G.R মামলার ক্ষেত্রে খালাস আদেশের বিরুদ্ধে কে আপীল করতে পারে?

আসামির আবেদনক্রমে রায়ের নকল প্রদান করতে হবে?

তল্লাশী পরোয়ানা (Search Warrant) প্রাপ্তির জন্য আবেদন করা হয় কত ধারায়?

১৬৪ ধারায় আসামীর দোষস্বীকার ফৌজদারী কার্যবিধির কোন ধারাকে অনুসরণে ম্যাজিস্ট্রেট সম্পাদন করবেন?

গ্রেফতারের পর আসামীকে আদালতে হাজির করার কথা বলা আছে?
গ্রেফতারি পরোয়ানা বলবৎ থাকে কতদিন?

মৃত্যুদন্ডে দন্ডনীয় কোন অপরাধের তদন্ত যদি ১২০ দিনের মধ্যে সমাপ্ত না হয়, তবে কে আসামিকে জামিনে মুক্তি দিতে পারে?

বিশেষ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয় -

ক্রিমিনাল প্রসিডিউর কোডের অধীনে নিম্নের কোন আদালতের রিভিশন ক্ষমতা আছে? [B.C.Exam-2013]

পেনাল কোড এর ৩৪১ ও ৩৪২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ আপোষ করতে পারে-

পুলিশ চুড়ান্ত রিপোট দাখিল করিলে ম্যাজিস্ট্রেট এইরুপ রিপোট গ্রহন করিতে এবং তদনুযায়ী আসামীকে অব্যহতি দিতে পারেন ইহা কোন ধারার বিধান?

তৃতীয় শ্রেণির ম্যাজিস্ট্রট প্রদত্ত দন্ডাদেশের বিরুদ্ধে আপীল করতে হয়- [B.C.Exam-2015]

হাইকোর্ট বিভাগকে কত ধারায় মামলা বা আপিল স্থানান্তর বা প্রত্যাহার করার ক্ষমতা প্রদান করা হয়েছে?

অভিযোগকারি না থাকায় অন্য কোনভাবে রুজুকৃত মামলার কার্যক্রম বন্ধ করার ফলাফল কি-

ফৌজদারী কার্যবিধির কত ধারায় দোষারোপের সংজ্ঞা দেওয়া হয়েছে?

আসামী যদি আরোপিত অর্থদন্ড না দিয়ে কারা ভোগ করে, তবে নিম্নের কিরুপ আদেশ দেয়া যাবে- [B.J.S Exam-2014]

ক্রিমিনাল প্রসিডিউর কোডের কত ধারায় ম্যাজিস্ট্রেটর শাস্তি প্রদানের ক্ষমতা প্রদান করা হয়েছে?

ফৌজদারী কার্যবিধির কোন ধারায় জামিনযোগ্য ও জামিন অযোগ্য অপরাধের সংজ্ঞা দেওয়া আছে?

হাইকোর্ট মৃত্যুদন্ডদেশ বহাল রাখে কত ধারা অনুযায়ী?

খালাসের বিরুদ্ধে আপিল কোন ধারা?

ফৌজদারী কার্যবিধি অনুশীলন-২২
Thank you খুব ভাল চেষ্টা, পুনরায় দেখতে চাইলে Play Again করুন অথবা নতুন অনুশীলনে যেতে পারেন।
Please share this quiz to view your results .