প্রশ্ন: ১। একাধিক আদালতের এখতিয়ারে স্থাবর সম্পত্তি থাকলে তাদের ভিতর যে কোন আদালতে মামলা করা যাবে, বিধানটি বর্নিত আছে-
ক) ১৫ ধারায়
খ) ১৮ ধারায়
গ) ১৭ ধারায়
ঘ) ১৬ ধারায়
উত্তর: ১৭ ধারায়
প্রশ্ন: ২। Penal Code অনুুযায়ী কোন ধারার অপরাধের জন্য মৃত্যুদন্ড দেয়া যাবে না?
ক) ৩৯৬
খ) ৩০৩
গ) ৩০৪
ঘ) ৩০২
উত্তর: ৩০৪
প্রশ্ন: ৩। ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারানুসারে পুলিশ ম্যাজিস্ট্রেটেরর আদেশ ছাড়া এবং ওয়ারেন্ট ব্যতিত কত প্রকারের ব্যক্তিকে গ্রেফতার করতে পারে?
ক) ৭ প্রকারের
খ) ৯ প্রকারের
গ) ৮ প্রকারের
ঘ) ৬ প্রকারের
উত্তর: ৯ প্রকারের
প্রশ্ন: ৪। ফৌজদারী মামলায় জরিমানা প্রদান করা হলে উহা কত দিন পরে আর আর আদায় করা যাবে না?
ক) ৬ বছর
খ) ১ বছর
গ) ৩ বছর
ঘ) কোন সময়সীমা নেই
উত্তর: ৬ বছর
প্রশ্ন: ৫। সাক্ষ্য আইনের কোন ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিচারক কোন সাক্ষীকে কোন প্রশ্ন করতে পারেন?
ক) ১৬৭ ধারা
খ) ১৫৭ ধারা
গ) ১৬৫ ধারা
ঘ) ১৫১ ধারা
উত্তর: ১৬৫ ধারা
প্রশ্ন: ৬। অগ্রক্রয়ের অধিকার বলবতের মামলা দায়েরের তামাদির মেয়াদ কত?
ক) ৩ মাস
খ) ৩ বছর
গ) ৬ বছর
ঘ) ১ বছর
উত্তর: ১ বছর
প্রশ্ন: ৭। দখলকারী ব্যক্তি কোন সম্পত্তি বা জিনিসের মালিক নয়-ইহা কে প্রমাণ করবে?
ক) যে ইহা দাবী করবে
খ) বাদী
গ) বিবাদী
ঘ) বাদী ও বিবাদী উভয়কে
উত্তর: যে ইহা দাবী করবে
প্রশ্ন: ৮। বিক্রয় রদ মামলা দায়েরের তামাদি মেয়াদ কত?
ক) ৬ বছর
খ) ৭ বছর
গ) ১ বছর
ঘ) ১২ বছর
উত্তর: ১ বছর
প্রশ্ন: ৯। নিম্নলিখিত কোন ক্ষেত্রে একটি দেওয়ানী আদালত উহার বিবেচনা মূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না?
ক) স্থায়ী নিষেধাজ্ঞা
খ) সবগুলো
গ) ঘোষণামূলক মোকদ্দমায়
ঘ) অগ্রক্রয় সংক্রান্ত মোকদ্দমায়
উত্তর: অগ্রক্রয় সংক্রান্ত মোকদ্দমায়
প্রশ্ন: ১০। প্রাথমিক সাক্ষ্যের বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় উল্লেখ আছে?
ক) ৬২ ধারায়
খ) ৫৫ ধারায়
গ) ৫৩ ধারায়
ঘ) ৫৯ ধারায়
উত্তর: ৬২ ধারায়
প্রশ্ন: ১১। মোকদ্দমা চলাকালীন কোন পক্ষের মৃত্যু হইলে কাহাদের পক্ষভূক্ত করতে হয়?
ক) সবগুলি
খ) মৃত ব্যক্তির নিকটাত্নীয় স্বজনদের
গ) মৃত ব্যক্তির শুধু ছেলেদের
ঘ) মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধিদের
উত্তর: মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধিদের
প্রশ্ন: ১২। বিনা টিকেটে ট্রেন ভ্রমনের অভিযোগে ‘রহিম’ অভিযুক্ত হয়। ‘রহিম’ এর টিকিট ছিল এ বিষয়টি প্রমানের দায়িত্ব-
ক) রহিম এর
খ) ট্রেনের স্টেশন মাস্টারের
গ) ট্রেন টিকেট চেকারের
ঘ) ট্রেনের গার্ডের
উত্তর: রহিম এর
প্রশ্ন: ১৩। কোন ব্যক্তি স্থাবর সম্পত্তি সংক্রান্ত একটি ঘোষণামূলক মোকদ্দমা করতে পারে যদি সম্পত্তিতে তার –
ক) আংশিক দখল থাকে
খ) দখল না থাকে
গ) একচ্ছত্র দখল থাকে
ঘ) প্রতীকী দখল থাকে
উত্তর: একচ্ছত্র দখল থাকে
প্রশ্ন: ১৪। দলিল বাতিলের মোকদ্দমার তামাদি মেয়াদ কত?
