প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে
কোন অপরাধ আমলে আনায়নকারী ম্যাজিস্ট্রেট পরোয়ানা ইস্যু করতে পারে কত ধারা অনুুযায়ী?
সাক্ষ্য প্রমাণে আসামীর অপরাধ না পেলে ম্যাজিস্ট্রেট আসামীকে-
ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে মামলার তদন্ত করার বিধানটি কত ধারায়?
দায়রা জজ কোর্টে আসামীকে খালাস দেয় কোন ধারায়?
পুলিশ তদন্তের স্বার্থে সাক্ষীর জবানবন্দি রেকর্ড করতে পারে কোন ধারায়-
নালিশী মামলায় সমন ইস্যুর পর অভিযোগকারী নির্ধারিত তারিখে আদিলতে হাজির না থাকলে আদালত কি আদেশ দিবে?
মামলার আরজিতে উপস্থাপিত বক্তব্য বিবাদীর জবাবে নিদির্ষ্টভাবে অস্বীকার না করা হলে তার ফল হবে-
দেওয়ানী কার্যবিধির আদেশ ৩৯ অনুসারে কোন ধরণের নিষেধাজ্ঞা প্রদান করা যায়?
Set Off এর দাবী উত্থাপন করা যায় কোন ধরণের মোকদ্দমায়?
কোন ব্যক্তি বিবাদী পক্ষ তার লিখিত জবাব দাখিল করবে সর্বোচ্চ -
বিবাদী তার জবাবে বাদীর দাবী সুষ্পষ্টভাবে অস্বীকার করবে ইহা কোন আইনের বিধান?
আইনানুগ অভিভাবকত্ব হতে কত বছরের কমবয়সী নাবালিকাকে অপহরণ করলে তা হবে মনুষ্য হরণ?
দেওয়ানী কার্যবিধি অনুসারে আরজিতে বিবৃত অভিযোগসমূহ বিবাদীর লিখিত জবাবে সুনিদিষ্টভাবে অস্বীকার না হলে, তা হবে বিবাদীর -
বিদেশ থেকে বালিকা আমদানি করলে শাস্তি কত?
যদি বিবাদী আদালত কর্তৃক নির্ধারিত সময়ে লিখিত বর্ণনা দাখিল করতে ব্যর্থ হয়, সে ক্ষেত্রে বিষয়টি-
রফিক, শফিক কে তার সম্মতি ছাড়া মালোশিয়া নিয়ে যায়। রফিক এর অপরাধ হবে-
১৪ বছরের একটি ছেলের সম্মতিতে তাহার পড়াশুনার জন্য তাহাকে 'X' বিদেশে নিয়ে যায়, দন্ডবিধি অনুসারে 'X' কি ধরণের অপরাধ করিয়াছে?
যেইক্ষেত্রে বিবাদী তার পাওনাদারকে প্রতারিত করার জন্য তার নিজস্ব সম্পত্তি অন্যত্র অপসারণ করার ইচ্ছা প্রকাশ করে তখন আদালত নিম্নলিখিত কোন নিষেধাজ্ঞা মঞ্জুর করবে?
সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কত ধারা অনুযায়ী আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না?
লিখিত বিবৃতিতে পারষ্পরিক দায় শোধের বর্ণনা থাকবে ইহা কোন আইনের বিধান?
মৃত্যুদন্ডের বিরুদ্ধে হাইকোর্ট আপিল করতে হয় তাহা কত অনুচ্ছেদে আছে?
তামাদি আইনের কোন অনুচ্ছেদে শ্রমিকের মজুরী আদায়ের মামলার তামাদিকাল এক বছর উল্লেখ করা হয়েছে?
যেইক্ষেত্রে বাদীর অধিকারে হস্তক্ষেপের কারণে যে প্রকৃত ক্ষতি হয়েছে তা নির্ধারেণর কোন মানদন্ড নেই, তখন আদালত নিম্নের কোন সিদ্ধান্তটি দিতে পারে?
