প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে

জি.আর, মামলায় খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল না করলে সংবাদদাতার প্রতিকার হচ্ছে- (GR: If the state does not appeal against the acquittal order in the case, the reporter is being remedied.)
আত্মহত্যার জন্য প্ররোচনা শাস্তি কত ধারায়? (What is the punishment for incitement to suicide?)
কখন আরজি সংশোধনের আবেদন করতে হবে? (When to apply for RG amendment?)
রফিক' হত্যার উদ্দেশ্য 'শফিক' এর প্রতি গুলি ছোড়ে গুলি লক্ষ ভ্রষ্ট হয়। এই ক্ষেত্রে রফিক এর অপরাধ কি হইবে? (Rafiq's aim was to kill 'Shafiq'. What will be Rafiq's crime in this case?)
২৬০ ধারা মতে কে সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা প্রয়োগ করতে পারেন? (Who can exercise the power of summary judgment under Article 260?)
দেওয়ানি মামলায় কোনটি রক্ষণীয়? (Which is defensive in civil cases?)
প্রতিটি দস্যুতায় রয়েছে- (Each robbery contains-)
ফৌজদারী মামলায় আত্মরক্ষমূলক পরিস্থিতির দাবি উঠলে তা প্রমানের দায়িত্ব? (Is it the responsibility to prove self-defense in criminal cases?)
নিম্নে সাক্ষ্য গ্রহণের কোন ক্রমটি সঠিক? (Which of the following is the correct order of taking evidence?)
"বিশেষ আইনের ক্ষেত্রে তামাদির সময়সীমা বৃদ্ধির কোন বিধান নাই" এই ব্যতিক্রমটি তামাদি আইনের কোন ধারায় আছে? ("There is no provision for extension of time limit in case of special law".)
'ক' এর বিরুদ্ধে প্রতারণামূলে ২০,০০০ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়, উহা কোন আদালতে বিচার্য? ('A' is accused of fraudulently taking Rs 20,000, in which court is it to be tried?)
দন্ডবিধির ৩০২ ধারার মামলার আসামী দাবি করে যে, আসামির কার্য সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে। উক্ত দাবি প্রমাণের দায়িত্ব আসামির। এটা সাক্ষ্য আইনের কোন ধারার বিধান? (The accused in the case under Section 302 of the Penal Code claims that the action of the accused falls under the general exception. The accused is responsible for proving the claim. Which section of the law is evidence?)
আদালত বিচারিক সিদ্ধান্ত এবং আইন কে সঠিক বলে মনে করবে যদি সিদ্ধন্তটি- (The court will consider the judicial decision and the law to be correct if the decision-)
দায়রা জজ কোন ধারার ক্ষমতা বলে Cognizable গ্রহন করেন? (Sessions Judge accepts Cognizable as the power of which section?)
আরজি ফেরতের আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? (What is the remedy against RG return order?)
আপীল খারিজ হলে তা পুনরায় চালু করার জন্য আবেদন বা দরখাস্ত করতে হবে- (If the appeal is rejected, an application has to be made to reopen it.)
কোন আদালত কিশোর অপরাধের বিচার করবে? (Which court will try juvenile delinquency?)
'ক' থানায় অভিযোগ করে যে, তাহার ভাই 'খ' একটি সাদা কাগজে তাহাদের পিতার সই নকল করিয়াছে। দন্ডবিধি অনুসারে এটা কোন অপরাধ? ('A' complained to the police that his brother 'B' had forged their father's signature on a white paper. Is it a crime under the penal code?)
কুরিয়ার সার্ভিস কত দিনের মধ্যে বিবাদীর নিকট সমন প্রেরণ করবে? (How many days will the courier service send the summons to the respondent?)
স্বীকৃত বিষয় প্রমাণের আবশ্যকতা নেই এ বিধান সাক্ষ্য আইনের কোথায় আছে? (Where is the provision in the Evidence Act that there is no need to prove a recognized matter?)
কোন ব্যক্তি স্থাবর সম্পত্তি সংক্রান্ত একটি ঘোষনণামূলক মোকদ্দমা করতে পারে যদি সম্পত্তিতে তার- (A person can file a declaratory lawsuit against immovable property if his-)
আরজি ফেরতের আদেশ কখন দিতে হয়? (When is the order to return RG?)
কমপক্ষে কতজন ব্যক্তির অংশগ্রহণে দন্ডবিধি অনুযায়ী ডাকাতি সংঘটিত হয়? (According to the penal code, robbery is committed with the participation of at least how many persons?)
