প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে

আংশিক দলিল বাতিল সম্পর্কিত বিধান সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কত ধারায়?
বিবাদী যদি সৈনিক, নাবিক বা বৈমানিক হয় তবে সমন প্রদানের জন্য কার নিকট পাঠানো হবে?
বাংলাদেশ বার কাউন্সিল একটি -
ফৌজদারি কার্যবিধির ১৫৫ ধারা অনুসারে কার আদেশ ছাড়া অ-আমলযোগ্য অপরাধের তদন্ত করা যায় না?
মিথ্যা সার্টিফিকেট প্রদান বা সাক্ষর করলে তার শাস্তি দন্ডবিধির কত ধারায় আছে?
বিবাদী জেলে থাকলে সমন দিতে হবে-
কোন রিভিউ দরখাস্ত না-মন্জুর আদেশের বিরুদ্ধে প্রতিকার কি?
বাংলাদেশ বার কাউন্সিল একটি-
ডিক্রি বা আদেশ জারীর সময় হতে কত দিনের মধ্যে রিভিউ দায়ের করতে হয়?
জারী কারক কত দিনের মধ্যে সমন জারীর প্রথম পর্যায়ের কার্যক্রম শেষ করবে?
দন্ডবিধি কত সালে এবং কত তারিখ কার্যকর হয়?
'X' নাবালক থাকাকালে একটি মামলা করার অধিকার লাভ করে। এই অধিকার অর্জনের পর নাবালক থাকা অবস্থায় সে উম্মাদ হয়ে যায়। 'X' এর মামলা দায়েরের তামাদির মেয়াদ গণনা শুরু কখন হবে?
সাক্ষ্য আইনের ৩ ধারায় উল্লেখ্য আছে-
রিভিউ আদেশের বিরুদ্ধে প্রতিকার কি?
দন্ডবিধির কোন ধারায় অভিন্ন ইচ্ছা জনিত দায় সম্পর্কে বিধান আছে?
পেনাল কোডের অধীনে অনুমোদিত সাজা নয়-
২০১২ সালের সংশাোধনীতে অর্ডার ৫ রুল ৯ সংশোধন করে রুল ৯ ক ধারায় যুক্ত করা হয়েছে-
সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে কোন অপরাধীকে সর্বোচ্চ কত বছরের জেল দেওয়া যায়?
কাদের প্রতি সমন জারি করা যায়?
দোকান থেকে ঘড়ি চুরির জন্য সর্বোচ্চ কোন মেয়াদের কারাদন্ড হতে পারে?
একজন এডভোকেট বিজ্ঞপ্তি দ্বারা বা অন্য কোনভাবে পেশাগত কাজ আহবান করতে পারে না ইহা অধ্যায়-১ এর কোন বিধিতে বর্ণিত আছে?
কখন একটি চুক্তি সুনিদির্ষ্টভাবে বলবৎ করা যায়?
সাক্ষ্য আইনের কোন ধারায় দোষ স্বীকারোক্তি সংজ্ঞা প্রদান করা হয়েছে?
প্রমাণিত, অপ্রমাণিত এবং প্রমাণিত নয় এর সংজ্ঞা সাক্ষ্য আইনের কোন ধারায়?
কত বছরের কম বয়স্ক নারীর সাথে সম্মতিসহ বা সম্মতি ব্যতিত যৌন সহবাস করলে সেটা ধর্ষণ বলে বিবেচিত হবে?
ফৌজদারী কার্যবিধির কত ধারার অধীনে পুলিশ রিমান্ড মুঞ্জুর করে?
সমনজারী সংক্রান্ত সংশোধনী দেওয়ানী কার্যবিধিতে সর্বশেষ কত সালে আনা হয়েছে?
রফিকসহ ছয় ব্যক্তি 'আব্দুল করিম' কে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী তারা সকলে মিলে 'আব্দুর রহিম' কে হত্যা করে। 'রফিক' সহ উক্ত ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের ৩০২ ধারার সাথে নিম্নের কোন বিষয়টি প্রাসঙ্গিক?
বিচারাধীন মামলায় কোন পক্ষ স্থলাভিষিক্ত হলে তার ক্ষেত্রে ঐ মামলাটি তখন দাখিল হয়েছে মর্মে ধরে নেয়া হবে যখন-
অভিব্যক্তির মধ্যে কোনটি দন্ডবিধিতে উল্লেখ আছে এবং যা mensrea কে নির্দেশ করে?
Stay Order কোনটি?
Limitation Act এর কোন ধারা সমূহে আইনগত অপারগতার বিধানসমূহ বর্ণনা করা হয়েছে?
