প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে
আটকের ২৪ ঘন্টার মধ্যে তদন্ত শেষ না করতে পারলে, পুলিশ কি করবে তা কত ধারায় বলা আছে?
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম শ্রেণী ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কি পরিমান কারাদন্ড দিতে পারেন?
১৫ বছরের নিচের কোন শিশু মৃত্যুদন্ড অথবা যাবজ্জীবন কারাদন্ড যোগ্য অপরাধ ব্যতিত অন্য কোন অপরাধ, সেই অপরাধের বিচার করতে পারে-
আদালত তার স্থানীয় সীমার বাইরে কোন ব্যক্তি বরাবর সমন জারি করতে চাইলে সমন ইস্যু করবে উক্ত ব্যক্তি-
সমনে তলবী ব্যক্তিকে পাওয়া না গেলে, তার পরিবারের কোন ধরনের ব্যক্তির বরাবর সমনের কপি দিতে হবে?
এক জেলার আদালতে বিচারাধীন দেওয়ানী মামলা অন্য জেলার আদালতে স্থানান্তর করতে পারে কোন কর্তৃপক্ষ?
কপি রাইটস বা মেধাস্বত্ব সংক্রান্ত মোকদ্দমা কোথায় দায়ের করতে হয়?
দেওয়ানী কার্যবিধির ২৪ ধারায় মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতা প্রদান করা হইয়াছে-
জেলা জজ এর নিকট হতে আপীল প্রত্যাহারের ক্ষমতা নিম্নের কোন আদালত প্রয়োগ করতে পারে?
কোন ধরণের পক্ষের উপস্থিতি ছাড়া মোকদ্দমা গঠন ও ডিক্রি জারি সম্ভব নয়?
আদালত কখন মোকদ্দমার কোন পক্ষকে সংযুক্ত করতে বা বাদ দিতে পারে?
দন্ডবিধির কোন কোন ধারায় জীবন বিপন্নকারী মারাত্মক সংক্রমণ রোগ বিস্তারকারী কার্যক্রম অপরাধ বলিয়া বর্ণনা করা হইয়াছে-
কোন ব্যক্তি যদি প্রতারণামূলকভাবে কাউকে ঠকাইবার উদ্দেশ্য ওজনে বা পরিমাপে অপ্রকৃত মানদন্ড ব্যবহার করিলে যে কোন বর্ণনার কারাদন্ড যাহার মেয়াদ ১ বৎসর কারাদন্ড বা অর্থদন্ড উভয় দন্ড হতে পারে ইহা দন্ডবিধির কোন ধারায়?
কোন অপরাধ জামিন যোগ্য না জামিন অযোগ্য তা ফৌজদারী কার্যবিধির কোথায় বলা আছে?
জনস্বাস্থ্য, নিরাপত্তা, সুবিধা, শোভনতা এবং নৈতিকতা বিরোধী অপরাধ এর সংজ্ঞা কোন ধারায়?
দালান সমূহ ভাঙ্গিয়া ফেলা বা মেরামতের সময় তাচ্ছিল্য পূর্ণ আচারণ যাহা মানুষের জীবনের হুমকি স্বরূপ তাহা কোন ধারায় অপরাধ?
অতিরিক্ত জেলা জজ এর নিকট হতে নিম্নের কোন আদালতে মোকদ্দমা প্রত্যাহার করতে পারে?
সুনিদির্ষ্ট প্রতিকার আইন ১৮৭৭ সর্বশেষ কত সালে সংশোধন হয় এবং কোন তারিখ হতে কার্যকর হয়?
দেওয়ানী আদালতের ডিক্রি বা আদেশ প্রদানের কত সময়ের মধ্যে ডিক্রিজারী মামলা দায়ের করতে হয়?
তামাদি আইনের বিধানসমূহ ফৌজদারী মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই নিয়মের ব্যতিক্রম হলো-
রাজপথে বেপরোয়া ভাবে গাড়ি চালান বা ঘোড়া দৌড়ানোকে দন্ডবিধির কোন ধারায়, অপরাধ বলা হইয়াছে?
কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এর ২৪৮ ধারা অনুসারে Complaint প্রত্যাহত হলে অভিযুক্ত ব্যক্তি -
অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী নিম্নের কে রেকর্ড করতে পারে?
ক্রিমিনাল প্রসিডিউর কোড এর ১৬১ ধারায় রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দীততে স্বাক্ষর করবেন-
পেনাল কোডের অপরাধ সমূহ কোন আদালত কর্তৃক বিচার যোগ্য তা ক্রিমিনাল প্রসিডিউর কোডের কোথায় উল্লেখ আছে?