সমন জারি করার পর সমন প্রাপ্তি স্বীকারের জন্য কার স্বাক্ষর লাগবে? (Whose signature is required to accept receipt of summons after issuance of summons?)
নির্বাহী কমিটি গঠিত হয় কয় জন সদস্য নিয়ে? (The executive committee is made up of how many members?)
প্রতিপক্ষের জেরাকৃত একজন সাক্ষীর সাক্ষ্য একই বিষয় এবং পক্ষদয়ের মধ্যে পরবর্তী যে কোন বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে, যখন উক্ত সাক্ষী হন-(The testimony of a witness cross-examined by the respondent will be relevant to the same subject matter and any subsequent judicial proceedings between the parties, when the witness-)
রাষ্ট্রপতিকে তার আইনানুগ ক্ষমতা প্রয়ােগ করা হতে বিরত রাখার উদ্দেশ্যে আক্রমণ করলে সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? (What could be the maximum punishment for attacking the President for the purpose of preventing him from exercising his legal powers?)
কলেজের অধ্যক্ষ হিসাবে কোন ব্যক্তির অবস্থান অস্বীকৃত হলে SR Act এর কোন ধারায় প্রতিকার পাওয়া সম্ভব? (Under which section of SR Act is it possible to get redressal if the position of a person as principal of a college is denied?)
আদালত কয়টি বিষয়ের উপর বিচারিক দৃষ্টিগোচর রাখবে? (How many issues will the court keep a judicial eye on?)
একজন বিচারাধীন আসামী কোন ধারার বিধান অনুযায়ী তার Defence এর সমর্থনে সাক্ষ্য হিসেবে সাক্ষ্য দিতে পারেন? (Under what provisions can a trial defendant testify in support of his defense?)
একটি দলিল সংশোধিত হতে পারে শুধুমাত্র- (A document can be amended only-)
বাদী যদি ঘোষণামূলক মোকদ্দমায় আনুসঙ্গিক প্রতিকার প্রার্থনা না করে তাহলে আদালত নিম্নের কোন আদেশটি দিতে পারে- (If the plaintiff does not seek relevant redress in a declaratory suit, the court may make the following order:)
কত বছর জবর দখল থাকলে এবং প্রকৃত মালিক ব্যবস্থা না নিলে জবর দখল কারীর স্বত্ব প্রতিষ্ঠিত হয়? (How many years is the right of the occupier established when there is forcible possession and the real owner does not take action?)
৩৮৬ ধারায় জরিমানা আদায়ের জন্য প্রধানত কয়টি ব্যবস্থা নির্দেশিত হয়েছে? (What are the main measures prescribed for recovery of fines under section 386?)
সাক্ষ্য আইনের এর কোন ধারায় একজন সাক্ষীকে Re-Examine করা যায়? (Under which section of the Evidence Act can a witness be re-examined?)
The Penal Code, 1860 এর ১৯৩ ধারা মতে কোনো বিচারিক কার্যধারায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য প্রদানের সর্বোচ্চ শাস্তি কোনটি? (According to section 193 of the Penal Code, 1860, what is the maximum penalty for intentionally giving false testimony in a judicial proceeding?)
ডাকাতির সাথে খুনের অপরাধের সর্বোচ্চ সাজা কী? (What is the maximum penalty for murder with robbery?)
আরজি খারিজের দরখাস্ত না মঞ্জুর হলে কি করবেন? (What to do if the application for rejection of RG is not approved?)
পুলিশ অফিসার কত ধারা মতে Case Dairy সংরক্ষন করবে? (According to which section will the police officer save the case dairy?)
আদালতের ডিক্রির কপি সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছে প্রেরণ করতে হয় একটি- (A copy of the court decree has to be sent to the concerned registration officer.)
কোন পক্ষ নিজ সাক্ষীকে একবার পরীক্ষার পর কোন কারণে পুনঃ পরীক্ষা করতে পারে? (Which party can re-examine its witness once for any reason?)
দায়রা আদালত কোন অপরাধের বিচার করতে পারে না? (Sessions court can not judge any crime?)
সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ২৯ ধারানুযায়ী চুক্তির সুনিদির্ষ্ট প্রতিপালনের মামলা খারিজ হলে বাদী অবশ্যই বারিত হবে- (According to Section 29 of the Specific Remedies Act, the plaintiff must be barred if the case of specified compliance with the contract is dismissed.)
