প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে
এক ব্যক্তি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, অপর সকলের পক্ষে মামলা দায়ের করতে পারিবে বা জবাব দিতে পারিবে ইহা কোন আইনের বলা হয়েছে?
কোন জেলার ফৌজদারী আদালতের ওয়ারেন্ট স্থানীয় অধিক্ষেত্রের বর্হিভূত কোন মেট্রোপলিটন এলাকায় তামিলের জন্য নিম্নের কার নিকট প্রেরন করতে হবে?
মোকদ্দমা চলাকালীন কোন পক্ষের মৃত্যু হইলে কাহাদের পক্ষভূক্ত করতে হয়?
পৃথক বিচারের আদেশ দানে আদালতের ক্ষমতা সম্পর্কে কোন আইনে বলা হইয়াছে?
মোকদ্দমা রুজু করণ সম্পর্কে দেওয়ানী কার্যবিধির কোন অর্ডারে বলা হয়েছে?
মেট্রাপলিটন এলাকার বাইরে পুলিশকে আমল অযোগ্য অপরাধের তদন্ত করার নির্দেশ দিতে পারে?
কোন মামলার কার্যক্রম বন্ধ করে অব্যহতি পাওয়া আসামির ক্ষেত্রে প্রযোজ্য হবে না কোন নীতিটি-
দেওয়ানী কার্যবিধি কোন অর্ডারে মামলার গঠন সম্পর্কে আলোচনা করা হইয়াছে?
কত বছরের নিম্নের বয়স্ক লোককে প্ররোচনা করে স্বেচ্ছাকৃতভাবে মৃত্যুবরণ করালে তা নিন্দানীয় নরহত্যা না হয়ে খুন হবে?
নিম্নলিখিত কোন ক্ষেত্রে একটি দেওয়ানী আদালত উহার বিবেচনা মূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না?
রিক্সা চালক 'রফিক' প্যাসেঞ্জার 'শফিক' এর সহিত ভাড়া নিয়ে কথাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে 'রফিক' শফিক কে স্বজোরে ধাক্কা দেয় এবং 'শফিক' মাটিতে পড়ে গিয়ে মারা যায়। 'রফিক' এর শাস্তি হবে কোন ধারায়?
দন্ডবিধিতে কয়টি ব্যতিক্রমের উল্লেখ আছে যখন নিন্দানীয় নর হত্যা খুন হবে না-
নিম্নলিখিত কোন ক্ষেত্রে একটি দেওয়ানী আদালত উহার বিবেচনা মূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে?
তামাদি আইন অনুযায়ী দলিল বাতিল করার মামলা কত দিনের মধ্যে দায়ের করতে হয়?
জমি থেকে বেদখল হওয়ার পর কত দিনের মধ্যে স্বত্ব দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হয়?
সহকারী জজ আদালত প্রচারিত ডিক্রির বিরুদ্ধে জেলা জজ আদালতে কত দিনের মধ্যে আপীল দায়ের করতে হয়?
Negotiable Instruments Act, 1881 এর অধীন ১৩৮ ধারার মামলায় যুগ্ন দায়রা জজের দন্ডাদেশের বিরুদ্ধে আসামী নিম্নের কোন আদালতে আপীল দায়ের করবে?
সুনিদিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার অধীন দায়েরযোগ্য মামলার তামাদির মেয়াদ হবে বেদখল হওয়ার তারিখ হইতে-
কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ অনুসারে ১২০ দিনের মধ্যে মামলার তদন্ত কার্য সম্পন্ন করার বিধানটি -
নিম্নলিখিত কোন ক্ষেত্রে একটি দেওয়ানী আদালত উহার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না?
আসামীর বিরুদ্ধে চার্জ গঠনের পূর্বে প্রসিকিউসন কোন মামলা প্রত্যাহার করলে ফলাফল হবে-
ফৌজদারী বিচার ব্যবস্থায় নিম্নের কোন আদালতের অন্তর্নিহিত ক্ষমতা (Inherent Power)আছে?
কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ অনুুযায়ী মৃত্যুদন্ডাদেশ বহাল করেন-
আসামী অব্যহতি পাওয়ার দরখাস্ত বিবেচনার সময় নিম্নের কোন দলিল বিবেচনায় নেয়া যায় না?
ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারানুসারে পুলিশ ম্যাজিস্ট্রেটেরর আদেশ ছাড়া এবং ওয়ারেন্ট ব্যতিত কত প্রকারের ব্যক্তিকে গ্রেফতার করতে পারে?