আসামী যদি আরোপিত অর্থদন্ড না দিয়ে কারা ভোগ করে, তবে নিম্নের কিরুপ আদেশ দেয়া যাবে-
একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দন্ডাদেশ অপর্যাপ্ত হলে, রাষ্টপক্ষ দন্ডবৃদ্ধির জন্য কোথায় আপীল করতে পারে?
একজন মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট একটি নালিশ মামলায় কারা দন্ড প্রদান করেন। উক্ত দন্ডাদেশ বৃদ্ধির জন্য অভিযোগকারী নিম্নের কোন আদালতে আপীল দায়ের করবে?
কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এর ৪৯১ ধারা অনুযায়ী হেবিয়াস কর্পাস প্রকৃতির নির্দেশনামূলক আদেশ প্রদানের ক্ষমতা কোন আদালতের এখতিয়ারভূক্ত?
বিশেষ আইনের এর সাথে দেওয়ানী কার্যবিধির বিধান সাংঘর্ষিক হলে কোন আইন প্রযোজ্য হবে?
বারিত না হলে আদালত সকল দেওয়ানী মামলার বিচার করবে, বিধানটি আছে-
ট্রেডমার্ক আইন সম্পর্কিত মামলা দায়ের করতে হয়-
যে ক্ষেত্রে কোন কর্ম বা কর্মচ্যুতি দুই বা ততোধিক আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ হয়, সে ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক হবে?
খ একজন পুলিশ কর্মকর্তা আদালতের নির্দেশে 'ক' কে আইনানুগভাবে গ্রেফতার করে। এক্ষেত্রে প্রচন্ডভাবে উত্তেজিত হয়ে 'খ' কে হত্যা করে। ক পেনাল কোডের কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে?
একজন ১ম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পেনাল কোডের ৩৭৯ ধারায় অভিযুক্ত আসামীর বিরুদ্ধে চার্জ গঠনকালে আসামী guilty plead করায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উক্ত দন্ডাদেশের বিরুদ্ধে আপীল দায়ের হলে নিম্নের কোনটি হতে পারে?
যে ক্ষেত্রে পেনাল কোড অনুসারে অর্থদন্ডের বিধান থাকে কিন্তু কত টাকা অর্থদন্ড দেওয়া যাবে সে বিষয়ে কোন উল্লেখ থাকে না, সেক্ষেত্রে সর্বোচ্চ অর্থদন্ডের পরিমান কত?
''আব্দুল করিম'', ''রহিম'' এর বিরুদ্ধে দেওয়ানী ৩,৫০,০০০ টাকা মামলা দায়ের করতে চাই। "আব্দুল করিম" কোন আদালতে মামলা দায়ের করবে?
ক' এর প্ররোচনায় 'খ' খুন করার উদ্দেশ্যে 'গ' কে ছুরিকাঘাত করে। 'গ' চিকিৎসান্তে সুস্থ হয়ে উঠে। 'ক' নিম্নের কোন অপরাধ করেছে?
সিভিল কোর্ট অ্যাক্ট সংশোধনীর পর দেওয়ানী মামলায় সহকারী জজের আর্থিক এখতিয়ার কত-
কোন মহাসড়কে রাতের বেলায় দুস্যুতার অপরাধ করলে সর্বোচ্চ কত বছরের কারাদন্ড হতে পারে?
এডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষায় উনুত্তীর্ণ হইলে পরবর্তীতে অনুষ্ঠিতব্য আর কতটি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ না করিলে তাহার লিখিত পরীক্ষার ফলাফল বাতিল বলিয়া গণ্য হইবে?
A একটি জমির বৈধ দখলে আছে। প্রতিবেশী গ্রামবাসী উক্ত সম্পত্তির উপর দিয়ে চলাচলের অধিকার দাবী করে। A মামলা করতে পারে-
সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ দায়ের করতে পারে-
আত্মরক্ষার জন্য আক্রমনকারীকে হত্যা বা গুরুতর যখম করার জন্য নিম্নের কোন কারণটি গ্রহণযোগ্য হবে না।
যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদন্ড, সেক্ষেত্রে ১০০ টাকার অধিক অর্থদন্ড প্রদানের ব্যর্থ হলে সর্বোচ্চ কত মেয়াদের জন্য বিনাশ্রম কারাদন্ড দেয়া যাবে?
