প্রশ্ন: ১। একটি দেওয়ানী মামলায় কোন ঘটনা প্রমাণের জন্য সর্বনিম্ন যে ক’জন সাক্ষীর প্রয়োজন হয় তা-
ক) ৩ জন
খ) নিদির্ষ্ট সংখ্যক নহে
গ) ১ জন
ঘ) ৪ জন
উত্তর: ১ জন
প্রশ্ন: ২। দলিল বাতিলের মামলায় বাদীকে উক্ত দলিলের –
ক) পক্ষ থাকার প্রয়োজন নাই
খ) একজন সাক্ষী হতে হবে
গ) অবশ্যই পক্ষ থাকতে হবে
ঘ) কোনটিই না
উত্তর: পক্ষ থাকার প্রয়োজন নাই
প্রশ্ন: ৩। Cheating এর সংজ্ঞা পেনাল কোডের কোন ধারায় আছে?
ক) ৪১৫
খ) ৪১৭
গ) ৪২০
ঘ) ৪১৯
উত্তর: ৪১৫
প্রশ্ন: ৪। পৃথক বিচারের আদেশ দানে আদালতের ক্ষমতা সম্পর্কে কোন আইনে বলা হইয়াছে?
ক) অর্ডার ২ রুল ৩
খ) অর্ডার ২ রুল ৬
গ) অর্ডার ২ রুল ৫
ঘ) অর্ডার ২ রুল ৪
উত্তর: অর্ডার ২ রুল ৬
প্রশ্ন: ৫। মোকদ্দমা চলাকালীন সময় কোন পক্ষের মৃত্যু ঘটলে কি করিবেন?
ক) আরজি খারিজের আবেদন
খ) সবগুলি
গ) মোকাদ্দমা খারিজের আবেদন
ঘ) বৈধ প্রতিনিধিকে পক্ষভূক্ত করার আবেদন
উত্তর: বৈধ প্রতিনিধিকে পক্ষভূক্ত করার আবেদন
প্রশ্ন: ৬। ১ জুলাই ২০০৪ তারিখে একটি রেজিষ্ট্রীকৃত চুক্তির অনুকূলে সুনিদির্ষ্টভাবে চুক্তি বলবতের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আরজির সাথে জমা দেওয়া প্রয়োজন ছিল-
ক) চুক্তির অবশিষ্ট মূল্যের ২৫%
খ) অবশিষ্ট চুক্তিমূল্য
গ) চুক্তির অবশিষ্ট মূল্যের ৫০%
ঘ) কোন চুক্তি মূল্য দাখিল অপ্রয়োজনীয়
উত্তর: কোন চুক্তি মূল্য দাখিল অপ্রয়োজনীয়
প্রশ্ন: ৭। বিক্রয় রদ মোকদ্দমার তামাদি মেয়াদ কত?
ক) ৩ বছর
খ) ৬ বছর
গ) ৬ মাস
ঘ) ১ বছর
উত্তর: ১ বছর
প্রশ্ন: ৮। পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করতে পারে না?
ক) জামিন অযোগ্য অপরাধ
খ) জামিন যোগ্য অপরাধ
গ) আমল যোগ্য অপরাধ
ঘ) আমল অযোগ্য অপরাধ
উত্তর: আমল অযোগ্য অপরাধ
প্রশ্ন: ৯। সাধারণত গ্রেফতারি পরোয়ানা নির্দেশিত হয় –
ক) পুলিশ কমিশনার
খ) পুলিশের প্রতি
গ) নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রতি
ঘ) ম্যাজিস্ট্রেটের প্রতি
উত্তর: পুলিশের প্রতি
প্রশ্ন: ১০। মামলার পক্ষদ্বয়ের অপসংযোগ বলিতে কি বুঝেন?
ক) যাদের পক্ষ ভুক্ত করার প্রয়োজন ছিল কিন্তু করা হয় নাই
খ) সবগুলি
গ) যে পক্ষ মোকদ্দমার যথোপযুক্ত পক্ষ নয়
ঘ) যাদের পক্ষভূক্ত করার প্রয়োজন ছিল না কিন্তু করা হইয়াছে
উত্তর: যাদের পক্ষভূক্ত করার প্রয়োজন ছিল না কিন্তু করা হইয়াছে
প্রশ্ন: ১১। সিনিয়র সহকারী জজ এর রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ আপিল দায়ের করবে-
ক) হাইকোর্ট বিভাগে
খ) সুপ্রীম কোর্টে
গ) জেলা জজ আদালতে
ঘ) যুগ্ন জেলা জজ আদালতে
উত্তর: জেলা জজ আদালতে
প্রশ্ন: ১২। নিম্নলিখিত কোন ক্ষেত্রে একটি দেওয়ানী আদালত উহার বিবেচনা মূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে?
ক) চুক্তির সুনিদির্ষ্ট বাস্তবায়ন
খ) সবগুলো
গ) অস্থায়ী নিষেধাজ্ঞা
ঘ) ঘোষণামূলক মোকদ্দমা
উত্তর: সবগুলো
প্রশ্ন: ১৩। A বলে যে, B একটি অপরাধ করেছে। এখন A চায় আদালতের রায়ে B এর সাজা হোক। কোন বক্তব্যটি সঠিক?