ক) ৬ মাস
খ) ৩ বছর
গ) ১ বছর
ঘ) ৬ বছর
উত্তর: ৩ বছর
প্রশ্ন: ১৫। আদালতের পরিদর্শনের জন্য যে সব দলিল উপস্থাপন করা হয় তাকে সাক্ষ্য আইনে কি বলা হয়?
ক) প্রাথমিক সাক্ষ্য
খ) মৌখিক সাক্ষ্য
গ) মাধ্যমিক সাক্ষ্য
ঘ) তাকে দালিলিক সাক্ষ্য
উত্তর: তাকে দালিলিক সাক্ষ্য
প্রশ্ন: ১৬। কোন জেলায় ফৌজদারী আদালতের ওয়ারেন্ট স্থানীয় অধিক্ষেত্র বহির্ভূত কোন মেট্রোপলিটন এলাকায় তামিলের জন্য নিম্নে কার নিকট প্রেরন করতে হবে?
ক) পুলিশ কমিশনার
খ) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
গ) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
ঘ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
উত্তর: পুলিশ কমিশনার
প্রশ্ন: ১৭। সুনিদির্ষ্ট প্রতিকার প্রার্থনা করা হয় কোন ধরনের মামলায়?
ক) সবগুলো
খ) আপীল ও রিভিশন মামলায়
গ) ফৌজদারী মোকদ্দমায়
ঘ) দেওয়ানী মূল মোকদ্দমায়
উত্তর: দেওয়ানী মূল মোকদ্দমায়
প্রশ্ন: ১৮। আদালতের কর্ম-সময়ের পর যে কোন জরুরী বিরোধীয় বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট আদালতের বিচারকের সাথে ক) একজন নিযুক্তীয় এডভোকেটের যোগাযোগ করার উপযুক্ত পন্থা হলো-
ক) বিচারকের সরকারী খাস কামরায় দেখা করা
খ) স্থানীয় বারের সভাপতিকে সাথে নিয়ে বিচারকের সাথে দেখা করা
গ) প্রতিপক্ষের এডভোকেটকে সাথে নিয়ে বিচারকের সাথে দেখা করা
ঘ) এ ধরনের যোগাযোগ করা হতে বিরত থাকা
উত্তর: এ ধরনের যোগাযোগ করা হতে বিরত থাকা
প্রশ্ন: ১৯। আসামীর বিরুদ্ধে চার্জ গঠনের পূর্বে প্রসিকিউসন কোন মামলা প্রত্যাহার করলে ফলাফল হবে-
ক) কোনটিই না
খ) আসামীর খালাস
গ) আসামীর মুক্তি
ঘ) আসামীর অব্যহতি
উত্তর: আসামীর অব্যহতি
প্রশ্ন: ২০। পুলিশকে আমল অযোগ্য অপরাধের তদন্তের নির্দেশ দিতে পারেন-
ক) ২য় শেণীর ম্যাজিস্ট্রেট
খ) হাইকোর্ট
গ) মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট
ঘ) ৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
উত্তর: মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট
প্রশ্ন: ২১। কোন মামলায় যে কোন পক্ষে একের অধিক এডভোকেট নিযুক্ত থাকলে, মামলা পরিচালনায় অধিকার থাকবে-
ক) নিযুক্তীয় এডভোকেটদের মধ্যে যে কোন একজন
খ) নিযুক্তীয় এডভোকেটদের মধ্যে যিনি সিনিয়র
গ) এডভোকেট যিনি সর্বপ্রথম নিযুক্ত
ঘ) এডভোকেট যিনি পক্ষ কর্তৃক মনোনীত
উত্তর: নিযুক্তীয় এডভোকেটদের মধ্যে যিনি সিনিয়র
প্রশ্ন: ২২। কত ধরনের আদালত দেওয়ানী আপিল আমলে নেওয়ার ও নিষ্পত্তি করার এখতিয়ার সম্পন্ন?
ক) ১ ধরনের
খ) ৪ ধরনের
গ) ৩ ধরনের
ঘ) ২ ধরনের
উত্তর: ২ ধরনের
প্রশ্ন: ২৩। তামাদি আইন অনুযায়ী দলিল বাতিল করার মামলা কত দিনের মধ্যে দায়ের করতে হয়?
ক) ১২ বছর
খ) ৩ বছর
গ) ৬ বছর
ঘ) ৮ বছর
উত্তর: ৩ বছর
প্রশ্ন: ২৪। কোন ব্যক্তি যদি দাবী করে দখলকারী ব্যক্তি সেই সম্পত্তি বা জিনিসের মালিক নয় তাহলে সেই ব্যক্তির উপর তা প্রমাণের দায়িত্ব ন্যস্ত হয় – ইহা সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে-
ক) ১১১ ধারায়
খ) ১০৯ ধারায়
গ) ১১০ ধারায়
ঘ) ১০১ ধারায়
উত্তর: ১১০ ধারায়
প্রশ্ন: ২৫। কোন মামলার কার্যক্রম বন্ধ করে অব্যহতি পাওয়া আসামির ক্ষেত্রে প্রযোজ্য হবে না কোন নীতিটি-
ক) মামলার বিচার
খ) ডাবল জিওপারডি
গ) পুনরায় মামলা
ঘ) সবগুলো
উত্তর: ডাবল জিওপারডি