Audio Test-13

প্রশ্ন: ১। অপরাধমূলক অনাধিকার প্রবেশের শাস্তি কি?
ক) ১ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়বিধ দন্ড
খ) ৬ মাস কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়বিধ দন্ড
গ) ২ মাস কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়বিধ দন্ড
ঘ) ৩ মাস কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়বিধ দন্ড

উত্তর: ৩ মাস কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়বিধ দন্ড

প্রশ্ন: ২। ফৌজদারী কার্যবিধির কোন ধারায় স্বাক্ষীকে আদালতে উপস্থিত হওয়া হইতে অব্যহতি দেয়া হয়েছে?
ক) ৫০৩ ধারা
খ) ৫০৪ ধারা
গ) ৫০২ ধারা
ঘ) ৫০৫ ধারা

উত্তর: ৫০৩ ধারা

প্রশ্ন: ৩। সাক্ষ্য আইনে কোন ধরনের দোষ স্বীকারোক্তি Extra Judicial স্বীকারোক্তি হিসাবে পরিচিত?
ক) বিচারিক ভিন্ন অন্য কাহার ও নিকট স্বীকারোক্তি
খ) কোনটিই নয়
গ) ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তি
ঘ) ম্যাজিস্ট্রেট ও পুলিশ উভয়ের নিকট স্বীকারোক্তি

উত্তর: বিচারিক ভিন্ন অন্য কাহার ও নিকট স্বীকারোক্তি

প্রশ্ন: ৪। অনিষ্ট (Mischief) এর সংজ্ঞা দন্ডবিধির কত ধারায়?
ক) ৪২৮ ধারায়
খ) ৪২৭ ধারায়
গ) ৪২৬ ধারায়
ঘ) ৪২৫ ধারায়

উত্তর: ৪২৫ ধারায়

প্রশ্ন: ৫। রফিক’ শফিক এর অবৈধ লোকসান সাধন করার অভিপ্রায়ে শফিক এর মালিকানাধীন ১টি স্বর্ণের চেন নদীতে নিক্ষেপ করে। রফিক এর অপরাধ হবে-
ক) অনিষ্ট হবে
খ) অপরাধমূলক সম্পত্তি তসরুপ হবে
গ) অবৈধ বল প্রয়োগ হবে
ঘ) প্রতারণা

উত্তর: অনিষ্ট হবে

প্রশ্ন: ৬। Evidence Act এর কোন ধারায় একজন সাক্ষীকে Re-examine করা যায়?
ক) ১৩৫
খ) ১৩৭
গ) ১৩৬
ঘ) ১৩৮

উত্তর: ১৩৮

প্রশ্ন: ৭। হেবিয়াস কর্পাস এর আভিধানিক অর্থ কি?
ক) কোনটিই নয়
খ) বন্দিকে স্বশরীরে আদালতের সামনে হাজির করা
গ) কারন দর্শানো
ঘ) মুক্ত করার নির্দেশ

উত্তর: বন্দিকে স্বশরীরে আদালতের সামনে হাজির করা

প্রশ্ন: ৮। স্বীকৃতি নিম্নের কোন ক্ষেত্রে কাজ করতে পারে?
ক) Comc,isive proof
খ) Discovers in consequence of information
গ) Estoppel
ঘ) কোনটিয় নয়

উত্তর: Estoppel

প্রশ্ন: ৯। প্রকাশ্য আদালতে সাক্ষীদের জবানবন্দি গ্রহন করিতে হইবে ইহা কোন আইনের ভাষ্য?
ক) দে:কা: অর্ডার ১৮ রুল ৫
খ) দে:কা: অর্ডার ১৮ রুল-৪
গ) দে: কা: অর্ডার ১৮ রুল ৩
ঘ) দে:কা: অর্ডার ১৮ রুল ১৫

উত্তর: দে:কা: অর্ডার ১৮ রুল-৪

প্রশ্ন: ১০। বৈদেশিক চুক্তির ক্ষেত্রে তামাদি আইনের প্রয়োগ বিধানটি তামাদি আইনের কত ধারায় উল্লেখ আছে?
ক) ৮ ধারায়
খ) ১৪ ধারায়
গ) ১১ ধারায়
ঘ) ৯ ধারায়

উত্তর: ১১ ধারায়

প্রশ্ন: ১১। বে-আইনী সমাবেশের সংজ্ঞা কোন ধারায় আছে?
ক) ১৪৪ ধারায়
খ) ১৪১ ধারায়
গ) ১৪৩ ধারায়
ঘ) ১৪২ ধারায়

উত্তর: ১৪১ ধারায়

প্রশ্ন: ১২। আব্দুল করিম’ একটি বাড়ি ‘আব্দুর রহিম’ এর নিকট বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয় কিন্তু পরে চুক্তি বাস্তবায়নে ‘আব্দুল করিম’ অস্বীকৃতি জানায় ‘আব্দুর রহিম’ সুনিদির্ষ্ট প্রতিকার আইনের ক) কোন ধারায় মামলা দায়ের করতে পারে?
ক) ৪২ ধারায়
খ) ৯ ধারায়
গ) ৮ ধারায়
ঘ) ১২ ধারায়

উত্তর: ১২ ধারায়

প্রশ্ন: ১৩। আসামিকে যুক্তিসঙ্গত সুযোগ না দিয়ে আদালত দন্ড বৃদ্ধি করতে পারবেন না ইহা ফৌজদারী কার্যবিধির কোন ধারায় বলা হয়েছে?
ক) ৪১৭ ক
খ) ৪১৭ক (৩)
গ) ৪১৭
ঘ) ৪১৭ ক(২)

