প্রশ্ন: ১। সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৯ ধারার অধীনে কোন মামলা দায়ের করা যাবে না-
ক) ব্যক্তি সংস্থার বিরুদ্ধে
খ) বে-সরকারী সংস্থার বিরুদ্ধে
গ) ব্যক্তি বিবাদীর বিরুদ্ধে
ঘ) সরকারের বিরুদ্ধে
উত্তর: সরকারের বিরুদ্ধে
প্রশ্ন: ২। চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলা দায়ের করতে হবে-
ক) ৩ বছর মধ্যে
খ) ১ বছর মধ্যে
গ) ৫ বছর মধ্যে
ঘ) ৬ বছর মধ্যে
উত্তর: ১ বছর মধ্যে
প্রশ্ন: ৩। তামাদি আইনের মূলনীতি হচ্ছে-
ক) আইন সেই ব্যক্তিকে সাহায্য করে যে নিজের অধিকার সম্পর্কে সচেতন
খ) সবগুলো
গ) সহজ ও সরল ব্যক্তিকে আইন নিরাপত্তা দিবে
ঘ) তাকেই আইন সাহায্য করে যে সময় সম্পর্কে সচেতন
উত্তর: আইন সেই ব্যক্তিকে সাহায্য করে যে নিজের অধিকার সম্পর্কে সচেতন
প্রশ্ন: ৪। আইন দ্বারা সংরক্ষিত স্বত্ব বা স্বার্থকে বলা হয়-
ক) Obligation
খ) Right
গ) Duty
ঘ) Specific performance
উত্তর: Right
প্রশ্ন: ৫। দেওয়ানী মামলার কোন পক্ষকে বাদ বা সংযুক্ত করার জন্য আদালত আদেশ দিতে পারেন –
ক) আপিলের আগে
খ) রিভিশনের আগে
গ) মামলার যে কোন পর্যায়ে
ঘ) রায়ের আগে
উত্তর: মামলার যে কোন পর্যায়ে
প্রশ্ন: ৬। ক’ এর প্ররোচনায় সরকারী কর্মচারী ‘খ’ তাহার জিম্মায় থাকা সরকারী টাকা আত্মসাৎ করিয়াছে ‘ক’ এর কি শাস্তি হইতে পারে?
ক) কোন শাস্তি হইবে না
খ) ‘খ’ এর সমান শাস্তি
গ) খ’ এর অর্ধেক শাস্তি
ঘ) খ’ এর দ্বিগুণ শাস্তি
উত্তর: ‘খ’ এর সমান শাস্তি
প্রশ্ন: ৭। মোকদ্দমা দায়ের করার কত কার্য দিবসের মধ্যে সমন ইস্যুকিরী কর্মকর্তা সমনজারীর পদক্ষেপ গ্রহন করবে?
ক) ৫ কার্য দিবসের মধ্যে
খ) ৩০ কার্য দিবসের মধ্যে
গ) ১৫ কার্য দিবসের মধ্যে
ঘ) ৭ কার্য দিবসের মধ্যে
উত্তর: ৫ কার্য দিবসের মধ্যে
প্রশ্ন: ৮। দন্ডবিধি অনুসারে কত বছরের কম বয়স্ক শিশুর কর্মকান্ড শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হইবে না।
ক) ১২ বছর
খ) ৯ বছর
গ) ৭ বছর
ঘ) ৮ বছর
উত্তর: ৯ বছর
প্রশ্ন: ৯। একজন পাবলিক প্রসিকিউটরের প্রাথমিক দায়িত্ব হলো-
ক) ন্যায়বিচার নিশ্চিত করা
খ) আসামীর সাজা নিশ্চিত করা
গ) আসামীর খালাস নিশ্চিত করা
ঘ) আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখা
উত্তর: ন্যায়বিচার নিশ্চিত করা
প্রশ্ন: ১০। দেওয়ানী কার্যবিধি কোথায় স্যুট রেজিষ্টার সম্পর্কে উল্লেখ করা হইয়াছে?
ক) অর্ডার ৪ রুল ২
খ) অর্ডার ৮ রুল ৩
গ) অর্ডার ৭ রুল ৪
ঘ) অর্ডার ৪ রুল ১
উত্তর: অর্ডার ৪ রুল ২
প্রশ্ন: ১১। সাক্ষ্য আইনের ২৭ ধারায় কোন বিষয় বর্ণিত আছে?
ক) এডভোকেট হিসাবে অন্তর্ভূক্তির যোগ্যতা
খ) চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর
গ) স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার হলে সাক্ষ্য হিসাবে গ্রহণীয়
ঘ) মৃত্যুদন্ড হ্রাস করণ
উত্তর: স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার হলে সাক্ষ্য হিসাবে গ্রহণীয়
প্রশ্ন: ১২। বিবাদী বাসস্থান আদালতের স্থানীয় এখতিয়ারের বাহিরে হইলে বিবাদী যেই প্রতিনিধির মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন তার উপর সমনজারী করিলে মালিকের উপর জারি করা হইয়াছে বলিয়া পরিগণিত হইবে ইহা কোন বিধান?