যেই আদালতে নিষেধাজ্ঞা প্রার্থনা করা হয়েছে সেই আদালতের অধস্তন নয় এমন আদালতের কার্যধারা স্থগিতের জন্য আদালত নিষেধাজ্ঞা -
অর্থ আদায়ের মামলায় তামাদিকাল ৩ বৎসর ইহা তামাদি আইনের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
একটি ফৌজদারী আদালত পুলিশী ডায়েরি তলব করতে পারে -
একজন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের দন্ডাদেশের বিরুদ্ধে আপীল হবে-
আরজি সংশোধনের দরখাস্ত নামঞ্জুর হলে প্রতিকার কি?
প্লিডিংস সংশোধনের আবেদন মঞ্জুর করার সিদ্ধান্ত একটি -
বিবাদীর পাল্টা দাবী (Counter claim) এর দাবী পেশ করতে হয়
Complaint ব্যতীত অন্যভাবে রজুকৃত একটি ফৌজদারী মামলার কার্যক্রম বন্ধ করা হলে, ম্যাজিস্ট্রেট আসামীকে -
কোন মহানগর এলাকায় পুলিশ অ-আমলযোগ্য মামলার তদন্ত করতে পারবে না, যদি সে অনুমতি না নেয়-
প্রতিটি দেওয়ানি মামলা রুজু করতে হয় কিসের মাধ্যমে-
Rejection of Plaint কয়টি কারনে হয়?
বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটালে যে অপরাধ হয় তা-
দেওয়ানী কার্যবিধির কোন বিধানে আরজির পার্টিকুলাস বর্ণিত আছে?
আইনানুগ অভিভাবকের নিকট হইতে কত বছরের নাবালক বা নাবালিকাকে অপহরণ করিলে তাহা আইনানুগ অভিভাবকত্ব হইতে মানুষ্য হরণ হইবে?
দন্ডবিধির নিচের কোন ধারার একমাত্র শাস্তি মৃত্যুদন্ড?
দন্ডবিধি অনুসারে কোন শাস্তিটি বৈধ নহে?
মামলা সঠিকভাবে দায়ের করার পর ৫ কর্মদিবসের মধ্যে সমন জারি করতে হবে, এটা হচ্ছে-
দন্ডবিধির কত ধারায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষাধিকার সংরক্ষণ করা হইয়াছে?
দন্ডাদেশ প্রদানের পরবর্তী কত বছরের মধ্যে অর্থদন্ড আদায়যোগ্য?
'ক' এমন একটি রোগে ভুগিতেছে যে, এক আঘাতেই তাহার মৃত্যু হইবার সম্ভাবনা আছে। 'খ' এই কথা না জানিয়া 'ক' কে দৈহিক জখম করার অভিপ্রায়ে এমন আঘাত করে যাহা একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটাইতে পারে। উক্ত আঘাতের ফলে 'ক' মারা যায় 'খ' এর অপরাধ হইবে-
'ক' একজন সাক্ষী হিসাবে ম্যাজিষ্ট্রেট 'খ' এর সম্মুখে উপস্থিত হয়। 'খ' বলেন যে তিনি 'ক' এর সাক্ষ্যের এক শব্দও বিশ্বাস করেন না এবং 'ক' মিথ্যা শপথ করিয়াছে। এই সকল কথায় 'ক' আকস্মিক ক্রোধে উদ্দীপ্ত হইয়া 'খ' কে হত্যা করে। 'ক' এর অপরাধ -
সুনিদির্ষ্ট প্রতিকার আইনের অধীনে ৮ ধারার মোকদ্দমায় প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি?
স্থাবর সম্পত্তি দখল উদ্ধার সম্পর্কে সুনিদির্ষ্ট প্রতিকার আইনে কত ধারায় বিধান বর্ণিত হইয়াছে?
সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মোকদ্দমায় কোনটি বিবেচনা করা হয় না?
তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে নিম্নলিখিত কোন সময়টি বাদ যাবে?
কখন লিখিত প্রাপ্তি স্বীকার সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে?
