দেওয়ানী কার্যবিধি পরীক্ষা-২০১৫ আদি আদালত কর্তৃক প্রদত্ব যে কোন আদেশকে সাধারণত আইনের প্রশ্নে চ্যালেঞ্জ করা যায়- (B.C.Exam-2015] রিভিউ-এ রেফারেন্স আপীলে রিভিশনে Continue >> কোন মামলার এবেট এর আদেশ রদের জন্য মৃত বাদীর বৈধ প্রতিনিধি সরাসরি দরখাস্ত দায়ের করতে পারে- (B.C.Exam-2015] ৩০ দিনের মধ্যে ৯০ দিনের মধ্যে ১৫ দিনের মধ্যে ৬০ দিনের মধ্যে Continue >> ডিক্রির অন্তর্ভুক্ত মর্মে গণ্য হবে- (B.C.Exam-2015] আরজি প্রত্যাখ্যানের আদেশ আরজি গ্রহণের আদেশ আরজি ফেরতের আদেশ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ Continue >> একজন সহকারী জজের ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে- [B.C.Exam-2015] আপীল বিভাগে দায়রা জজ আদালতে জেলা জজ আদালতে হাইকোর্ট বিভাগে Continue >> আপোষমূলক ডিক্রির বিরুদ্ধে প্রতিকার পাওয়া যায়- [B.C.Exam-2015] রিভিউ- এ রিভিশনে রেফারেন্স আপীলে Continue >> কোন আদালত দৈনিক কার্য-তালিকায় কয়টি মামলা চূড়ান্ত শুনানীর জন্য ধার্য করতে পারে? (B.C.Exam-2015] ০৩টি ৭টি ১০টি ০৫টি Continue >> একটি আদালত খরচার উপর সুদ প্রদান করতে পারে বার্ষিক অনধিক- (B.C.Exam-2015] ১২% ১০% ১৩% ৬% Continue >> কোন মামলায় আদালত রায়ের পূর্বে গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করতে পারে- (B.C.Exam-2015] অর্থ মামলায় নিষেধাজ্ঞার মামলায় ফোরক্লোজারের মামলায় বাটোয়ারার মামলায় Continue >> কোন আদালত এক তরফা অন্তর্বর্তীকালীন অাদেশ প্রদান করবে না- (B.C.Exam-2015] বে- সরকারী বিবাদীর বিরুদ্ধে বে-সরকারী পক্ষের বিরুদ্ধে কারও বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে Continue >> বন্ধকের ডিক্রিদারের মৌখিক আবেদনের প্রেক্ষিতে জারি কার্যক্রম শুরু হতে পারে, যদি ডিক্রিটি হয়- (B.C.Exam-2015] বন্ধকের অগ্রক্রয়ের অর্থের বন্টনের Continue >> অনধিক ৫০ টাকার ডিক্রি জারিতে একজন ব্যক্তিকে আটক রাখা যাবে- (B.C.Exam-2015] ৬ সপ্তাহ ২ সপ্তাহ ৫ সপ্তাহ ৩ সপ্তাহ Continue >> দেওয়ানি অাপীলের মেমোতে কোন একটি হেতু উল্লেখ না করলে, শুনানীকালে তা উত্থাপন করা যাবে শুধুমাত্র- [B.C.Exam-2015] হাইকোর্টের অনুমতি সাপেক্ষে সরকারি কৌসুলীর অনুমতি সাপেক্ষে আপীল আদালতের অনুমতি সাপেক্ষে বিচারিক আদালতের অনুমতি সাপেক্ষে Continue >> আদালত প্রদত্ব অস্থায়ী নিষেধাজ্ঞাদেশ অমান্যের ক্ষেত্রে অমান্যকারী পক্ষকে দেওয়ানি কয়েদে আটক রাখা যায় অনুর্ধ্ব - (B.C.Exam-2015] ২ মাস ৩ মাস ১ বছর ৬ মাস Continue >> নাবালকের পক্ষে কোন মামলা আসন্ন বন্ধু ছাড়া দায়ের করা হলে বিবাদী দরখাস্ত করতে পারে আরজিটি খরচাসহ- (B.C.Exam-2015] প্রত্যাখানের জন্য ফেরত প্রদানের জন্য নথি থেকে অপসারণের জন্য খারিজের জন্য Continue >> প্রত্যেকটি মামলা দাখিল করতে হবে- (B.C.Exam-2015] সমমান স্তরের আদালতে সর্বোচ্চ স্তরের আদালতে আদি স্তরের আদালতে সর্বনিম্ন স্তরের আদালতে Continue >> কোন মামলায় আদালত চূড়ান্ত শুনানির পূর্বে, যে কোন এক পক্ষের প্রার্থনায় খরচাসহ সময় প্রদান করতে পারে অনধিক- (B.C.Exam-2015] ৯ বার ১২ বার ৬ বার ৩ বার Continue >> রিভিউ - এ সিদ্ধান্ত দেবার ক্ষমতা প্রয়োগ করতে পারে সে আদালতে যে- [B.C.Exam-2015] ঐ আদেশের বিরুদ্ধে আপীল শুনে রিভিউ এর জন্য বিবেচনাধীন ডিক্রিটি 'রেফার রিভিউ এর জন্য বিবেচনাধীন ডিক্রিটি প্রদান করে ঐ আদেশের বিরুদ্ধে রিভিশন শুনে Continue >> কোন মামলায় একাধিক বাদী থাকলে কোন একজন কে আদালত মামলাটির দাবি প্রত্যাহারের অনুমতি দিতে পারে- (B.C.Exam-2015] অন্য বাদীদের সম্মতিতে অন্য বিবাদীদের সম্মতিতে আইনজীবীর সম্মতিতে সরকারি কৌসুলীর সম্মতিতে Continue >> জারীর জন্য নতুন দরখাস্ত দাখিল করা যায় না- (B.C.Exam-2015] ৩ বছর ৯ বছর ১২ বছর পর ৬ বছর পর Continue >> বাদী প্রশ্নোত্তর প্রদানের আদেশ পালনে ব্যর্থ হলে তার মামলা- (B.C.Exam-2015] প্রত্যাখ্যাত হবে ডিক্রি হবে ফেরত দেয়া হবে খারিজ হবে Continue >> দেওয়ানী কার্যবিধি পরীক্ষা-২০১৫ Thank you খুব ভাল চেষ্টা, পুনরায় দেখতে চাইলে Play Again করুন। Just tell us who you are to view your results ! Your first name : Your email address : I consent to having form collect my name and email! The form collects name and email so that we can add you to our newsletter list for project updates. Check out our privacy policy for the full story on how we protect and manage your submitted data! Show my results >> Please share this quiz to view your results . Facebook PLAY AGAIN !