Audio Test-15
প্রশ্ন: ১। জজ বা আদালত যে কোন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করিতে পারেন ইহা কোন ধারার বিধান?
ক) ১৬৪ ধারা
খ) ১৬৫ ধারা
গ) ১৬৬ ধারা
ঘ) ১৬৩ ধারা
উত্তর: ১৬৫ ধারা
প্রশ্ন: ২। আলো বাতাসের প্রবেশ ও ব্যবহার, পথ, জলস্রোত ও পানির ব্যবহার অব্যহতভাবে বিষ বৎসর যাবৎ শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে ভোগ করিলে তাহা নিরঙ্কুশ ও অলঙ্ঘনীয় অধিকারে পরিনত হয় তাহা কোন ধারার বিধান?
ক) ২৬ ধারা
খ) ১৯ ধারা
গ) ২৪ ধারা
ঘ) ২০ ধারা
উত্তর: ২৬ ধারা
প্রশ্ন: ৩। তামাদি আইন বিবাহ বিচ্ছেদ আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয় ইহা কোন ধারায় বলা হয়েছে?
ক) ২৯ ধারায়
খ) ২৮ ধারায়
গ) ২৪ ধারায়
ঘ) ৩১ ধারায়
উত্তর: ২৯ ধারায়
প্রশ্ন: ৪। মৃত্যুদন্ডাদেশ অনুমোদনের জন্য বিচারিক আদালতের নথি জমা দিতে হবে কোন আদালতে?
ক) হাইকোর্ট বিভাগে
খ) জেলা জজের নিকট
গ) দায়রা আদালতে
ঘ) আপীল বিভাগে
উত্তর: হাইকোর্ট বিভাগে
প্রশ্ন: ৫। স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তি ভঙ্গ করা হইলে টাকার দ্বারা উহার ক্ষতি পূরণ সম্ভব নহে ইহা সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারার ভাষ্য?
ক) ১২ ধারার
খ) ৯ ধারার
গ) ৮ ধারার
ঘ) ১০ ধারার
উত্তর: ১২ ধারার
প্রশ্ন: ৬। কোন ব্যক্তি স্বীকারোক্তি দিতে পারে না?
ক) মামলায় কোন পক্ষ
খ) কোনটিই নয়
গ) পুলিশ
ঘ) মামলার যে কোন পক্ষের প্রতিনিধি
উত্তর: কোনটিই নয়
প্রশ্ন: ৭। প্রতারণার সাজা কত ধারায় উল্লেখ আছে?
ক) ৪১৯ ধারা
খ) ৪২০ ধারা
গ) ৪১৮ ধারা
ঘ) ৪১৭ ধারা
উত্তর: ৪১৭ ধারা
প্রশ্ন: ৮। একাধিক আদালতের এখতিয়ারে অবস্থিত স্থাবর সম্পত্তির জন্য কত ধারা অনুসারে মামলা করতে হবে?
ক) ১৮ ধারা
খ) ২০ ধারা
গ) ১৬ ধারা
ঘ) ১৯ ধারা
উত্তর: ১৮ ধারা
প্রশ্ন: ৯। মারাত্বক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা অনুষ্ঠান করিলে শাস্তি কোন ধারায়?
ক) ১৪৩ ধারা
খ) ১৪৮ ধারা
গ) ১৪৬ ধারা
ঘ) ১৪৯ ধারা
উত্তর: ১৪৮ ধারা
প্রশ্ন: ১০। নিম্নের কোন কাজটি এনরোলমেন্ট কমিটির দায়িত্বে-
ক) এডভোকেট তালিকাভুক্ত করা
খ) এডভোকেটের পেশাগত আচারণ নিয়ন্ত্রণ করা
গ) সবকটি
ঘ) এডভোকেটের কল্যাণে তহবিল ব্যবস্থাপনা করা
উত্তর: এডভোকেট তালিকাভুক্ত করা
প্রশ্ন: ১১। আগাম জামিন দেওয়ার এখতিয়ার ভুক্ত আদালত হচ্ছে-
ক) হাইকোর্ট
খ) হাইকোর্ট ও দায়রা কোর্ট উভয়
গ) দায়রা কোর্ট
ঘ) ম্যাজিস্ট্রেট কোর্ট
উত্তর: হাইকোর্ট ও দায়রা কোর্ট উভয়
প্রশ্ন: ১২। কোন ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা ( Dying Declaration) তার কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য?
ক) বিবাহ
খ) সম্পত্তিদান
গ) মৃত্যুর কারণ
ঘ) পরিচয়
উত্তর: মৃত্যুর কারণ
প্রশ্ন: ১৩। অনিষ্টের শাস্তি কত ধারায়?
ক) ৪২৭ ধারায়
খ) ৪২৮ ধারায়
গ) ৪২৫ ধারায়
ঘ) ৪২৬ ধারায়
উত্তর: ৪২৬ ধারায়
প্রশ্ন: ১৪। ‘X’ রাজশাহীতে বাস করে সে ঢাকায় আসিয়া ‘Y’ কে আহত করে ‘Y’ ঢাকা অথবা রাজশাহীতে X এর বিরুদ্ধে ক্ষতিপূরনের মামলা করিতে পারে ইহা কোন ধারার বিধান?
