চুরি করতে গিয়ে আসামী যদি স্বেচ্ছাক্রমে আঘাত দেয়, তবে অপরাধটি হবে - [B.C.Exam-2015]

বলপূর্বক গ্রহণের সংজ্ঞা কোন ধারায়?

অবৈধ বাধার সংজ্ঞা কোন ধারায়?

দন্ডবাধি কোন ধরণের আইন? [B.C.Exam-2012]

অপরাধী অপরাধ সংঘঠিত করার সময় তাহার মনের মধ্যে যে প্রবণতা লুকিয়ে রাখে তাহা হচ্ছে-

যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত ব্যক্তি খুন করলে তাহার একমাত্র শাস্তি মৃত্যুদন্ড ইহা দন্ডবিধির কোন ধারায়-

মৃত্যুদন্ডে দন্ডিত কোন অপরাধীকে গোপন করার জন্য এবং অপরাধের সাক্ষ্য অদৃশ্য করিয়া দেওয়ার জন্য শাস্তি কত?

রিক্সা চালক 'রফিক' প্যাসেঞ্জার 'শফিক' এর সহিত ভাড়া নিয়ে কথাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে 'রফিক' শফিক কে স্বজোরে ধাক্কা দেয় এবং 'শফিক' মাটিতে পড়ে গিয়ে মারা যায়। 'রফিক' এর শাস্তি হবে কোন ধারায়?

আক্রমন (Assault) এর সংজ্ঞা কত ধারায়?

পেনাল কোড কত সালে প্রবর্তন করা হয়?

দন্ডবিধির ৩০৪ ধারায় সর্বনিম্ন শাস্তি কত?

'রফিক' মিথ্যা কুৎসা রটনার ভয় দেখিয়ে 'শফিক' কে ৫ লক্ষ টাকা দিতে বাধ্য করে। 'রফিক' কি ধরনের অপরাধ করেছে-

অসাধুভাবে চোরাইমাল গ্রহণের শাস্তি কি?

দন্ডবিধি অনুুযায়ী বেআইনী সমাবেশ গঠনের জন্য কমপক্ষে কতজন ব্যক্তির উপস্থিতি প্রয়োজন?

পেনাল কোডের ৩৪ ধারার অধীন সাধারণ উদ্দেশ্যে অপরাধ সংঘটনের জন্য নূন্যতম আসামী হতে হবে?

অনধিকার গৃহে প্রবেশের সংজ্ঞা কোন ধারায়?

যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদন্ড, সেক্ষেত্রে ১০০ টাকার অধিক অর্থদন্ড প্রদান করতে ব্যর্থ হলে সর্বোচ্চ কত মেয়াদের জন্য বিনাশ্রম কারাদন্ড দেয়া যাবে?

'ক' এর দোকানে 'খ' ক্যাশ কাউন্টারের দায়িত্বে নিয়োজিত থাকাবস্থায় ৫০,০০০/= টাকা সরিয়ে ফেলে খ' পেনাল কোড-এর কোন ধারার অপরাধ করেছে? [B.J.S Exam-2014]

কোন ব্যক্তি সূর্যাস্তের পরে ও সূর্যোদয়ের পূর্বে সিঁধ কেটে বা দরজা - জানালা ভেঙ্গে গৃহে প্রবেশ করলে সে ব্যক্তির অপরাধ হবে- [B.C.Exam-2013]

মনুষ্য হরণ বা অপহরণের অভিপ্রায়ে আক্রমণকারীর আক্রমন প্রতিহতের জন্য তাহার মৃত্যু ঘটানো কোন অপরাধ নয় তাহা দন্ডবিধির কোন ধারার বিধান?

দন্ডবিধি অনুশীলন-১
Thank you খুব ভাল চেষ্টা, পুনরায় দেখতে চাইলে Play Again করুন অথবা নতুন অনুশীলনে যেতে পারেন।
Please share this quiz to view your results .