Audio Test-118
প্রশ্ন: ১। কোন ব্যক্তি তাহার জমি হইতে সরকার কর্তৃক বেদখল হইলে মোকদ্দমা করিতে পারে-
ক) দখল পুনরুদ্ধারের
খ) স্বত্ব ঘোষণা ও দখল উদ্ধারের
গ) স্বত্ব ঘোষণার
ঘ) নিষেধাজ্ঞার
উত্তর: স্বত্ব ঘোষণা ও দখল উদ্ধারের
প্রশ্ন: ২। বোবা সাক্ষী যোগ্য সাক্ষী হতে পারে ইহা সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?
ক) ১১৯ ধারা
খ) ১৩৭ ধারা
গ) ১২০ ধারা
ঘ) ১৪০ ধারা
উত্তর: ১১৯ ধারা
প্রশ্ন: ৩। মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি না হলে মামলাটির করনীয় কি হবে?
ক) কোনটি না
খ) মোকদ্দমার বিচার আরম্ভ হবে
গ) মোকদ্দমা খারিজ হবে
ঘ) মোকদ্দমা বাতিল হবে
উত্তর: মোকদ্দমার বিচার আরম্ভ হবে
প্রশ্ন: ৪। কোন ব্যক্তি মিথ্যা এজহার করিলে তাহার শাস্তির বিধান দন্ডবিধির কোন ধারায় উল্লেখ আছে?
ক) ২১১ ধারা
খ) ২২০ ধারা
গ) ৩০৫ ধারা
ঘ) ৪১২ ধারা
উত্তর: ২১১ ধারা
প্রশ্ন: ৫। সময় অনুযায়ী সাক্ষী উপস্থিত না হলে কারন দর্শবার সুযোগ দিয়ে আদালত অনধিক কত টাকা জরিমানা করতে পারে?
ক) ৫০০ টাকা
খ) ২৫০ টাকা
গ) ৩০০টাকা
ঘ) ১০০ টাকা
উত্তর: ২৫০ টাকা
প্রশ্ন: ৬। একজন অভিযোগকারীকে ম্যাজিস্ট্রেট কর্তৃক পরীক্ষা করার প্রয়োজন হয় না, যদি অভিযোগকারী হয় একটি
ক) বার সমিতি
খ) আদালত
গ) বার কাউন্সিল
ঘ) আর্থিক প্রতিষ্ঠান
উত্তর: আদালত
প্রশ্ন: ৭। সমন বিনা জারীতে ফেরত আসার কত দিনের মধ্যে বাদী পদক্ষেপ না নিলে মামলা খারিজ হবে?
ক) ৩ মাস
খ) ২ মাস
গ) ১ মাস
ঘ) ৪ মাস
উত্তর: ১ মাস
প্রশ্ন: ৮। মালিকের অনুমতি নিয়ে ‘ক’ একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে। এই ক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে?
ক) স্ব-কার্যজনিত বাধা (Estoppel)
খ) মৌণসম্মতি (Acquiescence)
গ) দাবি ত্যাগ (Waiver)
ঘ) স্বীকৃতি ( Admission)
উত্তর: স্ব-কার্যজনিত বাধা (Estoppel)
প্রশ্ন: ৯। অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল কি?
ক) তামাদির মেয়াদ অপরিবর্তিত থাকে
খ) সবগুলো
গ) চুক্তিভঙ্গ প্রতি মুহূর্তে নতুন করে তামাদির মেয়াদ গণনা করা শুরু হতে থাকে
ঘ) চুক্তিভঙ্গ প্রতি মুহূর্তে নতুন করে তামাদির মেয়াদ গণানা স্থগিত থাকে
উত্তর: চুক্তিভঙ্গ প্রতি মুহূর্তে নতুন করে তামাদির মেয়াদ গণনা করা শুরু হতে থাকে
প্রশ্ন: ১০। দায়রা জজ কে কত দিনের মধ্যে বিচার শেষ করতে হয়-
ক) ১৯০ দিন
খ) ৩৬০ দিন
গ) ৩৫০ দিন
ঘ) ১৮০ দিন
উত্তর: ৩৬০ দিন
প্রশ্ন: ১১। ৩৬০ দিনের মধ্যে দায়রা জজ মামলার বিচার শেষ না করতে পারলে তাহার ফলাফল কি হবে?
ক) কেনটিই নয়
খ) আসামি জামিনে মুক্তি পাবে
গ) আসামি অব্যাহতি পাবে
ঘ) আসামি খালাস পাবে
উত্তর: আসামি জামিনে মুক্তি পাবে
প্রশ্ন: ১২। শুনানীর দিনে বাদী উপস্থিত হইলে আদালত একতরফা শুনানীর জন্য দিন ধার্য করিবে ইহা কোন ধারার বিধান?
ক) অর্ডার ৯ রুল ৫
খ) অর্ডার ৯ রুল ৭
গ) অর্ডার ৯ রুল ৬
ঘ) অর্ডার ৯ রুল ৮
উত্তর: অর্ডার ৯ রুল ৬
প্রশ্ন: ১৩। দেওয়ানী মামলায় শুনানীর দিনে বাদী ও বিবাদী উভয় অনুপস্থিত থাকিলে কি হইবে?
