হুলিয়া জারির পর ক্রোককৃত সম্পত্তি কত দিন অতিবাহিত হলে বিক্রয় করা যায়?
ডিক্রি কার্যকর করতে বাধা প্রদানের শাস্তি কি?
ডিক্রিজারী দেওয়ার শেষ সীমা কত বৎসর পযর্ন্ত?
প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপিল না করলে চুড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপীলে উক্ত প্রাথমিক ডিক্রী সম্পর্কে প্রশ্ন তুলা যাইবে না ইহা কোন ধারার বিধান?
আদালতের নথিপত্র বা সরকারী রেজিষ্টার ইত্যাদি জাল করণের সর্বোচ্চ শাস্তি কি?
The Code of Civil Procedure, 1908 এর কোন ধারার বিধান মতে হাইকোর্ট বিভাগ অধস্তন আদালত থেকে যে কোনো মামলা বদলী করতে পারেন?
কোন ধারায় আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের বিধান বর্ণনা করা হইয়াছে?
আগাম জামিনের বিধানটি কোন ধারায় বিদ্যমান?
যাবজ্জীবন কারাদন্ডের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপীল করতে হইবে?
সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কত ধারায় প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতার বিধান উল্লেখ আছে?
ডিক্রি বা আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল দায়ের তামাদির সময়সীমা কত?
দন্ডবিধির ৩০৪এ ধারায় সর্বোচ্চ শাস্তি কত?
প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি দন্ডবিধির কত ধারায়?
X' Y কে চারদেয়ালের মধ্যে তালা মেরে রাখে, X এর অপরাধ কি?
পণ্য-প্রতীক বা Trade mark এর সংজ্ঞা কত ধারায়?
কত ধারাবলে চিকিৎসক সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহন যোগ্য?
কোন নিদির্ষ্ট ঘটনা প্রমানের দায়িত্ব ঐ পক্ষের যে কামনা করে যে আদালত ঐ ঘটনার অস্তিত্বের বিশ্বাস করবে এটা সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে?
ডিক্রি কত প্রকার?
সাক্ষ্য গ্রহন করতে হয়-
দলিলে উল্লেখিত সময় গণনা করতে হয় গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে ইহা তামাদি আইনের কোন ধারার ভাষ্য?
ডিক্রি জারী দেওয়ার সময়সীমা কত বৎসর?
ফৌজদারী মামলায় দন্ডাদেশ বা আদেশের বিরুদ্ধে হাইকোর্টের অধঃস্তন আদালতে আপিলের সময়সীমা কত?
দেওয়ানী আদালতের অর্থ ডিক্রি জারীর মামলায় নিম্নের কোন ব্যক্তিকে দেওয়ানী জেলে আটক রাখার আদেশ দেয়া যাবে না?
কোন পক্ষ নিজ সাক্ষীকে একবার পরীক্ষার পর কোন কারণে পুন:পরীক্ষা (Reexamination) করিতে পারে?
গুরুতর আঘাতের সংজ্ঞা কোন ধারায়?
কোনটি মূল দালিলিক সাক্ষ্য (Primary evidence)?
মূল ডিক্রির বিরুদ্ধে আপীল কোন ধারায়?
নির্বাচনের পর হইতে বার কাউন্সিলের মেয়াদ ৩ বছর এই বিধান বার কাউন্সিলের অর্ডারের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
এক পক্ষের দাবিকৃত ঘটনা প্রমাণের দরকার হইবে না, যদি তা হয়-
লিখিত প্রাপ্তি স্বীকারের তারিখ উল্লেখ না থাকলে কোন ধরনের সাক্ষ্য দেওয়া যায়--
সাক্ষ্য আইনে Private Document বা ব্যক্তিগত দলিল বলা হয় -
ডিক্রিজারীর প্রথম আবেদনটি ডিক্রি প্রদানের তারিখ হইতে কত সময়ের মধ্যে করিতে হইবে?
দলিল সংশোধনের মামলা দায়ের করতে হয় কত দিনের মধ্যে?
বেপরোয়া গাড়ি চালাইয়া মৃত্যু ঘটাইলে শাস্তি কোন ধারায়?
আপিল চলাকালীন সময় আপীলকারী মারা গেলে কি হবে?
দন্ডবিধিতে আঘাতের সংজ্ঞা কোন ধারায়?
মানহানির শাস্তি কত ধারায়?
এক তরফা মূল ডিক্রির বিরুদ্ধে আপীল কত ধারায়?
সাক্ষ্য আইনের কত ধারায় পাবলিক ডকুমেন্টের সংজ্ঞা দেওয়া আছে?
পাবলিক প্রসিকিউটর কার অনুমতি নিয়ে মামলা প্রত্যাহার করতে পারেন?