একটি Complaint Case এর Cognizance taking stage এ ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে তার কোন এখতিয়ার নেই, তখন নিম্নের কোন আদেশটি সঠিক-
যুগ্ন দায়রা জজ প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপীল দায়ের করতে হয়-
কোন জেলায় ফৌজদারী আদালতের ওয়ারেন্ট স্থানীয় অধিক্ষেত্র বহির্ভূত কোন মেট্রোপলিটন এলাকায় তামিলের জন্য নিম্নে কার নিকট প্রেরন করতে হবে?
আর্থিক এখতিয়ারের বিধানটি দেওয়ানী কার্যবিধির কত ধারায় আছে?
দেওয়ানী কার্যবিধির কত ধারা মতে যেখানে মামলার বিষয়বস্তু অবস্থিত সেখানে মামলা করতে হবে?
যখন এখতিয়ার সম্পন্ন একাধিক আদালত একই আপিল আদালতের অধীন হয় তখন ২২ ধারা অনুসারে মামলা স্থানান্তের কোন আদালতে মামলা করতে হবে?
একাধিক আদালতের এখতিয়ারে স্থাবর সম্পত্তি থাকলে তাদের ভিতর যে কোন আদালতে মামলা করা যাবে, বিধানটি বর্নিত আছে-
দেওয়ানী কার্যবিধির কত ধারায় একাধিক আদালতের এখতিয়ার অনিদির্ষ্ট হলে যে কোন একটিতে মামলা দায়ের করা যায়?
দেওয়ানী কার্যবিধির কত ধারায় স্বল্প এখতিয়ার আদালত সম্পর্কে বলা হয়েছে?
কোন ব্যক্তি কারো ক্ষতি করার উদ্দেশ্যে ফৌজদারী মামলা দায়ের করলে তা শাস্তির বিধান দন্ডবিধির কোন ধারায় উল্লেখ আছে?
Penal Code এর কোন ধারায় অপরাধমূলক নর হত্যা ( Culpable homicide) এর সংজ্ঞা আছে?
ফৌজদারী মামলায় জরিমানা প্রদান করা হলে উহা কত দিন পরে আর আর আদায় করা যাবে না?
সিনিয়র সহকারী জজ এর রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ আপিল দায়ের করবে-
কত ধরনের আদালত দেওয়ানী আপিল আমলে নেওয়ার ও নিষ্পত্তি করার এখতিয়ার সম্পন্ন?
১ জুলাই ২০০৪ তারিখে একটি রেজিষ্ট্রীকৃত চুক্তির অনুকূলে সুনিদির্ষ্টভাবে চুক্তি বলবতের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আরজির সাথে জমা দেওয়া প্রয়োজন ছিল-
দেওয়ানী আদালত কর্তৃক স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি প্রচারের ক্ষমতা -
কোন ব্যক্তি স্থাবর সম্পত্তি সংক্রান্ত একটি ঘোষণামূলক মোকদ্দমা করতে পারে যদি সম্পত্তিতে তার -
সুনিদিষ্ট প্রতিকার আইনের ৩৯ ধারার মোকদ্দমার তামাদি মেয়াদ কত?
সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ১২ ধারার মোকদ্দমায় তামাদি মেয়াদ কত?
সাক্ষ্য আইন অনুযায়ী একজন শিশু সাক্ষীর যোগ্যতা নির্ভর করে তার-
একটি দেওয়ানী মামলায় কোন ঘটনা প্রমাণের জন্য সর্বনিম্ন যে ক'জন সাক্ষীর প্রয়োজন হয় তা-
সাক্ষ্য আইনের কোন ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিচারক কোন সাক্ষীকে কোন প্রশ্ন করতে পারেন?
বিনা টিকেটে ট্রেন ভ্রমনের অভিযোগে 'রহিম' অভিযুক্ত হয়। 'রহিম' এর টিকিট ছিল এ বিষয়টি প্রমানের দায়িত্ব-
Penal Code অনুুযায়ী কোন ধারার অপরাধের জন্য মৃত্যুদন্ড দেয়া যাবে না?
আদালতের কর্ম-সময়ের পর যে কোন জরুরী বিরোধীয় বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট আদালতের বিচারকের সাথে একজন নিযুক্তীয় এডভোকেটের যোগাযোগ করার উপযুক্ত পন্থা হলো-
কোন আম-মোক্তারনামাকে আদালত সঠিক বলে অনুমান করবে যদি আম-মোক্তারনামাটি-
A বলে যে, B একটি অপরাধ করেছে। এখন A চায় আদালতের রায়ে B এর সাজা হোক। কোন বক্তব্যটি সঠিক?
