প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে
মালিকের অনুমতি নিয়ে 'ক' একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে, এ ক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে?
ফৌজদারী কার্যবিধির কত ধারা অনুসারে কোন অপরাধ আপোষ নিষ্পত্তি করা যায়?
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কয়টি স্তরের বিচারক থাকতে পারে?
নিম্নোক্ত কয়টি উপায়ে অপরাধ সম্পর্কে পুলিশ প্রাথমিক তথ্যের ভিক্ততে তদন্ত করা হয়?
আদালত প্লিডিংস সংশোধনের অনুমতি দিলে কত দিনের মধ্যে তাহা আদালতে দাখিল করতে হয়?
একজন পুলিশ অফিসার কখন একটি আমল অযোগ্য অপরাধ তদন্ত করতে পারেন?
দেওয়ানী কার্যবিধির কোন বিধানে আরজি বা জবাব কর্তনের কথা বলা হয়েছে?
রফিক, শফিক এর মুখে ঘুষি মারলে শফিক এর একটি দাঁত পড়ে যায়। রফিক এর কৃত অপরাধ হলো-
প্লিডিংস সংশোধন মন্জুর বা না-মন্জুর এর আদেশের বিরুদ্ধে প্রতিকার কি?
কোন আঘাত কত দিন পর্যন্ত বেদনা দিলে মারত্মক জখম বলে গণ্য হবে?
যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত ব্যক্তি খুন করলে তাহার একমাত্র শাস্তি মৃত্যুদন্ড ইহা দন্ডবিধির কোন ধারায়-
X, Y এর মুখমন্ডল বিকৃত করার উদ্দেশ্যে তাকে স্বজোরে ঘুষি মারে এতে Y এর মুখমন্ডল বিকৃত না হলেও উক্ত আঘাত ১ মাস যাবৎ ব্যাথা দেয়, X এর এই আঘাত দন্ডবিধিরর কত ধারায়?
বাদী যদি ঘোষণামূলক মোকদ্দমায় আনুসঙ্গিক প্রতিকার প্রার্থনা না করে তাহলে আদালত নিম্নের কোন আদেশটি দিতে পারে-
দন্ডবিধিতে কত প্রকারের আঘাতকে মারাত্মক হিসেবে চিহ্নিত করা হয়েছে?
সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কত ধারায় রিসিভার নিয়োগের আবেদন করা যায়?
নারীকে দিয়ে নারীর দেহ তল্লাশি করতে হবে বিধানটি বর্ণিত আছে কোন ধারায়?
প্রথম শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের খালাস আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে আপীলের তামাদি মেয়াদ কত দিন?
ডিক্রি বা আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপীল দায়েরের সময়সীমা কত?
রিসিভার নিয়োগ, তার অধিকার এবং কর্তব্য কোন আইনের বিধান অনুযায়ী নিয়ন্ত্রীত হবে?
ফৌজদারী কার্যবিধিতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কিত বিধান কোন সনে অন্তর্ভুক্ত হইয়াছে-
চুক্তি প্রত্যাহার করার মামলা দায়েরের জন্য তামাদির মেয়াদ কত বছর?
'ক' এর বিরুদ্ধে চুরির অভিযোগে চার্জ গঠনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারী আদালত প্রদত্ত নিম্নের কোন রায়টি প্রাসঙ্গিক?
আগাম জামিন (anticipatory bail) বলতে নিম্নের কোনটিকে বুঝাবে?
দায়রা জজ প্রদত্ত মৃত্যুদন্ডাদেশ কার্যকর করিবার পূর্বে অনুমোদন প্রয়োজন হয়-
ফৌজদারী মামলায় দন্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপীল দায়েরের সময়সীমা কত?
পেনাল কোডের অপরাধ সমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য তা ক্রিমিনাল প্রসিডিউর কোডের কোথায় উল্লেখ আছে?
একজন মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা জরিমানা আরোপ করতে পারে?
আরজি খারিজের বিরুদ্ধে জেলা জজের নিকট করা আপিল, খারিজের বিরুদ্ধে প্রতিকার কি?
