদন্ড দেয়া যাবে?
ক) ৩ মাস
খ) ৬ মাস
গ) ৪ মাস
ঘ) ২মাস
উত্তর: ৬ মাস
প্রশ্ন: ৪। একজন ১ম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পেনাল কোডের ৩৭৯ ধারায় অভিযুক্ত আসামীর বিরুদ্ধে চার্জ গঠনকালে আসামী guilty plead করায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উক্ত দন্ডাদেশের বিরুদ্ধে আপীল দায়ের হলে নিম্নের কোনটি হতে পারে?
ক) আপীলটি শুনানীর জন্য গ্রহন করা হবে
খ) আপীলটি দায়রা জজ আদালতের জন্য ফেরত দেয়া হবে
গ) আপীল যোগ্য নয় বিধায় আপীলটি না-মঞ্জুর হবে
ঘ) রিভিসন দায়েরের জন্য ফেরত দেয়া হবে
উত্তর: আপীল যোগ্য নয় বিধায় আপীলটি না-মঞ্জুর হবে
প্রশ্ন: ৫। কোনটি প্রমানের প্রয়োজন নেই-
ক) স্বীকৃত ঘটনাসমূহ
খ) রাষ্ট্র পক্ষের দাবী
গ) আসামীর দাবী
ঘ) সাক্ষীর সাক্ষ্য
উত্তর: স্বীকৃত ঘটনাসমূহ
প্রশ্ন: ৬। কোন ব্যক্তি যদি প্রতারণামূলকভাবে কাউকে ঠকাইবার উদ্দেশ্য ওজনে বা পরিমাপে অপ্রকৃত মানদন্ড ব্যবহার করিলে যে কোন বর্ণনার কারাদন্ড যাহার মেয়াদ ১ বৎসর কারাদন্ড বা অর্থদন্ড উভয় দন্ড হতে পারে ইহা দন্ডবিধির কোন ধারায়?
ক) ২৬৭ ধারায়
খ) ২৬৫ ধারায়
গ) ২৬৪ ধারায়
ঘ) ২৬৩ ধারায়
উত্তর: ২৬৫ ধারায়
প্রশ্ন: ৭। Limitation Act 1908 এর কোন কিছুই প্রযোজ্য হবে না-
ক) দেওয়ানী কার্যবিধির ১০৭ ধারার ক্ষেত্রে
খ) চুক্তি আইন, ১৮৭২ এর ২৫ ধারার ক্ষেত্রে
গ) দেওয়ানী কার্যবিধির ১১৫(২) ধারার ক্ষেত্রে
ঘ) দেওয়ানী কার্যবিধির ১১৫(১) ধারার ক্ষেত্রে
উত্তর: চুক্তি আইন, ১৮৭২ এর ২৫ ধারার ক্ষেত্রে
প্রশ্ন: ৮। কোন ক্ষেত্রে তামাদির আইন প্রযোজ্য নয়?
ক) বিধান বিবাহ-বিচ্ছেদ আইন (১৯৬৯ সালের ৪ নং আইন)
খ) সবগুলো
গ) ১৮৭২ সালের চুক্তি আইনের (১৮৭২ সালের ৯নং আইন)
ঘ) মূল ফৌজদারী মামলায়
উত্তর: সবগুলো
প্রশ্ন: ৯। বারিত না হলে আদালত সকল দেওয়ানী মামলার বিচার করবে, বিধানটি আছে-
ক) ১৩ ধারায়
খ) ৮ ধারায়
গ) ১১ ধারায়
ঘ) ৯ ধারায়
উত্তর: ৯ ধারায়
প্রশ্ন: ১০। কোনটি পদ্ধতিগত আইন নয়?
ক) সাক্ষ্য আইন
খ) তামাদি আইন
গ) S.R Act
ঘ) দেওয়ানী কার্যবিধি
উত্তর: S.R Act
প্রশ্ন: ১১। জেলা জজ এর নিকট হতে আপীল প্রত্যাহারের ক্ষমতা নিম্নের কোন আদালত প্রয়োগ করতে পারে?