মহানগর এলাকায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে কি নামে ডাকা হয়? (What is the name of the first class magistrate in the metropolitan area?)
আদালতে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যেতে পারে। কোন ধরণের সম্পত্তির অধিকারের ঘোষণা চেয়ে? (Declarative lawsuits can be filed in court. What kind of property rights declaration?)
২০১২ সালের দেওয়ানী কার্যবিধির সংশোধিত অর্ডার ৫ রুল ১৫ এর প্রাপ্ত বয়স্ক পুরুষ সদস্য এর পরিবর্তে প্রতিস্থাপন করা হয়- (Order 5 Rule 15 of the amended Civil Procedure Code of 2012 is replaced by an adult male member-)
সাক্ষ্য আইনের ১৬৫ ধারা অনুসারে আদালত নিম্নের কোনটি করতে পারেন- (According to Section 165 of the Evidence Act, the court can do any of the following-)
বাতিলযোগ্য দলিল বাতিলের ডিক্রি প্রদানের ক্ষেত্রে দেওয়ানি আদালতের ক্ষমতা- (Power of Civil Court to issue decree for revocation of revocable documents-)
Code of Criminal Procedure এর কোন ধারার বিধান অনুযায়ী একজন সাধারন ব্যক্তি Non-bailable /non-cognizable অপরাধ করে তখন তাকে গ্রেফতার করিতে পারে? (Under which section of the Code of Criminal Procedure can an ordinary person be arrested for committing a non-bailable / non-cognizable crime?)
সুনিদিষ্ট প্রতিকার আইনের ৩৯ ধারার মামলায় তামাদী মেয়াদ কত? (What is the time limit in the case of Section 39 of the Specific Remedies Act?)
একটি আরজিতে সত্যাখান স্বাক্ষর করবে কে? (Who will sign an RG Satyakhan?)
কোন ব্যক্তি সূর্যাস্তের পরে ও সূর্যোদয়ের পূর্বে সিঁধ কেটে বা দরজা - জানালা ভেঙ্গে গৃহে প্রবেশ করলে সে ব্যক্তির অপরাধ হবে- (If a person enters a house after sunset and before sunrise by breaking down a door or breaking a door or window, it will be his crime.)
একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত টাকা জরিমানা করতে পারেন? (How much can a first class magistrate fine?)
Code of Criminal Procedure এর কোন ধারার বিধান অনুযায়ী একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত কাজ করতে পারেন? (Under which section of the Code of Criminal Procedure can a police officer conduct an investigation without the permission of a magistrate?)
খালাস আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে আপীলের তামাদি মেয়াদ কত? (What is the time limit for appeal against the acquittal order in the Sessions Court?)
G.R মামলায় খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপীলের তামাদি মেয়াদ কত? (What is the time limit for appeal in High Court Division against acquittal order in GR case?)
সরকারি চাকরি হতে নৈতিক স্খলনের দায়ে বরখাস্তকৃত একজন ব্যক্তি আইনজীবী হবার জন্য অযোগ্য হবে, যদি না সে অতিবাহিত করে- (A person dismissed for moral turpitude from public service will be ineligible to become a lawyer unless he spends-)
রফিক' আকস্মিক উত্তেজনা বসত 'শফিক' এর প্রতি গুলি ছোড়ে কিন্তু 'শফিক' বেচে যায়। এক্ষেত্রে 'রফিক' কোন ধরনের অপরাধ করেছে? (Rafiq fired at 'Shafiq' but 'Shafiq' survived. In this case, what kind of crime has 'Rafiq' committed?)
কোন অপরাধে মৃত্যু সংঘটিত হলে শাস্তি নেই কিন্তু বেঁচেগেলে শাস্তি আছে? (There is no punishment for death in any crime but there is punishment for survival?)
ডিক্রি জারিতে নিলাম বিক্রয় বাতিলের জন্য দরখাস্ত দাখিল করতে হবে- (An application has to be submitted for cancellation of auction sale in the issuance of decree-)
Code of Criminal Procedure এর কোন ধারায় ফৌজদারী আদালত সমূহের শ্রেণী বিভাগ করা হয়েছে? (Under which section of the Code of Criminal Procedure have criminal courts been classified?)
বাংলাদেশ বার কাউন্সিলের সচিব নিযুক্ত হয়-(Secretary of Bangladesh Bar Council is appointed-)
একজন জিম্মাদার-এর নিকট কিভাবে মালিকানা ন্যাস্ত করা যায়- (How to transfer ownership to a custodian-)
The Penal Code, 1860 এর কোন ধারায় প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে? (Which section of the Penal Code, 1860 defines fraud?)