ফৌজদারী কার্যবিধির ১০৭ ধারার মামলা নিম্মোক্ত কোন আদালতের আদি এখতিয়ারভুক্ত?
আরজিতে পর্যাপ্ত স্ট্যাম্প পেপার সরবরাহ না করার জন্য আরজি নাকচ হয়ে যায় এই ক্ষেত্রে বাদীর প্রতিকার কি?
তামাদির মেয়াদ সম্পর্কে তামাদি আইনের তফসিলে কোন বিধান না থাকলে তখন মামলা দায়েরের তামাদির মেয়াদ কত?
ফৌজদারী কার্যবিধিতে ম্যাজিস্ট্রেটগনকে প্রধানত কত প্রকারে ভাগ করা হয়েছে?
Mediation আদেশ হওয়ার পরে সর্বোচ্চ কত দিনের মধ্যে উক্তরূপ Mediation কাজ শেষ করতে হবে?
Mediation এর মাধ্যমে মামলা নিষ্পত্তির আদেশ আদালত কখন প্রদান করবে?
ফৌজদারী কার্যবিধি অনুসারে কোন ব্যক্তি সদাচরণের মুচলেকা দেওয়ার আদেশ দিতে পারেন?
A, Z এর দখলে থাকা একটি সম্পত্তি তার নিজের মনে করে সরল বিশ্বাস নিয়ে যায়। A এর কৃত অপরাধ হলো-
দেওয়ানী কার্যবিধির কোথায় বলা হয়েছে বাদীর আর্জিতে সুনির্দিষ্টভাবে প্রতিকার দাবি করবে?
Y এর যে রাস্তায় চলাচলের অধিকার আছে সে পথে X বিঘ্ন সৃষ্টি করে এতে Y এর চলাচল বাধাগ্রস্ত হয়। X এর কৃত অপরাধ হলো- [B.C.Exam-2013]
সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারায় চুক্তি প্রবলের কথা বলা আছে?
পেনাল কোডের ৩৪ ধারার অধীন সাধারণ উদ্দেশ্যে অপরাধ সংঘটনের জন্য নূন্যতম আসামী হতে হবে?
সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মোকদ্দমার ডিক্রি কিংবা আদেশের বিরুদ্ধে কি করিতে হয়?
মূল এখতিয়ার প্রয়োগকালে হাইকোর্ট বিভাগের রায় পুনর্বিবেচনার তামাদি মেয়াদ -
X, Z এর মুখে ঘুষি মারিলে তাহার একটি দাঁত পড়িয়া যায় X এর কৃত অপরাধ হলো-
নিঃস্ব হিসাবে আপীলের অনুমতির দরখাস্ত দাখিলের তামাদি মেয়াদ কত-
সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী কোন পক্ষ নিজের সাক্ষীকে জেরা করাতে পারে?
ডিক্রির অর্থ কিস্তিতে পরিশোধের আবেদন বা দরখাস্ত দাখিলের তামাদি মেয়াদ কত?
সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারায় অবলবৎযোগ্য চুক্তির কথা বলা হইয়াছে?
সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ২৯ ধারা অনুযায়ী চুক্তির সুনিদির্ষ্ট প্রতিপালনের মামলা খারিজ হইলে বাদী অবশ্যই বারিত হইবে-
সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৪২ ধারার মোকদ্দমায় তামাদী মেয়াদ কত?
ফৌজদারী মামলায় প্রসিকিউসন পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ক্রিমিনাল প্রসিডিউর কোড এর ৩৪২ ধারা অনুসারে-
বার কাউন্সিল কর্তৃক প্রাপ্ত এডভোকেট হবার সকল আবেদন পত্র যে কমিটিতে উপস্থাপন করতে হয় তা হলো-
দেওয়ানী মোকদ্দমা পুনর্বহালের আবেদনের তামাদি মেয়াদ কত?
আইন শিক্ষা কমিটিতে সর্বনিম্ন বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষক থাকবে কয়জন?
ক' এর বিরুদ্ধে চুরির অভিযোগে চার্জ গঠনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারী আদালত প্রদত্ব নিম্নের কোন রায়টি প্রাসঙ্গিক?