বাংলাদেশের এটর্নী যেনারেল বার কাউন্সিলের ১৫ জন সদস্যের মধ্যে ১জন সদস্য, ইহা বার কাউন্সিল আদেশে কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
সোলে ডিক্রির বিরুদ্ধে আপীল চলে না, বিধানটি কোন ধারায়?
সম্পত্তি চিহ্ন বা Property mark এর সংজ্ঞা কত ধারায়?
সকল ক্ষেত্রেই মৌখিক সাক্ষ্য হবে-
গুরুতর আঘাতের সংজ্ঞায় আঘাতকে কত শ্রেণিতে ভাগ করা হইয়াছে?
পেনাল কোড এর ১৪৭ ধারার শাস্তিযোগ্য অপরাধ কে আপোষ করতে পারে?
ডাক্তারের গুরুতর অবহেলার কারনে রোগির মৃত্যু ঘটিলে অপরাধটি কোন ধারায় শাস্তিযোগ্য?
আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হইলে সুনিদির্ষ্টভাবে চুক্তি কার্যকর করা যায় না, ইহা ২১ ধারার কোন উপধারার ভাষ্য?
যতবার চুক্তিভঙ্গ করবে ততবার নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে ইহা তামাদি আইনের কোন ধারার ভাষ্য?
ফৌজদারী মামলায় কোন ক্ষেত্রে দ্বিতীয় আপীল করা যায়?
আঘাত কত দিন পর্যন্ত তীব্র যন্তণ্রা প্রদেয় হইলে গুরুতর আঘাত বলিয়া গণ্য হইবে?
ডিক্রী জারীর প্রথম আবেদনটি কত সময়ের মধ্যে করিতে হইবে?
দলিল বাতিলের মামলা সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারা মোতাবেক দায়ের করা যায়?
মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে আপীল দায়ের মেয়াদকাল কত?
ত্রিশ বছর বা ততোধিক পুরোনো দলিল যদি সঠিক হেফাজতে হতে সাক্ষ্য হিসাবে, আদালতে পেশ করা হয় তবে-
ফৌজদারী কার্যবিধির কত ধারায় রায় ঘোষনার পদ্ধতি বর্ণিত আছে?
The Code of Civil Procedure, 1908 এর কত ধারা অনুযায়ী আপিল আদালত মোকদ্দমা ‘remand' এ প্রেরণ করেন?
বার কাউন্সিল ১৫ জন সদস্য সমন্বয়ে গঠিত হইতে হইবে এই বিধান বার কাউন্সিল আদেশের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী Motive প্রাসঙ্গিক হবে?
মেট্রোপলিটন এলাকাতে কে সামরিক শক্তি প্রয়োগ করে বেআইনী সমাবেশ ভঙ্গ করতে পারে?
ডিক্রিদারের আবেদনক্রমে ডিক্রি দানকারী আদালত এখতিয়ার সম্পন্ন অন্য আদালতে ডিক্রি জারী করতে এবং দেনাদারের সম্পত্তি ক্রোক করতে পারেন ইহা কোন ধারায়?
বাদী ঘোষণামূলক মামলা কত ধারা অনুসারে রজু করতে পারে?
এডভোকেট ব্যতীত অন্য কোন ব্যক্তি যদি আইন ব্যবসা করেন তাহলে তাকে কারাদন্ডে দন্ডিত করা যেতে পারে-
দালিলিক সাক্ষ্যকে কত ভাগে ভাগ করা যায়?
মিথ্যা পন্য- প্রতীক বা সম্পত্তি চিহ্ন ব্যবহারের শাস্তি কত ধারায়?
ক্রিমিনাল প্রসিডিউর কোডের অধীনে অপরাধ সংঘটিত হবার আগেই কে তা দমনের আদেশ দিতে পারেন?
দন্ডবিধির ৩০৪ ধারায় সর্বনিম্ন শাস্তি কত?
প্রতিপক্ষ কর্তৃক জেরাকৃত একজন সাক্ষীর সাক্ষ্য একই বিষয় এবং পক্ষদয়ের মধ্যে পরবর্তী যে কোন বিচারিক কার্যক্রমের প্রাসঙ্গিক হবে যখন উক্ত সাক্ষী হন-
দেওয়ানী কার্যবিধির কোন ধারায় ডিক্রিজারী দেবার শেষ সময়সীমা সম্পর্কে উল্লেখ করা হইয়াছে?
বার কাউন্সিল কর্তৃক বিধি প্রণয়নের ক্ষেত্রে পূর্ব-অনুমোদন লাগবে-
মামলার শুনানী সমাপ্ত হইবার পর রায় ৭ দিনের মধ্যে প্রকাশ্য আদালতে প্রদান করিতে হইবে ইহা কোথায় উল্লেখ আছে?