কোন ধারায় অবিরাম চুক্তিভঙ্গ বা অন্যায়ের তামাদি মেয়াদ বর্ণিত হয়েছে-
তামাদি আইনের কত ধারায় বিরুদ্ধ দখলের কথা বলা হয়েছে
সাক্ষ্য আইনের কোন ধারাবলে একজন সাক্ষীকে বৈরী ঘোষণা করা যেতে পারে?
কত দিন বিরুদ্ধ দখলে থাকলে প্রকৃত মালিকের মালিকানা স্বত্ব নষ্ট হয়ে যায়?
সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ৮ ধারার মোকদ্দমার তামাদি মেয়াদ হল-
একজন ব্যক্তি জীবিত মর্মে যে দাবি করে তা তাকেই প্রমাণ করতে হবে, যদি ঐ ব্যক্তির কোন সংবাদ পাওয়া না যায়-
১৮৭২ সালের সাক্ষ্য আইন অনুসারে ৩০ বছরের পুরানো একটি দলিলের সম্পাদন ও বিষয় বস্তুকে আদালত সঠিক মনে করবে, যদি দলিলটি-
বার কাউন্সিলে কোন এডভোকেটের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্রের সাথে প্রদত্ত ফি এর পরিমাণ হবে-
কোন এডভোকেট বার কাউন্সিলের অনুমতি ব্যতিত শিক্ষানবীশ নিতে পারবেন- [B.C.Exam-2013]
সরকার কর্তৃক কোন ব্যক্তি তার জমি হতে বেদখল হলে সে মামলা করতে পারে-
যদি কোন প্রার্থী তালিকাভুক্তির দরখাস্তে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান করে, তিনি তালিকাভুক্তির অযোগ্য হবেন-
বার কাউন্সিলের সংজ্ঞা বার কাউন্সিল অর্ডার ১৯৭২ এর কত নং অনুচ্ছেদে রয়েছে?
কোন সরকারী দলিলের সহিমোহরী নকলের উপর লেখা থাকে-
X একটি হারিয়ে যাওয়া দলিলের বিষয়বস্তু মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে চায়?
হত্যার দায়ে অভিযুক্ত 'x' অভিযোগ করে যে, গুরুতর ও আকস্মিক উস্কানির জন্য সে আত্ম-নিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে ফেলেছে। ইহা প্রমাণের দায়িত্ব -
সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী আদালত সইমোহর নকলের বিশুদ্ধতা সম্পর্কে অনুমান করবে?
G.R মামলায় খালাস আদেশের বিরুদ্ধে সংবাদদাতার প্রতিকার কি-
পাবলিক প্রসিকিউটর খালাসের বিরুদ্ধে আপীল করেন কার নির্দেশে-
চোরাই মাল উদ্ধারে ফৌজদারী কার্যবিধির কোন ধারা অনুযায়ী ওয়ারেন্ট চাওয়া যায়-
অস্থাবর কোন সম্পত্তি কোন বিশেষ ব্যক্তির স্বত্বাধীন বলে বুঝানাের জন্য ব্যবহৃত চিহ্নকে কি বলে-
দেওয়ানী মামলায় কোন পক্ষ অন্য পক্ষ্যকে কোন দলিল স্বীকার করার জন্য আহবান করতে পারে নোটিশ জারির-
নিম্নের কোন ধারাটি ০১/০৭/২০০৫ইং সালে সুনির্দষ্ট প্রতিকার আইনে কার্যকর হয়?
একতরফা শুনানীকৃত আপিল পুন: শুনানির তামাদির বিধান তামাদি আইনের কোথায় উল্লেখ আছে?
বার কাউন্সিলের আইনজীবীদের তালিকার একটি কপি পাঠাতে হবে
দেওয়ানী কার্যবিধির ৮৯ক ধারায় পক্ষগণের মধ্যেকার নিষ্পত্তি অনুসারে প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে কি করা যায়?
চুরির অব্যবহিত পর চোরাই মাল যে লােকের দখলে থাকে, সে যদি তার দখলের কারণ দর্শাতে না পারে তবে সেই লােক চোর বলে গণ্য হবে বা চোরাই মাল জানা সত্বেও গ্রহণ করেছে বলে গণ্য হবে। ইহা The Evidence Act, 1872 এর কত ধারায় বলা হয়েছে ?
কোনো সংবাদপত্র বা পুস্তক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকারের জন্য মানহানিকর হলে বা অশ্লীল হলে তা বাজেয়াপ্ত করার আদেশ দিতে পারে-
দায়রা আদালতে মামলার উদ্বোধনী বক্তব্য কে দিবেন ?
