Audio Test-116

প্রশ্ন: ১। অর্থ আদায়ের মামলায় কোন পক্ষ Set Off দাবী করবে?
ক) বাদী এবং বিবাদী উভয়
খ) বিবাদী
গ) সবগুলো
ঘ) বাদী

উত্তর: বিবাদী

প্রশ্ন: ২। Complaint বলতে বুঝায়-
ক) দায়রা জজের নিকট দায়েরকৃত অভিযোগ
খ) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দায়েরকৃত অভিযোগ
গ) জেলা ম্যাজিস্ট্রেটের নিকট দায়েরকৃত অভিযোগ
ঘ) পুলিশ অফিসারের নিকট দায়েরকৃত অভিযোগ

উত্তর: জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দায়েরকৃত অভিযোগ

প্রশ্ন: ৩। পুলিশের নিকট আসামীর স্বীকারোক্তি কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হইবে?
ক) নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে
খ) স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার
গ) ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে
ঘ) স্বীকারোক্তি স্বেচ্ছামূলক হলে

উত্তর: স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার

প্রশ্ন: ৪। বিবাদী তার জবাবে বাদীর দাবী সুষ্পষ্টভাবে অস্বীকার করবে ইহা কোন আইনের বিধান?
ক) অর্ডার ৮ রুল ৬
খ) অর্ডার ৮ রুল ৫
গ) অর্ডার ৮ রুল ৪
ঘ) অর্ডার ৮ রুল ৮

উত্তর: অর্ডার ৮ রুল ৫

প্রশ্ন: ৫। দন্ডাদেশ প্রদানের পরবর্তী কত বছরের মধ্যে অর্থদন্ড আদায়যোগ্য?
ক) ৫ বছরের মধ্যে
খ) ১২ বছরের মধ্যে
গ) ৬ বছরের মধ্যে
ঘ) ৩ বছরের মধ্যে

উত্তর: ৬ বছরের মধ্যে

প্রশ্ন: ৬। এডভোকেট শিক্ষানবিশের চুক্তিপত্রে মিথ্যা তথ্য বা মিথ্যা সার্টিফিকেট দিলে দায়ী হবেন-
ক) ২০০০ টাকা জরিমানা
খ) ৬ মাসের জেল
গ) পেশাগত অসদাচরনের
ঘ) ৫০০ টাকা জরিমানার

উত্তর: পেশাগত অসদাচরনের

প্রশ্ন: ৭। দন্ডবিধির নিচের কোন ধারার একমাত্র শাস্তি মৃত্যুদন্ড?
ক) ৩০২ ধারা
খ) ২৯৯ ধারা
গ) ৩০৩ ধারা
ঘ) ৩০৪ ধারা

উত্তর: ৩০৩ ধারা

প্রশ্ন: ৮। জনশ্রুত সাক্ষ্য গ্রহণযোগ্য হয় সাক্ষ্য আইনের কোন বিধান বলে?
ক) ৩৪ ধারা
খ) ৩৩ ধারা
গ) ৩২ এবং ৩৩ ধারা
ঘ) ৩২ ধারা

উত্তর: ৩২ এবং ৩৩ ধারা

প্রশ্ন: ৯। বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটালে যে অপরাধ হয় তা-
ক) অ-জামিনযোগ্য
খ) জামিনযোগ্য
গ) তফসিল বহির্ভূত
ঘ) তফসিলভুক্ত

উত্তর: জামিনযোগ্য

প্রশ্ন: ১০। অর্থ আদায়ের মামলায় তামাদিকাল ৩ বৎসর ইহা তামাদি আইনের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
ক) অনুচ্ছেদ ১৬
খ) অনুচ্ছেদ ৫৬
গ) অনুচ্ছেদ ৫৫
ঘ) অনুচ্ছেদ ৫৮

উত্তর: অনুচ্ছেদ ৫৮

প্রশ্ন: ১১। ‘ক’ একজন সাক্ষী হিসাবে ম্যাজিষ্ট্রেট ‘খ’ এর সম্মুখে উপস্থিত হয়। ‘খ’ বলেন যে তিনি ‘ক’ এর সাক্ষ্যের এক শব্দও বিশ্বাস করেন না এবং ‘ক’ মিথ্যা শপথ করিয়াছে। এই সকল কথায় ‘ক’ আকস্মিক ক্রোধে উদ্দীপ্ত হইয়া ‘খ’ কে হত্যা করে। ‘ক’ এর অপরাধ –
ক) হত্যা
খ) নিন্দানীয় নরহত্যা
গ) নরহত্যা
ঘ) খুন

উত্তর: খুন

প্রশ্ন: ১২। যখন ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহন করেন, তখন আসামী-
ক) খালাস পেতে পারে
খ) দন্ড পেতে পারে
গ) অব্যহতি পেতে পারে
ঘ) মুক্তি পেতে পারে

উত্তর: অব্যহতি পেতে পারে

প্রশ্ন: ১৩। বার কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছে-
ক) সংসদে বিল পাসের মাধ্যমে
খ) সরকারের মাধ্যমে
গ) সংবিধানের মাধ্যমে
ঘ) রাষ্টপতি আদেশের মাধ্যমে