যে ক্ষেত্রে মামলা দায়ের করার পর নতুন কোন বাদী বা বিবাদীকে পক্ষভুক্ত করা হলে তার ফলাফল কি?
সরকার মৃত্যুদন্ড হ্রাস করিয়া যে কোন দন্ডে রুপান্তর করিতে পারে দন্ডবিধির কত ধারা অনুযায়ী?
পুলিশের নিকট আসামীর স্বীকারোক্তি কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হইবে?
তামাদি আইনের কত ধারায় তামাদির মেয়াদ গণনায় প্রতারণার ফলাফল আলোচনা করা হয়েছে?
বার কাউন্সিল ট্রাইব্যুনাল কোন এডভোকেটকে অসাদাচারণের জন্য নিবন্ধন বাতিলের আদেশ দিলে এডভোকেট কী পদক্ষেপ নিতে পারে?
ভুল আদালতে মামলা দায়ের করায় বিলম্ব হলে আপনি বিলম্ব মওকুফের জন্য তামাদি আইনের কত ধারায় আবেদন করবেন?
বার কাউন্সিল ট্রাইব্যুনাল তার রায় রিভিউ করতে পারে-
অভিযুক্ত এডভোকেটকে নোটিশ প্রাপ্তির কত দিনের মধ্যে জবাব দিবে?
এডভোকেট শিক্ষানবিশের চুক্তিপত্রে মিথ্যা তথ্য বা মিথ্যা সার্টিফিকেট দিলে দায়ী হবেন-
কোন ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা ( Dying Declaration) তার কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য?
জনশ্রুত সাক্ষ্য গ্রহণযোগ্য হয় সাক্ষ্য আইনের কোন বিধান বলে?
কোন ধরনের মামলায় সাক্ষ্য হিসেবে দোষ স্বীকারোক্তি সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে-
সাক্ষ্য আইন অনুযায়ী নিজেকে জড়িয়ে দোষ স্বীকারকে কি বলে?
সাক্ষীর চরিত্র সম্পর্কে কোন ধরনের পরীক্ষা করা যায়?
একজন এডভােকেট মক্কেলের কাছ থেকে মামলার খরচ উদ্ধারের জন্য কতদিনের মধ্যে মামলা করতে পারবে-
কোন দলিল বাদীর উপর বাধ্যকর নয় মর্মে ঘােষণামূলক মামলার কোর্ট ফি কত দিতে হবে-
বাতিলযােগ্য দলিল বাতিলের ডিক্রি প্রদানের ক্ষেত্রে দেওয়ানী আদালতের ক্ষমতা-
ফৌজদারী কার্যবিধির কোন ধারায় বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধ সংক্রান্ত বিধান রয়েছে-
নিম্নের কোন বিষয়ে ফৌজদারী বা দেওয়ানী যে কোন প্রকার মামলা দায়ের করা যায়-
'ক' The Penal Code, 1860' এর ৩২৩ ধারায় দোষী সাব্যস্ত হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট 'ক' কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 'ক’ উক্ত রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে আপীল দায়েরের শর্তে জামিনের আবেদন করেন। 'ক’ এর দরখাস্তটি The Code of Criminal Procedure, 1898 এর কত ধারায় আনীত হয়েছে?
বন্ধকী স্থাবর সম্পত্তি খালাস করার বা দখল পুনরুদ্ধারের জন্য বন্ধক গ্রহীতার বিরুদ্ধে মামলার নির্ধারিত মেয়াদ-
The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারায় বেআইনীভাবে আটক ব্যক্তিকে উদ্ধারে সার্চ ওয়ারেন্ট সম্পর্কে বলা হয়েছে?
কোন judicial Proceeding এ ইচ্ছাকৃত ভাবে মিথ্যা সাক্ষ্য প্রদানের শাস্তির বিধান বর্ণিত হয়েছে। The Penal Code, 1860 এর Section-
যদি কোনাে দলিল আইনে প্রত্যায়নের বিধান থাকে, তাহলে উক্ত দলিল সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে হলে উক্ত দলিল সম্পাদনের বিষয়ে সর্বনিম্ন কয়জন প্রত্যায়নকারী সাক্ষীকে (Attested Witness) আহবান করতে হবে ?