ক) একতরফা শুনানীর জন্য আদেশ হবে
খ) আদালত বাদী ও বিবাদীর প্রতি সমন দিবেন
গ) আদালত নিজ উদ্দোগে মোকদ্দমা চালু রাখবে
ঘ) মোকদ্দমা খারিজ হইবে
উত্তর: মোকদ্দমা খারিজ হইবে
প্রশ্ন: ১৪। ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারানুসারে একজন আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী লিপিবদ্ধ করার ক্ষমতা কার?
ক) জেলা ম্যাজিস্ট্রেট
খ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
গ) মেট্রোপলিটন জজ
ঘ) নির্বাহী ম্যাজিস্ট্রেট
উত্তর: মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
প্রশ্ন: ১৫। তামাদি আইনের ৫ ধারায় তামাদি মওকুফের জন্য যে সকল বিষয় দরখাস্তকারীকে প্রমাণ করতে হবে-
ক) সরল বিশ্বাসে বিলম্বের ব্যাখ্যা
খ) যথেষ্ট কারণ
গ) সবগুলি
ঘ) বিলম্বের সন্তোষজনক ব্যাখ্যা
উত্তর: সবগুলি
প্রশ্ন: ১৬। তামাদির মেয়াদ সম্পর্কে তামাদি আইনের তফসিলে কোন বিধান না থাকলে তখন মামলা দায়েরের তামাদির মেয়াদ কত?
ক) ৬ মাস
খ) ২ বছর
গ) ৩ বছর
ঘ) ৬ বছর
উত্তর: ৬ বছর
প্রশ্ন: ১৭। সাক্ষ্য আইন অনুসারে ৩০ বছরের পুরোনো একটি দলিলের সম্পাদন ও বিষয়বস্তুুকে আদালত সঠিক মনে করবে,যদি দলিলটি-
ক) গণস্বার্থ সংশ্লিষ্ট হয়
খ) স্ট্যাম্পযুক্ত হয়
গ) রেজিষ্ট্রিকৃত হয়
ঘ) সঠিক ব্যক্তির দখল থেকে আসে
উত্তর: সঠিক ব্যক্তির দখল থেকে আসে
প্রশ্ন: ১৮। একতরফা ডিক্রি সরাসরি রহিতের আবেদনপত্র দাখিল করতে হবে?
ক) সত্যপাঠ সহকারে
খ) শপথপূর্বক
গ) এফিডেভিট সহকারে
ঘ) কোনটিই নয়
উত্তর: এফিডেভিট সহকারে
প্রশ্ন: ১৯। নিবন্ধন কমিটির সভাপতি কে নিয়োগ দেন?
ক) প্রধান বিচারপতি
খ) রাষ্টপতি
গ) সারকার বা রাষ্টপতি
ঘ) সরকার
উত্তর: প্রধান বিচারপতি
প্রশ্ন: ২০। একতরফা ডিক্রি রদের আদেশ লাভের জন্য বিবাদী দরখাস্ত দাখিল করবে কত দিনের মধ্যে?
ক) ৩০ দিন
খ) ৬০ দিন
গ) ১৫ দিন
ঘ) ৯০ দিন
উত্তর: ৩০ দিন
প্রশ্ন: ২১। কত বছরের কম বয়স্ক স্ত্রীর সাথে স্বামী দৈহিক মিলন ঘটাইলে তাহা ধর্ষণ বলে গণ্য হবে?
ক) ১৬ বছরের কম
খ) ১৩ বছরের কম
গ) ১৮ বছরের কম
ঘ) ১৪ বছরের কম
উত্তর: ১৩ বছরের কম
প্রশ্ন: ২২। দেওয়ানী আদালত কর্তৃক স্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রি প্রচারের ক্ষমতা-
ক) বিবেচনামূলক
খ) নির্দেশনামূলক
গ) বাধ্যতামূলক
ঘ) কোনটিই নয়
উত্তর: বিবেচনামূলক
প্রশ্ন: ২৩। মৃত্যুদন্ডে দন্ডনীয় কোন অপরাধের তদন্ত যদি ১২০ দিনের মধ্যে সমাপ্ত না হয়, তবে আসামী-
ক) শাস্তি ভোগ করতে পারে
খ) দন্ডিত হতে পারে
গ) অব্যাহতি পেতে পারে
ঘ) জামিনে মুক্তি পেতে পারে
উত্তর: জামিনে মুক্তি পেতে পারে
প্রশ্ন: ২৪। যেই কাজ দ্বারা ক্ষতি হয় না, ক্ষতি হয় কাজের ফলে- তখন তামাদির মেয়াদ শুরু হয় কোন ধারা অনুযায়ী-
ক) ২৪ ধারা
খ) ২০ ধারা
গ) ২৩ ধারা
ঘ) ২৫ ধারা
উত্তর: ২৪ ধারা
প্রশ্ন: ২৫। এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা চলমান থাকলে তা নিয়ে পুনরায় মামলা দায়ের করা যায় না – কোন ধারার বিধান?
ক) ১৩ ধারার
খ) ১১ ধারার
গ) ৮ ধারার
ঘ) ১০ ধারার
উত্তর: ১০ ধারার