ক) ২০ ধারার
খ) ১৫ ধারার
গ) ১৯ ধারার
ঘ) ১৮ ধারার
উত্তর: ১৯ ধারার
প্রশ্ন: ১৫। কোন সম্পত্তির দখল প্রাপ্তির জন্য নির্ধারিত তামাদি মেয়াদের মধ্যে মামলা দায়ের না করিলে বাদীর অধিকার বিলুপ্ত হইবে ইহা কোন ধারার ভাষ্য?
ক) ২৬ ধারা
খ) ২০ ধারা
গ) ২৮ ধারা
ঘ) ২৭ ধারা
উত্তর: ২৮ ধারা
প্রশ্ন: ১৬। চুড়ান্ত শুনানীর তারিখ নির্ধারণ হওয়ার ১২০ দিনের মধ্যে আদালত মামলার শুনানী শেষ করবে ইহা অর্ডার ১৮ এর কত নং রুলে বলা হয়েছে?
ক) রুল ২০
খ) রুল ১৬
গ) রুল ১২
ঘ) রুল ১৯
উত্তর: রুল ১৯
প্রশ্ন: ১৭। অবিরাম চুক্তি ভঙ্গের বিষয়ে তামাদি আইরের কোন ধারায় বর্ণনা করা হইয়াছ?
ক) ২৩ ধারা
খ) ১৯ ধারা
গ) ২০ ধারা
ঘ) ১৭ ধারা
উত্তর: ২৩ ধারা
প্রশ্ন: ১৮। কোন দলিলটি পাবলিক দলিল (Public Document)?
ক) প্রকাশিত কবিতা
খ) উইল
গ) প্রকাশিত পত্র
ঘ) মামলার আরজী
উত্তর: মামলার আরজী
প্রশ্ন: ১৯। বার কাউন্সিলের অন্যতম প্রধান কাজ কি?
ক) এডভোকেটের পেশাগত আচারণ নিয়ন্ত্রণ করা
খ) সবগুলো
গ) এডভোকেট তালিকাভুক্ত করা
ঘ) এডভোকেটের তালিকা সংরক্ষণ করা
উত্তর: এডভোকেট তালিকাভুক্ত করা
প্রশ্ন: ২০। দেওয়ানী কার্যবিধিতে অন্তর্বর্তী মুনাফা বলতে বোঝায়, একজন ব্যক্তি কর্তৃক কোন সম্পত্তি হতে প্রাপ্ত মুনাফা, যে সম্পত্তিতে উক্ত ব্যক্তির কি আছে?
ক) অন্যায়ভাবে দখল
খ) সবকটি
গ) বৈধ দখল আছে
ঘ) আইন সঙ্গত দখলে আছে
উত্তর: অন্যায়ভাবে দখল
প্রশ্ন: ২১। অপরের রূপ ধারাণপূর্বক প্রতারণার শাস্তি কি?
ক) ৩ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় বিধ দন্ডে দন্ডিত হইবে
খ) ৫ বছর কারাদন্ড এবং অর্থদন্ড
গ) ৭ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় বিধ দন্ড
ঘ) ১০ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়বিদ দন্ড
উত্তর: ৩ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় বিধ দন্ডে দন্ডিত হইবে
প্রশ্ন: ২২। নোটিশ প্রদান স্বত্বেও দলিল উপস্থাপিত করা না হইলে পরবর্তীতে নোটিশ গৃহীতা ঐ দলিল সাক্ষ্য হিসাবে আদালতে দাখিল করিতে পারে না ইহা সাক্ষ্য আইনের কোন ধারায় উল্লেখ আছে?
ক) ১৬০ ধারা
খ) ১৬১ ধারা
গ) ১৬৪ ধারা
ঘ) ১৬৫ ধারা
উত্তর: ১৬৪ ধারা
প্রশ্ন: ২৩। মোকদ্দমার পক্ষদের আবেদন ক্রমে এবং তাহাদের খরচে রায় এবং ডিক্রির নকল সরবরাহ করা হইবে ইহা দেওয়ানী কার্যবিধি কোন বিধানে?
ক) অর্ডার ২০ রুল ২০
খ) অর্ডার ২০ রুল ১৫
গ) অর্ডার ২০ রুল ১৩
ঘ) অর্ডার ২০ রুল ১৯
উত্তর: অর্ডার ২০ রুল ২০
প্রশ্ন: ২৪। সরকারের পাবলিক প্রসিকিউটর নিয়োগের ক্ষমতা ফৌজদারী কার্যবিধিতে প্রদান করা হয়েছে-
ক) ৪৯৩ ধারা
খ) ৪৯৫ ধারা
গ) ৪৯২ ধারা
ঘ) ৪৯৪ ধারা
উত্তর: ৪৯২ ধারা
প্রশ্ন: ২৫। হেবিয়াস কর্পাস প্রকৃতির নির্দেশ দানের ক্ষমতা হাইকোর্টকে ফৌজদারী কার্যবিধির কোন ধারায় প্রদান করা হয়েছে?
ক) ৪৩৯ ধারায়
খ) ৪৯২ ধারায়
গ) ৪৩৫ ধারায়
ঘ) ৪৯১ ধারায়
উত্তর: ৪৯১ ধারায়