প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে
দন্ডবিধির ৩৮৪ ধারায় সর্বোচ্চ শাস্তি কত?
অব্যহতি বা চার্জ গঠনের পূর্বে ম্যাজিস্ট্রেট প্রয়োজনে আসামীর জবানবন্দী গ্রহন করিবেন ইহা কোন ধারার বিধান?
সমঝতা প্রতিবেদন প্রাপ্তির কত দিনের মধ্যে আদালত আদেশ বা সোলে ডিক্রি জারী করবেন?
বাদী দুই হাজার টাকা আদায়ের মামলা করে জবাবে বিবাদী বলে যে, বাদীর নিকট তাহার ২৫০০/ টাকা পাওনা আছে বিবাদীর এই দাবীকে কি বলা হয়?
অভ্যাসগত অপরাধীদের সদাচরনের মুচলেকা বিধান-
তল্লাশী পরোয়ানার আদেশের বিরুদ্ধে প্রতিকার কি?
বাদীর আয়ত্তাধীন দলিল না থাকিলে তাহা কোথায় আছে আরজিতে তাহা উল্লেখ করিতে হইবে, ইহা কোন আইনের বিধান?
আমলে লইবার ক্ষমতা না থাকিলে ম্যাজিস্ট্রেট মন্তব্য লিপিবদ্ধ করিয়া নালিশটি বাদীকে ফেরত দিবেন ইহা কোন ধারার বিধান?
ফৌজদারী কার্যবিধির ৯৮ ধারায় বলা হয়েছে-
চুক্তির সুনিদির্ষ্ট প্রতিপালনের আদেশ কোন ধরনের প্রতিকার?
কোন প্রতিকারটি সুনিদির্ষ্ট প্রতিকার আইনের আওতায় পড়ে না?
পুলিশ কোন ধারার বিধান মোতাবেক তদন্তের বিবরন সম্বলিত ডাইরী লিপিবদ্ধ করেন?
দস্যুতার সংজ্ঞা কোন ধারায়?
তল্লাশী পরোয়ানা (Search Warrant) প্রাপ্তির জন্য আবেদন করা হয় কত ধারায়?
অপরাধ আমলে গ্রহনকারী ম্যাজিস্ট্রেট কোন ধারার বিধান মোতাবেক আসামীকে হাজির হইবার পরোয়ানা বা সমন দিবেন?
রাতে দস্যুতা করিলে সর্বোচ্চ শাস্তি কত?
মধ্যস্থতাকারীদের ফি নির্ধারণ কে করবে?
অর্ডার ৮ রুল ১ এর বিধান অনুুযায়ী লিখিত বিবৃতি কত দিনের মধ্যে দাখিল করা আবশ্যক?
চার্জ পরিবর্তন হলে আদালত কত ধারায় সাক্ষীকে পুনরায় ডাকতে পারে?
চার্জ গঠনের পর আসামী উক্ত অপরাধ স্বীকার করেন কি না তাহা কোন ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করেন?
বলপূর্বক গ্রহণের সংজ্ঞা কোন ধারায়?
ডাকাতির সংজ্ঞা কোন ধারায়?
কোন ধারার বিধান মোতাবেক অপরাধ আমলে লইবার ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট পরোয়ানাদান স্থগিত রাখতে পারেন?
অর্ডার ৭ রুল ১১ মোতাবেক আরজি খারিজ হইলে উহার বিরুদ্ধে প্রতিকার কি?
দস্যুতার শাস্তি কোন ধারায়?
তামাদি আইন অনুযায়ী বিলম্ব মওকুফের জন্য আদালতকে ক্ষমতা দেয়া হইয়াছে-
কোন ধারার বিধান মোতাবেক ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে লইবার পর পরোয়ানা প্রদান স্থগিত রাখিয়া নিজেই ঘটনা সম্পর্কে অনুসন্ধান করিতে পারেন?
দন্ডিত হবার পর শান্তি রক্ষার মুচলেকার আদেশ দিতে পারেন-
অর্ডার ৭ রুল ১১ অনুুযায়ী আরজি নাকোচ করিতে কয়টি কারণ উল্লেখ করা আছে?
১৬৪ ধারার বিধান মতে স্বীকারোক্তি কে লিপিবদ্ধ করিতে পারেন?
কোন আইনের ক্ষেত্রে তামাদী আইন প্রযোজ্য নয়?
কাউন্টার ক্লেইম করিলে দাবী শোধের পর অতিরিক্ত টাকার জন্য কোন ধরনের কোট ফি?
তামাদীর অজুহাত কার বিরুদ্ধে উত্থাপন করা হয়ে থাকে?
ইনকোয়রী কত ধারায়?
দিনে দস্যুতা করিলে সর্বোচ্চ শাস্তি কত?
আরজি নাকোচ ডিক্রি বলিয়া গন্য হইবে ইহা দেওয়ানী কার্যবিধির কোন ধারার বিধান?
তামাদির মেয়াদের পরে দেওয়ানী মামলা দায়ের করার ফল কি?
আরজিতে বাদী তাহার দাবীর সমর্থনে তাহার আয়ত্তাধীনে দলিল থাকিলে তাহা দাখিল করিতে হইবে ইহা কোন আইনের বিধান।
ম্যাজিস্ট্রেট আসামীর ব্যক্তিগত উপস্থিতি মাফ করতে পারেন কোন ধারা অনুযায়ী?
বলপূর্বক গ্রহণের শাস্তি কোন ধারায়?
দন্ডবিধির ৩৯৫ ধারায় সর্বোচ্চ শাস্তি কত?
অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ কোন ধরণের প্রতিকার?
লিখিত বিবৃতিতে সেট অফ দাবী কোন বিধান অনুুযায়ী করা যায়?
পুলিশ অফিসারের নিকট প্রদত্ত বিবৃতিতে স্বাক্ষর করিতে হবে না ইহা কোন ধারার বিধান?
অর্ডার ৭ রুল ১১ অনুুযায়ী আরজী নাকোচ হইলে নতুন আরজি দাখিল করিবার অধিকার কোন আইনে দেওয়া আছে?
C.R কেইসের পূর্ন রূপ কি?
কোন ধরনের ম্যাজিস্ট্রেট ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তি লিপিবদ্ধ করেন?
জমির স্বত্ত্ব ঘোষণা ছাড়াই শুধু দখল পুনরুদ্ধারের মামলার তামাদির মেয়াদ কত?
ডাকাতির শাস্তি কোন ধারায়?
নিম্ন বর্ণিত কোন মামলায় এডভেলোরেম কোর্ট ফী দিতে হবে না?