উত্তর: রাষ্টপতি আদেশের মাধ্যমে

প্রশ্ন: ১৪। কখন অভিযোগকারীকে ম্যাজিস্ট্রেট কর্তৃক পরীক্ষার প্রয়োজন হয়?
ক) অভিযোগকারী লিখিতভাবে নালিশ করলে
খ) অভিযোগকারী মৌখিকভাবে নালিশ করলে
গ) আদালত বা সরকারী কর্মকর্তা সরকারী কর্তব্য সম্পাদনের সময় লিখিতভাবে নালিশ করলে
ঘ) সবগুলো

উত্তর: সবগুলো

প্রশ্ন: ১৫। কোন ব্যক্তি বিবাদী পক্ষ তার লিখিত জবাব দাখিল করবে সর্বোচ্চ –
ক) ৪ মাসের মধ্যে
খ) ২ মাসের মধ্যে
গ) ৩ মাসের মধ্যে
ঘ) ১ মাসের মধ্যে

উত্তর: ২ মাসের মধ্যে

প্রশ্ন: ১৬। দেওয়ানী কার্যবিধির কোন বিধানে আরজির পার্টিকুলাস বর্ণিত আছে?
ক) বিধি-২, আদেশ-৭
খ) বিধি-৩, আদেশ-৭
গ) বিধি-২, আদেশ-৮
ঘ) বিধি-১, আদেশ-৭

উত্তর: বিধি-১, আদেশ-৭

প্রশ্ন: ১৭। দন্ডবিধির কত ধারায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষাধিকার সংরক্ষণ করা হইয়াছে?
ক) ৫৪ ধারায়
খ) ৫৫ক ধারায়
গ) ৫৫ ধারায়
ঘ) ৫৬ ধারায়

উত্তর: ৫৫ক ধারায়

প্রশ্ন: ১৮। তামাদি আইনের কত ধারায় তামাদির মেয়াদ গণনায় প্রতারণার ফলাফল আলোচনা করা হয়েছে?
ক) ১৯ ধারা
খ) ১৫ ধারা
গ) ১৪ ধারা
ঘ) ১৮ ধারা

উত্তর: ১৮ ধারা

প্রশ্ন: ১৯। আইনানুগ অভিভাবকত্ব হতে কত বছরের কমবয়সী নাবালিকাকে অপহরণ করলে তা হবে মনুষ্য হরণ?
ক) ১৪ বছরের
খ) ১৮ বছরের
গ) ১২ বছরের
ঘ) ১৬ বছরের

উত্তর: ১৬ বছরের

প্রশ্ন: ২০। সকল ধরনের স্বত্বেরর মামলা-
ক) অর্থের মামলা
খ) স্বত্বের মামলা
গ) ফৌজদারী মামলা
ঘ) দেওয়ানী মামলা

উত্তর: দেওয়ানী মামলা

প্রশ্ন: ২১। দায়রা জজ অভিযোগ গঠন করে কত ধারায়?
ক) ২৬৫(ঘ) ধারায়
খ) ২৬৫(খ) ধারায়
গ) ২৬৫(ক) ধারায়
ঘ) ২৬৫(ঙ) ধারায়

উত্তর: ২৬৫(ঘ) ধারায়

প্রশ্ন: ২২। দন্ডবিধি অনুসারে কোন শাস্তিটি বৈধ নহে?
ক) নির্জন কারাবাস
খ) সম্পত্তি
গ) যাবজ্জীবন কারাদন্ড বিনাশ্রম
ঘ) মৃত্যুদন্ড

উত্তর: যাবজ্জীবন কারাদন্ড বিনাশ্রম

প্রশ্ন: ২৩। পুলিশ তদন্তের স্বার্থে সাক্ষীর জবানবন্দি রেকর্ড করতে পারে কোন ধারায়-
ক) ১৬৫ ধারায়
খ) ১৬৪ ধারায়
গ) ১৬২ ধারায়
ঘ) ১৬১ ধারায়

উত্তর: ১৬১ ধারায়

প্রশ্ন: ২৪। কোন সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়?
ক) অন্যের নিকট শোনা সাক্ষ্য
খ) অবস্থাগত সাক্ষ্য
গ) দেখার ভিক্তিতে প্রদত্ব সাক্ষ্য
ঘ) গৌণ সাক্ষ্য

উত্তর: অন্যের নিকট শোনা সাক্ষ্য

প্রশ্ন: ২৫। তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে নিম্নলিখিত কোন সময়টি বাদ যাবে?
ক) মামলা বা ডিক্রি জারীর দরখাস্ত কার্যক্রম স্থগিতের সময়
খ) ডিক্রি জারীর সময়
গ) সবকয়টি
ঘ) ডিক্রি প্রস্তুতের সময়

উত্তর: মামলা বা ডিক্রি জারীর দরখাস্ত কার্যক্রম স্থগিতের সময়

নিউজঃ