যুক্তি তর্কের সময় আসামি পক্ষের আইনজীবী কোন আইনগত প্রশ্ন উত্থাপন করলে সরকারি আইনজীবী কার অনুমতি নিয়ে জবাব দাখিল করতে পারেন?

আপীল আদালত কোন ক্ষেত্রে বিচারধীন মামলায় আসামীকে জামিন মুক্তি দিতে পারে?

পুলিশকে আমল অযোগ্য অপরাধের তদন্তের নির্দেশ দিতে পারেন-

এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তর করতে পারেন?

দায়রা জজ অভিযোগ গঠন করে কত ধারায়?

ম্যাজিস্ট্রেট একই বিচারে আসামীর একাধিক অপরাধের শাস্তি একত্রিত করে দিলে উক্ত শাস্তির সর্বোচ্চ পরিমাণ হবে না ম্যাজিস্ট্রেটদের দন্ড দেওয়ার যে এখতিয়ার আছে তার -

কোন ধারা অনুযায়ী আপিল আদালত আপিল নিষ্পত্তিতে ক্ষমতা ব্যবহার করেন?

১৪৫ ধারার বিধান মোতাবেক অন্যায় ভাবে দখলচুত ব্যক্তি বেদখল হওয়ার কতদিনের মধ্যে মামলা করিলে দখলে আছেন বলিয়া গন্য হবে?

অব্যহতি বা চার্জ গঠনের পূর্বে ম্যাজিস্ট্রেট প্রয়োজনে আসামীর জবানবন্দী গ্রহন করিবেন ইহা কোন ধারার বিধান?

প্রত্যেক জেলায় ও মহানগর এলাকায় সরকার কতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করিতে পারিবেন?

হাইকোর্ট বিভাগকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে ফৌজদারী কার্যবিধির কোন ধারায়?

মালিকের অনুমতি নিয়ে 'ক' একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে, এ ক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে?

পেনাল কোডের অপরাধ সমূহ কোন আদালত কর্তৃক বিচার যোগ্য তা ক্রিমিনাল প্রসিডিউর কোডের কোথায় উল্লেখ আছে? [B.J.S Exam-2014]

বিচার চলাকালে ১ বছর হাজতে থাকা একজন আসামীর ৫ বছরের কারাদন্ডের আদেশ হয়। দন্ডিত আসামীকে কত দিন কারাগারে সাজা ভোগ করতে হবে? [B.C.Exam-2015]

কত ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট আত্মহত্যা বা হত্যার সুরতহাল তদন্ত করে?

জামিন যোগ্য অপরাধের কথা বর্ণিত আছে-

দোষী সাবস্ত হওয়ার পর শান্তি রক্ষার্থে কোন ব্যক্তি মৃচলেকা দিলে তা সর্বোচ্চ কত দিন পর্যন্ত কার্যকর থাকবে?

ফৌজদারী কার্যবিধি অনুযায়ী যার বরাবর সমন জারি করা হয়, তার নিকট ব্যক্তিগতভাবে সমনের কয়টি কপি দিয়ে আসতে হয়?

একজন অভিযোগকারী খালাস আদেশের বিরুদ্ধে আপীল করতে পারে- [B.C.Exam-2013]

কবর থেকে লাশ উদ্ধার করতে পারে নির্বাহী ম্যাজিস্ট্রেট কত ধারা বলে?

ফৌজদারী কার্যবিধি অনুশীলন-১৯
Thank you খুব ভাল চেষ্টা, পুনরায় দেখতে চাইলে Play Again করুন অথবা নতুন অনুশীলনে যেতে পারেন।
Please share this quiz to view your results .