ট্রাইব্যুনালে ৩ জন সদস্যর মধ্যে বার কাউন্সিলের নির্বাচিত সদস্য সংখ্যা কয়জন?
B একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরণ করে। A, B এর মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায়। এখানে A কে অবশ্যই প্রমাণ করতে হবে-
ফৌজদারী মামলায় আত্মরক্ষামূলক পরিস্থিতির দাবী উঠলে তা প্রমাণের দায়িত্ব কার?
করিম' বলে যে, 'রহিম' একটি অপরাধ করেছে এবং সেই অপরাধের জন্য 'রহিম' দন্ডিত হবে, এই মর্মে 'করিম' আদালতের রায় কামনা করে। 'রহিম' যে অপরাধ করেছে তা প্রমাণের দায়িত্বকার?
আদালতের পরিদর্শনের জন্য যে সব দলিল উপস্থাপন করা হয় তাকে সাক্ষ্য আইনে কি বলা হয়?
দখলকারী ব্যক্তি কোন সম্পত্তি বা জিনিসের মালিক নয়-ইহা কে প্রমাণ করবে?
কোন মামলায় যে কোন পক্ষে একের অধিক এডভোকেট নিযুক্ত থাকলে, মামলা পরিচালনায় অধিকার থাকবে-
কোন ব্যক্তি যদি দাবী করে দখলকারী ব্যক্তি সেই সম্পত্তি বা জিনিসের মালিক নয় তাহলে সেই ব্যক্তির উপর তা প্রমাণের দায়িত্ব ন্যস্ত হয় - ইহা সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে-
একজন এডভোকেটের মামলা পরিচালনার দায়িত্ব অন্য কোন এডভোকেটকে অর্পন করবে, যদি তাঁকে মক্কেলের পক্ষে সাক্ষ্য প্রদান করতে হয়-
ট্রাইব্যুনালে অসদাচরনের অভিযোগ প্রমানিত হলে এডভোকেটকে সর্বোচ্চ কি শাস্তি দিতে পারে?
'সাব জজ’ শব্দের পরিবর্তে 'যুগ্ম জেলা জজ’ শব্দটির ব্যবহার কখন থেকে শুরু হয়েছে-
প্রতারণার মাধ্যমে সােলে ডিক্রি অর্জন করলে এর বিরুদ্ধে প্রতিকার কি-
কত বছর স্বামী বা স্ত্রীর খোঁজ পাওয়া না গেলে পরবর্তীতে অন্য কাউকে বিয়ে করা যাবে-
সাক্ষ্য আইনের ১২৪ ধারা অনুসারে কোন সরকারি কর্মকর্তা সরকারি পর্যায়ের যােগাযােগ প্রকাশ করতে বাধ্য নয়-
রাষ্ট্রপতি কর্তৃক দণ্ড ক্ষমা মার্জনা বা কমানাের অধিকার ফৌজদারী কার্যবিধির কত ধারায় সংরক্ষণ করা হয়েছে?
নিবন্ধিত দলিল জাল বলে ঘােষণার জন্য মামলা দায়েরের তামাদির মেয়াদ কত?
নিম্নের কোন ক্ষেত্রে আইনগত অপারগতার বিধান প্রযােজ্য হবে না?
ফৌজদারী কার্যবিধির কোন অধ্যায়ে দায়রা আদালতে বিচারের বিধান আছে?
The Evidence Act, 1872 এর ৪১ ধারায় কত শ্রেণির এখতিয়ারসম্পন্ন আদালত কর্তৃক প্রদত্ত কোনো ডিক্রি, চূড়ান্ত রায় বা আদেশ প্রাসঙ্গিক করা হয়েছে ?
দুষ্কর্মের সহযোগীর (Accomplice) বিবৃতি যদি না প্রয়োজনীয় তথ্যাদিসহ সমর্থিত হয়, তবে তা-
পেশা সম্পর্কিত পত্রালাপ প্রকাশের ক্ষেত্রে সুরক্ষা দেওয়া হয়েছে The Evidence Act, 1872 এর কত ধারায়?
