মূল বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাইতে পারে অন্য কোন বিষয়ে নহে- এই সম্পর্কিত বিধান সাক্ষ্য আইনের কত ধারায়?

পুলিশের নিকট আসামীর স্বীকারোক্তি কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হইবে? [B.C.Exam-2012]

সাক্ষী স্মৃতি পুনঃরুজ্জীবিত করার জন্য দলিলের নকল ব্যবহার করিতে পারে ইহা কোন ধারায়?

মৃত্যুকালীন ঘোষণার সময় নিম্নের কোন বিষয় সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে না?

সরকারী দলিলের প্রত্যায়িত অনুলিপি সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা কত?

সাক্ষীর স্মৃতি পুনঃরুজ্জীবিত করিবার উদ্দ্যেশ্যে ব্যবহত কোন লিখন বা দলিল সম্পর্কে বিরুদ্ধে পক্ষের অধিকার আছে-

স্বীকৃতি কত প্রকার হতে পারে?

সাক্ষ্য আইনের ৩ ধারার সংজ্ঞা প্রদান করা হয়েছে-

স্বীকারোক্তি লিপিবদ্ধ করার বৈধ কর্তৃপক্ষ কে?

B একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরণ করে। A, B এর মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায়। এখানে A কে অবশ্যই প্রমাণ করতে হবে-

বিষয় বা ঘটনার অন্তর্ভূক্ত হবে-

সাক্ষ্য আইনের কোন ধারায় বিশেষজ্ঞদের মতামত সম্পর্কে বলা হয়েছে? [B.J.S Exam-2011]

সাক্ষ্য পরবর্তী মামলা বাতিলের জন্য আদালত নিচের কোনটি প্রাসঙ্গিক হিসাবে আমলে নিতে পারেন-

প্রাথমিক সাক্ষের সংজ্ঞা দেওয়া আছে সাক্ষ্য আইনের কত ধারায়?

কোন ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা ( Dying Declaration) তার কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য? [B.C.Exam-2012]

স্বাক্ষীর পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে সাক্ষীকে জেরা করা যাবে। ইহা সাক্ষ্য আইনের কত ধারায় আছে?

ভয়ভীতি ও প্রলোভন মুক্ত স্বীকারোক্তি-

Evidence Act এর কোন ধারায় একজন সাক্ষীকে Re-examine করা যায়? [B.J.S Exam-2008]

আইনে যদি কোন দলিল প্রত্যায়ন করার বিধান থাকে, তবে উহা প্রমাণে সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী করতে হবে?

মৌখিক সাক্ষ্য সম্পর্কিত বিধান সাক্ষ্য আইনের কোন অধ্যায়ে বর্ণিত আছে?

সাক্ষ্য আইন-১৬
Thank you খুব ভাল চেষ্টা, পুনরায় দেখতে চাইলে Play Again করুন অথবা নতুন অনুশীলনে যেতে পারেন।
Please share this quiz to view your results .