সাক্ষ্য আইনের ধারা-১০৯ অনুসারে অংশীদারগণের মধ্যে যে অংশীদারমূলক সম্পর্ক বিদ্যমান তা প্রমাণ করার দায়িত্ব-
সাক্ষ্য আইনে সাক্ষীদের কত ধরনের পরীক্ষা উল্লেখ আছে?
কোন এডভোকেট বার কাউন্সিলের সদস্য পদে থাকবে না উপর্যুপরি-
প্রাথমিক সাক্ষ্য বলতে বুঝায় এমন একটি দলিল যাহা পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে?
সাক্ষ্য আইনের স্বকার্যনীত নীতি কোন ধরনের মামলায় ব্যবহার করা যায়?
সমঝােতা প্রতিবেদন প্রাপ্তির কত সময়ের মধ্যে আদালত সােলে ডিক্রি জারী করবেন?
মৃত্যুর কারণ সম্পর্কে বিশেষজ্ঞের মতামতকে কি বলা হয়-
বেআইনীভাবে অভিযােগ গঠন করলে আসামী হাইকোর্ট বিভাগে ফৌজদারী কার্যবিধির কত ধারায় আবেদন করবেন-
চুক্তি প্রবলের মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদ কাল কত?
চুরি করতে গিয়ে আসামী সেচ্ছায় আঘাত করলে অপরাধটি হবে-
একজন যুগ দায়রা জজ সমন্বয়ে গঠিত স্পেশাল ট্রাইব্যুনাল কর্তৃক এর চার বছরের সশ্রম কারাদকের বিরুদ্ধে আপিল করা যাবে-
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতিরেকে কােন ব্যক্তিকে নিয়োগ প্রদান করতে পারেন?
কোন মামলা এমনভাবে গঠন করিতে হইবে, যাহাতে বিরােধভুক্ত বিষয়টি সম্পর্কে। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় সেই বিষয় লইয়া ভবিষ্যতে আর কোন মামলা মােকদ্দমা না হইতে পারে। কোন আদেশের বিধান-
একটি মোকদ্দমায় প্রধানত কয়টি মূল উপাদান পরিলক্ষিত হয়-
তের বছরের কম বয়সের স্ত্রীর সাথে তার ইচ্ছার বিরুদ্ধে এবং সম্মতি ব্যতিরেকে যৌন মিলন করা হলেও ধর্ষণের অপরাধ বলে গণ্য হবে। এই অপরাধের মামলা গ্রহণের এখতিয়ার (cognizance) রয়েছে শুধুমাত্র-
আসামীগণ যদি আদালতে একবার হাজির হওয়ার পর বিচারের সময় অনুপস্থিত থাকে তবে আদালত কোনরূপ গেজেট বিজ্ঞপ্তি ছাড়াই তাদের অনুপস্থিতিতে বিচার করতে পারেন।
নিম্নাদালতের যে সকল আদেশের বিরুদ্ধে উচ্ছ আদালতে আপীল করা যায় না সে সকল আদেশ বাতিল করার জন্য যে আবেদন উচ্চ আদালতে পেশ করা হয় তাহাই__ নামে অভিহিত।
দেওয়ানি কার্যবিধি অনুসারে জেলা বলতে বুঝায়-
সকল স্মল কজেস কোর্ট যে আদালতের অধস্তন তা হলাে-
দেওয়ানি আদালতের আর্থিক এক্তিয়ার বৃদ্ধির জন্য The Civil Courts Act, 1887 এর সর্বশেষ সংশােধনী বিল জাতীয় সংসদে উত্থাপিত হয় ২০২১ সালের-
ভাড়াটিয়া উচ্ছেদের মামলা বিচার করার এখতিয়ার রয়েছে-
বিদেশী আদালতে বিচারাধীন কোনাে দেওয়ানি মামলার বিষয়বস্তু সম্পর্কে একই পক্ষগণের মধ্যে পরবর্তীতে বাংলাদেশে মামলা হলে তা বিচারেক)
দেওয়ানি কার্যবিধির ১০ ধারা মােতাবেক মামলা স্থগিতের জন্য প্রধান শর্ত হলাে-
দেওয়ানি কার্যবিধির ১১ ধারার উদ্দেশ্যে পূর্ববর্তী মামলা বলতে বুঝায়-
