'Z' এর সম্মতি ছাড়া তার দখল হতে অসাধুভাবে নিয়ে যাবার উদ্দেশ্যে 'Z' এর জমিতে 'A' একটি গাছ কাটে। এক্ষেত্রে 'A' সংঘটন করে- [B.C.Exam-2015]

সরকারী কর্মচারী কর্তৃক উদ্যোগকৃত কোন কার্য যা আইনের দৃষ্টিতে যুক্তিযুক্ত না হইলেও যুক্তি সংগতভাবে মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা সৃষ্টি করে না তাহার বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার নাই ইহা কোন ধারার ভাষ্য?

যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত ব্যক্তি খুনের উদ্যেগ নিলে শাস্তি কি?

দন্ডবিধি অনুসারে পিতা বা মাতা অথবা তত্ত্বাবধায়ক কর্তৃক ১২ বছরের নিম্ন বয়স্ক শিশুর পরিত্যাগ বা বর্জনকরনের শাস্তি কত বছর?

খুন নহে এমন অপরাধমূলক নরহত্যার সর্বোচ্চ শাস্তি কি?

রফিক' অন্যায়ভাবে 'শফিক' এর ক্ষতি সাধনের উদ্দেশ্যে ইচ্ছাপূর্বক 'শফিক' এর একটি আংটি নদীতে নিক্ষেপ করে, 'রফিক' এর কৃত অপরাধ হলো-

১৪৪ ধারা অনুুযায়ী মারাত্মক অস্ত্রের সজ্জিত হয়ে বেআইনী সমাবেশে যোগদান করলে কত বছর কারাদন্ড হতে পারে?

খুনের সংজ্ঞা দন্ডবিধির কত ধারায় বলা হয়েছে?

সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে অনুষ্ঠিত অপরাধের জন্য বেআইনী সমাবেশের প্রত্যেক সদস্য দোষী ইহা কোন ধারার বিধান?

সম্পত্তি চিহ্ন বা Property mark এর সংজ্ঞা কত ধারায়?

অবৈধ বাধা প্রদানের সর্বোচ্চ কারাদন্ডের মেয়াদ কত?

আইনানুগ অভিভাবকের নিকট হতে কত বছরের কম বয়সা নাবালক অপহরণ করলে তা হবে আইনানুগ অভিভাবক থেকে মনুষ্য হরণ-

অপরাধ মূলক ষড়যন্ত্রের (Criminal Conspiracy) জন্য ন্যূনতম কতজন লোকের প্রয়োজন?

দন্ডবিধিতে কত প্রকারের আঘাতকে মারাত্মক হিসেবে চিহ্নিত করা হয়েছে?

যাবজ্জীবন কারা দন্ডের ক্ষেত্রে সাজার ধরণ হতে পারে-

দন্ডবিধি আনুযায়ী বেআইনী সমাবেশ (Unlawful Assembly) গঠনের কমপক্ষে কতজন ব্যক্তির উপস্থিত প্রয়োজন? [B.C.Exam-2012]

বিচার বিভাগীয় মামলায় বিচার কার্যেরত সরকারী কর্মচারীকে ইচ্ছাকৃতভাবে অপমান করা বা বাধা প্রদানের শাস্তি কি?

চুরির অপরাধ নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? [B.C.Exam-2013]

Cheating এর সংজ্ঞা পেনাল কোডের কোন ধারায় আছে? [B.J.S Exam-2007]

ডাকাতির সাথে খুনের অপরাধের সর্বোচ্চ শাস্তি কি?

দন্ডবিধি অনুশীলন-২৫
Thank you খুব ভাল চেষ্টা, পুনরায় দেখতে চাইলে Play Again করুন অথবা নতুন অনুশীলনে যেতে পারেন।
Please share this quiz to view your results .