The Code of Criminal Procedure, 1898 এর ১৬১ ধারায় রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দিতে স্বাক্ষর করবেন
রেস-সাবজুডিস নীতি প্রযোজ্য হবে না, যদি মোকদ্দমাটি বিচারাধীন থাকে-
ডিক্রির টাকার পরিমাণ ৫০ টাকার কম হলে, দেনাদারকে আটক রাখা যাবে?
আপিল আদালতে আপিলের পক্ষগণ-
কোন ধরনের নিষেধাজ্ঞার ক্ষেত্রে নোটিশ দেওয়ার প্রয়োজন নেই ?
কোনো পক্ষকে তার সীমার অর্থাৎ ৬ টির বেশি মুলতবি অনুমোদন করলে, আদালত উক্ত পক্ষকে সর্বনিম্ন কত টাকা খরচ দিতে বাধ্য করবে ?
নিম্নের কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদালত উহার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না?
The Penal Code, 1860 অনুযায়ী অপরাধমূলক অনধিকার প্রবেশের (Criminal Trespass) শাস্তি কি?
The Penal Code, 1860 এর কোন ধারায় রাষ্ট্রদ্রোহিতা (Sedition) একটি অপরাধ?
মৃত্যু বা গুরুতর আঘাত সংঘটনের চেষ্টাসহ দস্যুতা বা ডাকাতি করার শাস্তি-
The Penal Code, 1860 এর কত ধারা অনুযায়ী সরকারি কর্মচারী দ্বারা জারিকৃত আদেশ অমান্য করা একটি অপরাধ -
The Penal Code, 1860 অনুযায়ী মানহানির (Defamation) সংজ্ঞায় মোট কয়টি ব্যতিক্রমে উল্লেখ আছে?
‘প’ একটি দালানের বহির্দ্বারে কতগুলো লোক মোতায়ন করে এবং ‘ম’ কে বলে যে, ‘ম’ উক্ত দালান ত্যাগ করার উপক্রম করলে তারা ‘ম’ কে গুলি করবে। ‘প’ এর অপরাধ -
একজন আসামি তার অপরাধের বিবরণ পুলিশের নিকট লিখিত আকারে উল্লেখ করে। আসামির এই লিখিত বিবৃতি সম্পর্কে The Evidence Act, 1872 এর কত ধারা অনুযায়ী জেরা করা যায়?
The Evidence Act, 1872 এর কোথাও আদালতকে কোনো বিষয়কে May Presume করতে বললে, আদালত বিষয়টিকে কি বলে অনুমান করতে পারে ?
The Penal Code, 1860-এর কত ধারায় Criminal Conspiracy এর সংজ্ঞা দেওয়া হয়েছে ?
“X” রাজপথে একটি আংটি দেখতে পায় যা কাহারও অধিকারভুক্ত নয়। ‘X’ সেটা গ্রহণ করে বিক্রি করে দেয় । The Penal Code, 1860 অনুসারে ‘X’ এর অপরাধ -
দণ্ডবিধিতে সর্বপ্রথম কত সালে যাবজ্জীবন দীপান্তর শাস্তির পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি প্রতিস্থাপিত হয় ?
The Penal Code, 1860 অনুযায়ী 'Thug' করার শাস্তি কি ?
“Disability of one of several plaintiffs or applicants” তামাদি আইনের কোন ধারায় উল্লেখ আছে?
অপথে সিঁধকেটে গৃহপ্রবেশ (House breaking) কয়টি উপাযে সংঘটিত হতে পারে?
Offence committed on a journey - কোন ধারায় বর্ণিত হয়েছে?
"Statements to police not to be signed” এই নিয়মটি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত হয়েছে?
The Code of Criminal Procedure,1898 এর কোন ধারায় আপোসযোগ্য মামলার বিষয় বর্ণিত হয়েছে?
একটি মামলা সংক্ষিপ্ত বিচারে প্রদত্ত ১৫০ টাকার অর্থদণ্ডের বিরুদ্ধে দায়েরকৃত আপিলে আপিল আদালত এটি____।
ম্যাজিস্ট্রেট The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারা মোতাবেক ঘটনাস্থল পরিদর্শন করতে পারেন?
The Code of Criminal Procedure, 1898 এর ২৪৭ ধারা মোতাবেক নালিশকারীর অনুপস্থিতির কারণে আসামী খালাস পাবে যদি______।