প্রশ্ন: ১। কখন সমন জারী করার প্রয়োজন নেই?
ক) বিবাদী অসুস্থ থাকলে
খ) আরজি উপস্থাপনের সময় বিবাদী, বাদীর দাবী মেনে নিলে
গ) সবকটি
ঘ) বিবাদী দেশের বাইরে অবস্থান করলে
উত্তর: আরজি উপস্থাপনের সময় বিবাদী, বাদীর দাবী মেনে নিলে
প্রশ্ন: ২। কোনটি সময়ের দিক হইতে নিষেধাজ্ঞা?
ক) Perpetual Injunction
খ) Ad-interim Injunction
গ) Temporary Injunction
ঘ) সবগুলি
উত্তর: সবগুলি
প্রশ্ন: ৩। ইস্যুকৃত বা রেজিস্ট্রিকৃত কোন দলিল জাল ঘোষণার মোকদ্দমা করতে হবে কত সময়ের মধ্যে?
ক) ৬ মাস
খ) ৩ বছর
গ) ১২ বছর
ঘ) ৬ বছর
উত্তর: ৩ বছর
প্রশ্ন: ৪। আরজির মাধ্যমে মোকদ্দমা রুজু করিতে হইবে ইহা দেওয়ারী কার্যবিধির কোন বিধানে উল্লেখ করা হইয়াছে?
ক) ধারা ২৬ অর্ডার ৪ রুল ১
খ) ধারা ৭ অর্ডার ৫
গ) ধারা ৯ অর্ডার ৩
ঘ) ধারা ৪ অর্ডার ৬
উত্তর: ধারা ২৬ অর্ডার ৪ রুল ১
প্রশ্ন: ৫। একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের রাষ্টদ্রোহিতা ব্যতীত অন্য সকল অপরাধের দন্ডাদেশের বিরুদ্ধে কোন আদালতে আপীল করতে হবে?
ক) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
খ) দায়রা আদালত
গ) হাইকোর্ট বিভাগ
ঘ) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
উত্তর: দায়রা আদালত
প্রশ্ন: ৬। কেবল অপর পক্ষকে হয়রানীর লক্ষ্যে কোন পক্ষ একটি দেওয়ানী মামলা করতে ইচ্ছুক- এক্ষেত্রে একজন এডভোকেট-
ক) নিযুক্তীয় এডভোকেট হিসাবে মামলাটি পরিচালনা করবেন
খ) বিরুদ্ধ পক্ষের এডভোকেটকে সাহায্য করবেন
গ) মামলাটি পরিচালনা করতে অস্বীকার করবেন
ঘ) আদালতের অনুমতি নিয়ে মামলাটি গ্রহণ করবেন
উত্তর: মামলাটি পরিচালনা করতে অস্বীকার করবেন
প্রশ্ন: ৭। সুনিদির্ষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে-
ক) বাটোয়ারা ডিক্রি প্রদানের মাধ্যমে
খ) রিসিভার নিয়োগের মাধ্যমে
গ) অগ্রক্রয়ের মাধ্যমে
ঘ) আইনজীবী কমিশনার নিয়োগের মাধ্যমে
উত্তর: রিসিভার নিয়োগের মাধ্যমে
প্রশ্ন: ৮। মালিকের অনুমতি নিয়ে ‘ক’ একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে। এ ক্ষেত্রে আইনগত বাধাকে কী বলে?
ক) ভুলক্রমে স্বীকৃতি
খ) স্ব-কার্যজনিত বাধা
গ) স্বীকৃতি
ঘ) মৌনসম্মতি
উত্তর: স্ব-কার্যজনিত বাধা
প্রশ্ন: ৯। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপিল করতে হয়?
ক) ১২০ দিন
খ) ৯০ দিন
গ) ৭ দিন
ঘ) ৬০ দিন
উত্তর: ৯০ দিন
প্রশ্ন: ১০। দেওয়ানী মামলা স্থানান্তর বা প্রত্যাহার করার সাধারণ ক্ষমতা সম্পর্কিত বিধানটি কোথায় আছে?
ক) ৩০ ধারায়
খ) ২৬ ধারায়
গ) ২৫ ধারায়
ঘ) ২৪ ধারায়
উত্তর: ২৪ ধারায়
প্রশ্ন: ১১। সাক্ষ্য আইনের কোন ধারায় প্রমাণের দায়িত্ব সংক্রান্ত বিধানের উল্লেখ আছে?
ক) ৯৩ ধারায়
খ) ১০১ ধারায়
গ) ৯৮ ধারায়
ঘ) ৯৬ ধারায়
উত্তর: ১০১ ধারায়
প্রশ্ন: ১২। শিশু বা উম্মাদ ব্যক্তিকে আত্মহত্যার সহায়তায় শাস্তি কোন ধারায়?