ক) অর্ডার ৫ রুল ৬
খ) অর্ডার ৫ রুল ২০
গ) অর্ডার ৫ রুল ৭
ঘ) অর্ডার ৫ রুল ১৩
উত্তর: অর্ডার ৫ রুল ১৩
প্রশ্ন: ১৩। ফৌজদারী কার্যবিধি অনুসারে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কত বছর?
ক) ৩ বছর
খ) ৪ বছর
গ) ৫ বছর
ঘ) ২ বছর
উত্তর: ২ বছর
প্রশ্ন: ১৪। দন্ডবিধি আনুযায়ী বেআইনী সমাবেশ (Unlawful Assembly) গঠনের কমপক্ষে কতজন ব্যক্তির উপস্থিত প্রয়োজন?
ক) ৫ জন
খ) ৬ জন
গ) ৩ জন
ঘ) ৪ জন
উত্তর: ৫ জন
প্রশ্ন: ১৫। চার্জ গঠন না করার ফলে ন্যায় বিচার বিঘ্নত হয় এক্ষেত্রে রিভিশন বা আপিল আদালত কি ধরনের সিদ্ধান্ত দিতে পারেন?
ক) কোনটিই নয়
খ) মামলা বাতিল
গ) দন্ডাদেশ বাতিল ও নতুন করে বিচার উভয়
ঘ) নতুন করে বিচার
উত্তর: দন্ডাদেশ বাতিল ও নতুন করে বিচার উভয়
প্রশ্ন: ১৬। কোন ধরনের বিবৃতি সর্বদা বিবৃতিদান কারীর বিরুদ্ধে যায়?
ক) Dying Deposition
খ) Dying Declaration
গ) Confession
ঘ) Admission
উত্তর: Confession
প্রশ্ন: ১৭। ফাইনাল রিপোর্ট এর বিরুদ্ধে করা অভিযোগকারীর নারাজি পিটিশন খারিজ হলে প্রতিকার কি?
ক) রিভিউ
খ) রিভিশন
গ) রেফারেন্স
ঘ) আপিল
উত্তর: রিভিশন
প্রশ্ন: ১৮। একটি সম্পত্তির নিলাম বিক্রয়ের কার্যক্রমে একজন এডভোকেট কোন পক্ষকে প্রতিনিধিত্ব করলে তিনি-
ক) সম্পত্তিটি নিজে ক্রয় করতে পারবেন
খ) পরিতোষিকের পরিবর্তে সম্পত্তিটি বেনামীতে ক্রয় করতে পাবেন
গ) সম্পত্তিটি বা তার কোন অংশ কোন ভাবেই ক্রয় করতে পারবেন না
ঘ) সম্পত্তিটি বেনামীতে ক্রয় করতে পারবেন
উত্তর: সম্পত্তিটি বা তার কোন অংশ কোন ভাবেই ক্রয় করতে পারবেন না
প্রশ্ন: ১৯। সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণকারীদের কোন কাজ প্রাসঙ্গিক বলে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যায়?
ক) ৯ ধারা
খ) ৫ ধারা
গ) ৮ ধারা
ঘ) ১০ ধারা
উত্তর: ১০ ধারা
প্রশ্ন: ২০। রাষ্ট্রপতির কত নম্বর আদেশ বলে বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠিত হয়?
ক) ৪৭
খ) ৪৬
গ) ৪৮
ঘ) ৪৫
উত্তর: ৪৬
প্রশ্ন: ২১। একটি Complaint Case প্রদত্ত খালাসের রায় প্রদানের কত দিনের মধ্যে Complaint আপীল করতে পারবে?
ক) ৩০ দিন
খ) ৬০ দিন
গ) ১৫ দিন
ঘ) ২১ দিন
উত্তর: ৬০ দিন
প্রশ্ন: ২২। সরকার বার কাউন্সিলের সচিব নিয়োগ দিবেন-
ক) আপিল বিভাগের বিচারক
খ) জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ
গ) অতিরিক্ত জেলা জজ
ঘ) জেলা জজ
উত্তর: জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ
প্রশ্ন: ২৩। সমনজারীর উদ্দেশ্য কি?
ক) বিবাদীকে অবহিত করা
খ) বিবাদীকে লিখিত অভিযোগ দাখিলের সুযোগ দেওয়া
গ) বিবাদীকে আদালতে হাজির হয়ে বাদীর দাবীর উত্তর প্রদান
ঘ) বাদী সম্পর্কে বিবাদীকে ধারণা প্রদান
উত্তর: বিবাদীকে আদালতে হাজির হয়ে বাদীর দাবীর উত্তর প্রদান
প্রশ্ন: ২৪। আইনগত অক্ষমতা কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য?
ক) মূল মামলা ও ডিক্রি জারী মামলার ক্ষেত্রে
খ) আপীলের ক্ষেত্রে
গ) রিভিউ এর ক্ষেত্রে
ঘ) রিভিশনের ক্ষেত্রে
উত্তর: মূল মামলা ও ডিক্রি জারী মামলার ক্ষেত্রে
প্রশ্ন: ২৫। CR Case এর ক্ষেত্রে কে খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে?
ক) পাবলিক প্রসিকিওটর
খ) পুলিশ
গ) সবগুলি
ঘ) অভিযোগকারী
উত্তর: অভিযোগকারী