বার কাউন্সিলের অডিটকৃত হিসাবসমূহ পাঠাতে হবে -
বার কাউন্সিল নির্বাচনের মনোয়নপত্রে প্রস্তাবকারীর সংখ্যা হবে-
The Code of Criminal Procedure, 1898 এর ৪২১ ধারায় আপিল খারিজের আদেশ দেওয়ার ক্ষেত্রে মামলার নথি তলব করা আদালতের জন্য –
The Code of Criminal Procedure, 1898 এর কত ধারার অধীন পুলিশ অফিসার সাক্ষী তলব করতে পারে?
জেলা জজ কর্তৃক রিভিশন মামালায় প্রদত্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুদ্ধ পক্ষ হাইকোর্ট বিভাগে-
আপিলকারী কর্তৃক খরচের টাকা জমা দেওয়ার ব্যর্থতার জন্য নোটিশ জারি করা না গেলে এবং আদালত আপিলটি খারিজ করে দিলে, উক্ত আপিলটি কত দিনের মধ্যে সরাসরি পুনঃগ্রহণের জন্য আবেদন করতে হবে?
দেওয়ানি মোকদ্দমায় সময়ের প্রার্থনা করে দরখাস্ত করা যায়, কোন আইনের কত ধারা অনুযায়ী?
The Specific Relief Act, 1877 এর কত ধারা অনুযায়ী আদালত বাধ্যতামূলক নিষেধাজ্ঞার (Mondatory Injunction) আদেশ দিতে পারে?
হাইকোর্টের বিভাগের মূল এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায়ের পুনর্নিরীক্ষণের (Review) জন্য দরখাস্ত দায়েরে তামাদির বিধান The Limitation Act, 1908 এর কত Article এ বর্ণিত আছে?
আইনগত অপারগতার (Legal Disability) জন্য The Limitation Act, 1908 এর ৬ এবং ৭ ধারা মোতাবেক সর্বোচ্চ কত দিন তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকতে পারে-
ফৌজদারি মামলা শুরুর ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়, এই বক্তব্যের ব্যতিক্রম কোনটি?
সরকারি কর্মচারী বেআইনিভাবে ব্যবসায়ে নিয়োজিত হলে, ১ বছর পর্যন্ত, কারাদণ্ড হতে পারে যা হবে -
নিম্নলিখিত কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা (Secondary Evidence) দলিল প্রমাণ করা যায়?
The Evidence Act, 1872 এর কত ধারায় অভিন্ন পরিকল্পনা (Common Design) বা ষড়যন্ত্রকে প্রাসঙ্গিক করা হয়েছে?
The Evidence Act, 1872 এর ৩২(১) ধারায় মৃত্যুকালীন ঘোষণা হিসেবে প্রদত্ত কোনো বিবৃতি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য -
বার কাউন্সিলের নির্বাচনে প্রার্থীকে নমিনেশন ফি বাবদ কত টাকা জমা দিতে
The Code of Criminal Procedure, 1898 এর ৯৬ ধারা অনুযায়ী আদালত কয়টি কারণে তল্লাশি পরোয়ানা জারি করতে পারে?
The Penal Code, 1860-এর অধীন Wrongful Confinement-এর সর্বোচ্চ শাস্তি এবং জরিমানা কত ?
Dishonest Misappropriation of Property করলে শাস্তি কি ?
The Penal Code, 1860 এর ৪০৮ ধারায় বর্ণিত Criminal Breach of Trust করতে পারে সম্পত্তির মালিকের-
The Penal Code, 1860 এর ৩০৪ ধারায় Culpable Homicide-এর সর্বোচ্চ শাস্তি কি?
The Penal Code, 1860 অনুসারে নিম্নেবর্ণিত Transportation-এর শাস্তি স্থলাভিষিক্ত করা হয় ___ কারাদণ্ড দিয়ে।
সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা (Testing veracity) সম্পর্কে সাক্ষ্য আইনের কোন ধারায় বলা আছে?
সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ (Lurking house-trespass) সম্পর্কে কোন ধারায় বলা আছে?
The Code of Criminal Procedure, 1898 এর ২৪৯ ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেট আসামীকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে মামলাটি______ করবেন।
জামিন অযোগ্য অপরাধ হলেও নিম্নের কোন ব্যক্তির জামিন মঞ্জুর করা যেতে পারে?
নালিশী মামলার ক্ষেত্রে কোনো ম্যাজিস্ট্রেটের উক্ত নালিশ গ্রহণের এখতিয়ার না থাকলে কি করবেন?