ক) আপীল বিভাগ
খ) বিশেষ জজ আদালত
গ) সবগুলি
ঘ) হাইকোর্ট বিভাগ
উত্তর: হাইকোর্ট বিভাগ
প্রশ্ন: ১২। সরকার কর্তৃক কোন ব্যক্তি তার জমি হতে বেদখল হলে সে মামলা করতে পারে-
ক) স্থায়ী নিষেধাজ্ঞা
খ) স্বত্ব ঘোষণা ও দখল উদ্ধারের
গ) দখল উদ্ধারের
ঘ) কেবল স্বত্ব ঘোষণার
উত্তর: স্বত্ব ঘোষণা ও দখল উদ্ধারের
প্রশ্ন: ১৩। কোন এডভোকেট বার কাউন্সিলের অনুমতি ব্যতিত শিক্ষানবীশ নিতে পারবেন- [B.C.Exam-2013]
ক) ৩ জনের বেশী নয়
খ) ৪ জনের বেশী নয়
গ) ২ জনের বেশী নয়
ঘ) ৫ জনের বেশী নয়
উত্তর: ৪ জনের বেশী নয়
প্রশ্ন: ১৪। আসামী যদি আরোপিত অর্থদন্ড না দিয়ে কারা ভোগ করে, তবে নিম্নের কিরুপ আদেশ দেয়া যাবে-
ক) অর্থদন্ড ও মওকুফের আদেশ
খ) পুনরায় কারাদন্ডের আদেশ
গ) আদালত উপরের কোনো ক্ষেত্রেই আদেশ দিতে পারে না
ঘ) আইনদ্বারা নির্দিষ্ট মেয়াদের মধ্যে অর্থদন্ডাদানের আদেশ
উত্তর: আদালত উপরের কোনো ক্ষেত্রেই আদেশ দিতে পারে না
প্রশ্ন: ১৫। দেওয়ানি মামলায় সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার কত-
ক) সর্বোচ্চ ২ লক্ষ টাকা
খ) সর্বোচ্চ ৪ লক্ষ টাকা
গ) সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা
ঘ) সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা
উত্তর: সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা
প্রশ্ন: ১৬। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৮ ধারার মোকদ্দমার তামাদি মেয়াদ হল-
ক) ১৫ বছর
খ) ৬ বছর
গ) ৩ বছর
ঘ) ১২ বছর
উত্তর: ১২ বছর
প্রশ্ন: ১৭। অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী নিম্নের কে রেকর্ড করতে পারে?
ক) দায়রা জজ
খ) নির্বাহী ম্যাজিস্ট্রেট
গ) জেলা দায়রা জজ
ঘ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
উত্তর: মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
প্রশ্ন: ১৮। ক্রিমিনাল প্রসিডিউর কোড এর ১৬১ ধারায় রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দীততে স্বাক্ষর করবেন-
ক) সাক্ষ্য রেকর্ডকারী ম্যাজিস্ট্রেট
খ) সাক্ষ্য রেকর্ডকারী তদন্ত কর্মকর্তা
গ) নিযুক্তীয় আইনজীবী
ঘ) সাক্ষী নিজে
উত্তর: সাক্ষ্য রেকর্ডকারী তদন্ত কর্মকর্তা
প্রশ্ন: ১৯। সমনে তলবী ব্যক্তিকে পাওয়া না গেলে, তার পরিবারের কোন ধরনের ব্যক্তির বরাবর সমনের কপি দিতে হবে?
ক) ভৃত্য
খ) সাবালিকা যে কোন সদস্যের উপর
গ) সাবালক পুরুষ ব্যক্তির নিকট
ঘ) যে কোন ব্যক্তির নিকট
উত্তর: সাবালক পুরুষ ব্যক্তির নিকট
প্রশ্ন: ২০। জেলা জজ এর নিকট হতে মোকদ্দমা প্রত্যাহার করতে পারে-
ক) হাইকোর্ট বিভাগ
খ) আপীল বিভাগ
গ) সবগুলি
ঘ) বিশেষ ট্রাইবূনাল আদালত
উত্তর: হাইকোর্ট বিভাগ
প্রশ্ন: ২১। কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এর ৪৯১ ধারা অনুযায়ী হেবিয়াস কর্পাস প্রকৃতির নির্দেশনামূলক আদেশ প্রদানের ক্ষমতা কোন আদালতের এখতিয়ারভূক্ত?
ক) হাইকোর্ট বিভাগ
খ) আপিল বিভাগ
গ) জেলা জজ
ঘ) জেলা ম্যাজিস্ট্রেট
উত্তর: হাইকোর্ট বিভাগ
প্রশ্ন: ২২। A একটি জমির বৈধ দখলে আছে। প্রতিবেশী গ্রামবাসী উক্ত সম্পত্তির উপর দিয়ে চলাচলের অধিকার দাবী করে। A মামলা করতে পারে-
ক) অগ্রক্রয়ের
খ) ক্ষতিপূরণের
গ) ঘোষণার
ঘ) বন্টনের
উত্তর: ঘোষণার
প্রশ্ন: ২৩। প্রয়োজনীয় এবং যথাযুক্ত পক্ষ মোকদ্দমার পক্ষ না হলে তাকে কি বলে?
ক) কোনটিই নয়
খ) পক্ষভূত করণ
গ) অন্যান্য পক্ষ
ঘ) অসংযোগ
উত্তর: অসংযোগ
প্রশ্ন: ২৪। যে ক্ষেত্রে পেনাল কোড অনুসারে অর্থদন্ডের বিধান থাকে কিন্তু কত টাকা অর্থদন্ড দেওয়া যাবে সে বিষয়ে কোন উল্লেখ থাকে না, সেক্ষেত্রে সর্বোচ্চ অর্থদন্ডের পরিমান কত?
ক) দুই হাজার টাকা
খ) পাঁচ হাজার টাকা
গ) এক হাজার টাকা
ঘ) নিদিষ্ট সীমা নাই তবে অত্যাধিক হবে না
উত্তর: নিদিষ্ট সীমা নাই তবে অত্যাধিক হবে না
প্রশ্ন: ২৫। বার কাউন্সিলে কোন এডভোকেটের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্রের সাথে প্রদত্ত ফি এর পরিমাণ হবে-
ক) ৯০০ টাকা
খ) ২০০০ টাকা
গ) ১০০০ টাকা
ঘ) ৫০০ টাকা
উত্তর: ১০০০ টাকা