Audio Test-14

প্রশ্ন: ১। আইনানুগ কার্যধারার যে পরিমান সময় গণনা থেকে বাদ দিতে হবে, ইহা তামাদি আইনের কোন ধারার বিধান?
ক) ১০ ধারা
খ) ১৪ ধারা
গ) ১২ ধারা
ঘ) ৯ ধারা

উত্তর: ১২ ধারা

প্রশ্ন: ২। কখন সুনিদির্ষ্ট কার্যসম্পাদন সম্ভব হয়?
ক) সবকয়টি
খ) ক্ষতিপুরণ নির্ণয়নের কোন মানদন্ড না থাকলে
গ) ক্ষতিপূরণ পাওয়া না গেলে
ঘ) ক্ষতিপূরণ অপর্যাপ্ত হলে

উত্তর: সবকয়টি

প্রশ্ন: ৩। চুক্তির বৃহৎ অংশ সুনির্দিষ্টভাবে সম্পাদনের এবং বাঁকি অংশের জন্য আর্থিক ক্ষতিপূরণের বিধান S.R Act এর কোন ধারায় বলা হইয়াছে?
ক) ১২ ধারায়
খ) ১৪ ধারায়
গ) ১৭ ধারায়
ঘ) ১৫ ধারায়

উত্তর: ১৪ ধারায়

প্রশ্ন: ৪। ক, খ-এর নিকট একটি বাড়ি এক লক্ষ টাকায় বিক্রয় করতে চুক্তিবদ্ধ হল। চুক্তি সম্পন্ন করার পরদিন ঘুর্ণিঝড়ে বাড়িটি বিধ্বস্ত হয়ে গেল। এখন ক্রয়মূল্য প্রদানের মাধ্যমে খ-কে চুক্তিতে তার অংশের কার্যসম্পদনে বাধ্য করা যেতে পারে ইহা সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারার বিধান?
ক) ১৪ ধারা
খ) ১৫ ধারা
গ) ১২ ধারা
ঘ) ১৩ ধারা

উত্তর: ১৩ ধারা

প্রশ্ন: ৫। পুলিশের নিকট আসামীর স্বীকারোক্তি কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হইবে?
ক) ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে
খ) স্বীকারোক্তি স্বেচ্ছামূলক হলে
গ) স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার
ঘ) নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে

উত্তর: স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার

প্রশ্ন: ৬। অপরাধমূলক অনধিকার প্রবেশ এর সংজ্ঞা দন্ড বিধির কত ধারায়?
ক) ৪৪১ ধারায়
খ) ৪৪৩ ধারায়
গ) ৪৪০ ধারায়
ঘ) ৪৪৪ ধারায়

উত্তর: ৪৪১ ধারায়

প্রশ্ন: ৭। দেওয়ানী কার্যবিধি কত নং অর্ডার মতে হলফনামার মাধ্যমে কোন বিষয় প্রমাণ করতে আদালত আদেশ দিতে পারেন?
ক) অর্ডার ১৮
খ) অর্ডার ২০
গ) অর্ডার ১৯
ঘ) অর্ডার ১৭

উত্তর: অর্ডার ১৯

প্রশ্ন: ৮। কোন ধরনের দোষ স্বীকার অগ্রহণযোগ্য?
ক) ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকার
খ) আদালতে দোষ স্বীকার
গ) ম্যাজিস্ট্রেটের নিকট ও পুলিশের নিকট
ঘ) পুলিশের নিকট দোষ স্বীকার

উত্তর: পুলিশের নিকট দোষ স্বীকার

প্রশ্ন: ৯। ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৮০ দিন এবং দায়রা কোর্ট কর্তৃক ৩৬০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করার বিধান-
ক) স্বেচ্ছামূলক
খ) নির্দেশনামূলক
গ) সবকটি
ঘ) আদেশসূচক

উত্তর: আদেশসূচক

প্রশ্ন: ১০। ডিক্রি কী কী ধরনের হতে পারে?
ক) কিছু চূড়ান্ত কিছু প্রাথমিক ডিক্রি
খ) প্রাথমিক ডিক্রি
গ) সবগুলো
ঘ) চুড়ান্ত ডিক্রি

উত্তর: সবগুলো

প্রশ্ন: ১১। বেআইনী সমাবেশের সদস্যদের শাস্তি কোন ধারায়?
ক) ১৪১ ধারা
খ) ১৪৩ ধারা
গ) ১৪৪ ধারা
ঘ) ১৪২ ধারা

উত্তর: ১৪৩ ধারা

প্রশ্ন: ১২। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে কোন স্ত্রী লোককে জামিন দিতে আদালত?
ক) সাংবিধানিক অধীকার
খ) আইনগত অধিকার
গ) বাধ্য
ঘ) স্বেচ্ছাধীন

উত্তর: স্বেচ্ছাধীন

প্রশ্ন: ১৩। দুই আদালতের স্থানীয় এখতিয়ারের মধ্যে অবস্থিত স্থাবর সম্পত্তি বিষয়ে মামলা কোন আদালতে দায়ের করিতে হইবে?
ক) বাদী যে আদালতের এখতিয়ারে বসবাস করে সেই আদালতে
খ) দুই আদালতের যে কোন একটিতে
গ) বিবাদী যে আদালতের এখতিয়ারে বসবাস করে সেখানে
ঘ) কোনটিই নয়