ক) B কে অবশ্যই প্রমাণ করতে হবে যে, সে অপরাধটি করেনি
খ) A কে অবশ্যই প্রমাণ করতে হবে যে, B অপরাধটি করেনি
গ) আদালতকে অবশ্যই প্রমাণ করতে হবে যে, B অপরাধটি করেছে
ঘ) A কে অবশ্যই প্রমাণ করতে হবে যে, B অপরাধটি করেছে
উত্তর: A কে অবশ্যই প্রমাণ করতে হবে যে, B অপরাধটি করেছে
প্রশ্ন: ১৪। যখন এখতিয়ার সম্পন্ন একাধিক আদালত একই আপিল আদালতের অধীন হয় তখন ২২ ধারা অনুসারে মামলা স্থানান্তের কোন আদালতে মামলা করতে হবে?
ক) আপিল আদালতে
খ) কোনটিই নয়
গ) রিভিশনাল আদালতে
ঘ) হাইকোর্ট বিভাগে
উত্তর: আপিল আদালতে
প্রশ্ন: ১৫। দন্ডবিধি অনুযায়ী খুন হবে যদি –
ক) ঔষধ ভেবে বিষ খাওয়ানো হলে
খ) কোনটিই নয়
গ) চরম উত্তেজিত হয়ে আঘাত করা যার ফলে মৃত্যু হওয়া
ঘ) সংঘটনকারীর জানা থাকে যে এটি এমন বিপদজনক এটি সম্ভবত মৃত্যু ঘটাবে তার পরও সংঘন করা এবং মৃত্যু ঘটা
উত্তর: সংঘটনকারীর জানা থাকে যে এটি এমন বিপদজনক এটি সম্ভবত মৃত্যু ঘটাবে
প্রশ্ন: ১৬। মোট কয়টি ক্ষেত্রে নিন্দানীয় নর হত্যা খুন বলে গণ্য হতে পারে?
ক) ৪টি
খ) ৫টি
গ) ৬টি
ঘ) ২টি
উত্তর: ৪টি
প্রশ্ন: ১৭। কোন জেলার ফৌজদারী আদালতের ওয়ারেন্ট স্থানীয় অধিক্ষেত্রের বর্হিভূত কোন মেট্রোপলিটন এলাকায় তামিলের জন্য নিম্নের কার নিকট প্রেরন করতে হবে?
ক) পুলিশ কমিশনার
খ) চীফ মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট
গ) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
ঘ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
উত্তর: পুলিশ কমিশনার
প্রশ্ন: ১৮। পক্ষ সমহের অভাব বলিতে কি বুঝায়?
ক) যে পক্ষদ্বয়কে পক্ষভূত করিবার প্রয়োজন ছিল না কিন্তু করা হইয়াছে
খ) যে পক্ষদের পক্ষভূক্ত না করিলেও মোকদ্দমা চলিতে পারিত
গ) সবকয়টি
ঘ) যে পক্ষদ্বয়কে পক্ষভূক্ত করিবার প্রয়োজন ছিল কিন্তু করা হয়নি
উত্তর: যে পক্ষদ্বয়কে পক্ষভূক্ত করিবার প্রয়োজন ছিল কিন্তু করা হয়নি
প্রশ্ন: ১৯। কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ অনুুযায়ী মৃত্যুদন্ডাদেশ বহাল করেন-
ক) আপীল বাভাগ
খ) দায়রা জজ আদালত
গ) হাইকোর্ট বিভাগ
ঘ) অতিরিক্ত দায়রা জজ আদালত
উত্তর: হাইকোর্ট বিভাগ
প্রশ্ন: ২০। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা যায়?
ক) আরজি উপস্থাপনের দিন
খ) সবগুলো
গ) মামলার মধ্যবর্তী সময়ে
ঘ) মামলার শেষ পর্যায়ে
উত্তর: আরজি উপস্থাপনের দিন
প্রশ্ন: ২১। ফৌজদারী বিচার ব্যবস্থায় নিম্নের কোন আদালতের অন্তর্নিহিত ক্ষমতা (Inherent Power)আছে?
ক) আপীল বিভাগ
খ) দায়রা জজ আদালত
গ) মহানগর জজ আদালত
ঘ) হাইকোর্ট বিভাগ
উত্তর: হাইকোর্ট বিভাগ
প্রশ্ন: ২২। দেওয়ানী কার্যবিধি কোন অর্ডারে মামলার গঠন সম্পর্কে আলোচনা করা হইয়াছে?
ক) অর্ডার ৩
খ) অর্ডার ৬
গ) অর্ডার ৫
ঘ) অর্ডার ২
উত্তর: অর্ডার ২
প্রশ্ন: ২৩। দন্ডবিধি (Penal Code) প্রণীত হয় কত সালে?
ক) ১৮৭০ সালে
খ) ১৮৬০ সালে
গ) ১৯৯৮ সালে
ঘ) ১৮৮০ সালে
উত্তর: ১৮৬০ সালে
প্রশ্ন: ২৪। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ১২ ধারার মোকদ্দমায় তামাদি মেয়াদ কত?
ক) ১৪ বছর
খ) ১২ বছর
গ) ১ বছর
ঘ) ৩ বছর
উত্তর: ১ বছর
প্রশ্ন: ২৫। Penal Code এর কোন ধারায় Decoity এর সংজ্ঞা আছে?
ক) ৩৯০
খ) ৩৯১
গ) ৩৯৫
ঘ) ৩৯৪
উত্তর: ৩৯১