প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে
আহুত কোন ব্যক্তিকে জেরা করা যায় না?
অগ্রক্রয়ের অধিকার বলবতের মামলা দায়েরের তামাদির মেয়াদ কত?
দেওয়ানী কার্যবিধির কত ধারা মতে যেখানে মামলার বিষয়বস্তু অবস্থিত সেখানে মামলা করতে হবে?
দেওয়ানী কার্যবিধির কত ধারায় একাধিক আদালতের এখতিয়ার অনিদির্ষ্ট হলে যে কোন একটিতে মামলা দায়ের করা যায়?
দন্ডবিধি (Penal Code) প্রণীত হয় কত সালে?
ট্রাইব্যুনালে অসদাচরনের অভিযোগ প্রমানিত হলে এডভোকেটকে সর্বোচ্চ কি শাস্তি দিতে পারে?
কোন মামলায় যে কোন পক্ষে একের অধিক এডভোকেট নিযুক্ত থাকলে, মামলা পরিচালনায় অধিকার থাকবে-
একটি দেওয়ানী মামলায় কোন ঘটনা প্রমাণের জন্য সর্বনিম্ন যে ক'জন সাক্ষীর প্রয়োজন হয় তা-
দন্ডবাধি কোন ধরণের আইন?
কোন ব্যক্তি স্থাবর সম্পত্তি সংক্রান্ত একটি ঘোষণামূলক মোকদ্দমা করতে পারে যদি সম্পত্তিতে তার -
ট্রাইব্যুনালে ৩ জন সদস্যর মধ্যে বার কাউন্সিলের নির্বাচিত সদস্য সংখ্যা কয়জন?
বিক্রয় রদ মোকদ্দমার তামাদি মেয়াদ কত?
দখলকারী ব্যক্তি কোন সম্পত্তি বা জিনিসের মালিক নয়-ইহা কে প্রমাণ করবে?
Cheating এর সংজ্ঞা পেনাল কোডের কোন ধারায় আছে?
কোন ব্যক্তি কারো ক্ষতি করার উদ্দেশ্যে ফৌজদারী মামলা দায়ের করলে তা শাস্তির বিধান দন্ডবিধির কোন ধারায় উল্লেখ আছে?
Penal Code এর কোন ধারায় Decoity এর সংজ্ঞা আছে?
কত বছর বয়সের শিশু কোন অপরাধ করলে তা অপরাধ গণ্য হয় না?
দেওয়ানী কার্যবিধির কত ধারায় স্বল্প এখতিয়ার আদালত সম্পর্কে বলা হয়েছে?
ঘোষণামূলক মোকদ্দমায় তামাদি মেয়াদ কত?
দেওয়ানী আদালত কর্তৃক স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি প্রচারের ক্ষমতা -
সাক্ষ্য আইনের কোন ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিচারক কোন সাক্ষীকে কোন প্রশ্ন করতে পারেন?
কোন আম-মোক্তারনামাকে আদালত সঠিক বলে অনুমান করবে যদি আম-মোক্তারনামাটি-
ফৌজদারী মামলায় আত্মরক্ষামূলক পরিস্থিতির দাবী উঠলে তা প্রমাণের দায়িত্ব কার?
১ জুলাই ২০০৪ তারিখে একটি রেজিষ্ট্রীকৃত চুক্তির অনুকূলে সুনিদির্ষ্টভাবে চুক্তি বলবতের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আরজির সাথে জমা দেওয়া প্রয়োজন ছিল-
A বলে যে, B একটি অপরাধ করেছে। এখন A চায় আদালতের রায়ে B এর সাজা হোক। কোন বক্তব্যটি সঠিক?
ঘোষণামূলক মামলা কে করতে পারে?
একজন এডভোকেটের মামলা পরিচালনার দায়িত্ব অন্য কোন এডভোকেটকে অর্পন করবে, যদি তাঁকে মক্কেলের পক্ষে সাক্ষ্য প্রদান করতে হয়-
প্রাথমিক সাক্ষ্যের বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় উল্লেখ আছে?
সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ১২ ধারার মোকদ্দমায় তামাদি মেয়াদ কত?
দলিল বাতিলের মোকদ্দমার তামাদি মেয়াদ কত?
দলিল বাতিলের মামলায় বাদীকে উক্ত দলিলের -
বার কাউন্সিল ট্রাইব্যুনালে ৩ জন সদস্যর মধ্যে এডভোকেট কয়জন?
আদালতের কর্ম-সময়ের পর যে কোন জরুরী বিরোধীয় বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট আদালতের বিচারকের সাথে একজন নিযুক্তীয় এডভোকেটের যোগাযোগ করার উপযুক্ত পন্থা হলো-
Penal Code অনুুযায়ী কোন ধারার অপরাধের জন্য মৃত্যুদন্ড দেয়া যাবে না?
করিম' বলে যে, 'রহিম' একটি অপরাধ করেছে এবং সেই অপরাধের জন্য 'রহিম' দন্ডিত হবে, এই মর্মে 'করিম' আদালতের রায় কামনা করে। 'রহিম' যে অপরাধ করেছে তা প্রমাণের দায়িত্বকার?
বিনা টিকেটে ট্রেন ভ্রমনের অভিযোগে 'রহিম' অভিযুক্ত হয়। 'রহিম' এর টিকিট ছিল এ বিষয়টি প্রমানের দায়িত্ব-
ফৌজদারী মামলায় জরিমানা প্রদান করা হলে উহা কত দিন পরে আর আর আদায় করা যাবে না?
একাধিক আদালতের এখতিয়ারে স্থাবর সম্পত্তি থাকলে তাদের ভিতর যে কোন আদালতে মামলা করা যাবে, বিধানটি বর্নিত আছে-
সীমাহীন আর্থিক এখতিয়ার সম্পন্ন আদালত কোনটি-
আর্থিক এখতিয়ারের বিধানটি দেওয়ানী কার্যবিধির কত ধারায় আছে?
সিনিয়র সহকারী জজ এর রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ আপিল দায়ের করবে-
সাক্ষ্য আইন অনুযায়ী একজন শিশু সাক্ষীর যোগ্যতা নির্ভর করে তার-
কোন ব্যক্তি যদি দাবী করে দখলকারী ব্যক্তি সেই সম্পত্তি বা জিনিসের মালিক নয় তাহলে সেই ব্যক্তির উপর তা প্রমাণের দায়িত্ব ন্যস্ত হয় - ইহা সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে-
আদালতের পরিদর্শনের জন্য যে সব দলিল উপস্থাপন করা হয় তাকে সাক্ষ্য আইনে কি বলা হয়?
B একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরণ করে। A, B এর মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায়। এখানে A কে অবশ্যই প্রমাণ করতে হবে-
সুনিদিষ্ট প্রতিকার আইনের ৩৯ ধারার মোকদ্দমার তামাদি মেয়াদ কত?
পেনাল কোড -এ কত প্রকার শাস্তির বিধান আছে?
Penal Code এর কোন ধারায় অপরাধমূলক নর হত্যা ( Culpable homicide) এর সংজ্ঞা আছে?
যখন এখতিয়ার সম্পন্ন একাধিক আদালত একই আপিল আদালতের অধীন হয় তখন ২২ ধারা অনুসারে মামলা স্থানান্তের কোন আদালতে মামলা করতে হবে?
কত ধরনের আদালত দেওয়ানী আপিল আমলে নেওয়ার ও নিষ্পত্তি করার এখতিয়ার সম্পন্ন?