উত্তর: দুই আদালতের যে কোন একটিতে

প্রশ্ন: ১৪। ‘রফিক’ নিজেকে ‘শফিক’ যিনি বহু বছর নিরুদ্বেশ বলে ভান করে প্রতারণা করে। ‘রফিক’ এর অপরাধ কি ধরণের?
ক) ছদ্মবেশে প্রবঞ্চনা
খ) অপরাধমূলক আত্মসাৎ
গ) কোনটিই না
ঘ) প্রতারণা

উত্তর: ছদ্মবেশে প্রবঞ্চনা

প্রশ্ন: ১৫। ‘রফিক’ নাবালক থাকাবস্থায় স্বত্বের মামলা করার অধিকারী হয়। ইহার ১২ বছর পর ‘রফিক’ সাবালক হয়। এই ক্ষেত্রে সে কতদিনের মধ্যে মামলা দায়ের করবে?
ক) ৩ বছর
খ) ১ বছর
গ) ২ বছর
ঘ) ৭ বছর

উত্তর: ৩ বছর

প্রশ্ন: ১৬। বার কাউন্সিলের নির্বাচিত সদস্যগণের কার্যকাল সমাপ্ত হয়-
ক) ৫ বৎসরে
খ) ৩ বৎসরে
গ) ২ বৎসরে
ঘ) ১ বৎসরে

উত্তর: ৩ বৎসরে

প্রশ্ন: ১৭। একজন এডভোকেটকে হাইকোর্ট বিভাগে আইন ব্যবস্থা করার অনুমতি প্রাপ্তির জন্য অধঃস্তন আদালতে অন্যূন কত বৎসর আইন ব্যবসা করতে হবে?
ক) ৩ বৎসর
খ) ৬ মাস
গ) ২ বৎসর
ঘ) ১ বৎসর

উত্তর: ২ বৎসর

প্রশ্ন: ১৮। দেওয়ানী কার্যবিধির কোন অর্ডারে রায় ও ডিক্রির বিষয়ে বর্ণনা করা হইয়াছে?
ক) অর্ডার ১৮
খ) অর্ডার ১৭
গ) অর্ডার ২১
ঘ) অর্ডার ২০

উত্তর: অর্ডার ২০

প্রশ্ন: ১৯। একটি বিচারিক কার্যক্রমে অথবা আইন দ্বারা ক্ষমতা সম্পন্ন ব্যক্তির সম্মুখে কোন স্বাক্ষীর প্রদত্ত সাক্ষ্য পরবর্তী বিচারিক কার্যক্রমে উহার সত্যতা প্রমাণের জন্য প্রাসঙ্গিক হয়। ইহা সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে?
ক) ৩২ ধারায়
খ) ৩১ ধারায়
গ) ৩৫ ধারায়
ঘ) ৩৩ ধারায়

উত্তর: ৩৩ ধারায়

প্রশ্ন: ২০। বিচারকের মৃত্যু, বদলী, প্রমোশনের কারণে আদালত বিচার সমাপ্ত করিতে না পারেন তবে তাহার স্থলাভিসিক্ত যিনি হবেন অসমাপ্ত কার্যধারা তিনি শেষ করবেন ইহা অর্ডার ১৮ এর কোন রুলে বলা হয়েছে?
ক) রুল ১৩
খ) রুল ১৫
গ) রুল ১২
ঘ) রুল ১৬

উত্তর: রুল ১৫

প্রশ্ন: ২১। সমনের মাধ্যমে আদালত কোন সাক্ষীকে দলিল দাখিল করতে বলিলে সাক্ষী অব্যশই উহা দাখিল করিবেন যদিও উহা দাখিলে সাক্ষীর যুক্তি সংগত আপত্তি থাকে উহা সাক্ষ্য আইনের কোন ধারার ভাষ্য?
ক) ১৬১ ধারা
খ) ১৬২ ধারা
গ) ১৫৯ ধারা
ঘ) ১৬৫ ধারা

উত্তর: ১৬২ ধারা

প্রশ্ন: ২২। ‘রফিক’ শফিক কে একটি দ্রব্যের মিথ্যা নমুনা দেখিয়ে ইচ্ছাকৃত ভাবে ‘শফিক’ কে ফাঁকি দিলে, শফিক বিশ্বাস করে নমুনার অপরূপ দ্রব্য ক্রয় করে। রফিক এর অপরাধ কি?
ক) প্রতারণা
খ) সবগুলো
গ) অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ
ঘ) প্রবঞ্চনা

উত্তর: প্রতারণা

প্রশ্ন: ২৩। সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে অনুষ্ঠিত অপরাধের জন্য বেআইনী সমাবেশের প্রত্যেক সদস্য দোষী ইহা কোন ধারার বিধান?
ক) ১৪৮ ধারা
খ) ১৪৩ ধারা
গ) ১৪৯ ধারা
ঘ) ১৪৪ ধারা

উত্তর:১৪৯ ধারা

প্রশ্ন: ২৪। আইন গ্রহনযোগ্য হবে –
ক) ঘটনার প্রশ্নে
খ) আইন ও ঘটনা প্রশ্নে
গ) কোনটিই নয়
ঘ) আইনের প্রশ্নে

উত্তর: আইন ও ঘটনা প্রশ্নে

প্রশ্ন: ২৫। ফৌজদারী কার্যবিধি কোন সালে প্রবর্তন করা হয়?
ক) ১৮৯৮
খ) ১৮৮৯
গ) ১৯০৯
ঘ) ১৯০৮

উত্তর: ১৮৯৮

নিউজঃ