The Code of Criminal Procedure, 1898 এ নিমােক্ত কোন শব্দটির প্রয়ােগ নেই? (Which of the following words in the Code of Criminal Procedure, 1898 does not apply?)
বার কাউন্সিলের মেয়াদ উত্তীর্নের বছরে বার কাউন্সিল নির্বাচন যে তারিখে বা তারিখের পূর্বে সম্পন্ন করতে হবে তা হলো- (The date on or before the date of election of the Bar Council in the year of expiration of the term of the Bar Council is-)
'আব্দুর রহিম' একটি জমির বৈধ দখলে আছে। প্রতিবেশী গ্রামবাসী উক্ত সম্পত্তির উপর দিয়ে চলাচলের অধিকার দাবী করে। 'আব্দুর রহিম' কি ধরনের মামলা করতে পারবে? ('Abdur Rahim' is in legal possession of a land. Neighboring villagers claim the right to navigate the property. What kind of case can 'Abdur Rahim' file?)
X নিজেকে Y হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে। X এর কৃত অপরাধ হলো- (X deceives himself by identifying himself as Y. X's crime is -)
শুনানী কালে আরজিতে ভুল ধরা পড়লে কি পদক্ষেপ নিবেন? (What action will you take if you find a mistake in the RG during the hearing?)
দেওয়ানী কার্যবিধি ২০১২ সালের সংশোধনের পর বর্তমানে বিকল্পভাবে সমন জারি করা যায়- (After the amendment of the Civil Procedure Code 2012, an alternative summons can be issued now-)
X অন্যায় ভাবে Y এর ক্ষতিসাধনের উদ্দেশ্যে ইচ্ছাপূর্বক Y এর একটা আংটি নদীতে নিক্ষেপ করে। X এর কৃত অপরাধ হলে-(X unjustly intentionally throws a ring of Y into the river for the purpose of damaging Y. If the crime committed by X-)
একটি দলিল কোন ব্যক্তির দ্বারা লিখিত বা স্বাক্ষরিত হয়েছে সে সম্পর্কে আদালত কার অভিমত গ্রহণ করতে পারে- (Whose opinion can a court take as to who wrote or signed a document?)
FIR কার নিকট দায়ের করা যায়? (Who can file an FIR?)
বার কাউন্সিলে কত ধরনের স্থায়ী কমিটি আছে? (How many types of standing committees are there in the Bar Council?)
মৌখিক সাক্ষ্য সরাসরি হবে এ বিধান সাক্ষ্য আইনের কোথায় উল্লিখিত আছে? (Where is the provision in the Evidence Act that oral testimony will be direct?)
রায়ের কপি তুলতে ব্যয়িত সময় তামাদি গননা থেকে বাদ যাবে, ইহা তামাদি কোন ধারায়- (The time spent on copying the judgment will be deducted from the statute of limitations.)
দেওয়ানী কার্যবিধির কোন ধারায় আরজি সংশোধনের আবেদন করতে হয়? (In which section of the Civil Procedure Code it is necessary to apply for amendment of RG?)
The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারায় নালিশের দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযােগকারীর জবানবন্দি রেকর্ড করেন? (In which section of the Code of Criminal Procedure, 1898 does the Magistrate record the statement of the plaintiff after receiving the complaint?)
প্লিডিং এ কোন বিষয়টি উল্লেখ থাকার প্রয়োজন নাই? (There is no need to mention any issue in pleading?)
যাবজ্জীবন কারাদন্ডের আদেশের বিরুদ্ধে আপীলের তামাদি মেয়াদ কত দিন? (What is the time limit for appeal against life imprisonment order?)
দোকান থেকে ঘড়ি চুরির জন্য সর্বোচ্চ কোন মেয়াদের কারাদন্ড হইতে পারে? (What is the maximum penalty for stealing a watch from a store?)
কোন বিষয়টি প্রমাণের প্রয়োজন নেই- (No proof is required.)
এডভোকেটের মাধ্যমে দাখিলকৃত দেওয়ানী মামলার আরজিতে কার দরখাস্ত প্রয়োজন হবে? (Whose application will be required in the RG of a civil case filed through an advocate?)