কোন ডিক্রি জারীর উদ্দেশ্যে গ্রেফতার বা আটকের আদেশ প্রদত্ত হইলে তাহার বিরুদ্ধে আপীল চলে না বিধানটি কোথায় বর্নিত আছে?
ফৌজদারী কার্যবিধির কত ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা করা যায়?
মানহানির সংজ্ঞা দন্ডবিধির কত ধারায়?
ডিক্রি দানকারী আদালত অন্য আদালতকে ডিক্রিজারী সংক্রান্ত সম্পত্তি ক্রোক করার অনুরোধ করলে উক্ত ক্রোকাদেশ কতদিন বলবৎ থাকবে?
সাক্ষীর সাক্ষের সারমর্ম কিভাবে লিপিবদ্ধ করতে হয়?
বর্তস্বত্ব অধিকারের সংজ্ঞা তামাদি আইনের কত ধারায়?
The Code of Civil Procedure, 1908 এর Order 9, rule 8 অনুযায়ী কোনো মামলা খারিজ হলে বাদী______।
সাক্ষ্য আইনের কত ধারায় প্রাইভেট ডকুমেন্টের কথা বলা হয়েছে?
সরকার ফৌজদারী কার্যবিধির কত ধারায় শাস্তি হ্রাস করতে পারে?
মিথ্যা পন্য-প্রতীক বা সম্পত্তি চিহ্ন ব্যবহারের শাস্তি কি?
সাক্ষ্য আইনে কিছু ব্যতিক্রম ছাড়া, সকল ক্ষেত্রে দলিল প্রমাণ করতে হবে?
সুনিদির্ষ্ট কার্য সম্পাদনে ডিক্রি প্রদানে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারা মোতাবেক প্রয়োগ করিতে পারেন?
পেনাল কোড এর ৩৪১ ও ৩৪২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ আপোষ করতে পারে-
ফৌজদারী কার্যবিধির কত ধারায় আসামির জবানবন্দি গ্রহনের ক্ষমতা বর্ণিত আছে?
অবহেলার ফলে মৃত্যু ঘটাইলে শাস্তি কোন ধারায়?
ক্রিমিনাল প্রসিডিউর কোডের অধীনে ১৪৫ ধারার আদেশ কে জারি করতে পারে?
চেয়ারম্যান কর্তৃক বার কাউন্সিলের নির্বাচনী তফসিল প্রকাশ করতে হবে অনুষ্ঠিতব্য নির্বাচনের কমপক্ষে -
টাকার ডিক্রি জারি মামলায় কোন ধরনের দায়িককে দেওয়ানী কারাগারে আটক রাখা যাবে না?
যার উপর ট্রাস্ট সম্পত্তি পরিচালনার ভার ন্যাস্ত থাকে, তিনি তাহা আত্মসাৎ করলে কত দিনের মধ্যে মামলা দায়ের করতে হবে?
সুনির্দিষ্ট কার্যসম্পাদনের প্রতিকার প্রাপ্তির বিষয়টি_____।
কোন অনুষ্ঠানের গান গাওয়ার জন্য 'X' চুক্তিবদ্ধ হয় কিন্তু পরবর্তীতে চুক্তি সম্পাদনে অস্বীকৃতি জানায় এই চুক্তি সুনিদির্ষ্ট কার্যকর করা যায় না, ইহা ২১ ধারার কোন উপধারার ভাষ্য?
সাক্ষ্য আইনে কয়টি বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় বলে উল্লেখ করা হয়েছে?
মুল্যবান জামানত উইল ইত্যাদি জাল করলে সর্বোচ্চ শাস্তি কি?
দন্ডবিধির ৩০৪বি ধারায় সর্বোচ্চ শাস্তি কত?
প্রকাশনা বাজেয়াপ্তির ঘোষণা বাতিলের দরখাস্ত হাইকোর্ট বিভাগে কত দিনের মধ্যে দায়ের করতে হবে?
যে ক্ষেত্রে চুক্তির সুনিদির্ষ্ট কার্যসম্পাদন সম্ভব নয়, সেক্ষেত্রে বাদী বিকল্প কি প্রার্থনা করতে পারে?
কোন দুইটি বিষয়ে ঘোষণা চেয়ে বাদী আদালতে মোকদ্দমা দায়ের করতে পারে?
ফৌজদারী কার্যবিধির ৩৪৪ ধারায় প্রদত্ব রিমান্ডের লিখিত আদেশে কার স্বাক্ষর থাকবে?
নিম্নলিখিত কোন ডিক্রীর বিরুদ্ধে আপীল চলে না?
নিউজঃ