ফৌজদারী কার্যবিধির কত ধারায় ম্যাজিস্ট্রেট অভিযোগ গঠন করেন?

নালিশ মামলা খারিজ হলে কি করতে হবে?

ফৌজদারী কার্যবিধির কোন ধারায় চার্জে সময়, স্থান ও ব্যক্তি সম্পর্কে বর্ণনা থাকবে বিধানটি উল্লেখ করা হয়েছে?

১৪৫ ধারার মামলায় স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি যদি প্রমান করতে পারেন যে, উপযুক্ত বিরোধের অস্তিত্ব নাই বা ছিল না তাহা হইলে ম্যাজিস্ট্রেট কি করিবেন?

ফৌজদারী কার্যবিধির কত ধারায় আদালত মামলার কার্যক্রম স্থগিত বা মূলতবী রাখতে পারে?

কোন কারণে আদালত মামলার কার্যক্রম বন্ধ রাখতে পারে?

P.P এর পুনাঙ্গ রুপ কি?

'X' গুরুতর আহত হয় 'Y' নামক আদালতের এখতিয়ারাধীন সীমায় আর মারা যায় 'Z' নামক আদালতের এখতিয়ারাধীন সীমার মধ্যে। এক্ষেত্রে 'X' এর প্রাননাশের বিচার কোথায় হবে?

নালিশ প্রত্যাহার করলে ম্যাজিস্ট্রেট কি আদেশ দিতে পারে?

Confession Statement দেওয়ার জন্য অপরাধিকে কতক্ষন সময় দেয়া হয়?

জামিনযোগ্য অপরাধে জামিন দেওয়া আদালতের কোন ধরনের দায়িত্ব?

আপিল চলাকালীন সময় আপীলকারী মারা গেলে কি হবে?

ক্রিমিনাল প্রসিডিউর কোড এর ১৬১ ধারায় রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দীততে স্বাক্ষর করবেন- [B.J.S Exam-2014]

বিচার চলাকালে ১ বছর হাজতে থাকা একজন আসামীর ৫ বছরের কারাদন্ডের আদেশ হয়। দন্ডিত আসামীকে কত দিন কারাগারে সাজা ভোগ করতে হবে? [B.C.Exam-2015]

সমন জারি করা হয় কার মাধ্যমে-

গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দের আগে কত ঘন্টা পর্যন্ত পুলিশের হেফাজতে রাখা যায়? [B.C.Exam-2012]

শান্তি রক্ষা বা সদাচরণের মুচলিকার আদেশের বিরুদ্ধে আপিল করা যায় কোন ধারায়?
ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া কোন অপরাধের তদন্ত পুলিশ করতে পারে না?

আসামি পক্ষের সাক্ষ্য গ্রহণ কখন শুরু হয়?

কার দ্বারা একটি সমন জারি করা হয়?

ফৌজদারী কার্যবিধি অনুশীলন-২১
Thank you খুব ভাল চেষ্টা, পুনরায় দেখতে চাইলে Play Again করুন অথবা নতুন অনুশীলনে যেতে পারেন।
Please share this quiz to view your results .