উত্তর: ৪১৭ক (৩)

প্রশ্ন: ১৪। ঘোষণাকারী বা হলফকারীকে তাহার তথ্য আহরণের উৎস ব্যক্ত করতে হইবে ইহা দেওয়ানী কার্যবিধির কোন বিধানে?
ক) অর্ডার ১৯ রুল ৩
খ) অর্ডার ১৯ রুল ৪
গ) অর্ডার ১৯ রুল ১
ঘ) অর্ডার ১৯ রুল ৫

উত্তর: অর্ডার ১৯ রুল ৩

প্রশ্ন: ১৫। বিভিন্ন আদালতের এখতিয়ারে অবস্থিত স্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা কোন আদালতে করতে হবে?
ক) সম্পত্তির পনিমাণ যে আদালতের এখতিয়ারে কম থাকে
খ) যে কোন একটি আদালতে
গ) বাদী যেখানে বসবাস করে
ঘ) সম্পত্তির পরিমাণ যে আদালতের এখতিয়ারে বেশি থাকে

উত্তর: যে কোন একটি আদালতে

প্রশ্ন: ১৬। যেখানে বিষয়বস্তু অবস্থিত সেখানেই মামলা দায়ের করিতে হইবে, ইহা দেওয়ানী কার্যবিধির কোন ধারায় বর্ণনা করা হইয়াছে?
ক) ১৫ ধারায়
খ) ২০ ধারায়
গ) ১৬ ধারায়
ঘ) ১৭ ধারায়

উত্তর: ১৬ ধারায়

প্রশ্ন: ১৭। কোন সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়?
ক) গৌণ সাক্ষ্য
খ) দেখার ভিক্তিতে প্রদত্ব সাক্ষ্য
গ) অন্যের নিকট শোনা সাক্ষ্য
ঘ) অবস্থাগত সাক্ষ্য

উত্তর: অন্যের নিকট শোনা সাক্ষ্য

প্রশ্ন: ১৮। কয়টি ক্ষেত্রে একটি চুক্তি সুনিদিষ্টভাবে কার্যকর করা যেতে পারে?
ক) ৫টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৭টি

উত্তর: ৪টি

প্রশ্ন: ১৯। কত শ্রেণীর ব্যক্তিদের জামিনঅযোগ্য অপরাধের ক্ষেত্রেও আদালত সাধারণত জামিন মুঞ্জুর করেন?
ক) ৫ শ্রেণীর
খ) ৩ শ্রেণীর
গ) ২ শ্রেণীর
ঘ) ৪ শ্রেণীর

উত্তর: ৩ শ্রেণীর

প্রশ্ন: ২০। ঢাকা শহরের পল্টন ময়দানে একটি জনসভায় মানহানির উক্তি করা হইল। বাদীর আবাস ঢাকায় এবং বিবাদীর আবাস রাজশাহীতে মামলাটি কোথায় দায়ের করিতে হইবে?
ক) ঢাকা বা রাজশাহী যে কোন একটিতে
খ) ঢাকায়
গ) রাজশাহীতে
ঘ) ঢাকা ও রাজশাহীর মাঝামাঝি স্থানে

উত্তর: ঢাকা বা রাজশাহী যে কোন একটিতে

প্রশ্ন: ২১। Set-off এর দাবি কিসের মধ্যে সংযুক্ত করতে হয়?
ক) আরজির মধ্যে
খ) দরখাস্তের মাধ্যমে
গ) নতুন আরজির মাধ্যমে
ঘ) লিখিত বিবৃতির মধ্যে

উত্তর: আরজির মধ্যে

প্রশ্ন: ২২। বাংলাদেশ বার কাউন্সিলের প্রকাশিত Law Jourlal এর সংক্ষিপ্ত নাম কি?
ক) BLC
খ) DLR
গ) BLD
ঘ) BLL

উত্তর: BLD

প্রশ্ন: ২৩। SR Act এর ১০ ধারা অনুসারে সম্পত্তি পুনরুদ্ধারের জন্য কত সময়ের মধ্যে মামলা করতে হয়?
ক) ৬ বছর
খ) ৩ বছর
গ) ১২ বছর
ঘ) ১০ বছর

উত্তর: ৩ বছর

প্রশ্ন: ২৪। স্থাবর সম্পত্তিটি দুই বা ততোধিক আদালতের কোনটির এখতিয়ারে অবস্থিত সেই বিষয়ে অনিশ্চয়তার অভিযোগ থাকিলে এইরূপ আদালতের যেকোন একটি কারণ লিপিবদ্ধ করিয়া মামলা গ্রহন ও বিচার করতে পারে তাহা দেওয়ানী কার্যবিধর কোন ধারায় বলা হইয়াছে?
ক) ১৫ ধারায়
খ) ২১ ধারায়
গ) ১৮ ধারায়
ঘ) ১৬ ধারায়

উত্তর: ১৮ ধারায়

প্রশ্ন: ২৫। দন্ডবিধির ১৪১ ধারা মোতাবেক কমপক্ষে কতজন উপস্থিত থাকলে বে-আইনী সমাবেশ হয়?
ক) ৫ জন
খ) ৪ জন
গ) ১০ জন
ঘ) ৩ জন

উত্তর: ৫ জন

নিউজঃ