একজন বিচারাধীন আসামী কোন ধারার বিধান অনুযায়ী তার Defence এর সমর্থনে সাক্ষ্য হিসেবে সাক্ষ্য দিতে পারেন?
Code of Criminal Procedure এর কোন ধারার বিধান অনুযায়ী একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত কাজ করতে পারেন?
Mediation এর আদেশ হওয়ার পরে সর্বোচ্চ কত দিনের মধ্যে উক্তরুপ Mediation এর কাজ শেষ করতে হবে?
ফৌজদারী মামলায় জরিমানা প্রদান করা হলে উহা কত দিন পরে আর আর আদায় করা যাবে না?
Evidence Act এর কোন ধারায় একজন সাক্ষীকে Re-examine করা যায়?
পেনাল কোড -এ কত প্রকার শাস্তির বিধান আছে?
কোন চুক্তি আইন সম্মত হলেও Specific Relief Act এর কোন ধারার বিধান অনুযায়ী অদালত চুক্তিটি বলবৎ করতে পারে না?
একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত টাকা জরিমানা করতে পারেন?
দেওয়ানী মামলায় সর্বোচ্চ Adjournment Cost দেওয়া যেতে পারে?
ডিক্রি জারী মূলে কোন সম্পতি নিলামে বিক্রি হলে বিক্রির তারিখ হতে কত দিনের মধ্যে মূল্য আদালতে জমা দিতে হবে?
অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গ হলে ভঙ্গকারীকে সর্বোচ্চ কত দিন Civil Prison এ আটক রাখার আদেশ দেয়া যেতে পারে?
দায়রা জজ কোন ধারার ক্ষমতা বলে Cognizable গ্রহন করেন?
নিষেধাজ্ঞার আদেশ কত প্রকারের হতে পারে?
'ক' এর বিরুদ্ধে প্রতারণামূলে ২০,০০০ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়, উহা কোন আদালতে বিচার্য?
দেওয়ানী মামলায় সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরন বাবদ দেওয়া যায়?
Code of Criminal Procedure এর কোন ধারার বিধান অনুযায়ী একজন সাধারন ব্যক্তি Non-bailable /non-cognizable অপরাধ করে তখন তাকে গ্রেফতার করিতে পারে?
Code of Criminal Procedure এর কোন ধারায় ফৌজদারী আদালত সমূহের শ্রেণী বিভাগ করা হয়েছে?
ডিক্রি জারীর জন্য প্রথম দরখাস্ত কত দিনের মধ্যে দাখিল করতে হবে?
কত বছর বয়সের শিশু কোন অপরাধ করলে তা অপরাধ গণ্য হয় না?