এডভোকেটের মাধ্যমে দাখিলকৃত দেওয়ানী মামলার জবাবে সত্যাখান অংশে কার দস্তখস্ত থাকবে- (In response to the civil case filed through the Advocate, who will have the signature in the Satyakhan part-)
রফিক' হত্যার উদ্দেশ্য 'শফিক' এর প্রতি গুলি ছোড়ে গুলি লক্ষ ভ্রষ্ট হয়। এই ক্ষেত্রে রফিক এর সর্বোচ্চ শাস্তি কত হইবে? (Rafiq's aim was to kill 'Shafiq'. What will be the maximum punishment of Rafiq in this case?)
যদি সমন জারি অফিসার ৫ কার্য দিবসের মধ্যে সমন জারি করতে ব্যর্থ হয় তাহলে তিনি দায়ি হবেন- (If the summons officer fails to issue summons within 5 working days, he will be liable-)
একজন ম্যাজিস্ট্রেট কোন আইনের অপরাধ গ্রহন করিতে পারে না? (A magistrate cannot take offense under any law?)
'X' গুরুতর আকস্মিক উত্তেজনা বসত 'Y' এর প্রতি গুলি ছোড়ে কিন্তু গুলিতে 'Y' এর কিছুই হয় নাই। 'X' এর সর্বোচ্চ শাস্তি কত হবে? (The 'X' fired at the 'Y' in a sudden panic but nothing happened to the 'Y' in the shots. What is the maximum penalty for 'X'?)
রফিক' হত্যার উদ্দেশ্যে 'শফিক' এর প্রতি গুলি ছোড়ে এবং গুলিটি 'শফিক' এর পায়ে লাগে শফিক ভাগ্য ক্রমে বেঁচে যায় রফিক এর সর্বোচ্চ শাস্তি হইবে কত? (Rafiq fires at Shafiq with the intention of killing him and the bullet hits Shafiq in the leg. Shafiq survives. What is the maximum punishment for Rafiq?)
কোন মামলায় কোন বিষয় প্রমানের জন্য কত জন সাক্ষীর প্রয়োজন? (How many witnesses are needed to prove a case?)
ডিক্রি জারির আবেদনে কে স্বাক্ষর এবং সত্যতা প্রতিপাদন করবে? (Who will sign and prove the authenticity of the decree application?)
গ্রেফতারের পর আসামীকে আদালতে হাজির করার কথা বলা আছে? (After the arrest of the accused to appear in court?)
আব্দুল করিম সাহেব ৩ কোটি টাকা মূল্যমানের একটি মামলা সহকারি জজের আদালতে দায়ের করেন এ ক্ষেত্রে আদালত কি আদেশ দিতে পারেন? (Mr. Abdul Karim filed a case worth Tk. 3 crore in the court of Assistant Judge. Can the court give an order in this case?)
আর্থিক কমিটি গঠিত হয় কত জন সদস্য নিয়ে? (The financial committee is made up of how many members?)
কোন ক্ষেত্রে আদালত আরজি বা জবাব কর্তনের আদেশ দিতে পারে? (In which case the court can order RG or reply?)
রফিক' গুরুতর আকস্মিক উত্তেজনা বসত 'শফিক' এর দিকে গুলি ছোড়ে শফিক আঘাতপ্রাপ্ত হয় ফলে আহত হয়, 'রফিক' এর সর্বোচ্চ শাস্তি কত হইবে? (Rafiq fired shots at Shafiq during a serious incident. Shafiq was injured. What will be the maximum punishment for Rafiq?)
আরজি নাকোচের আদেশের বিরুদ্ধে আপিলের দরখাস্ত খারিজ হলে প্রতিকার কি? (What is the remedy if the appeal against the order of RG Nakoch is rejected?)
কোন দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ বা সহকারী দায়রা জজ মামলা প্রাপ্তির কত দিনের মধ্যে বিচার কার্য সমাপ্ত করবেন? (Which Sessions Judge Additional Sessions Judge or Assistant Sessions Judge will complete the trial within how many days of receipt of the case?)
১২ বছরের মধ্যে জবর দখলকারীর বিরুদ্ধে প্রকৃত মালিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে, মালিকানা বিলুপ্ত হবে ইহা তামাদী আইনের কোন ধারার ভাষ্য? (If the real owner does not take legal action against the occupier within 12 years, then the ownership will be dissolved.)
ফৌজদারী আইনের কোন ধারায় বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের দায়িত্ব সংক্রান্ত বিধান রয়েছে? (Which section of the Criminal Code provides for liability for crimes committed outside Bangladesh?)
নিউজঃ