‘ক’ খুলনায় ও ‘খ’ ঢাকায় থাকে। টাংগাইল জেলায় অবহিত তাদের কিছু জমি বিষয়ে বাটোয়ারা মামলা করা যেতে পারে-
মামলা স্থানান্তর ও প্রত্যাহারের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ বা জেলা আদালত-
স্বল্প একতিয়ার আদালত হতে কোনাে একটি মামলা প্রত্যাহার করে অন্য কোনাে আদালতে বিচারের জন্য স্থানান্তরিত হলে উক্ত মামলার ক্ষেত্রে-
জারির জন্য স্থানান্তরিত ডিক্রি জারি কার্যকর করা হলে বা করা না গেলে সেই আদালত বিষয়টি-
প্রশ্ন: আদালত কর্তৃক জনসাধারণ এবং আইনজীবিদের (যারা মামলার সাথে জড়িত নয়) আদালত কক্ষে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হলে নিম্নের কোন ধারার উদ্দেশ্য পূরণকল্পে ইহা কোন বাধা নয়-
Hand writing identification প্রমাণের পদ্ধতি সংশ্লিষ্ট ধারা কোনগুলাে -
সাক্ষ্য আইনের ১১০ ধারা মোতাবেক দখলদার ব্যাক্তি মালিকানা অস্বীকার করলে যিনি মালিকানা অস্বীকার করবেন প্রমানের দায়িত্ব তার। সে কারণে বাদীকেই তাহার স্বত্ব প্রমান করতে হবে ইহা সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কত ধারার বিধান?
The Penal Code, 1860 এর কত ধারায় আইনগত কার্য সম্পাদনে সংঘটিত দুর্ঘটনাকে একটি ব্যতিক্রম হিসেবে আলােচনা করা হয়েছে?
The Penal Code, 1860 অনুসারে অবৈধ যৌনসহবাসের জন্য কত বছরের কম বয়স্কা বালিকা বিদেশ থেকে আমদানি করা শাস্তিযোগ্য অপরাধ?
নিম্নের কোন দলিলটি মাধ্যমিক সাক্ষ্য (Secondary Evidence) হিসেবে গণ্য হয়?
The Penal Code, 1860 অনুযায়ী কত বছর বয়স্ক অপরিণত বোধশক্তিসম্পন্ন শিশুর কাজ অপরাধ নয়?
যে ব্যক্তি অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণ করে তার শাস্তি হতে পারে-
নিম্নলিখিত কোন ক্ষেত্রে বলপ্রয়োগ অপরিহার্য উপাদন নয়?
Effect of fraud- তামাদি আইনের কোন ধারায় উল্লেখ আছে?
তামাদি আইনের Definition clause অনুযায়ী Bill of Exchange বলতে নিচের কোনটি অন্তর্ভূক্ত হবে না
দেওয়ানি কার্যবিধির কোন ধারায় “Presumption as to judgement”সম্পর্কে বলা আছে?
Separate charges for distinct offences- এটি The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারার বিধান?
“Agricultural produce not attachable before judgement” বিধানটি দেওয়ানি কার্যবিধির আদেশ ৩৮ এর কত বিধিতে উল্লেখ আছে?
দেওয়ানী মোকদ্দমায় শাসনতান্ত্রিক ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্ন জড়িত থাকলে আদালত কাকে নোটিশ দিবে?
স্থানীয় তদন্তের কমিশন প্রাপ্ত ব্যক্তি রিপোর্ট দাখিলের জন্য সময় পাবে___।
যথাযথভাবে মোকদ্দমা দায়েরের কত দিনের মধ্যে বিবাদীর প্রতি সমন ইস্যু করতে হবে?
রায় অনুযায়ী প্রণীত ডিক্রীতে স্বাক্ষর করবেন কে?