প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে

একজন এডভোকেটকে আইন পেশা হইতে বহিস্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় কার নিকট?
'চ' দলিলটি 'ছ' দলিলের পূর্বে সম্পাদিত হয় কিন্তু 'ছ' দলিলের পরে রেজিষ্ট্রী হয়। এক্ষেত্রে সঠিক আইনগত ফলাফল কি হবে?
যেক্ষেত্রে এক জেলা হতে অন্য জেলায় মামলা স্থানান্তরের জন্য আবেদন করতে হয়, সেক্ষেত্রে কোথায় আবেদন করতে হয়?
মিথ্যা ওজন পরিমাপের যন্ত্র দখলে রাখার শাস্তি কি?
দেওয়ানী মামলা স্থানান্তরের দরখাস্ত কত ধারায় করতে হয়?
যে সকল ঘটনা বা বিষয় বিচার্য বিষয়ের উপলক্ষ্য, কারন বা ফলাফল সেগুলি সাক্ষ্য আইনের কোন ধারা অনুসারে প্রাসঙ্গিক?
সৈন্য বা নাবিক বা বৈমানিককে প্রোরোচনা দিয়ে বিদ্রোহ সংঘটিত করলে সর্বোচ্চ শাস্তি কি?
এক পক্ষের দাবিকৃত ঘটনা প্রমাণের দরকার হইবে না, যদি তা হয়-
কয়টি কারণে আদালত অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারেন?
Confession স্বাক্ষ্য হিসাবে কার বিরুদ্ধে ব্যবহার করা যায়?
মিথ্যা সাক্ষ্য প্রদানের শাস্তির বিধান উল্লেখ দন্ডবিধির কত ধারায়?
Confession হলো-
এফিডেভিট দ্বারা সাক্ষীর কোন বিষয়টি গ্রহণীয়
কোন সন হতে স্থাবর সম্পত্তি বিক্রির অরেজিস্ট্রিকৃত চুক্তিনামা বলবৎ যোগ্য নহে?
Confession কখন গ্রহণযোগ্য নয়?
ক' একটি দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করেছে। মামলা দায়েরের সময় ছিল ৬ মাস। কিন্তু 'ক' ১২ মাস পর মামলা দায়ের করেছে। বিবাদী পক্ষ তামাদির মেয়াদ নিয়ে কোন প্রশ্ন উত্থাপান করেনি। এক্ষেত্রে আদালত নিম্নলিখিত কোন ধরনের সিদ্ধান্ত নিতে পারেন?
কোন মামলায় আদালত ডিক্রির কপি রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে আইনগত বাধ্য?
তামাদি আইন, ১৯০৮ এর ধারা ১৪ প্রযোজ্য হয়-
যেসকল ঘটনা সাধারন বা অন্য কোন ভাবে প্রাসঙ্গিক নয় সেগুলি প্রাসঙ্গিক হবে -
সৈনিক, নাবিক বা বৈমানিক দ্বারা ব্যবহৃত হয় এমন পোষাক বা প্রতিক অনুরুপ ব্যক্তি না হয়ে ব্যবহার করলে শাস্তি কি?
সাক্ষ্য আইনের কোন ধারা অনুসারে Motive প্রাসঙ্গিক বিষয়?
সমন সম্পর্কে কোথায় বর্ণিত আছে?
কোন স্বাক্ষীকে জেরা করার উদ্দেশ্য হচ্ছে-
এডভোকেট সনদের জন্য আবেদনকারী Pupilage Diary তে অন্তত কয়টি দেওয়ানী মামলার নোট থাকিতে হইবে-
বার কাউন্সিলের নির্বাচিত সদস্যগণের কার্যকাল সমাপ্ত হয়-
যে ব্যক্তি অন্য কোন লোকের স্ত্রীর সাথে অবৈধভাবে যৌন সঙ্গম করে যা নারী ধর্ষণের শামিল নয়, তাকে কি বলে?
কোন পক্ষ নিজ সাক্ষীকে একবার পরীক্ষার পর কোন কারণে পুন:পরীক্ষা (Reexamination) করিতে পারে?
দেওয়ানী আদালত কয় প্রকার?
মালিকের অনুমতি নিয়ে 'ক' একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে। এই ক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে?
স্বীকৃতিকে কি হিসাবে ব্যবহার করা যায়-
কখন Confession প্রাসঙ্গিক হবে না?
রফিক সাহেব' একটি জনসভায় সরকারের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য রাখে, 'রফিক সাহেব' এর বিরুদ্ধে কোন ধরণের অভিযোগ আনা যায়?
দন্ডবিধির কোন ধারায় রাষ্ট্রদ্রোহিতাকে অপরাধ বলা হয়?
স্বীকৃতি সম্পর্কে সাক্ষ্য আইনের কোথায় বলা হয়েছে?
কোন সৈন্য বা নাবিক বা বৈমানিকের মাধ্যমে বিদ্রোহ অনুষ্ঠানে সাহায্য বা প্ররোচনা দিলে সর্বোচ্চ শাস্তি কি?
কোন মামলার জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ যাবে-
নির্বাচিত বৎসরে বার কাউন্সিলের নির্বাচন নিম্নের কোন মাসের মধ্যে অনুষ্ঠিত হইতে হইবে?
কোন ক্ষেত্রে তামাদির বিধান প্রযোজ্য নয়?
মিথ্যা সাক্ষ্য কতভাবে দেওয়া যায়?
সরকারি সম্পত্তি ছাড়া অন্য কোনো স্থাবর সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে উক্ত সম্পত্তি একনাগাড়ে কত বছের ধরে ভোগ দখল করতে হবে?
নির্বাচিত বার কাউন্সিলের মেয়াদ হইবে -
কোন অপরাধীকে আশ্রয়দানকারীর শাস্তির বিধান দন্ডবিধির কত ধারায় আছে?
আদালত কিসের জন্য কমিশন প্রদান করতে পারে?
একটি সাহিত্য কর্ম সম্পাদন ও প্রকাশের জন্য লেখক 'ক' গ্রন্থ প্রকাশক 'খ' এর সাথে চুক্তি ভঙ্গ করলে সুনিদির্ষ্ট প্রতিকার আইনের অধীন 'খ' এর কি প্রতিকার আছে?
আদালতে মামলা একটি পক্ষ নিজের স্বাক্ষীকে কোন বিষয়ে ইঙ্গিত পূর্ণ প্রশ্ন (Leading question) করিতে পারে?
বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার এন্ড বার কাউন্সিল অর্ডার এর কোন অনুচ্ছেদে বার কাউন্সিলের নাম 'বাংলাদেশ বার কাউন্সিল' হিসাবে অভিহিত করা হইয়াছে?
একটি বিক্রয় চুক্তি সম্পাদনের কত দিনের মধ্যে রেজিষ্ট্রেশনের জন্য উপস্থাপন করতে হয়?
মোকদ্দমা দায়েরের পর আরজি ফেরত দেওয়া হয়েছে। ইতোমধ্যে মোকদ্দমার তামাদি মেয়াদ শেষ হয়ে গেলে কী করবেন?
দেওয়ানী মামলা কোথায় দায়ের করতে হবে এমন বিধান দেওয়ানী কার্যবিধির কত ধারায় উল্লেখ রয়েছে?
কোন আদালত দেওয়ানী মোকদ্দমা স্থানান্তর করতে পারেন?
নিউজঃ