ক) ৩০৪ ধারায়
খ) ৩০৬ ধারায়
গ) ৩০৭ ধারায়
ঘ) ৩০৫ ধারায়
উত্তর: ৩০৫ ধারায়
প্রশ্ন: ১৩। দন্ডবিধিতে কোনটি অনুমোদিত সাজা নয়-
ক) জরিমানা
খ) সম্পত্তি বাজেয়াপ্ত করন
গ) কারাদন্ড
ঘ) বেত্রাঘাত
উত্তর: বেত্রাঘাত
প্রশ্ন: ১৪। কোন সনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের পদ সৃষ্টি করা হয়?
ক) ২০০৭
খ) ২০০৩
গ) ২০০৫
ঘ) ২০০৮
উত্তর: ২০০৭
প্রশ্ন: ১৫। তামাদি শব্দের আভিধানিক অর্থ বলতে কি বুঝায়?
ক) নতুন সৃষ্টি হওয়া
খ) বাধা প্রাপ্ত হওয়া
গ) বাধা প্রাপ্ত হওয়া এবং বিলুপ্ত হওয়া
ঘ) বিলুপ্ত হওয়া
উত্তর: বাধা প্রাপ্ত হওয়া এবং বিলুপ্ত হওয়া
প্রশ্ন: ১৬। দোষ স্বীকার করার পর শাস্তির আদেশের বিরুদ্ধে আসামীর প্রতিকার কি?
ক) আপিল
খ) কোনটিই নয়
গ) রিভিশন
ঘ) রিভিউ
উত্তর: রিভিশন
প্রশ্ন: ১৭। নিম্নবর্ণিত অভিব্যক্তিগুলির মধ্যে কোনটি দন্ডবিধিতে উল্লেখিত আছে এবং তাহা Mens rea কে নির্দেশ করে?
ক) Criminal mind
খ) Guilty mind
গ) Dishonestly
ঘ) Good faith
উত্তর: Guilty mind
প্রশ্ন: ১৮। যে সকল ঘটনা বিচার্য একই কার্যের অংশ সেই গুলি প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে?
ক) ৬ ধারা
খ) ১০ ধারা
গ) ৭ ধারা
ঘ) ৯ ধারা
উত্তর: ৬ ধারা
প্রশ্ন: ১৯। সাক্ষ্য আইনের কোন ধারায় অভিন্ন অভিপ্রায়ের কথা বলা আছে?
ক) ১২ ধারায়
খ) ১১ ধারায়
গ) ৯ ধারায়
ঘ) ১০ ধারায়
উত্তর: ১০ ধারায়
প্রশ্ন: ২০। নালিশ প্রত্যাহার করলে ম্যাজিস্ট্রেট কি আদেশ দিতে পারে?
ক) অব্যাহতি
খ) কোনটিই নয়
গ) মুক্তি
ঘ) খালাস
উত্তর: খালাস
প্রশ্ন: ২১। প্লিডার নিয়োগ এর কথা আছে-
ক) বিধি-১ আদেশ ৫
খ) বিধি-২ আদেশ ৩
গ) বিধি-৩ আদেশ ৭
ঘ) বিধি-৪ আদেশ ৩
উত্তর: বিধি-৪ আদেশ ৩
প্রশ্ন: ২২। সরকার অপর্যাপ্ত দন্ডাদেশের বিরুদ্ধে আপিল করবে-
ক) হাইকোর্ট বিভাগে
খ) মহানগর দায়রা জজ আদালতে
গ) অতিরিক্ত দায়রা জজ আদালতে
ঘ) দায়রা জজ আদালতে
উত্তর: হাইকোর্ট বিভাগে
প্রশ্ন: ২৩। কখন সমন জারি করার প্রয়োজন হবে না যদি?
ক) আরজি পেশ করার সময়ে বিবাদী হাজির হয়ে বাদীর দাবী স্বীকার করে
খ) যদি বিবাদী মারা যায়
গ) কোনটিই নয়
ঘ) বিবাদী আদালতের এখতিয়ারের বাইরে বসবাস করিলে
উত্তর: আরজি পেশ করার সময়ে বিবাদী হাজির হয়ে বাদীর দাবী স্বীকার করে
প্রশ্ন: ২৪। প্রত্যেক সমনের সাথে অবশ্যই পাঠাতে হবে?
ক) কজ অব অ্যাকশন
খ) আরজির ফটোকপি বা সংক্ষিপ্ত বিবৃতি
গ) বাদীর বিবরণ
ঘ) সবগুলি
উত্তর: আরজির ফটোকপি বা সংক্ষিপ্ত বিবৃতি
প্রশ্ন: ২৫। বেপোরোয়া গাড়ী চালাইয়া হত্যা করিলে শাস্তি কি?
ক) ১০ বছর কারাদন্ড ও অর্থদন্ড
খ) ৫ বছর কারাদন্ড ও জরিমানা
গ) ৩ বছর কারাদন্ড ও অর্থদন্ড
ঘ) ৩ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়বিধ দন্ডে দন্ডিত হইবে
উত্তর: ৩ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়বিধ দন্ডে দন্ডিত হইবে