কুরিয়ার সার্ভিস ৩০ দিনের মধ্যে সমন পাঠাতে ব্যর্থ হলে আদালত-
দোষ স্বীকারোক্তি আদালত কর্তৃক গ্রহণযোগ্য হবে না-
কত বছরের কম বয়সী স্ত্রীর সাথে স্বামী যৌনসহবাস করলে সেটা ধর্ষণ হবে?
তামাদী মেয়াদ গণনা একবার আরম্ভ হলে আর স্থগিত হয় না, তবে ইহা কোন ক্ষেত্রে স্থগিত হয়?
চুক্তির সুনিদির্ষ্ট কার্যসম্পাদনের কোন মামলায় যে ক্ষেত্রে কোন সময়কাল নির্ধারিত নেই সেক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা আরম্ভ হবে-
যে সম্পতির দখল চুরির ফলে হয়েছে সে সম্পত্তিকে বলে-
মারামারির শাস্তির বিধানটি দন্ডবিধির কত ধারায়?
তামাদি আইনে সুনিদির্ষ্টভাবে তামাদির মেয়াদ সংক্রান্ত বিধান নেই-
সরকারী কর্মচারী কর্তৃক কোন সরকারী কাজে বৈধ পারিশ্রমিক ছাড়া অন্য কোন বকশিশ বা ঘুষ গ্রহণের শাস্তি কত ধারায়?
যখন কোন বিষয় প্রমাণিত বা ভুল প্রমাণিত কোনটাই হয়না। তখন তাকে বলা হয়-
কোন আদালত দেওয়ানী মোকদ্দমা স্থানান্তর করতে পারে না?
স্বীকৃতি চুড়ান্ত প্রমান না হলেও প্রমানে কি ধরনের বাধা সৃষ্টি করে?
নিম্নের কোনটি পাবলিক দলিল (Public Document)? [B.J.S Exam-2012]
সাক্ষ্য আইনের ৩ ধারার সংজ্ঞা প্রদান করা হয়েছে-
ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা অনুসারে স্থাবর সম্পত্তিকে কেন্দ্র করে কোন বিরোধ দেখা দিলে কোন আদালতে মামলা রজু করতে হবে?
একজন অতিরিক্ত জেলা জজ কর্তৃক প্রচারিত আপীলঅযোগ্য আদেশের বিরুদ্ধে সাধারণত রিভিশন দায়ের করা যায়-
জনসাধারণের প্রতি আচরণ Canosn of professional conduct and Etiquette এর কোন অধ্যায়ে আছে?
পেনাল কোডের ৩৪ ধারার অধীন সাধারণ উদ্দেশ্যে অপরাধ সংঘটনের জন্য নূন্যতম আসামী হতে হবে?
ম্যাজিস্ট্রেট চার্জ গঠন করে কত ধারায়?
ক্রিমিনাল প্রসিডিউর কোডের ১৫৪ ধারায় কোন বিষয়ে আলোকপাত করা হয়েছে?
পেশাগত কাজ সংগ্রহের জন্য কোন এডভোকেট কোন ব্যক্তিকে নিয়োগ করিবেন না বা এইরূপ ব্যক্তির সাথে ফি ভাগাভাগি করিবেন না ইহা অধ্যায়-১ এর কোন বিধিতে বর্ণিত আছে?
বিকল্প সমনজারী বিষয়ে দেওয়ানী কার্যবিধি ৫ অর্ডারের কত নং রুলে বলা হয়েছে?
বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠাকারী আইন একটি-
চুক্তির বৃহৎ অংশ সুনিদির্ষ্টভাবে সম্পাদনের এবং বাকি অংশের জন্য আর্থিক ক্ষতিপূরণের বিধান এস. আর. এ্যাক্টের কোন ধারায় বর্ণিত আছে?
অভিযোগকারি না থাকায় অন্য কোনভাবে রুজুকৃত মামলার কার্যক্রম বন্ধ করার ফলাফল কি-
ইঙ্গিতবাহী প্রশ্ন (Leading question) বলতে নিম্নের কোনটিকে বুঝাবে?
আসামীর বিরুদ্ধে চার্জ গঠনের পূর্বে প্রসিকিউসন কোন মামলা প্রত্যাহার করলে ফলাফল হবে-
কখন ডিক্রি বা অর্ডারের বিরুদ্ধে রিভিশন করা যাবে?
১৪৫ ধারার অধীন ম্যাজিস্ট্রেট কোন বিষয়টি দেখার এখতিয়ার রয়েছে?
ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা কোথায় জারী করা যায় না?
অভিযোগ ভিক্তিহীন হলে ফলাফল কি হবে?
ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পর উক্ত লেখার নীচে তিনি যে মন্তব্য করবেন, তাকে কি বলে?
সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ১৯ ধারার বিধান আদালতকে প্রদান করেছে-
নিম্নের কোনটি প্রতক্ষ্য সাক্ষ্য (Direct Evidenc) হিসেবে গণ্য করা যায়?
সাক্ষ্য আইনের কোন ধারায় (Res Judicata) নীতির প্রতিফলন ঘটেছে?
চুক্তির সুনিদির্ষ্ট কার্যসম্পাদনে ডিক্রি প্রদানের ক্ষমতা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা তাহা সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কত ধারায় বলা হয়েছে?
নিম্নের কোন বিষয়ে নিজের সাক্ষীকে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন (Leading Question) করা যায়?
ফৌজদারী মামলা কয় প্রকার-
২০১২ সালের সংশোধনী অনুুযায়ী কোন সমনজারী না হলে ফেরত আসলে বাদী কত দিনের মধ্যে তাহা পুনরায় জারীর পদক্ষেপ নিবেন?
যাবজ্জীবন কারাদন্ড বলতে নিম্নের কোনটিকে নির্দেশ করে?
তায়দাদ মূল্য কম দেখানোর কারণে আরজিতে কম কোর্ট ফি বা স্ট্যাম প্রদান করায় আদালত ২১ দিনের মধ্যে সঠিক কোর্ট ফি প্রদানের আদেশ দেয় কিন্তু বাদী তাহা পালনে ব্যর্থ হয় ফলে আরজি খারিজ হয়। বাদী আপীল না করলে তার জন্য কি প্রতিকার আছে?
পেনাল কোড-এ বর্ণিত অপরাধগুলির মধ্যে সর্বনিম্ন সাজা হইল?
দেওয়ানী আদালতের সিদ্ধান্তের বিষয়ে রিভিশন মামলা দায়েরের প্রধান কারণ কি?
সাক্ষ্য আইন অনুুযায়ী নিম্নের কোন ব্যক্তি আদালত বলে গণ্য হবে না?
Complaint ব্যতীত অন্যভাবে রুজুকৃত একটি ফৌজদারী মামলার কার্যক্রম বন্ধ করা হলে, ম্যাজিস্ট্রেট আসামীকে -
তামাদি আইনের ৬ ধারায় মোট কয়টি আইনগত অপরাগতার বিষয় উল্লেখ আছে?
কত বছরের কম বয়সী ব্যক্তির কাছে অশ্লিল পুস্তক বিক্রয় করা শাস্তিযোগ্য অপরাধ?
কোনটি রায়ের বিষয়বস্তু?
দন্ডবিধিতে কত প্রকার শাস্তির বিধান আছে?
ম্যাজিস্ট্রেট আসামীকে অব্যহতি দেয়-
ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট Confession লিপিবদ্ধ করেন?
মৃত ব্যক্তির তার মৃত্যুর পূর্বে দায়েরকৃত জিডি সাক্ষ্য আইনের কোন ধারার বিধান মতে গ্রহণযোগ্য?
দলিল বাতিলের আদেশ দিতে আদালত কি বাধ্য?
বেআইনী সমাবেশে যোগদানকারী সদস্যদের থাকতে হয়-
পৃথক অভিযোগ গঠন করতে হবে-
দন্ডবিধির কোন কোন ধারায় যৌথ নীতি আলোচনা করা হয়েছে?
Confession Statement দেওয়ার জন্য অপরাধিকে কতক্ষন সময় দেয়া হয়?
সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারে?
সম্পত্তি ক্রয়ের দলিল পাওয়ার জন্য কোন ধরণের মোকদ্দমা করার বিধান সুনিদির্ষ্ট প্রতিকার আইনে আছে-
নিম্নের কোন ক্ষেত্রে রিভিউ দরখাস্ত দাখিল করা যায় না?
আত্মহত্যায় সহায়তা করলে সর্বোচ্চ কারাদন্ড-
আদালত কোন মোকদ্দমায় ঘোষণামূলক ডিক্রি প্রদান করিবেন?
দেয়ানী কার্যবিধি অনুসারে প্লিডিংস অর্থ কি?
তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য হয় যেখানে কোন -
দেওয়ানী কার্যবিধির রিভিশন সেকশন ১১৫ এর কয়টি সাব সেকশন আছে?
দেওয়ানী আদালতের ডিক্রি জারির ক্ষেত্রে তামাদির মেয়াদ-
Cancellation of instrument বলিতে বুঝায়-
আইনগত অপারগতা শেষ হলে, কত বছরের বেশী সময় তামাদি কাল থাকবে না?
নিউজঃ