পক্ষসমূহের অভিপ্রায় সম্পর্কে অনুমানের কথা The Specific Relief Act, 1877 এর কত ধারায় উল্লেখ আছে?
চুরি করলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে যদি সে পূর্বে চুরির অপরাধে দণ্ডিত হয়ে জেল খাটে অন্তত-
স্বীকারােক্তি আদায়ের জন্য পুলিশ কাউকে গুরুতর আঘাত করলে, পুলিশের শাস্তি হবে-
মৃত্যুদণ্ডে দণ্ডিত অপরাধীকে তার স্ত্রী আশ্রয় দিলে, স্ত্রীর শাস্তি হবে-
মাতৃগর্ভে কোন শিশুর মৃত্যু ঘটানাে প্রানহানি মর্মে পরিগনিত হবে না, কোন ধারায়-
অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় ২ জন আসামীর মধ্যে ১ জন খালাস পেলে অন্য জনের কি হবে?
কোন সরকারী কর্মচারী কারাে ক্ষতির জন্য অশুদ্ধ দলিল তৈরি করলে তার শাস্তি হবে-
আদালতের সমন, নােটিশ, বা আদেশ জারিতে বাধা দিলে শাস্তি হতে পারে-
যে ভূমিতে বেআইনী সমাবেশ অনুষ্ঠিত হয়, সে ভূমির ম্যানেজার যদি তা নিবারনের ব্যবস্থা না করে তাহলে তার জরিমানা হবে-
১৯৭১ সালের ২৬শে মার্চ তারিখে স্বাধীনতা ঘােষণা অনুযায়ী বাংলাদেশ সৃষ্টি সম্পর্কে নিন্দাবান করলে সর্বোচ্চ শাস্তি হতে পারে-
বিবাহের রেজিস্ট্রার জাল করলে সর্বোচ্চ শাস্তি কি-
খুন বা নরহত্যার ভয় দেখালে তার শাস্তি কত-
অপরাধী স্বামীকে লুকিয়ে রাখলে বা আশ্রয় দিলে স্ত্রী দোষী হবে না' এটি কোন ধারার ব্যতিক্রম-
আদালতের বিচারককে অপমান করলে সর্বোচ্চ শাস্তি হতে পারে-
অপরাধীর মৃত্যুর ফলে কোন ধরনের দণ্ডের অবসান হয় না?
দণ্ডবিধির কোন ধারায় Volentinon fit injuria মতবাদের প্রকাশ ঘটেছে?
দণ্ডবিধির কোন ধারায় Doctrine of Alternative Danger' এর প্রতিফলন ঘটেছে?
মাতৃগর্ভে কোন শিশুর মৃত্যু ঘটালে কোন ধারায় তার শাস্তি হবে-
“In criminal cases previous good character relevant” – এটি The Evidence Act, 1872 এর কোন ধারার বিধান?
Summary dismissal of appeal সম্পর্কিত বিধান কত ধারায় উল্লেখ আছে?
স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশে ক্ষতিপূরণের মামলার তামাদিকাল কত?
The Code of Criminal Procedure, 1898 অনুসারে খালাসের আদেশের বিরুদ্ধে আপীলের তামাদির মেয়াদ কত?
সহকারী জজের ডিক্রীর বিরুদ্ধে জেলা জজের নিকট আপীল দায়েরের জন্য তামাদির মেয়াদ কত?
বংশগত পদ দখল করার মামলার তামাদির মেয়াদ কত?
বিলম্বিত দেনমোহরানা আদায়ের মামলার তামাদির মেয়াদ কত?
স্থাবর সম্পত্তির বন্ধকগ্রহীতার বিরূদ্ধে রেহেনমুক্ত বা দখলমুক্ত করার মামলার তামাদির মেয়াদ কত?
যুগ্ম দায়রা জজ কর্তৃক প্রদত্ত ৫ বছরের অধিক কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপীল হবে___।